নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার যদি এতোই ভয় থাকে তাহলে পদত্যাগ করে অন্য কাউকে মন্ত্রিত্ব দিক!!রাজাকারদের ফাঁসি চাই, দাবি এই একটাই!! X((X(X((X(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

বিচারের নামে প্রহসন মানিনা মানবনা!!!!!!!



রাজাকারদের ফাঁসি চাই,

দাবি এই একটাই!! X((X((X((



শেখ হাসিনার যদি এতোই ভয় থাকে তাহলে পদত্যাগ করে অন্য কাউকে মন্ত্রিত্ব দিক!!



আমাদের আবেগকে নিয়ে খেলবেন না, আমাদের ভালবাসা, দেশের মুখে ঝাঁটার বাড়ি দিয়েন না। আমি নিতে পারবোনা যদি বাংলার জারজ সন্তান জামায়াত-শিবির এই রায়ের ফাঁক গলে ক্ষমতায় চলে যায়!



সরকার এবং বিগত সরকারেরা অনেক অন্যায়ভাবে অনেক অসাধারণ অপরাধীদের জাস্ট "সাধারণ" মাফ করে দিয়েছে। আবার অন্যায় করেন, এবার আপত্তি নাই, অন্যায়(!) ভাবে ওর ফাঁসি নিশ্চিত করেন, অনেক সময় ন্যায়টা করতেই অন্যায় এর প্রয়োজন পড়ে!!



আর রায় যদি বিচার বিভাগ নিজের খেয়াল খুশি মত দিয়ে থাকে তাইলে বলব, আপনার পরিবারের প্রতিটি সদস্যকে খুন করা হবে। পরিবারের সব নারিকে ধর্ষণ করে হত্যা করা হবে। আপনি ফাঁসি দিতে পারেন না, রায় হতে পারে ছয় মাসের জেল।



৪০০/৫০০ খুন আর ধর্ষণের সামনে আপনার পরিবার সদস্যদের হত্যা আর কি এমন অপরাধ? X( X( X( X(



কোন জারজ রাজাকার এই দেশে জীবন্ত থাকতে পারবেনা।
X((X((X((X((X((X((X((X((X((X((

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

রাসেল৪৮ বলেছেন: শেখ হাসিনার যদি এতোই ভয় থাকে তাহলে পদত্যাগ করে অন্য কাউকে মন্ত্রিত্ব দিক!! সহমত।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি মন থেকে আশা করি এমন নোংরা কাজ হয়নি যে শেখ হাসিনা হস্তক্ষেপ করে এই কাজ করাইছে। তাইলে সেটা হবে আমার দেখা সবথেকে নিরলজ্জ ও ভুদাইপনা!!

আর কোন আইনে এতো অপরাধের এই লঘু দণ্ড তাও জানতে চাই। আমিও খুন করব, আপনারা আন্দোলন করবেন আমার জন্যে, আমাকে যেন ফাঁশি না দেওয়া হয়!! X( X( X( X(

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

রানার ব্লগ বলেছেন: আমাদের আবেগকে নিয়ে খেলবেন না, আমাদের ভালবাসা, দেশের মুখে ঝাঁটার বাড়ি দিয়েন না। আমি নিতে পারবোনা যদি বাংলার জারজ সন্তান জামায়াত-শিবির এই রায়ের ফাঁক গলে ক্ষমতায় চলে যায়!




আমি ক্ষুধ আমি ব্যাথিত আমি বিরক্ত আমি শোকে বিহ্বল এঁর থেকে ভাল ছিল আমাদের ৩০ লক্ষ মা বোন ভাই দের আত্মত্যাগ কে অস্বীকার করা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই যন্ত্রণা লুকানর জায়গা নাই! নির্লজ্জের মত কি সবাইকেই এই লঘু শাস্তি দেওয়া হবে? মনে হয়না, যদি একজনকেও ফাঁসি দেওয়া হয়, লাভ কি? প্রতিক্রিয়া তো একই পাওয়া যাবে!!! তাহলে সরকার এটা কেন করবে? আমার প্রশ্ন এটাই!

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

টয় বয় বলেছেন:
জামাতের সাথে আওয়ামী আঁতাত লুকানো যাবে না, হাসিনার ইশারায় ক্যাংগারু কোর্টের রায়ের মাজেজা দেশবাসী বুইজা গেছে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: "আঁতাত"

এই শব্দটি ব্যাবহারের জন্যে আমি পরবর্তী রায় দেখতে চাই।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

কান্টি টুটুল বলেছেন:

শেখ হাসিনা কোন কিছুতে ভয় পায়-আমি বিশ্বাস করি না,তবে......

শোন হে পথিক ভাই, সবার উপর টাকা/রাজনীতি সত্য
তাহার উপরে কিছুই নাই।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

আমি মুখতার বলেছেন: X(( X(( X(( X((

আমরা গরুর চেয়েও বড় গরু।

ছাগলের চেয়েও বড় ছাগল।

বলদের চেয়েও বড় বলদ।


আমাদের বাপ মা এইসব কুলাঙ্গারদের ভোট দিল যারা কিনা ক্ষমতা ও টাকার জন্য মানুষের আবেগ বিক্রি করতে পারে!!!!!

এখন গালি দেওয়ার মত ইচ্ছা নেই ওদের। কারণ এতে গালিরই অপমান হবে।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

শোয়েব হাসান বলেছেন: Eta amamilig er oytizzo , itihash tai ble,

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

একজন আরমান বলেছেন:
রাজাকারের ফাসি চাই।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: ভোটের রাজনীতিতে সাধারন মানুষের আবেগের কোন মুল্য কি আছে ???

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মানুষ ছাড়া কিসের ভোট? অনুভুতিতে আঘাত দিলে ভোট **য় দেওয়া হবে।

আর বিম্পি নিয়া কিশু কওয়ার নাই, জামায়াতের দূষণ থেকে আগে বাইর হোক। তারপরে। কোন কথা কয়না কেন হেরা? কই যুদ্ধপরাধিদের বিচারের রায়ে তারা তো খুশি হওয়া কোন প্রতিক্রিয়া দিল না!!

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

টয় বয় বলেছেন:
লেখক বলেছেন: "আঁতাত"

এই শব্দটি ব্যাবহারের জন্যে আমি পরবর্তী রায় দেখতে চাই।


=======>> কেন পরবর্তী রায় দেখতে হইবো?? তাইলে আপনে বলতেছেন এখনকার রায় আঁতাতের রায় না, ন্যায় বিচার??

আওয়ামী লেন্জা লুকানো কঠিন ;)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই সময়ে ছাগুদের কি ভুমিকা হতে পারে এবং কি ভাবে সুযোগ নেয়ার চেষ্টা করবে তারা, সেটি খুব ভালই বুঝি আমি।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

বুরি বলেছেন: কোন জারজ রাজাকার বাচ্চারা এই দেশে জীবন্ত থাকতে পারবেনা।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন:
রাজনৈতিক মশকরা করছে :(

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:
রাজাকারদের ফাঁসি চাই,
দাবি এই একটাই!!

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

শ্বর্ণকিট বলেছেন: চল চল চল
সব শাহাবাগ চল

চল চল চল!
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
চল রে নও-জোয়ান,
শোন রে পাতিয়া কা-
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল রে চল
চল চল চল।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.