নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

বেঈমান মুক্তিযোদ্ধা আর ইমানদার রাজাকার এর মধ্যে পার্থক্য কি? শূন্য পার্থক্য! কাদের সিদ্দিকী FUCK OFF!!!! X(X(X(

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮



একে দেখে শেখা সম্ভব, দেশকে কিভাবে শুধুই ব্যাবসায়িক পন্য হিসেবে দেখা যায়। X((X((X((X((X((



১) বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের কাউন্সিলে আজ সকালে বঙ্গবীর কাদের সিদ্দিকি প্রধান অতিথির ভাষণে কাদের মোল্লার মুক্তির দাবি করেন এবং এই ট্রাইবুনাল বাতিলের জন্য সরকারের কাছে আহবান করেন।তিনি আরোও বলেন যারা প্রকৃত যুদ্ধাপরাধী তাদের গ্রেফতার করুন এবং সরকারের নানান সমালোচনা করেন।

তিনি আবার যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে বলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে রাজাকারদের ফাঁসি দেয়া যায় না। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজাকার উল্লেখ করে আগামী কালের মধ্যে তাকে গ্রেপ্তারের দাবি জানান।

দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। X(X(X(





২) কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান কাদের সিদ্দিকী জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে হলে এই দাবি নিয়ে মাঠে নামা ছাড়া জামায়াতের বিকল্প নেই।



শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মাঠে কৃষক শ্রমিক জনতা লীগের জাতীয় কাউন্সিল-২০১৩’র সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



কাদের সিদ্দিকি বলেন, শাহবাগের সমাবেশ যদি নিরপেক্ষ হয় আমি সঙ্গে আছি। আর যদি আওয়ামী লীগের হয় আমি এ সমাবেশকে ঘৃণা করি। তিনি বলেন, রাজাকাদের ফাঁসি আমিও চাই। কিন্তু ওই রাজাকারদের ফাঁসি আরেক রাজাকার দিতে পারে না। আওয়ামী লীগের মধ্যেও এখন রাজাকার আছে। এছাড়াও তিনি কাদের মোল্লা সহ বাকিদের মুক্তি চেয়ে বক্তব্য দেন। X((X((X((



কাউন্সিলে বিএনপির ভাইস চেয়ামম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, মহাজোট সরকারকে বিতাড়িত করতে এখন একটি জাতীয় ঐক্যের দরকার।



আ স ম আব্দুর রব বলেন, চোরাবালিতে যেন এ আন্দোলন হারিয়ে না যায়। যারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের বাংলাদেশে ঠাঁই নাই। মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ ও বিএনপি আমাদের মুক্তি দিতে পারে না। দুটি দল বাদে বাকি সব দলের মধ্যে মতপার্থক্য থাকলেও তাদের নিয়ে ঐকমত্য গড়ে তুলতে হবে।



সম্মেলনে আরো বক্তব্য দেন জাতীয় পাটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জেপি মহাসচির শেখ শহিদুল ইসলাম।





যা বলার আমি শিরোনামেই বলে দিয়েছি, এইরকম মানুষের জন্যে, যারা কিনা মুক্তিযোদ্ধা শব্দটিকেই অপমান করছেন তাদের শুধু বলতে চাইঃ





গো টু হেল, শাহবাগ এর প্রজন্ম চত্বর এখন প্রস্তুত, পালাবার পথ তুমিও দেখে রাখো। X(X(X(



জামায়াত শিবির নিপাত যাক,

সোনার বাংলা মুক্তি পাক!!

যুদ্ধপরাধিদের ফাঁসি চাই,

ফাঁসি ছাড়া কথা নাই!!
জয়য়য় বাংলা!

মন্তব্য ৫৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

বোকামন বলেছেন:



জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!!
যুদ্ধপরাধিদের ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!! জয়য়য় বাংলা!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাংলার জয়,
হবে নিশ্চয়।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: কাদের সিদ্দিকী FUCK OFF!

