নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহ রণ হুংকার, পথ খোঁজ তোরা পালাবার! X(X((

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

হৃদয়ে শাহবাগ, হৃদয়ে আন্দোলন।

শরীর জানিনা কোথায়, ওখানেই আছে মন!

মুখে স্লোগান, চেতনায় বিদ্রোহ,

হলে হতে পারে আবারও বিগ্রহ!



হৃদয়ে বাংলাদেশ, হৃদয়ে ভালবাসা।

মশাল জ্বেলেছি আজ,

জ্বালিয়ে পুড়িয়ে দেব হায়না, এইতো মনে আশা।

দিচ্ছি আজ কথা, দেবনা যেতে বৃথা,

মা-বোনের জীবন কভু!

মরেছে ভাই আমার, থাকিনি বসে তবু।



বুকে বেদনা, চোখে কান্না, আমি কাঁদবনা।

বুকে অঙ্গার, বুক তপ্ত,

নাঙ্গা তরবারি, চোয়াল শক্ত!

পিচাশের দল বাঁচবি কি করে?

শত অন্যায় কি আর পারে?

কোটি পাপকে ঢেকে দিতে?



চোখে আলো, চোখে বিষাদ

ফাঁসি চাই, চলবে প্রতিবাদ!

গন মানুষের রন চিৎকার,

ওই শোনা যায় মহাহুংকার!

চলছে আলো আঁধার রাতেও,

জ্বলছে মশাল শত ব্যাথাতেও।

চলছে, চলবে। মিছিল অবিরাম

জেনে ফেলেছি তোদের পরিনাম।




_____________________________________________________



জামায়াত শিবির নিপাত যাক,

সোনার বাংলা মুক্তি পাক!

রাজাকারদের ফাঁসি চাই,

বাঁচতে দেওয়ার উপায় নাই!
X((X((X((



মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা ++++++++


অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শেষ রক্তবিন্দু এই শরীরে থাকা পর্যন্ত ওদের বিরুদ্ধে আছি! X(( X(( X(( X((

ফাঁসি চাই ফাঁসি চাই।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

বোকামন বলেছেন:
রাজাকারদের ফাঁসি চাই,
বাঁচতে দেওয়ার উপায় নাই! ..................

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন:
রাজাকারদের ফাঁসি চাই
রাজাকারদের ফাঁসি চাই
রাজাকারদের ফাঁসি চাই
রাজাকারদের ফাঁসি চাই
রাজাকারদের ফাঁসি চাই
রাজাকারদের ফাঁসি চাই

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

একজন অপদার্থ বলেছেন:
--------------------------------------

দেশ নিয়া একটাই কথা-
*** এই জানোয়ারদের হত্যা করতে হবে***

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন:
রাজাকারদের ফাঁসি চাই
রাজাকারদের ফাঁসি চাই
রাজাকারদের ফাঁসি চাই
রাজাকারদের ফাঁসি চাই
রাজাকারদের ফাঁসি চাই
রাজাকারদের ফাঁসি চাই

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

শান্তা273 বলেছেন: ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।

এই বাংলার মাটিতে রাজাকারে ঠাঁই নাই। X(( X(( X((
রাজাকারের ফাঁসি চাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই বাংলার মাটিতে রাজাকারে ঠাঁই নাই।
রাজাকারের ফাঁসি চাই।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

ইউসুফ আলী রিংকূ বলেছেন: বিবেকের কাছে প্রশ্ন বিদ্ধ হবার চেয়ে তারুন্যের শক্তিকে এবং মনের সুপ্ত ইচ্ছা কে জাগ্রত করে ভার্চুয়াল জগত থেকে রাজপথে বেরিয়ে পড়তে হবে ফাসির দাবিতে একাত্বতা ...প্রকাশ করতে


একটাই কথা, রাজাকারদের ফাঁসি চাই,
বাঁচতে দেওয়ার উপায় নাই!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

খুব সাধারন একজন বলেছেন: শাহবাগ বিপ্লবের কবিরা,

লও লও লও সালাম।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!!

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

বইয়ের পোকা বলেছেন: জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!
রাজাকারদের ফাঁসি চাই,
বাঁচতে দেওয়ার উপায় নাই X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!
রাজাকারদের ফাঁসি চাই,
বাঁচতে দেওয়ার উপায় নাই


জয় বাংলা!

