![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীর কারওয়ানবাজার ও মতিঝিলে বোমা ফাটিয়ে গুলি চালিয়ে তাণ্ডব সৃষ্টির পর বুধবার সকালেও ঝটিকা মিছিল নিয়ে গাড়ি ভাংচুর করে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।
পুলিশ বলছে, দক্ষিণের বিভিন্ন জেলা থেকে বাসে ও লঞ্চে করে এসে জামায়াত-শিবির কর্মীরা ‘নাশকতার’ চেষ্টা করছে রাজধানীতে। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ৩৪ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে রাজধানীর মতিঝিল, ফকিরাপুল ও পল্টনে সকাল থেকেই তান্ডব চালিয়েছে জামায়াত-শিবির কর্মিরা। এসময় পুলিশের ছোড়া ফাঁকা গুলির মুহূর্মুহু শব্দে প্রকম্পিত হয়ে উঠে এসব এলাকা। সাড়ে ১০টার দিকে ফকিরাপুলে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। এসময় বাস রণক্ষেত্রে রূপ নেয় ফকিরাপুল। পুলিশের গুলিতে এসময় ৯জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জামায়াত-শিবির ঘোষিত বুধবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও মিছিল-সমাবেশ ঠেকাতে পুলিশ শত শত রাউন্ড ফাঁকা গুলি ছুড়ছে বলে জানা গেছে।
এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বেশ কয়েকবার ফাঁকা গুলি ছোড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অতিরিক্ত উপ কমিশনার মেহেদী হাসান।
তিনি বলেন, জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে পল্টন, বায়তুল মোকাররম, ফকিরাপুল ও মতিঝিল এলাকায় কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে।
এদিকে সকাল ১০টার দিকে দৈনিক বাংলা মোড় সংলগ্ন সড়কে একটি বাসে আগুন দেয়া হয় বলে ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান। অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রুণে আনেন।
কোতয়ালী থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের কাছে তথ্য আছে, নাশকতা সৃষ্টির জন্য দেশের দক্ষিণাঞ্চল থেকে জামায়াত-শিবির কর্মীদের ঢাকায় জড়ো করা হচ্ছে।”
বাসে করেও বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে দলটির কর্মীরা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
কোতয়ালীর ওসি জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ৩৪ জনকে আটক করেছে পুলিশ।
এছাড়া মতিঝিলের বিভিন্ন স্থান থেকে আরো বেশ কিছু শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেয়া এবং আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে বেশ কিছুদিন ধরেই সহিংসতা চালিয়ে আসছে দলটির কর্মীরা। সর্বশেষ মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজার এলাকায় তারা ব্যাপক তাণ্ডব চালায়। মতিঝিলেও তারা হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়।
জামায়াতের মিছিল থেকে ছোড়া গুলিতে ও ঢিলের আঘাতে আহত হন তিন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন। ভাংচুর করা হয় অর্ধশতাধিক গাড়ি।
এসব ঘটনায় মঙ্গলবার জামায়াত-শিবিরের ৭২ কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
### সরকার বসে বসে আঙ্গুল চুষবে, ওদের দরকার ভোট, দেশে শিবির সমস্যা করলে লাভ আওয়ামীলীগ এর! তাই আর নয় অপেক্ষা ম্যাস পিপল দিয়েই এদেরকে শেষ করে দিতে হবে, এবার যুদ্ধই হোক! আমরা জয়ী হবই। জয় বাংলা!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কথা তো সেটাই, শাহবাগ থেকে বলে দিলে সবাই কাজে নেমে পড়তে পারত।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
িবদ্রহী বলেছেন: ওরা এতো অস্ত্র পায় কই থাইকা??
নাকি বিমপি ওগোরে সাপ্লাই দিতাছে??
আমার সন্দেহ .. শেষ কামড় তারা দিবেই কিন্তু প্রবলেমটা হলো কার ঘাড়েড় উপর পড়ে কে জানে? আচ্ছা রায় গুলা কি খুব তাড়াতাড়ি দিয়ে ফাঁসির কার্যটা ষহেষ করতে পারেনা?? সরকারের আসল মোটিভ টা কি?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিম্পি যা করল, লজ্জা ও ঘৃণা হইতেছে, এখনও কোন কথা নাই!! ফাঁসি এদিকে দেরি করতেছে ওদিকে শিবির সবার উপরে হামলা করতেছে!! এসব কিতা!
