নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ জয়ের পথে। যে প্রতিষ্ঠানগুলোর সাথে জামায়াত এর সম্পৃক্ততা রয়েছে এবং বর্জন করবেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

!:#P !:#P !:#P !:#P !:#P

টপিক ১:

...আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-৭৩ (২১)-এর ২ ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার এখতিয়ার পাবে সরকার।



শনিবার সকালে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।



তিনি বলেন, “ভিকটিম ও প্রসিকিউশন উভয়ই যাতে করে আপিল করার সমান সুযোগ পায়, সেবিষয়ে সরকার চিন্তা-ভাবনা করেছে। এর আগে এ আইনে ভিকটিমের আপিলের পূর্ণ সুযোগ থাকলেও, প্রসিকিউশনের তা ছিল সীমিত।”



তিনি জানান, আইনমন্ত্রী শফিক আহমেদ দেশের বাইরে রয়েছেন। তিনি ফিরলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।...




তো ভিক্টরি সাইন দেখানো কসাই এর ওতো মুখ আলু আলু করে হাসি দেবার কিছু নেই। ফাঁসির আশা করাই মনে হয় ভাল হবে।

___________________________________________________

টপিক ২:



অর্থনৈতিকভাবে দুর্বল না করলে পেইড অনলাইন সন্ত্রাসীও কমবে না আর ওদের কাজেও ভাঁটা পরবেনা। লবিং আর অপপ্রচার তো চলছেই! এর পিছনে যে বিপুল পরিমান অর্থ ঢালা হচ্ছে তার সিংহভাগ আসে এই সব প্রতিষ্ঠান থেকেই। এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগে যেমন প্রাধান্য পায় জামায়াত ঠিক একই ভাবে উপকৃতও হয় দলটি। জামায়াতিদের প্রতি সকলের যে ক্ষোভ, তার উগড়ে দেওয়া কঠিন হয় এই সব আর্থিক, বানিজ্যিক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কারনেই! ওরা এই দলে ভিড়ে যায়, তাই সাধারনের তোপের মুখে আর পড়তে হয়না।

ঠিক তেমনি, এই সব প্রতিষ্ঠানে জামায়াত শিবির এর নগ্ন প্রচার-প্রসারের অপতৎপরতা তো রয়েছেই! ফোকাস, রেটিনা সহ নামে

বেনামে যে শত প্রতিষ্ঠান খুলে রাখা আছে এদেরকে বর্জন, নিষিদ্ধ ও বন্ধের উদ্যোগ নিতে হবে।



অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া যায় কিনা সেটি সরকার ভাববে, কিন্তু আমাদের দায়িত্ব হল নিজে নিম্নোক্ত প্রতিষ্ঠান বর্জন করা ও সকলকে এই বিষয়ে সচেতন করা।



১. ইসলামী ব্যাংক লিমিটেড

২. ইবনে সিনা ট্রাস্ট

৩. দৈনিক নয়া দিগন্ত, দিগন্ত টেলিভিশন ও সংগ্রাম পত্রিকা

৪. বেসরকারি শিক্ষা বিশ্ববিদ্যালয়: চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ঢাকার মানারত বিশ্ববিদ্যালয়, এর বাইরে আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে, যেগুলোর মুল বা সিংহভাগ মালিক জামাতীরা। যেমন, নর্দান ইউনিভার্সিটি ও ইষ্টার্ণ ইউনিভার্সিটি। পাশাপাশি আছে গ্রীন ইউনিভার্সিটি ।

৫. কোচিং সেন্টার: বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘ফোকাস’, মেডিকেলে ভর্তির জন্য ‘রেটিনা’, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য ‘কনক্রিট’, সাইফুর'স, ‘কনসেপ্ট’ ও ‘এক্সিলেন্ট’ কোচিং , সাকসেস ।

৬. ব্যবসায়ীক প্রতিষ্ঠান: মীর কাশেম আলরি কেয়ারি গ্রুপ রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত। সেন্টমার্টিন যেতে যে কেয়ারি সিন্দবাদ নামের ফেরি জাহাজ আছে, সেটিও মীর কাশেম আলীর।

আবুল কাশেম হায়দার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা ছিলেন। তার ইয়ুথ গ্রুপ থেকে তৈরি হতো ভার্জিন ড্রিংকস।

মেট্রো শপিং সেন্টারের মালিকও জামাতী।

৭. রিয়েল এস্টেট মিশন গ্রুপও জামাতীদের।

৮. মেডিনোভার বিরুদ্ধেও অভিযোগ এইখানে জামাতি ছাড়া রিক্রুট হয় না।

৯. বাস সার্ভিসের মধ্যে সালসাবিল, আবাবিল, অনাবিল নাকি জামাতের.

