নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ নিয়ে বিতর্কিত ভূমিকায় সামহোয়্যার, নজরদারিতে রয়েছে বিভিন্ন মহলের! এইটা আবার কি শুনি?? X((

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩



ঢাকা: সামহোয়্যার ইন ব্লগে প্রোপাগান্ডা চালাচ্ছে জামায়াত-শিবিরচক্র। কর্তৃপক্ষের সুযোগ ও প্রশ্রয়ে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে ব্লগটির বিরুদ্ধে।



শুরু থেকে দেশবিরোধী, অশ্লীল ও কুরুচিপূর্ণ লেখা পরিবেশনের কারণে বিভিন্ন সময়ে বিতর্কের মুখে পড়েছে ব্লগ সাইটটি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগের চলমান আন্দোলনেরও ‘কৌশলে’ বিরোধিতা চলছে বাংলাদেশের সবচেয়ে বড় এই ব্লগসাইটে।



সব মত-পথের লোক এ সাইটে লেখালেখি করলেও জামায়াত-শিবিরপন্থি ব্লগারদের তোষণের অভিযোগ উঠেছে ব্লগটির বিরুদ্ধে। দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে এ তথ্য জানায়।



জানা গেছে, এমন তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় একটি সংস্থার নজরদারিতে রয়েছে ব্লগটি। তারা নিয়মিত ব্লগের প্রতিটি পোস্ট(লেখা) ও মন্তব্য পর্যবেক্ষণ করছেন। আপত্তিকর পোস্ট ও মন্তব্যের স্ক্রিনশট নিয়ে রাখছেন। ব্লগটিতে দেশদ্রোহী লেখা, যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান, রাজনৈতিক নেতাদের নিয়ে অশ্লীল মন্তব্য এবং যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে বিভিন্ন প্রচারণামূলক লেখার প্রমাণ রয়েছে সংস্থাটির কাছে।



সূত্র জানায়, সামহোয়্যারের অর্থের উৎসও খুঁজছে গোয়েন্দা সংস্থা। পাশাপাশি সাইটের মডারেটর, কয়েকজন ব্লগারের বিষয়ে তথ্য নিচ্ছে সংস্থাটি।



সাইটটি পর্যবেক্ষণকারী গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধতন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ‘‘আমরা সাইটটি মনিটর করছি। একটি গোষ্ঠীর লোকজন বিভিন্ন ইস্যুতে সাইটটির মাধ্যমে বিভ্রান্তি ছাড়াচ্ছে। এর প্রমাণও আমাদের কাছে রয়েছে।’’



সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরানো দ্বন্দ্বের জের ধরে মহাজোট ক্ষমতায় আসার পর থেকেই রাজনীতিতে খেই হারিয়ে ফেলে জামায়াত-শিবির। সরকারের নানা উদ্যোগের প্রেক্ষিতে রাজপথে তাদের প্রচারণা কমতে থাকলে একপর্যায়ে সংগঠনটি আশ্রয় নেয় অনলাইনের প্রপাগান্ডার।



সামহোয়্যার ইন ব্লগে অন্যান্য ব্লগের তুলনায় ভিউয়ার বেশি থাকায় প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এ সাইটে তাদের প্রচারণা চালাতে শুরু করে।



একের পর এক প্রচারণা চালালেও ব্লগ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ভূমিকা না নেওয়ার কারণে আপত্তিকর পোস্ট ও মন্তব্য প্রকাশ (আপ) হচ্ছে। দিনের পর দিন আপত্তিকর পোস্টগুলো থাকায় ‘কৌশলে’ রাজাকারদের পক্ষে অবস্থান নেওয়ারও অভিযোগও করছেন ব্লগাররা।



জনপ্রিয় ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট অমি রহমান পিয়াল বাংলানিউজকে বলেন, ‘‘সামহোয়্যার ইন ব্লগে মুক্তিযুদ্ধবিরোধী এবং যুদ্ধাপরাধীদের পক্ষে কৌশলে কিছু পোস্ট ও মন্তব্য প্রমোট করা হয়। মুক্তিযুদ্ধবিরোধী এসব পোস্ট এখনও ব্লগটিতে সার্চ দিলে পাওয়া যায়।’’



