নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের মাটিতে ওদের এতোবড় সাহস কোথা থেকে আসে? হুমকি দিয়ে হরতাল-আন্দোলন করে ধর্মব্যাবসায়ির দল!শক্ত প্রতিরোধ চাই, সবার থেকে X(X(

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

পল্টনের সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে কাল গণ বিক্ষোভ, বাধা দিলে লাগাতার হরতাল: ওলামা-পীর-মাশায়েখ জনতার মঞ্চ



আগামীকাল গণ বিক্ষোভ কর্মসূচির ঘোষনা দিয়েছে ওলামা-পীর-মাশায়েখ জনতার মঞ্চ। বাধা দিলে আগামী রোববার থেকে টানা ৭২ ঘন্টা হরতাল করবে সংগঠনটি।




মাওলানা শফিকুল ইসলাম মিলন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন।



বুধবার মুফাস্সিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাঈন সাঈদীর মুক্তি ও বাংলাদেশ থেকে ইসলামী রাজনীতি বন্ধের পায়তারার বিরুদ্ধে ওলামা-পীর-মাশায়েখ মঞ্চ পল্টন মোড়ে এক বিক্ষোভের আহ্বান জানায়।



এ কর্মসূচিকে সামনে রেখে বুধবার সকালে রাস্তায় জড়ো হওয়ার চেষ্টা করে আলেমরা। এদিকে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করে। এতে পুরো এলাকায় আতংক ছড়িয় পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয় ১০ জন আলেম এবং অন্তত ৫০ থেকে ৬০ জন আলেমকে আটক করেছে পুলিশ। এতে জনগণ বিপাকে পড়ে। এর জন্য পুলিশই দায়ী বলে দাবি করেন এ ওলামা-পীর-মাশায়েখ পরিষদ নেতারা।



এদিকে মাওলানা দেলাওয়ার হোসাঈন সাঈদীর মুক্তি ও বাংলাদেশ থেকে ইসলামী রাজনীতি বন্ধের পায়তারার বিরুদ্ধে আবারো আগামীকাল গণবিক্ষোভের ঘোষণা দিয়েছে ওলামা-পীর-মাশায়েখ পরিষদ। তাদের ডাকা গণবিক্ষোভে বাধা দিলে টানা ৭২ ঘন্টা হরতালের হুমকি দিয়েছে দলটি।





***সেদিন দাবিটি খুব স্পষ্ট শুনেছি, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি ছিল। এড়িয়ে যাবার কিছু নেই, সাম্প্রদায়িকতার হাত থেকে মুক্তি পেতে এ আবশ্যক।



কাল জামায়াতকে নিষিদ্ধ করলে নতুন এক দলে গিয়ে এরা ভিড়বেনা সবাই তার নিশ্চয়তা কে দিবে? এদেরকে সমাবেশ করতে না দেওয়া হোক। চট্টগ্রামের মতই সারা বাংলাদেশের মানুষ এদের হরতাল প্রতাখ্যান করবে ইনশা আল্লাহ।



বাংলায় জয় হবে, এইসব মোল্লাগিরি করে আর শিবির জামায়াত এর মত অথর্ব পরগাছা ও সন্ত্রাসী দলের চোখরাঙ্গানিকে এই দেশের মানুষ ভয় পায়না, ভয় এই দেশের মানুষ পেতে জানেনা।



একাত্তুরে আমরা সাধারণ মানুষ ট্রেইনড আর্মিকে নাকানি চুবানি খাইয়ে আব্বার নাম নিতে নিতে দেশে ফেরত যাইতে বাধ্য করতে পেরেছি, আর ষোল কোটির মাঝে আর ষোল হাজার কুলাঙ্গারের হুংকারে কে ভয় পায়?



সবাই মিলে প্রতিরোধ করুন, অনেক দেশ দেশ করেছেন, জামায়াত -শিবির অথবা ধর্ম নিয়ে ব্যাবসায় লিপ্ত মানুষজন(পড়ুন পশু) যেখানেই দেখবেন দমন করুন। কথায় কাজ হবার মাত্রা এরা সেই কবেই পেরিয়ে গেছে, এদেরকে এখন শেষ করে দিতে হবে বাহু বলে।




"বাংলার মানুষ এক হও আজ,

ওদের হটাও এটাই মোদের কাজ!"

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

বোকামন বলেছেন:




একাত্তুরে আমরা সাধারণ মানুষ ট্রেইনড আর্মিকে নাকানি চুবানি খাইয়ে আব্বার নাম নিতে নিতে দেশে ফেরত যাইতে বাধ্য করতে পেরেছি, আর ষোল কোটির মাঝে আর ষোল হাজার কুলাঙ্গারের হুংকারে কে ভয় পায়?








++++++++++++


বীর বাঙালী ভয় পায় না..............

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলাআআ!!!!! ওদেরকে রুখে দিব সবাই মিলে, জন মানুষের আজকের শপথ হোক তাই!

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

হাসান মাহবুব বলেছেন: ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা দরকার।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা দরকার। সহমত

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

শান্তা273 বলেছেন: "বাংলার মানুষ এক হও আজ,
ওদের হটাও এটাই মোদের কাজ!"

জয় বাংলা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!!

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

মনোহারী দোকান বলেছেন: রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। জয় বাংলা!

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: "বাংলার মানুষ এক হও আজ,
ওদের হটাও এটাই মোদের কাজ!"

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকারের ফাঁসি চাই। জয় বাংলা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.