আমিও এইটাই বলি। নেমকহারাম এইটা, এখন ছাগুদের লেজ ধরে ঘুরে বেড়ায়। X(

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একজন মুক্তিযোদ্ধার বিষয়ে এমন বলতে খারাপ লেগেছে, কিন্তু সে পচে গেছে জাস্ট! এদেরকে রাষ্ট্রদ্রোহিতার আওয়াতায় নিয়ে এসে বিচার করা উচিৎ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

ইসলাম রফিকুল বলেছেন: কাদের সিদ্দিকী নুতন ছাগু, নব্য রাজাকার । ওর থেকে দেশবাসী সাবধান !!!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: রাজাকার? তাইলে আজীবন রাজাকার।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

আখিলিস বলেছেন: 'বাঘা সিদ্দিকী' এখন 'বিড়াল সিদ্দিকী' । একজন রাজাকার সবসমই রাজাকার, কিন্তু এখজন মুক্তিযোদ্ধাকে সবসময়ই প্রমাণ করতে হ্য় যে সে মুক্তিযোদ্ধা । ক্ষমতার লোভ কত নীচু হতে পারে । 'ফাক অফ' - তোর মত সুযোগসন্ধানী শয়তানের কোনও দরকার আমাদের নেই - আমরা নিজেররাই পারব বাংলাকে রাজাকার মুক্ত করতে । 'ইউ ফাক অফ'

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কঠিন ভাবে সহমত।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

এই আমি রবীন বলেছেন: এই আমি রবীন বলেছেন: seems Kader need 14 injection.

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সিমস সো।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

নীল আকাশে স্বপ্নডানা বলেছেন:

GO TO HELL AND FUCK OFF!!!! SHAHBAG DOSE NOT NEED YOU কাদের সিদ্দিকিকে পুছিনা। X( X( X( X( X(

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পুছিনা পুছিনা, জয় বাংলা!

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

মুহাম্মদ ফয়সল বলেছেন: বাংলাদেশ কৃষক শ্রমিগ আওমিলিগের কাউন্সিলের মত একটা অনুষ্ঠানে ঢুকার আগে তেনার গাঞ্জা না টানলে হইতো না!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই বিষয়ে আইন আসা দরকার, গাঁজার ডোজ ঠিক করে দেওয়া হোক

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

আইজ্যাক নিউটন বলেছেন: BAL er birudde keu kotha bolle sei Rajakar.. Kal jodi Kader Molla BAL a join kore tahole kal thekei se Muktijodda... BAL akta machine jar moddhe diye gele rajakar o muktijoddha hoye jay..

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আওয়ামীলীগ এর বিপক্ষে কি বলেছে? শুধু এক বিয়াই? আমিও তার ফাঁসি চাই, কিন্তু এই সময় ওই কথা কে বলছে সেইটা ঝাতি ভালই জানে!!

ভস ছাগুরে তো পোস্ট দিয়া শুন্মান দিছি, তুমারে ডাইরেক্ট দিলাম, চিবাও আর আল্লাহর নাম নাও, পালানোর পথ নাই।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

টুনা বলেছেন: জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!!
যুদ্ধপরাধিদের ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!! জয়য়য় বাংলা!

স হমত।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শপথ।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

মুহাম্মদ ফয়সল বলেছেন: এইমাত্র একটা রাজাকার ঢুকছে এখানে, গদাম! গদাম!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই সময়ে যারা শেখ হাসিনার বিয়াইকেই খালি রাজাকার মনে করতেছে তাদেরকে চেনা যায়। কঠিন না।

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

অজানা শুভ্রা বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে অনেক লেখা পড়তে পড়তে যখন কাদের সিদ্দিকির নাম টা দেখতাম, খুব গর্ব হতো যে তার মতো একজন মুক্তিযোদ্ধা আমাদের শহরের মানুষ। একই শহরে বাড়ি হওয়াতে এক এক সময় খুব অহংকার নিয়ে কথা বলতাম অন্য এলাকার মানুষের সাথে। আজ ভাবতে কষ্ট হচ্ছে, লজ্জাও হচ্ছে। অন্তত তার মত একজন "মুক্তিযোদ্ধা" এমন কথা বলবে ভাবতে পারিনি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মুক্তিযোদ্ধাদের প্রতি আমার অসীম শ্রদ্ধা কিন্তু মানুষ হিসেবে এই লোক একটা নিকৃষ্ট প্রতারক ছাড়া আর কিছুই না