তিনি বলেন, ‘‘তারা মাঝেমধ্যে মুক্তিযুদ্ধের পক্ষে লোকদেখানো কিছু পোস্ট স্টিকি (প্রথম পেজে স্থির রাখে) করে, যেমন শাহবাগ আন্দোলনের একটি পোস্ট তাদের হোমপেজে রয়েছে- যাতে তারা বুঝাতে পারে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের পোস্ট স্টিকি করছি। কিন্তু এ সাইট নিয়মিত পর্যবেক্ষণ করলে এর বিপরীত চিত্র বেরিয়ে আসবে।’’



পর্যবেক্ষণে দেখা গেছে, শাহবাগে গণজাগরণ চত্বরের আন্দোলনকে কটাক্ষ করে অনেক পোস্ট রয়েছে ব্লগটিতে।



এ প্রতিবেদন প্রকাশের সময়েও সাইটটিতে শাহবাগ আন্দোলনকে কটাক্ষ করে যেসব পোস্ট ছিলো সেগুলোর মধ্যে রয়েছে- ‘শাহবাগ নিয়ে অস্বস্তিতে সরকার, আন্দোলন ভিন্ন দিকে মোড় নেয়ার আশংকা’, শুক্রবার মহাসমাবেশে যারা এসেছেন তাদের নিয়ে এ ব্লগটির একটি পোস্ট হচ্ছে-‘তারা কি জুমার নামাজ পড়বে না’, ‘আন্দোলনে না বললাম’ ইত্যাদি। Click This Link



__________________________________________________

আমি একজন শিবির বিরোধী ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ ব্লগার হিসেবে সামু ব্লগকে এখন পর্যন্ত শিবির বিরোধী মনোভাব দেখানয় স্বাগত জানাতে চাই। ব্লগ কর্তৃপক্ষ আজ পর্যন্ত উক্ত ইস্যুর পক্ষে মনোভাব দেখিয়েছে ও শাহবাগের চেতনাকে লালন করছে বলেই মনে করি।

এখন, এটা সত্যি এখানে ছাগু ব্লগার অনেক, এটি বাস্তবতা, এবং নিয়ন্ত্রন করাও কঠিন । তাদের গুটিকয় ছাগীয় পোস্ট দেখে কর্তৃপক্ষকে দায়ী করে ফেলা আরেক ছাগ্লামি ছাড়া কিছু নয়।

এই বিষয় সচেতনতা গড়ে তুলুন ও কর্তৃপক্ষের প্রতিবাদমূলক পদক্ষেপ কামনা করছি!!




জামায়াত শিবির নিপাত যাক

সোনার বাংলা মুক্তি পাক।

মন্তব্য ৬৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: B:-) B:-) B:-)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আজব না? ছাগু চালও হতে পারে!

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

অপূর্ণ রায়হান বলেছেন: ছাগুটা কমেন্ট নিচ্ছে না । রিপোর্ট করে এসেছি ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: না, উক্ত ব্লগার এর বিষয়টি ভিন্ন, কিন্তু এই নিয়ে নিউজ হয়ে গেল বিষয়টি হতাশাজনক।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

ক্যাচাল বাজ বলেছেন: এই অপপ্রচারের নেতৃত্ব দিচ্ছে 'অমি রহমান পিয়াল'।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেমনে কি? ষড়যন্ত্র থাকলে ঠিক জানিনা, যদি আসেন পরে একটু জানিয়ে যাবেন তো।

তবে সামুর পক্ষ থেকে প্রতিবাদ তো আসা উচিৎ?