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
নেক্সাস বলেছেন: খুব ভয়ে আছিরে ভাই। অফিস এি এলাকায়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, সাবধানে চইলেন ভাই।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
আর কতো বলেছেন: পুলিশের যা অবস্থা । রাস্তায় শুধু মাইর খায় আর বন্দুক দিয়া শুধু ফাকা । পাবলিকেরই মাঠে নামতে হইব।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেটাই তো! আর কতো ?
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
বোকা_ছেলে বলেছেন: ekhn r bichar chaina....
hotta (fasi) chai... juddho oporadher enough
proman thak ba na thak who
cares... ?!?
no case... no witness.... just execution.... emnei onnek deri hoise... bichar case mamla kore somoy khepon cholbena...... joy bangla.....
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপত্তি নাইক্কা
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
এই আমি রবীন বলেছেন: আপনার সাথীদের থামান।.... 'মেশিন' যতই চলুক লেদিয়ে কূল পাবেন না!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হ
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
রেজোওয়ানা বলেছেন: কিছুক্ষন আগে শ্যামলীতে হাত বোমা আর ককটেল ফুটালো, পরে পুলিশের ধাওয়া খেয়ে পলাইছে!
এখন জনতার গজারিয়া মাইর দেয়ার সময় আসছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এখন জনতার গজারিয়া মাইর দেয়ার সময় আসছে।
রেডি আছিলাম তো! খাইলে পাইলে হইত।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
জাহাজি৮৪ বলেছেন: ### সরকার বসে বসে আঙ্গুল চুষবে, ওদের দরকার ভোট, দেশে শিবির সমস্যা করলে লাভ আওয়ামীলীগ এর! তাই আর নয় অপেক্ষা ম্যাস পিপল দিয়েই এদেরকে শেষ করে দিতে হবে, এবার যুদ্ধই হোক! আমরা জয়ী হবই। জয় বাংলা!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার তো তাইই মনে হইতেছে
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
স্পাইসিস্পাই001 বলেছেন: কথায় আছে না "পিপীলিকার পাখা গজায় মরিবার তরে" তেমনি ওদেরও পাখা গজিয়েছে....
ছাগুদের দিন বুঝি শেষের দিকে.....
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পিপীলিকার পাখা অনেক আগেই গজিয়েছে ভাই, এখন পাখি হবার আগেই ডানা ঠ্যাঙ সব কাইটটা নিতে হবে
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
দূর্ভাষী বলেছেন: যেখানে শিবির সেখানেই প্রতিরোধ, তবে পুলিশের ভূমিকা পাল্টেছে, গতকাল থেকে পুলিম ও একশানে নেমেছে, বলা চলে পুলিশ বাহিনীতে শাহবাগের ছোয়া লেগেছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবগুলারে মাইরা শোয়ায় দিতে হবে
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
গোসাই বলেছেন: রাজাকারের বীজ এই মাটি থেকে উঠো ফেলতে হবে ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত!!!!
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
ভুদাই আমি বলেছেন: ঐ পাকিস্তানীর দল এত সাহস পায় কোথা থেকে?
দেশ ও জাতির স্বার্থে শিবির দেখলেই গুলি করার আদেশ দেওয়া ছাড়া আর উপায় নাই।
তবে জামাত-শিবির এর শেল্টার দানকারী বিএনপি এর দায় কিছুতেই এড়াতে পারবে না। আসল বাঙালীদের কাছ থেকে তারা ভোট তো দূরের কথা জুতা পাওয়ার যোগ্য নই। Shame to BNP for supporting 1971 war criminals.
জামাত শিবির নিষিদ্ধসহ তাদের মশার মতো নিধন করতে হবে। না হলে যে এদেশের স্বাধীনতা কোথায়ও নিরাপদ নয়।।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিএনপির কথা শুনলে ঘিন্না হয় এখন, এই দেশের ক্ষতি যেভাবে করতেছে এইটা মানা যায়না।
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
বাজেকাম বলেছেন: এবার যুদ্ধই হোক! আমরা জয়ী হবই। জয় বাংলা!!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!!!