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

হিম১২৩ বলেছেন: কাদের সিদ্দিকি চরম ফাউল। কাল দিগন্ত টিভিতে দেখলাম, জামায়াত-শিবিরের গু চাটতেছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মুক্তিযোদ্ধাদের প্রতি আমার অসীম শ্রদ্ধা কিন্তু মানুষ হিসেবে এই লোক একটা নিকৃষ্ট প্রতারক ছাড়া আর কিছুই না

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কালকে এই কাদের দিগন্ত টিভিতে বলেছে, কারও বাপের ক্ষমতা আছে যে কাদের মল্লার ফাঁসি দেয়... X( X( X(







FUCK OFF!!!!

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

তামজিদা সুলতানা বলেছেন: জামায়াত বিএনপি আওয়ামীলীগ বুঝিনা সব দলের রাজাকারদের ফাঁসি চাই X(

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত, খোঁয়াড়েরগুলারে জবাই দিয়াই শিকারে বেরাইতে হবে।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ওয়ান্স এ রাজাকার ইজ অলয়েজ এ রাজাকার
বাট ওয়ান্স এ মুক্তি ইজ নট অলওয়েজ এ মুক্তি। X(

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কথাটার মর্ম আজকাল ধরতে পারছি।

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

মাইন রানা বলেছেন: রাজাকারদের কোন দল বুজি না। যারা এ দেশে যুদ্ধাপরাধী করছে তাদের সবার ফাঁসি চাই। আওয়ামীলীগের যুদ্ধাপরাধী থাকলে তাদেরও বিচারের ব্যবস্থা করতে হবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: যুদ্ধাপরাধীদের সবার ফাঁসি চাই। এবং এর বিপক্ষে জারাই থাকবে তাদের পুছিনা।

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

মেঠোপথ বলেছেন: জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!!
যুদ্ধপরাধিদের ফাঁসি চাই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শপথ।

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭

সাংবাদিক মানেই সাংঘাতিক বলেছেন: দিকভ্রান্ত*পথিক বলেছেন: কালকে এই কাদের দিগন্ত টিভিতে বলেছে, কারও বাপের ক্ষমতা আছে যে কাদের মল্লার ফাঁসি দেয়... X( X( X(



FUCK OFF!!!!
FUCK OFF!!!!
FUCK OFF!!!!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জামায়াত শিবির নিপাত যাক,
সোনার বাংলা মুক্তি পাক!!
যুদ্ধপরাধিদের ফাঁসি চাই,
ফাঁসি ছাড়া কথা নাই!! জয়য়য় বাংলা!

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬

অপূর্ণ রায়হান বলেছেন: কাদের সিদ্দিকী FUCK OFF!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: X( X( X( X( বেঈমানি যেটা করছে খুব খারাপ করছে, পস্তাবে।

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

চিলেকোঠার_সেপাই বলেছেন: একদিনের রাজাকার মানে সারাজীবনের রাজাকার , কিন্তু একদিনের মুক্তিযোদ্ধা মানে চিরকালের মুক্তিযোদ্ধা নন (হুমায়ুন আযাদ) ...... কাদের সিদ্দিকী সম্পর্কে এই একটা কথাই প্রযোজ্য।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কথাটি শতভাগ প্রযোজ্য!

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

জ্ঞাতিবৈর বলেছেন: আইজকা মনে হয় আইজ্যাক নিউটন সাহেবের মাথায় আপেল পরে নাই, তাই মাথাটা একটু গরম হইছে। :P :P X(( X((

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :P :P :P :P :P :P :P :P
হে হে হে মজা পাইলেম ভাইজান, অনেকদিন পরে আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম অনেক।

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

বাদল দিনের গান বলেছেন: জয় বাংলা। নব্য রাজাকারদের কাঁঠাল পাতার লোভ দেখিয়ে খোয়ারে ভরা হোক। সব রাজাকারের ফাঁসি চাই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিকসসসসসসসসসসসসসসসস

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

দেশের_কথা বলেছেন: "একজন মুক্তিযোদ্ধা সব সময় মুক্তিযোদ্ধা নাও থাকতে পারেন" এই লজ্জাজনক কথাটির চাক্ষুস প্রমাণ আজকের এই কাদের সিদ্দিকি। কেন তিনি জামাতকে সাপোর্ট করেন??????????