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

মিজান আফতাব বলেছেন: জানা ম্যাডামকে বলছি ...... শিবিরের নিকগুলো আইপি সহ ব্যান না করলে সামু নিয়ে প্রশাসনের নজরদারি আরো খারাপের দিকে যেতে পারে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: যদি নজর দেন, খুশি হইতাম, আমাদের প্রিয় ব্লগকে নিয়ে এমন মিথ্যাচার অমার্জনীয়।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

আদিম পুরুষ বলেছেন: অমি রহমান পিয়াল মূলত দায়ী।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিষয়টি নিয়ে ব্যাখ্যা ও প্রতিবাদ আশা করছি, কর্তৃপক্ষের প্রতি আবেদন জানাচ্ছি। যারই হোক, এটি একটি ষড়যন্ত্র বৈ কিছু নয়।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

পরবাসী সাগর বলেছেন: অমি পিয়াল যে নাটের গুরু তা বোঝা যাচ্ছে। সে চায় শুধু তার আমার ব্লগ থাকুক। অন্যরা বন্ধ হয়ে যায়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবাই নিজ নিজ ব্লগ থেকে প্রতিবাদ করেন, ওর চাওয়া না চাওয়ার গুষ্টিমারি না।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

ধ্রুব মহাকাল বলেছেন: আম্বালীগের দালাল চটি পিয়ালের বাকশালী চেতনার ল্যাদানি ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শিবিরমুক্ত করার নাগরিক দায়িত্বও এড়িয়ে যাওয়া উচিৎ নয় সামুর।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

আলাপচারী বলেছেন: সর্তকতা ও সচেতনতার কোনোই বিকল্প নেই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

বিপদেআছি বলেছেন: নিক ব্যান করা কোন সমাধান না, ব্লগে সব চিন্তাই প্রকাশ হওয়া উচিত , এতে বিভিন্ন দৃষ্টিভংগি জানা যায়, একিট উদার সমাজ গঠনে যা সহায়ক ভূমিকা রাখে। সামহোয়্যার ইন ব্লগ সেরা বাংলা ব্লগ , আমি মনে করি এটা সঠিক পথেই আছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্বাধীনতার চেতনা ধরে রেখে যা করা সম্ভব। জামায়াতি ব্লগগুলো অনেকক্ষেত্রেই দেশদ্রোহী মন্তব্য বা পোস্ট দেয়। কিন্তু সামু এর জন্যে সম্পূর্ণ দায়ী কি? তবে এই ধরনের পোস্ট বিষয়ে মডারেটর এর আরও দায়িত্বশীলভাবে দেখা উচিৎ। সামুর নীতিতেই বলা আছে ব্লগারদের পোস্ট অথবা মন্তব্যের দায়িত্ব সামু নেবে না। অসাধু চক্রান্তর বিষয়ে সতর্কতা খুবই জরুরী।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

রেজা সিদ্দিক বলেছেন: অপপ্রচার তো আছেই। তবে সে যুদ্ধটাও আমাদের এগিয়ে নেওয়া দরকার। তবে এই ব্লগের দৃষ্টিভঙ্গী অনুযায়ী স্বাধীনতা বিরোধী বক্তব্য ব্যান করা উচিত।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিক কথাই বলেছেন, আশা করি সামু একমত হবে ও পদক্ষেপ নিবেন।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

ক্যাচাল বাজ বলেছেন: @লেখক,

৪ ঘন্টা আগের ফেবুতে স্ট্যাটাস ঃ

Omi Rahman Pial
বেশী না, আপনে গোটাপাচেক ছাগুপেইজে একবার চোখ বোলান। তমসম বেগম, বাশের কেল্লা এইটাইপের। এরপর পোস্টগুলা দেখেন। একই পোস্ট রিসাইকেলড। একদম ফিক্সড কিছু প্রপোগান্ডা। এবং সেইগুলা তাদের ছোট ছোট শাখা পেইজগুলাতেও প্রচারিত হয়। ফেসবুকের আগে ব্লগেও এইসব প্রচারণা ছিলো। আমরা লাইন বাই লাইন ওদের মিথ্যা প্রমাণ করে দিছি। এবং ফেসবুকেও লড়াইটা জারি রাখছি। ওকে মানলাম তরুণ প্রজন্ম ইতিহাস জানে না, তারা বিভ্রান্ত ছিলো, তাদের সত্য জানানো হয় নাই, এমনকি অনেকে বাবা-মা, চাচা, মামার কাছেও একই টাইপের গীবত শুনছে। দলিল প্রমাণ তাদের চোখ খুলে দিছে, তারা নিজেদের বিচার বিবেচনাবোধ খাটায়া সিদ্ধান্তে আসছে তারা ভুল জানতো।

