নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

"রায়ে আওয়ামীলীগের অসন্তুষ্টি, আপিল হবে----অ্যাটর্নি জেনারেলঃ জনগনের করনীয় ও কিছু আশার আলো। X( X( X(

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দল। মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্য়ালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানানো হয়।



সংবাদ সম্মলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, “প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি। শুধু আমরা নয় গোটা জাতি প্রত্যাশা করেছিল ৭১ সালে যিনি মানুষ হত্যার নেতৃত্ব দিয়েছিলেন নিজ হাতে মানুষ খুন করেছিলেন তার সর্বোচ্চ শাস্তির রায় হবে।”



তিনি বলেন, “আমরা শুনেছি অ্যাটর্নি জেনারেল এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আপিলের মাধ্যমে এই রায় পুনঃ বিবেচনা করা হবে বলে জাতি প্রত্যাশা করে।”



এসময় আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ রায় নিয়ে আর কোনো মন্তব্য করবেন না বলেও জানান হানিফ।




__________________________________________________

কাগজে কলমে বা প্র্যাকটিক্যালি কাদের মোল্লার বিষয়ে আশা শেষ হয়ে গেলেও রায়ের শেষ পথে হাঁটা হবেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।



জনগনের করনীয়ঃ



# আমরা রায়ের বিরুদ্ধে আপিলে জনসমর্থন গড়ে তুলি?

#আমরা এই ট্রাইব্যুনালকে আমাদের চাওয়া বুঝিয়ে দেই এবং সমর্থন করি? পরবর্তী একটি রায় দেখি? এবং সরকার ও ট্রাইব্যুনালকে বাধ্য করি ফাঁশির রায় দিতে?

# উদ্দেশ্যমূলক রায় এটি হলে, পরের রায় গুলোও তাকেই অনুসরন করবে, তা হবার সম্ভাবনা কম, কারন বাকিরা আরও বেশী প্রচারিত হাইভোল্টেজ অপরাধি!

# ট্রাইব্যুনাল এর উপরে আস্থা না রেখে উপায় নেই, আমরা বিচার চাই। এটাই সবকিছুর শেষ না, কিন্তু ট্রাইব্যুনাল কোনভাবে ভেস্তে গেলে অনেক কিছুই শেষ হয়ে যেতে পারে আর বাস্তবিকভাবে আমরা স্বাধীনতার চেতনার পক্ষের লোকেরা তখন হেরে যাব।




এখন পর্যন্ত আশার আলোঃ

#সরকারের অফিশিয়াল হতাশা প্রকাশ।

#আপিলের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত।

#পরবর্তী রায়ে আমাদের আন্দোলন ও ছাওয়ার প্রভাব পড়ার সম্ভাবনা।

#এই রায়ের বিরুদ্ধে কোটি কোটি জনতার বিক্ষোভ!



আসুন, ঢাকায় যারা আছেন তারা আসুন, যারা নেই তারাও আসুন। শাহবাগে এসে দেখিয়ে দিন, আমরা কতটা ঘৃণা করি ওদের।

কোন ভয় নেই, একসাথে আমরা পাকিস্তানি সেনাদের আব্বা আম্মা ডাক তুলতে পেরেছিলাম। এবার কুত্তার মরন দিব ওদেরকে




আমরা এই রায় মানিনা। কাদের মোল্লার ফাঁসির রায় যতদিন না হচ্ছে, আমরা রাজপথ ছাড়বো না।



চলে আসুন আজ সাড়ে তিনটায়, শাহবাগে। একটাই দাবী, কাদের মোল্লার ফাঁসি চাই।





ট্রাইবুন্যালের ছাড় নাই

কাদের মোল্লার ফাঁসি চাই।



এক হও লড়াই করো,

ফাঁসির দাবী আদায় করো।



বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।



চট্টগ্রামে হবে প্রেসক্লাবের সামনে।

নির্ঝর- ০১৭২১২৭১৬২১



ঢাকাঃ

০১৭১২৮৯৩২৪৪

০১৭১১৩২৩৩৪১

০১৬৭৪৭৭৪৬৩৩




জামায়ত মুক্ত বাংলাদেশ প্রত্যশায় গর্জে উঠুনঃ



ফাঁসি চাই ফাঁসি চাই,

ফাঁসি ছাড়া কথা নাই!

জামায়াত শিবির নিপাত যাক,

সোনার বাংলা মুক্তি পাক!

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

সময়একাত্তর বলেছেন: আপিলে আর কি লাভ? যা বোঝার বুঝে গিয়েছি। শুধুমাত্র বিক্ষোভে একাত্মতা ঘোষণা করলাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমরা আন্দোলন করি, ট্রাইব্যুনাল এর সাথে থাকি, বাকিদের বিচারও আমাদের দরকার। ট্রাইব্যুনাল ভেঙ্গে যাক এটি কাম্য নয়। আন্দলনের মাধ্যমে সরকার ও ট্রাইব্যুনালকে চাপে রাখাই এখন মুল লক্ষ্য হওয়া উচিৎ। আর কেউ যেন পার না পায়, এই আপিলে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়, এইজন্যে আন্দোলন করি। আন্দোলন হোক ফাঁশির দাবিতে, ট্রাইব্যুনালকে কলংকিত করা আপাতত আমাদের জন্যে ভাল হবেনা।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