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

রাইসুল সাগর বলেছেন: রাজাকারের ফাঁসি চাই
বাংলার বুকে হাঁসি চাই।

সব রাজাকার নিপাত যাক
বাংলা এবার মুক্তি পাক । ।
আমাদের গর্বের ইতিহাস কাঁদতে পারে না । আমরা হতে দিব না। রাজাকারের ফাঁসি চাই। X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিজয় হবেই বাংলার

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

নজর হাসান বলেছেন: রাজাকারদের ফাঁসি চাই,
বাঁচতে দেওয়ার উপায় নাই!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

তারছেড়া লিমন বলেছেন: রাইসুল সাগর বলেছেন: রাজাকারের ফাঁসি চাই
বাংলার বুকে হাঁসি চাই।

সব রাজাকার নিপাত যাক
বাংলা এবার মুক্তি পাক । ।
আমাদের গর্বের ইতিহাস কাঁদতে পারে না । আমরা হতে দিব না। রাজাকারের ফাঁসি চাই। X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( সহমত।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ, জয় বাংলা!

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন:
বীর বাঙ্গালী জাগো রে,
নুর হোসেন দিচ্ছে ডাক,
রাজাকারের ফাঁসি চাই,
যুদ্ধাপরাধ নিপাত যাক!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা বাংলার জয়!

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: বুকে বেদনা, চোখে কান্না, আমি কাঁদবনা।
বুকে অঙ্গার, বুক তপ্ত,
নাঙ্গা তরবারি, চোয়াল শক্ত!
পিচাশের দল বাঁচবি কি করে?
শত অন্যায় কি আর পারে?
কোটি পাপকে ঢেকে দিতে?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, জয় বাংলা!

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

আমি ইহতিব বলেছেন: দারুন, ফেবুতে অনুমতি ছাড়াই শেয়ার দিচ্ছি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কোন অনুমতির প্রয়োজন হবেনা এটির জন্যে। ধন্যবাদ!

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

রোকেয়া ইসলাম বলেছেন: অনেক ভালো লাগলো ।
জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!
রাজাকারদের ফাঁসি চাই,
বাঁচতে দেওয়ার উপায় নাই!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!!

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

স্বপনবাজ বলেছেন:
বাংলাদেশের মানুষ ধীরস্থির, ধৈর্য্যশীল। যে কোন সংকটে তারা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে ঝাপিয়ে পড়ে না। এই প্রবণতাকে দেশের শাসকগোষ্ঠী ভুল সংকেত ধরে নিয়ে তাদের রাজনৈতিক মতলববাজি চাপিয়ে দিতে চায়। কিন্তু তখনই জনগন গাঁঝাড়া দিয়ে ওঠে। আব্দুল কাদের মোল্লার ফাঁসীর দাবীতে যে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে তাই এর এক জ্বলন্ত প্রমাণ। “কসাই কাদের”-এর ঘৃণ্য অতীত ও পাপের শাস্তি হতে পারে... মৃত্যুদন্ডই। তাই আমাদের উচিত সরকারের কাছে কোটি মানুষের রাগী ও জোরালো কন্ঠে তার মৃত্যুদন্ডের আদেশ চাওয়া। প্রতি প্রজন্মেরই একটি গনআন্দোলন থাকে যা তার মানস গঠনে শক্তিশালী ভূমিকা রাখে। তোমাদের সুযোগ এসেছে তোমাদের সময়ে এই আন্দোলনে শরীক হবার। আমরাও আছি তোমাদের সাথে আমাদের পূর্বআন্দোলন গুলোর অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে। তোমাদের উদাত্ত কন্ঠে আহ্বান জানাই এ আন্দোলনে শরীক হতে।

মামুন-আল-রশীদ
সিনিয়র লেকচারার এন্ড কোঅর্ডিনেটর
সিএসই, স্টেট ইউনির্ভাসিটি অব্ বাংলাদেশ

(বি: দ্র: মামুন স্যারের লেখাটা স্যারের অনুমতি সাপেক্ষে আমার ACC থেকে পোষ্ট করা হল মাত্র)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.