কিন্তু এতো গেলো ইতিহাসের কথা। বর্তমান নিয়াও কি তারা বিভ্রান্ত? এই যে শাহবাগে প্রজন্ম চত্বরে এতবড় আন্দোলন, এটাও সরাসরি সম্প্রচার হচ্ছে, অনেকে সেখানে উপস্থিতও। তারপরও ছাগু পেইজগুলায় এটা নিয়ে কি লেখা হচ্ছে? কি লেখা হচ্ছে সোনার বাংলা ব্লগ, সামহোয়ার ইন ব্লগ, আমার দেশ নয়া দিগন্তে? নিজের চোখেই কি তোমরা দেখতেছো না তাদের স্বরূপ। যুগ যুগ ধরে তারা যে মিথ্যাচার চালায়া আসতেছে তার হাতেনাতে প্রমাণ কি পাইতেছো না?

এইসব পেইজের বিরুদ্ধে রিপোর্ট করে লাভ নাই। একেকটা প্রপোগান্ডা হাইলি ভিজিটেড বানায়া দিতেছো তোমরা। তাদের উৎসাহ দিতেছো এইগুলা পইড়া, পক্ষে বা বিপক্ষে কমেন্ট কইরা, এমনকি গালি দিয়াও। তারা বলতেছে নাস্তিকরা-কমিউনিস্টরা গালি দিতেছে, ভারতের দালালরা গালি দিতেছে, আওয়ামী লীগের দালালরা গালি দিতেছে, অতএব আমরা সত্য বলতেছি। আর কতো তাগো পেইজের হিট বাড়াইবা। সমগ্র বাংলাদেশে যখন আমরা তাদের বর্জনের ডাক দিছি, কেনো ফেসবুকে তাগো আয়রোজগার বাড়াইবা, তাগো ভোক্তা হইবা? থামো। বর্জন করো। বাংলা অনলাইনে আমরা ওদের অস্তিত্বই স্বীকার করবো না আর। প্রতিবাদের দরকার নাই, উপেক্ষা করো। তুমি তাদের না চিনলেই তারা বিপন্ন হয়ে পড়বে। তাদের অস্তিত্ব নির্ভর করে তোমার স্বীকৃতিতে। তুমি ছাগু বইলা একটা গালি দিলেও সে জীবন পায়। জাস্ট ফাক দেম অল। সিটিএন।
পিয়ালের ফেবু আইডি

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বুঝলাম, কিন্তু বেইল নাই।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

পাগলা জাঈদ বলেছেন: আমরা আছি সামহোয়্যার এর পাশে। আমরা আছি রাজাকারের বিরুদ্ধে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি সমর্থন করি।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: samu hit boila onek blog malik er e chulkani dekha jay ;)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তা ঠিক, মনোপলি করতে কার না ইচ্ছা করে!?

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

রুদ্র মানব বলেছেন: জামাত শিবিরের সকল আইডি ও নিকগুলো ব্যান করা হোক । মুক্তিযুদ্ধ বিরোধী কোন পোস্ট আছে কিনা , তা একটু বিবেচনা করে দেখা উচিৎ । থাকলে সেগুলো মুছে ফেলা হোক ।

সামুর বিরোদ্ধে এমন অপবাদ শুনতে চাই না ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধইরা ধইরা খোঁয়াড়ে ঢুকানো হোক, আর এই সময় নিক জেনারেল করাও একটু কমান লাগবে।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