১০. জামাত-শিবিরের প্রকাশিত বইগুলো যার লেখক মওদুদী, সাঈদী ।

১১. নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান> ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড।

ইন্সুরেন্স কোম্পানী> ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কো. লি., ইসলামী ইন্সুরেন্স কো. লি.

১২. কিশোর কন্ঠ নামে একটা শিশু কিশোর পত্রিকা ।




#এছাড়াও রয়েছে জানা অজানা অনেক প্রতিষ্ঠান।



হয়ত ভাবছেন এদের বন্ধ করে দিলে বা বর্জন করে দিলে দেশ ক্ষতিগ্রস্থ হবে? উত্তর হবে, না! কারন আপনি যদি দীর্ঘমেয়াদী চিন্তা করেন, জামায়াত না থাকা মানে সাম্প্রদায়িকতার রাজনীতি থেকে দেশ বেরিয়ে আসা। আর তার ফলস্রুতিতে দেশ পাবে একটি স্বাস্থ্যকর রাজনৈতিক ক্ষেত্র! যেখানে হানাহানির পরিমান ও অযথা হরতাল এর হার এমনিতেই কমে আসবে। এর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বেশিরভাগ মেজর দাতাগোষ্ঠী, বিনিয়োগ এমনিতেই বাড়বে। আমাদের দেশে বিনিয়োগের পরিমান কমার মুল কারন রাজনৈতিক অস্থিতিশীলতা, আর জামায়াতের এইরকম দুএকটা গুরুত্বহীন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া অনেকটাই এগিয়ে দিতে পারে সেই পথে।



আওয়ামীলীগ সরকার এর উচিৎ হবেনা এই বিষয়টা নিয়ে রাজনীতি করার, তাদের মন্ত্রী সাংসদেরা যখন বলেছেন জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার কথা, এবং জনসমর্থনও রয়েছে এই বিষয়, এটা করতে তাদের উদ্যোগী হতেই হবে! শাহাবাগের চেতনা যদি ধারন করতে না পারে, সে যে রাজনৈতিক দলই হোক, তাদের পতন সুনিশ্চিত। কারন তরুনদের মানসিকতা প্রতি নির্বাচনেই নিয়েছে নির্ণায়ক ভুমিকা, আর এবার তারা একসাথে হয়েছে।



সময় এসেছে তাই জামায়াত শিবির কে কবর দিয়ে একটি সোনালি বাংলাদেশ এর পথে এগিয়ে যাবার।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

পুংটা বলেছেন: চুে চুে চুে দেব... রাজাকার চুে দেব B-))

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভরে দেবোরে ভাইয়া!!!

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

নায়করাজ বলেছেন: জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।

জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ, পড়েছি ও মন্তব্য করেছি, সুন্দর বিশ্লেষণ ছিল

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

মুহাম্মদ ফয়সল বলেছেন: "শাহাবাগের চেতনা যদি ধারন করতে না পারে, সে যে রাজনৈতিক দলই হোক, তাদের পতন সুনিশ্চিত" - সহমত! সাথে এটিও বলতে হয়, এই আন্দোলনকে অন্যকোনদিকে ধাবিত করার চেষ্টা করলেও তা হবে আত্নাহুতির শামিল। যদিও এরই মধ্যে মির্জা ফখরুল মহাদয় এ আন্দোলনকে সরকারের পতনের আন্দোলন বলে অভিহিত করেছেন। হাসবো না কাদবো বুঝতে পারছিলাম না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নিজের পায়ে কুড়াল মারা চালিয়ে যাচ্ছে বিএনপি অথবা ভুদাই, ভুদাই এভিরিহয়ার

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: বর্জন করলাম! ধংশ করা হোক এই সব প্রতিষ্ঠান।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

স্পাইসিস্পাই001 বলেছেন: জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!
যুদ্ধপরাধিদের ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!!
X((X((X((X((

জয় বাংলা! জয়য়য়য় বাংলা!!!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নিপাত ওদের যেতেই হবে,
বাংলার ওরা ছিলই কবে?

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: বিজয় আসবেই, বর্জন করেছি!! সবারই বর্জন করা উচিৎ ও নিষিদ্ধ করা উচিৎ এইসব কুলাঙ্গার প্রতিষ্ঠান!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

শান্তা273 বলেছেন: বর্জন করলাম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ, ওরা নিপাত যাক!

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++ বর্জন করা হোক ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া, দেশব্যাপি সচেতনতাই পারে ওদের অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করে দিতে।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

পথিকের ডায়েরীর পাতা বলেছেন: জামাতী প্রতিষ্ঠান শুধু বর্জন করলে হবে না, এগুলো বাজেয়াপ্ত করতে হবে।

সরকারের প্রতি আরেক দাবী জামাত-শিবিরের সক ল প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করতে হবে।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

পথিকের ডায়েরীর পাতা বলেছেন: আমার বর্ন মালা ব্লগ কেনো বন্ধ হবে না?