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমারও সে প্রশ্ন, ধিক এমন মানসিকতা !

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭

মুদ্রা সংগ্রাহক বলেছেন: অভদ্র ভাষা পরিহার করুন। সত্য কথাকে সম্মান করতে শিখুন। রাজাকারের বিচার (রাজাকারদের জন্য বিচার কথাটা অনেক সফিসটিকেটেড হয়ে যাচ্ছে, তারা বিচারের যোগ্য নয় তাদের ঝুলিয়ে দেওয়া উচিত)এখন সকলের দাবী এবং এখন একটা উপযুক্ত সময় তাদের কৃতকর্মের শাস্তি পাওয়ার জন। যারা বলছে শুধু হাতে গোনা কয়েকজন রাজাকারের বিচার হবে, সকল রাজাকারের বিচার হওয়া উচিত তারা কিন্তু ভুল কোন কথা বলছে না.... এখন আমাদের বিভেদের সময় নয় এখন আমাদের একযোগে আন্দোলন করার সময়....কে আওয়ামী লীগ, কে বিএনপি আর কে জামায়াত এসব ভুলে আসুন আমরা সকলে মিলে এ দেশকে রাজাকারমুক্ত করি।

আজ যদি সকল রাজাকারের শাস্তি না হয়ে শুধু গুটিকয় রাজাকারের জামায়াত করার অপরাধে শাস্তি হয় আর আওয়ামী/বি এনপির ছত্রছায়ায় অন্য রাজাকার রা মাফ পেয়ে যায় আমরা আমাদের বিবেকের কাছে দায়বন্ধ হয়ে যাব....

এতবড় একটা আন্দোলন আমাদের অজান্তে হয়ত শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটার কাজেই ব্যবহৃত হবে যদি আমরা আজ একত্রিত হয়ে লড়াই করতে না পারি।

সকলের কাছে একটাই অনুরোধ....আজ আমরা রাজনৈতিক দল ভুলে যাই, সকল রাজাকারের শাস্তি না দেখে আমরা আন্দোলন থামাব না এই প্রতিজ্ঞা করি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খোঁয়াড়ের ছাগু আগে জবেহ,
জঙ্গলেরগুলারেও ধরা হবেহ!

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০

আমিই মিসিরআলি বলেছেন: বঙ্গকাপুরুষ কাদের সিদ্দিকী

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বঙ্গকাপুরুষ কাদের সিদ্দিকী, ঠিক

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

htusar বলেছেন: কাদের সিদ্দিকির এই অধঃপতন মনকে পোড়ায় ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিকই বলেছেন, আমারও

২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

তারছেড়া লিমন বলেছেন: “ক” তে কাদের মোল্লা তুই রাজাকার , তুই রাজাকার! আবার
“ক” তে কাম্রুজ্জামান তুই রাজাকার তুই রাজাকার!
“ম” তে মুজাহিদ তুই রাজাকার তুই রাজাকার
“স” সাইদি তুই রাজাকার তুই রাজাকার !! আরে
“স” তে সাকা তুই রাজাকার তুই রাজাকার! ওরে ও
“গ” গোলাম আজম তুই রাজাকার তুই রাজাকার।
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকার ফাঁসি চাই।

২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৬

নিয়েল ( হিমু ) বলেছেন: কুল ম্যান কুল

২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

মোহাম্ম : মোস্তাফিজুর রহমান বলেছেন: most of the people block minded .....i think sometimes have to check thyself. . m I right or wrong. may what I know its may be false ....

৩০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

নির্ণায়ক বলেছেন: কাদের সিদ্দিকীর এখনকার কথা শুনে
...মাথা নিচু হয় লজ্জায় আর মনে হয় এরাও মুক্তিযোদ্ধা ছিল।আফসুস

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সত্যি বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.