রাফা বলেছেন: ছাগুদের যে কোন পোস্টে জিরো টলারেন্স দেখানো হোক।জাতিয়তাবাদিদের ছদ্মাবরনে অনেকেই ছাগুদের প্রচারনা চালায়।এইদিকে বিশেষ নজর দেওয়া উচিত।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছাগুরাও এখনও এতো সাহস পায় কিভাবে???? পোস্ট দেখেন Click This Link

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

স্বপনবাজ বলেছেন: এই বিষয় সচেতনতা গড়ে তুলুন ও কর্তৃপক্ষের প্রতিবাদমূলক পদক্ষেপ কামনা করছি!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি আমিও, একটি প্রতিবাদমূলক লেখা পত্রিকায় আসা উচিৎ। সামু কি দেখবেন?

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

পুরান ঢাকাইয়া বলেছেন: সামুর মতন আর কোনো ব্লগেই ছাগুরা এতো পুন্দানি খায়না ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: উল্টোভাবে সামুর মত এতো পরমানে ছাগুও সোনা বাদে কোথাও নেই। তবে সামুতে যে প্রতিরোধ এর তুলনা হয়না, আমি ছাগু পোস্টের এন্ট্রি দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে পোস্ট সরায় নিয়েছে। Click This Link

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহারে! আমার ব্লগ নাকি হ্যক হইছে??

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মগজ পোঁড়ার গন্ধ তো তাইলে আপনি পাইছেনই।

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

তামিম ইবনে আমান বলেছেন:
সামু থেইক্কা ব্লগিং শিখে আর সামুতে রাজনীতি করতে গিয়ে পুন্দানি খেয়ে ব্লগ থেকে বিদায় হওয়া বুলশিট গুলো তো সামুর বিরুদ্ধে থাকবেই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: লাভ নাই ভাইয়া, তয় সামুকে প্রতিবাদ জানাতে বলি আর বলি ছাগুর প্রতি আরও কঠোর হতে।

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সামুর কলংকঃ ছাগু পোস্ট ছাগু পোস্ট ছাগু পোস্ট। হার্ডকোর ছাগু !!রাজাকারভক্ত ও শাহবাগ বিরোধী পোস্ট রিপোর্ট করেন। X((X((X((

এইটা প্রথম পোস্ট, কি উদ্দেশ্যে নিক খোলা বুঝলেন নি? X(X(X(X(X(X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((
X(X(X(X(X(X(X(X(
ছাগুকে দমন করেন। এইরকম ছাগুদের জন্যেই সামুর নাম খারাপ হচ্ছে। সামুকে ভালবেসে থাকলে, দেশকে ভালবেসে থাকলে, শাহবাগকে ধারন করে থাকলে এক্ষনি রিপোর্ট করেন।


X((X((X((X((X((X((X((X((X((X((X((X((X((

ছাগু পোস্ট লিংক।

X((X((X((X((X((X((X((X((

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

এম ই জাভেদ বলেছেন: সামুর বিরুদ্ধে এত বড় অপবাদ !!!!!!!!!! নাহ অবশ্যই পত্রিকায় প্রতিবাদ লিপি পাঠান উচিত । আসুন সবাই মিলে এ বিষয়ে লেখালেখি করে সামু কে অপবাদ মুক্ত করি।

শক্ত মডারেশনের আর কোন বিকল্প দেখছিনা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি আমি সহমত, সকলেরই প্রতিবাদ করা উচিৎ, ইঙ্কলুডিং সামু! সামুর ছাগুবিরোধিতা আরও শক্ত দেখতে চাই। এই অপবাদ মুক্ত দেখতে চাই।

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

ফাহীম দেওয়ান বলেছেন: আমি অবাক হয়ে গেছি, হটাৎ করে অনেক গুলো নতুন আইডি থেকে এই প্রপাগান্ডা গুলো বেশী করছে। আরো খেয়াল করেছি এরা পালাক্রমে একের পর এক পোষ্ট দিয়ে যাচ্ছে। যেমন বেলতলা নামক এক টা আইডি গত কাল রাতে ৯।৪৮ থেকে ১০।১৯ এর মধ্যে ৪ টা পোষ্ট করেছে। সব গুলোই কোন না কোন ভাবে শাহবাগ আন্দোলন বিরোধী। আমি তিন্টার সচ্রীনশট নিয়ে রেখেচিলাম। পরে আমি স্ক্রীন শট দিয়ে একজনের ব্লগে কমেন্ট করলে তিনটা পোষ্ট সরিয়ে ফেলে।