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
লিন্কল্ন বলেছেন: একটা একটা শিবির ধর
ধইরা ধইরা জবাই কর।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!!!
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
আমি মুখতার বলেছেন: ওগো টাইম শেষ!!!!!!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!!!
১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
mrikadey বলেছেন: B.N.P একাত্মতা ঘোষনা করেছে শাহবাগের সাথে নয়,
রাজাকারের সাথে।
কারন...............
৩মি. এর দাড়িয়ে নীরবতায় তাদেরকে কেউ দেখেছেন ????? যেখানে সারাদেশ পালন করেছে।
তারা আন্দোলন বিতক্রিত করতে উঠে পরে লেগেছে ।আমাদের আরো সত্রক থাকতে হবে
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
বিএনপি জামায়াত ভাই ভাই,
ওদের কোন ক্ষমা নাই।
১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: মামা এত প্রতিক্রিয়াশীল হলে হবে?
মতিঝিল আর কারওয়ান বাজারে এট্রু লেফ রাইট দিছে..তাতেই ভয় পাইয়া গেছ?..
তাহলে সরকার প্রযোজিত এই আন্দোলনের কি হপে?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইশলে তুই তো ব্যান আছশ, এই ভিডু যদি তরে দেখাইতে পারতাম!!!! Click This Link
১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
আমি মুখতার বলেছেন: এই ইঞ্জিনিয়ারের পুপ, তোর পুটু দিয়া ইলেকট্রিক সাপ্লাই দিমু যদি আজাইরা ফাল পারস!
এই হালারে ক্যান ব্যান মারে না!!!!!!!!!!!!!!!!!!!!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: খিক ব্যানড !!!!!!!!!!!!!!!!!!! মজা পানু।
১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
ৎঁৎঁৎঁ বলেছেন: হারামি গুলা মরার আগে ফাল পারতাসে। বুঝতে পারসে দিন ঘনায় আসছে অগো।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, সত্যি!
২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
চলতে ফিরতে দেখা বলেছেন: শিবির কি জিনিস দেখার জন্য আর একটু অপো করেন।
এত পুলিশ, সরকারী লীগ, বাম লীগ তার পরেও ওরা সাহস করে মিছিল মিটিং করার সাথে প্রতিরোধ করার।
আপনারাও পারলে পুলিশ-র্যাব ছাড়া আসেন, তখন দেখা যাবে কার দৌড় কতটুকু। সরকারী খরচে লাফালাফি করেন। এই টাকা জনগণের ট্যাক্সের। হিসাব একসময় দেয়া লাগতে পারে।
সাধু সাবধান।
আবার মনে কইরেন না যেন আমি শিবির বা জামাত করি। ভাই আমি কোন দল করিনা।
সাধারণ খেটে খাওয়া মানুষ। সকালে কাজে যাই আর রাতে ফিরে আসি।
২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
স্বপনবাজ বলেছেন: মশাগুলো মেরে ফেলার সময় হয়ে গেছে। জয় বাংলা!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা।
২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫
টয় বয় বলেছেন:
-
ইয়ে বীর পুংগব, তুমি খালি শাহ বাগী খিচুরি খাইয়া ব্লগে ল্যাদাও, যাও না রাস্তায়, গিয়া ২/৪ টা শিবির মাইরা ছবি দিয়া পোস্ট দেও, আমরা হাত তালি দেই|
নন্দলালের মত ঘরে বইসা রাজা-উজির মারলে হইবো.........
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পাইলে তো কোনোদিন ছাড়িনাই বাবুমশা, তুমি শিবির এর হইলে দেখা দিয়া দেখতে পার, রাজা উজির সব হইত
২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭
বাংলার হাসান বলেছেন: বিশিষ্ট কবি ছাগু কিলার বলেছেঃ- যেখানে দেখিবে ছাগু তাহাদের মূখখানা পাবলিক টয়লেট মনে করিয়া করিবে হাগু।
"জয় বাংলা"
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলাআআআ
২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০
হিমু71 বলেছেন: ছাগুরা তুদের মরন খন আছে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
ত্যাড়া ব্যাকা বলেছেন: তো পাবলিক করে কি? লাঠি সোটা নিয়ে নামতে পারেনা?