দ্বীপ রয় বলেছেন: সময় এসেছে চোঁখের জল মুছবার-সব ষড়যন্ত্র উপেক্ষা করে ঘুরে দাঁড়াবার।আমরা যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই-যতক্ষন পর্যন্ত একজন ও যুদ্ধাপরধী বেঁচে থাকবে ততক্ষন পর্যন্ত আমাদের এ চাওয়ার সমাপ্তি হবে না হতে পারে না!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমরা আন্দোলন করি, ট্রাইব্যুনাল এর সাথে থাকি, বাকিদের বিচারও আমাদের দরকার। ট্রাইব্যুনাল ভেঙ্গে যাক এটি কাম্য নয়। আন্দলনের মাধ্যমে সরকার ও ট্রাইব্যুনালকে চাপে রাখাই এখন মুল লক্ষ্য হওয়া উচিৎ। আর কেউ যেন পার না পায়, এই আপিলে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়, এইজন্যে আন্দোলন করি। আন্দোলন হোক ফাঁশির দাবিতে, ট্রাইব্যুনালকে কলংকিত করা আপাতত আমাদের জন্যে ভাল হবেনা।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

সম্রাট০ বলেছেন: ফাঁসি চাই ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!
জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক.।।।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বজ্র কণ্ঠে আওয়াজ তোল
বির বাঙালি এগিয়ে চল!

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

টয় বয় বলেছেন:
একমাত্র আওয়ামী বলদরাই হানিফের মত কুত্তার কথা বিশ্বাস করে!! হাসিনার ইশারায় ক্যাংগারু কোর্টের রায়ে প্রমান হইছে জামাতের লগে আম্লীগের গোপন পিরিতী!!

তোমার আওয়ামী লেন্জা বাইর হইয়া পড়ছে, পলাও, জামাতিগো সাথে তোমার মত আওয়ামীদেরকে ধোলাই করবে দেশের মানুষ|

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই সময়ে ছাগুদের কি ভুমিকা হতে পারে এবং কি ভাবে সুযোগ নেয়ার চেষ্টা করবে তারা, সেটি খুব ভালই বুঝি আমি।


পারলে শাহবাগ যাইয়া কথা কন।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

টয় বয় বলেছেন: শাহবাগে না সূঢা সদনের চুন্নীরে গিয়ে ঘেরাও কর, রায় লেখছে ঐ খানে বইসা|


আড় ছাগু কবি না, আওয়ামী বলদ, ছাগু তোর বাপে|

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তাইলে অত খশি দেহা যায় কেন চোখে মুখে?? :P

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই সময়ে ছাগুদের কি ভুমিকা হতে পারে এবং কি ভাবে সুযোগ নেয়ার চেষ্টা করবে তারা, সেটি খুব ভালই বুঝি আমি,

সবাই সতর্ক থাকেন।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

শান্তা273 বলেছেন: ফাঁসি চাই ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!
জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শাহবাগে পাবলিক বিচারে রায় দিয়ে দিয়েছে, সবার ফাঁসি চায় পাবলিক। দেশ এ পাব্লিকের উপরে কি আছে? পাবলিক মানেই দেশ!

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

ঘুড্ডির পাইলট বলেছেন:
এ মশকরার বিরুদ্ধে সবাই জেগে উঠুক ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জেগে উঠুক প্রতিবাদী জনতা!

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

টয় বয় বলেছেন: আগামী ইলেকশনে নৌকায় ভোট দিয়া আওয়ামী-জামাত জোটকে শক্তিশালী করবা, ঠিকাছে???

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভোট কারে দিব সেটা রায়গুলো শেষ হবার পড়ে ব্লগেই পোস্ট আকারে দেব, কথা দিলাম ভাই। কারন সহ দিব।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

আল ইফরান বলেছেন: আপীলের নামে এতবড় একটা মিত্থ্যাচার না করলেও পারতো সরকার।
আইন আমরাও দুই কলম পইড়া আসছি ।
বাকীরা হাই-ভোল্টেজ অপরাধী হইলেও কাদির মোল্লার মত এত ব্রুটাল ডাইরেক্ট কিলার না। (৩৪৪ জন, আমার তো মাথা নস্ট চার্যশীট পইরা)
আপনার কি মনে হয় সরকার তাদের জন্য আরো কঠোর শাস্তির ব্যবস্থা করতে পারবে ?????
ট্রাইব্যুনালকে তার গতিতে চলতে দেয়া হোক।
যাই হোক, আমরা আশা ছাড়ি নাই।
প্রতিবাদের ভাষা তো আর আইন-আদালত মানে না। আমাদের মত আম জনতার ঐ একটা জিনিসই শেষ সম্বল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হচ্ছে, হবে।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০

অণুষ বলেছেন: আমাদের কষ্টার্জিত টাকা সরকার কাদের মোল্লার মত নরপশুকে আমৃত্যু খাওয়াবে, এটা কিছুতে মেনে নিতে পারিনা। তার চেয়ে বরং আমাকে বিষ এনে দাও খেয়ে শান্তি পাই। এছারা এই দেশে আর কি করা??????

কি জবাব দেব আমার পরবর্তী প্রজন্মকে??? ছিঃ... X( X( X( X(( X(( X(( X(( :-< :-< :-< :-< :-< :-<

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: না, ওদের পুষবো না, জয় বাংলা!

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ফাঁসি চাই!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

রিমন০০৭ বলেছেন: Appeal kora jabena, appeal only Kader molla korte parbe. So kader molla k fashi kashthe jhulano galona---j ovijoug a mukti peyesen (6 no) seita te govt. abar appeal korte parbe.Tribunal er rules a aitai lekha ache j ovijukto appeal korte parbe, ovijogkari noi. R rai er biruddhe appeal korar odhikar akmatro ovijukter. Aita kono niom hoilo??
2 minutes ago · Edited · Like

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.