আরো অনেক গুলো আইডি একি ভাবে অপ্রচার করতে দেখেছি। আমি বিশ্বাস করতে চাইনা যে সামুর কোন মডারেটর এমন কাজে সহায়তা করতে পারে। এর পক্ষে আর একটা ক্লু হচ্ছে, এই ফেক আইডি গুলোর বেশীর ভাগ ই সর্বোচ্চ ৫-৬ মাসের পুরোনো। পোষ্টের সংখ্যা নিতান্তই কম। তার মানে হচ্ছে এইগুলো শিবিরের পোলাপাইন আগে ভাগেই করে রেখেছে যেনো এমন মুহুর্তে প্রপাগান্ডা চালানো যায়। এটা ওদের পুর্ব পরিকল্পিত

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এমন একটি সময় যাচ্ছে আপাতত খুব সাবধানে জেনারেল বা সেফ করা উচিৎ ।

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

রাইসুল নয়ন বলেছেন: মডারেটর দের সচেতন হওয়া উচিৎ ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এমন একটি সময় যাচ্ছে আপাতত খুব সাবধানে জেনারেল বা সেফ করা উচিৎ ।

২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

আমি একজন জামাত শিবির বিরোধী ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ ব্লগার হিসেবে সামু ব্লগকে এখন পর্যন্ত শিবির বিরোধী মনোভাব দেখানয় স্বাগত জানাতে চাই। ব্লগ কর্তৃপক্ষ আজ পর্যন্ত উক্ত ইস্যুর পক্ষে মনোভাব দেখিয়েছে ও শাহবাগের চেতনাকে লালন করছে বলেই মনে করি।
এখন, এটা সত্যি এখানে ছাগু ব্লগার অনেক, এটি বাস্তবতা, এবং নিয়ন্ত্রন করাও কঠিন । তাদের গুটিকয় ছাগীয় পোস্ট দেখে কর্তৃপক্ষকে দায়ী করে ফেলা আরেক ছাগ্লামি ছাড়া কিছু নয়।
এই বিষয় সচেতনতা গড়ে তুলুন ও কর্তৃপক্ষের প্রতিবাদমূলক পদক্ষেপ কামনা করছি!!

সহমত


কোন ছাগু ব্লগারকে বিন্দুমাত্র ছাড় দেয়া যাবেনা।

ছাগু মুক্ত সামু চাই

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কোন ছাগু ব্লগারকে বিন্দুমাত্র ছাড় দেয়া যাবেনা।

ছাগু মুক্ত সামু চাই



আপনার সাথে একমত রয়েছি।

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

আমি একজন জামাত শিবির বিরোধী ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ ব্লগার হিসেবে সামু ব্লগকে এখন পর্যন্ত শিবির বিরোধী মনোভাব দেখানয় স্বাগত জানাতে চাই। ব্লগ কর্তৃপক্ষ আজ পর্যন্ত উক্ত ইস্যুর পক্ষে মনোভাব দেখিয়েছে ও শাহবাগের চেতনাকে লালন করছে বলেই মনে করি।
এখন, এটা সত্যি এখানে ছাগু ব্লগার অনেক, এটি বাস্তবতা, এবং নিয়ন্ত্রন করাও কঠিন । তাদের গুটিকয় ছাগীয় পোস্ট দেখে কর্তৃপক্ষকে দায়ী করে ফেলা আরেক ছাগ্লামি ছাড়া কিছু নয়।
এই বিষয় সচেতনতা গড়ে তুলুন ও কর্তৃপক্ষের প্রতিবাদমূলক পদক্ষেপ কামনা করছি!!

সহমত


কোন ছাগু ব্লগারকে বিন্দুমাত্র ছাড় দেয়া যাবেনা।

ছাগু মুক্ত সামু চাই

২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

হাবিব০৪২০০২ বলেছেন: আলাপচারী বলেছেন: সর্তকতা ও সচেতনতার কোনোই বিকল্প নেই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত

২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৮

ঘুড্ডির পাইলট বলেছেন: অন্যান্য ব্লগে কি হচ্ছে দেখুন

এখানে ক্লিক

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খাইছে আমারে! কি শুরু করল এরা??????????????? X( X( X( X( X( X( X( X(

২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেহেহে এইটা অনেক পুরোন জিনিস ।

এক সময় , এইটা সমকাল এবং কালের কন্ঠে আসছিলো । উভয়ই পরে সরাইছে । সমকাল খবর মিথ্যা বলে দুঃখ প্রকাশ করে বিবৃতিও দিয়েছিলো ।

এতোদিন পর,সেই পোস্ট টাই জনাব পিয়াল বাংলা নিউজে পেস্ট করে দিয়েছেন । উদ্দেশ্য সেই পুরনো শত্রুতাই...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তাই??? কিন্তু এখনতো যুদ্ধ শুরু করে দিছে!

২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

সবখানে সবাই আছে বলেছেন: প্রথম প্রশ্ন হল সামুতে ছাগু আছে নাকি নাই? অবশ্যই আছে। ছাগু ফাইটার, আওয়ামী লীগ, এমনকি বিএনপি র কিছু ভালো ব্লগার তাদের নামে রিপোর্ট করেছে কি করে নাই? দিনে রাতে ২৪ ঘন্টায় তাদের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে। তাহলে তাদের আজকে কেন ব্লক করা হচ্ছে বলতে পারবেন? সব মানুষের বলার প্ল্যাটফর্ম সামু এই যুক্তি দিয়ে ছাগু ফাইটার, প্রগতিশীল কতগুলো ব্লগারকে ব্লগ ছাড়া করা হয়েছে সেই কাহিনী নাই বা বললাম। জানা আর অরিল্ডকে সিলেটে দৌড়ানি দিসে এই ব্যাপারে ১০০ ভাগ সমর্থন আছে। সব মতে মানুষ কথা বলবে সামুর প্ল্যাটফর্মে এইটা জানার সিদ্ধান্ত, কোন সমস্যা নাই। তেমনি শুধু ৭১ এর প্রজন্ম কথা বলবে এই আন্দোলনে সেইটা স্বাধীনতার পক্ষের শক্তির সিদ্ধান্ত। এইটা আমাদের প্ল্যাটফর্ম, সিদ্ধান্ত আমাদের। জানার দৌড়ানি সেই সিদ্ধান্তের আওতায় পড়সে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত জানাই।

৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বেশি কথা বলতাম না। ছোটবেলার শোনা একটা লাইন বলছি,

"পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।"

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ুম

৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই এই মলমখানা তেনাদের চরনে উৎসর্গ করলাম :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাপ্লাই নাকি ইনাফ নয়, আরও চাইছে হেরা

৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮

ডাব্বা বলেছেন: সামুকে যে কারনে ভাল লাগে তার মধ্যে এটা অন্যতম যে সামু অনেক বেশী খোলামেলা। সব ধরনের লোকেরই আনাগোনা এখানে। এটা একটা বড় দিক। AB, MM, SB তে শুধু একপেশে লোক, একপেশে লেখা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খোলামেলা করতে গিয়ে ছাগুপুষলে তো হয়না

৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১

বিডি আইডল বলেছেন: চটি পিয়ালের চটি মিস করি...শুনলাম উনার অর্ধাঙ্গীনির একটা হিডেন চাউর হইছে বাজারে

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খেকজ

৩৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

স্পাইসিস্পাই001 বলেছেন: রাইসুল নয়ন বলেছেন: মডারেটর দের সচেতন হওয়া উচিৎ ।

স হ ম ত

ছাগু নিক পাওয়া মাত্রই ব্যান করা উচিৎ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.