এটাও তো জামাতের।

জামাত-শিবির খুব কৌশলে নিজেদের পরিচয় গোপন রেখে আমার বর্নমালা চালাচ্ছে।

সোনা ব্লগ বন্ধ হয়েছে, আমার বর্নমালা ব্লগ কেনো বন্ধ হবে না?

জামাত-শিবির সব এখন ওখানে ভিড় করতেছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার বর্ণমালাকে দেখতেছি।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: রাজাকারদের অর্থিলগ্ন যে কোন প্রতিষ্ঠান বর্জন করলাম। রাজাকার নিপাত যাক। বাংলার মাটি থেকে তারা ধুলিস্মাত হোক।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!!!

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯

পুদিনা পাত০০৭ বলেছেন: নিচে বেশকিছু ছাগু পেজের লিঙ্ক দেয়া আছে। আপনাদের কাজ একটাই প্রতিটি লিঙ্কে যাওয়া এবং পেজটির বিরুদ্ধে রিপোর্ট করা। পাশাপাশি এই লেখাটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেয়া।

১. বাঁশেরকেল্লা (Basherkella) ( https://www.facebook.com/basherkellapage ) [এখন ব্লক হয়ে গেছে]

২. নিউ বাঁশেরকেল্লা - Basherkella ( https://www.facebook.com/newbasherkella )

৩. প্যান্টের উপর আন্ডারওয়্যার পরলেই সুপারম্যান হওয়া যায় না ( https://www.facebook.com/superunder )
৪. অই ছেড়ি, ওড়না গলায় না দিয়া বুকে দে, কামে দিবো... ( https://www.facebook.com/Orna.Porun )
৫. I am Bangladeshi ( https://www.facebook.com/BangladeshiBD )
৬. ছেলেটি জেগে আছে ঘুমিয়ে গেছে মেয়েটি ( http://on.fb.me/XckcxM )
৭. উত্ত্যক্ত হওয়া বেহায়া মেয়েদের মৌলিক অধিকার, আসুন তাদের অধিকার সংরক্ষণ করি ( https://www.facebook.com/moulik.odhikaar )

৮. Faraeji Andolon - ফারায়েজী আন্দোলন ( https://www.facebook.com/faraejiandolon )

সংবাদ বিষয়ক পেজঃ

১. ব্রেকিং ( https://www.facebook.com/toprealbreaking24 )
২. ব্রেকিং-নিউজ ( https://www.facebook.com/BrekimNiuja )
৩. bdbreaking24.com ( https://www.facebook.com/bdbreaking24 )
৪. Today News Headline : আজকের সংবাদ শিরোনাম ( https://www.facebook.com/todaysnewsheadline )

৫. Technology lovers ।। প্রযুক্তি প্রেমী ( https://www.facebook.com/projukti.preami )

৬. আলোচিত সংবাদ•••Converse News ( https://www.facebook.com/ConverseNews )
৭. পড়লে পড় ( Click This Link )

৮. বাংলাদেশের কন্ঠ (The Voice of Bangladesh) ( https://www.facebook.com/allbdnews24 )

৯. MEDIA WATCH BANGLADESH ( https://www.facebook.com/MediaWatchBangladesh )

১০. সবার আগে সর্বশেষ সংবাদ ( https://www.facebook.com/sobarage )

১১. দৈনিক শহর ও গ্রাম ( Click This Link )

১২. Sonar Bangladesh Blog ( http://on.fb.me/WzvUBo )


বিবিধ পেজ


১. কঠিন সত্যকথন ( https://www.facebook.com/KathinaSatyakathana )

২. দ্বিধাহীন চিত্ত ।। শঙ্কাহীন উচ্চারণ ( https://www.facebook.com/Uccaran )

৩. " Vision 2021 " ( https://www.facebook.com/vision2021?fref=pb )
৪. চাই ন্যায় বিচার ও জবাবদিহীতা ( http://on.fb.me/WOP2wP )

৫. মুই কি হনুরে ( Click This Link )


ধর্মীয় প্রচারণা মূলক


১. আমরা ইসলামী আন্দোলন করি । ( http://on.fb.me/12ul30S )
২. কোরআন পড়ুন হাদিস পড়ুন আল-কোরআন এর সমাজ গড়ুন ( http://on.fb.me/XgB6Iq )

৩. মানবতার সমাধান ইসলাম (https://www.facebook.com/ManobotarsomadhanIslam)
৪. আসুন আমরা পর্দা করি ( http://on.fb.me/12UhZL8 )
৫. আসুন আমরা সবাই ইসলামকে সঠিকভাবে জানার চেষ্টা করি এবং বিদা’ত মুক্ত জীবন গড়ি
( Click This Link )

৬. Islami Towhidi Jonota ( https://www.facebook.com/towhidi.jonota )

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আরও আপডেট পাবেন Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.