![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখ শিবির দেখ, দেখ জামায়াত দেখ, দেখ যুদ্ধপরাধি দেখ!
তোদের দিন ফুরলো!
এই বাংলায় তোদের ঠাই নেই, এই শাহবাগে তোদের মৃত্যু ঘোষণা করা হল!
ফাঁসি ফাঁসি রব শূনতে পাস তোরা?
শূনতে পাস কত ঘৃণা তোদের জন্যে?
দেখতে পাস কত আক্রোশ ওদের চোখে মুখে?
এই দেশ তোদের নয়, এই দেশ মুক্তিযুদ্ধের দেশ, এই দেশ মুক্তিযোদ্ধার দেশ।
একাত্তুরে ছিল, দুই হাজার তেরোতেও আছে, অচ্ছুত আর অশুভ সবসময়ে অশুভই থাকে।
ফাঁসি চাই ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নেই!
দেখ ওদের দিকে, ওরা দেশের জন্যে জীবন দিতেও প্রস্তুত। মরতে পারবে ওরা, কিন্তু না মেরে ওরা মরবেনা।
কোন ভয়ে ওদের টলাতে পারবেনা কেউ। তোদের নিশ্চিহ্ন না করে ঘরে ফিরবেনা ওরা, ওরা শপথ করেছে।
দেশের নামে শপথ, এই শপথ ওরা পালন করবেই! আদায় করবেই ওদের দাবি!
এই প্রজন্ম যুদ্ধ দেখেনি, এই প্রজন্ম রজাকার দেখেছে!
কিন্তু রাজাকার দেখেনি এই প্রজন্মের যোদ্ধাদের! এবার দেখবি দেশপ্রেমের অগ্নিমূর্তি কতটা ভয়াবহ !
জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!
যুদ্ধপরাধিদের ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!!
জয় বাংলা! জয়য়য়য় বাংলা!!!!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পড়লাম, মন্তব্যও করেছি!
ফাঁসি হবেই ইনশা আল্লাহ
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
চলতি নিয়ম বলেছেন: দারুন
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
রাজকারের ফাঁসি চাই!
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
জ্ঞাতিবৈর বলেছেন: রাজাকারের বাচ্চারা ৭১ এর মত ধর্মীয় উন্মাদনা ছড়াবার চেষ্টায় আছে। ব্লগে তারা আমজনতার অনুপস্থিতিতে দখল নেবার চেষ্টায় আছে। প্রতিহত করুন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: চোখ কান খোলা রাখছি। দেখে নেব শালাদের
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
নিয়েল ( হিমু ) বলেছেন:
একাত্তরের হাতিয়ার
গর্জে উঠুক আরেকবার
জয় বাংলা ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পতন হবেই! পতন হবেই!!
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
স্বপনবাজ বলেছেন: কত ঘৃণা দেখ ! ফাসি ছাড়া কথা নাই !
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই!
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!
যুদ্ধপরাধিদের ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!!
জয় বাংলা! জয়য়য়য় বাংলা!!!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওদের ঠাই নাই, কক্ষনো হবেনা!!
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২
যেড ফ্রম এ বলেছেন: এখানেই থামলে চলবেনা। '৭১এর ডাক ছিল প্রতি ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার। সেই দূর্গ গড়ে তুলতে হবে। দাবী আদায়ের আগে এক টুকরো জমিও ছাড়া যাবেনা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থেমে যাওয়া চলবেনা শক্ত ও দৃঢ় প্রতিবাদ চালিয়েই যেতে হবে
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২
পুরান ঢাকাইয়া বলেছেন:
অনেক সয়েছি লজ্জা গ্লানি আর তো সীমা নাই
এই মুহূর্তে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই
যাদের দ্বারা একাত্তরে নেমেছে অন্ধকার
এই মাটিতে ওদের আর নেইতো অধিকার
আমার মায়ের সে কষ্টগুলো আজও মেটে নি, তাই
সারা পৃথিবী এক হয়ে সে কলঙ্ক মুছতে চাই
অনেক সয়েছি লজ্জা গ্লানি আর তো সীমা নাই
এই মুহূর্তে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই
রাজাকার আল বদরেরা, নির্ভয়ে আজও ওরা .
যখন দর্পভরা বুকে সামনে হেঁটে যায়
তখন শোন পেতে কান তিরিশ লক্ষ শহীদ প্রাণ
কষ্টে দুঃখে হতাশায় গুমরে কাঁদে হায়
এক নদী রক্ত তবে গেল কি বৃথায়
না-না-না-না-না
তোমার চোখের ভেতর যদি
বহে সে রক্তের নদী
যদি তোমার হৃদয়তলে
প্রতিশোধের আগুনজ্বলে
বজ্রকন্ঠে হুঙ্কারে বলো, 'আজ দাবি একটাই
এই মুহূর্তে সেই নরপশুদের ফাঁসি চাই'
অনেক সয়েছি লজ্জা গ্লানি আর তো সীমা নাই
এই মুহূর্তে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই
কথা,সুরঃ চমক হাসান
গিটারঃ ফজলে রাব্বি
চিত্রগ্রহণঃ ইফতেখার হোসেন শোভন
কণ্ঠঃ চমক,দীপেশ,পিকুল,আহসান,ফয়সাল, শান্ত,সাকিব,বহ্নি, টুনি, রীমা, পূষণ, জামির
কৃতজ্ঞতাঃ ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনার সমমনা সমস্ত মানুষ।
ফেসবুকে ফেসবুকে
গানটি জটিল শোনলে গায়ে আগুন জ্বলে ..
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: ওদের দিন শেষ হল বলে।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
স্পাইসিস্পাই001 বলেছেন: জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!
যুদ্ধপরাধিদের ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!!(
(
(
(
জয় বাংলা! জয়য়য়য় বাংলা!!!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!!!!!!!!!!! ওদের শেষ দেখব, ওদের শেষ দেখার আগে শেষ হবনা
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ। আমিও বলি, "জয় বাংলা" আর এই লিখাটাও সময় করে পড়ুন : আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক