![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে শাহবাগ থেকে আসা ঘোষণায় আমি দুঃখিত ও ব্যাথিত।
এগারো দিন ওখানে লাকি আক্তার স্লোগান দিয়ে যাচ্ছেন। কত টগবগে তরুন-পরিবার- শিশু-তরুনি-বৃদ্ধ-মুক্তিযোদ্ধা...... সহ সব শ্রেণী-পেশার মানুষ একান্ত নিজের গরজে যে চত্বরে একজোট হয়ে দাবি জানিয়ে যাচ্ছেন, ফাঁশি ও জামায়াতকে নিষিদ্ধের দাবিতে মুহুর্মুহ স্লোগানে মুখরিত করেই যাচ্ছেন সেই এলাকা, যে স্লোগান, যে দাবি, যে প্রান ছড়িয়ে গেছে সমগ্র বাংলাদেশে তথা এই বিশ্বে প্রতিটি বাঙ্গালীর প্রানে, সেই দাবিতে-সেই গর্জনে তো আমি কোন ভাঁটা দেখিনি! বরং দেখেছি প্রতিদিন কিভাবে পিপীলিকার মত সবাই কেন্দ্রীভূত হয়ে যোগ দিয়ে চলেছেন বাঙ্গালীর প্রানের দাবি আদায়ে।
শক্তির শাহবাগ যেন দুর্বলতা না হয়ে যায়, প্রার্থনা এতোটুকুই।
এবং "ওরা" সফল হচ্ছে কিন্তু! একজন আয়োজক আপনি বা আপনাদের থেকে ওদেরকে সফল বলাই যুক্তিযুক্ত! পারতেন না আপনারা যদি প্রতিটি অনলাইন এক্টিভিস্ট আপনাদের সাথে যোগ না দিত, যদি তাদের কণ্ঠ আপনাদের সাথে না মিলত এতোসব করা সম্ভব হতো না। আজকেও যখন ইন্টারভিউ নেওয়া হল তরুনটি কিন্তু ঠিকই বলে উঠল, "এগারো দিন হয়েছে, প্রয়োজন হলে মৃত্যু পর্যন্ত এখানে থাকব, তাও দাবি আদায় করেই ছাড়ব!" তার উৎসাহে পানি ঢেলে দেবার অধিকার আপনাদের কে দিয়েছে "আয়োজক?"
আপনারা যখন ঠিকটি করছিলেন, হাততালি দিয়েছি, কার্পণ্য করিনি এতটুকু। ফিজিক্যালি উপস্থিত না হতে পেরে মনকষ্টে ভুগেছি, অপরাধবোধ হচ্ছিল। আজ যখন ভুল হতে দেখছি, আমি বলতে পারবোনা?
আপনাদের "আয়োজনে" নয়, দেশব্যাপি, বিশ্বব্যাপি বাংলাদেশিদের প্রচণ্ড সহমত ও সমর্থন এবং একাধারে এর সাথে থাকাই মুলত সরকারকে বাধ্য করেছে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত নিতে। আজ আমরা যখন "প্রায়" বিজয়ের পথে, এই অবস্থান যেখানে পারতো জামায়াতকে নিষিদ্ধ করেই ঘরে ফেরার আন্দোলন সেটাকে এখন বানিয়ে দেওয়া হলে ডেইলি শো! বিকেল ৩ টা থেকে রাত ১০ টা।
আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক সম্মানও করছে জাতি আপনাদের, আমিও করতাম আজ বিকেল পর্যন্ত। কিন্তু আপনারা একটা ঘোষণা দিলেন তার পরিনাম ভেবে দেখলেন না? প্রতিদিন ঘরে ফিরে গিয়ে আবার আন্দোলনে আসা সবার পক্ষে কতটা সম্ভব হবে? কতজন ঠিক আজকের মত "মাটি কামড়ে আন্দোলন" এর শক্তিটি আর অনুভব করবে? যেখানে সময় আরও কঠোর আন্দোলনের, দেশ সহ প্রজন্ম চত্বরে পানি ঢেলে দেওয়া কেন হল ইমরান ভাই? আরিফ ভাই? ব্লগার???? অনলাইন এক্টিভিস্ট? অমি রহমান পিয়াল? তোফায়েল সাহেব? জবাব কি?
রাজাকার-জামায়াত-শিবির বিরোধী আন্দোলন আমাদের আজকের নয়, বুঝ হবার পর থেকেই দেশ ভালবেসে ওদের ঘৃণা করতে শিখেছি। অনলাইনে আপনারা খেয়ে না খেয়ে এদের বিরোধিতা করে চলেছেন তাও কত বছর হয়ে যাচ্ছে আজ গুনতে গেলে ভুল হয়ে যায় আঙ্গলে! তাহলে তার সামনে এগারো দিন অনেক বেশ হয়ে গেল? একটি সিস্টেমের ভেতরে পালাক্রমে যেখানে সবাই আন্দোলনে যোগ দিচ্ছিলেন সেখান কেন এই রোধ? এখন কি খুব বেশী করে আপনাদের দলীয় পরিচয় নিয়ে কথা উঠবেনা? এখন কি নিন্দুকেরা বলবেনা যে "সরকার এর বিরিয়ানি রেডি, আন্দোলন থেমে যাক!" এটাই আপনারা চেয়েছেন?
এখনও জামায়াত এর নিষিদ্ধ করন নিশ্চিত হয়নি, সর্বদলীয় সমর্থনের অপেক্ষায় সরকার! সেখানে হাল হালকা কেন করে দেওয়া? তীব্র কষ্ট পেয়েছি আজ।
জামায়াত শিবির বেপরোয়া হামলা করছে, প্রশাসনকে আরও শক্ত হবার দাবি তোলার কথা ছিল আজ, সরকারকে আল্টিমেটাম দেওয়ার উচিৎ ছিল, "এতো দিনের মধ্যে জামায়াত শিবির নিষিদ্ধ চাই! সেখানে এ কি শুনলাম? শক্ত নেতা আপনি নন, প্রথম দিনই মিডিয়াতে বলেছেন, কিন্তু যা শুরু করেছিলেন তা যদি শেষ না করেই "বিশ্রাম" নেবার আকাঙ্ক্ষা ছিল, কি করে হতো এই জাতির জয়?
তরুন প্রজন্মের আন্দোলনের আজকের বক্তৃতা ঠিক একজন বৃদ্ধ রাজনীতিবিদের মতই শোনালো। শাহবাগ হাল ছেড়ে দেওয়া শেখাবে কেন? শাহবাগের তো জয়ে উল্লাস করতে শেখানোর কথা!
আন্দোলন শক্ত করার এই সময় স্তিমিত করে দেওয়ার প্রতিবাদ জানাচ্ছি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিন্তু এই রকম একটি সিদ্ধান্তে আন্দোলনকারীদের কতটা সমর্থন রয়েছে!?
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬
একজন আরমান বলেছেন:
আমরা রাজনৈতিক দলের নই। কোন রাজনৈতিক দলের হস্তক্ষেপ আমাদের কাম্য নয়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিন্তু দুঃখের সাথে তাই হতে দেখছি। তোফার এতো মাতামাতিই বা কেন আর এই সময়ে এমন ঘোষণাই বা কেন?
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
মোঃ_হাসান_আরিফ বলেছেন: জামায়াত-শিবিরের আস্তানা
Click This Link
তারুণ্যের প্রতিবাদ কি ব্লগারদের হাতছাড়া হয়ে গেছে
Click This Link
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী ধন্যবাদ আপনাকে।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
মনোজ মুকুট বলেছেন: সহমত। আমিও আশাহত বন্ধু।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জনগন এটি প্রতাখ্যান করে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
রাজুহামিদ৭১ বলেছেন: আপনার সাথে সহমত। সম্ভব হলে আমার লেখাটা পড়ে দেখবেন (Click This Link)
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সময় বেঁধে দিয়ে হয়না, আমি সম্পূর্ণভাবে সহমত, লিঙ্কের জন্যে ধন্যবাদ জানাই।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
অপূর্ণ রায়হান বলেছেন: আমার পুরো মতামত তুলে দিলাম ভ্রাতা ,
শাহবাগের আন্দোলনকে সময়সীমা বিকাল ৩টা ঠে এরাত ১০টা পর্যন্ত বেঁধে দেওয়া অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত । রাস্তা বন্ধ থাকলো কি থাকলো না এটা সরকারে মাথাব্যাথা। জনগণ কি এটা নিয়ে কমপ্লেইন করেছে ? কৈ ? শুনলাম না তো !!! ঢাকার বাইরে থেকে অনেকে আন্দোলনে এসেছেন , যারা রাস্তাতেই থাকছেন , তাদের কি আর রাজপথে পাবেন বলে মনে হয় ? রাস্তার চলাচল যদি ইস্যুই হয় তাহলে ,
আপনি ( ব্লগার ইমরান ) কি করে আশা করেন দিনের পিক আওয়ারে বিকাল ৩ টার সময় শাহবাগের রাস্তা হঠাৎ করে বন্ধ করে দিবেন ? জনগণরে কি পাগল মনে হয় নাকি ?
আপনাদের জনপ্রিয় হওয়ার প্রয়োজন ছিল , তা কি শেষ হয়ে গেছে ? পৃথিবীর সবচে' ভয়ঙ্কর শক্তি কি জানেন ? লোভ । রাজাকারবিরোধী আন্দোলন নিয়ে যদি আঁতাত করা হয় তাহলে আপনাদের মাঝে আর রাজাকারদের মাঝে কোন পার্থক্য নেই ।
একটা গণজাগরণের আন্দোলনে আপনি কোন হিসেবে প্রতিনিধি হলেন ? আপনাকে নেতা বানাইছে নাকি কেউ ? লীগের নেতারা মাইক পায় কি করে ? অতি সত্তর এই ঘোষণা পরিবর্তন করা হউক । আন্দোলন চলুক রাজপথে ২৪/৭ তা না হলে মাথার হলুদ ব্যান্ড খুলে মঞ্চ থেকে নেমে পড়ুন । জনগনের আন্দোলন জনগণই নেতৃত্ব দিবে ।
সরকার পাবলিকরে গোনার মধ্যে ধরে না । ধরলে আজ ১০ দিন , শেখ হাসিনা এখনও জাতির উদ্দেশ্যে কোন ভাষণ দিল না ?
আমার মতে , কোন রপকার রায় কিংবা সরকারী ঘোষণার আগে এই ধরনের একটা ঘোষণা আয়োজকদের একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত কিংবা পরিকল্পিত ষড়যন্ত্র । তারাও কি দলবাজির শিকার হয়ে গেল ? যদি তা হয় , তাহলে যারা লাইম লাইটে এখন আছে , তাদের বলছি - জনগণ আপনাদের কখনোই ক্ষমা করবে না ।
যে কোন প্রকার প্রলোভন কিংবা প্ররোচনায় এই এন্দলন স্তিমিত করা হলে লাইম লাইটে থাকা মানুষগুলোকে তার ফলাফল ভোগ করতে হবে । সাবধানে থাকবেন ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জনগনের আন্দোলন জনগণই নেতৃত্ব দিবে ।
সরকার পাবলিকরে গোনার মধ্যে ধরে না । ধরলে আজ ১০ দিন , শেখ হাসিনা এখনও জাতির উদ্দেশ্যে কোন ভাষণ দিল না ?
আপনার বিশ্লেষণ অনেক ভাল লেগেছে।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
লজিক2010 বলেছেন: যারা লাইম লাইটে এখন আছে এরা যদি প্রতারনা করে জনগন এদেরও লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দিবে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: লাইম লাইটে জনতা, লাত্থি বাকি সবাইরে।
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০
একজন ঘূণপোকা বলেছেন:
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্যাথিত বটে, তবে জনগন এইটা প্রতাখ্যান করেছে
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
নিষ্কর্মা বলেছেন:
জনগণ সিদ্ধান্ত নেবে তারা শাহবাগ ছাড়বে কি ছাড়বে না
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা, জামায়াত নিষিদ্ধ করা হোক, এখন এই এক দাবি!
১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭
আসিফরাশেদ বলেছেন: ভাই আমাদের মত নগন্য লোকজন যারা বাসে করে চলাচল করি তারা বুঝতেছি দুর্ভগ কাকে বলে। আমার তো মনে হয় এভাবে রাস্তা আটকিয়ে রাখলে পাব্লিক সেন্টিমেন্ট একসময় আন্দোলনের বিপক্ষে চলে যাবে। আমি কিন্তু ভাই কয়েক দিনেই বাসের মধ্যে মানুষের চরম বিরক্তি টের পেয়েছি। তাই আমার মনে হয় সিদ্ধান্ত ঠিক ই হয়েছে।বরং আমার মনে হয় জায়গাটা পরিবর্তন করে টিএসসির দিকে নিলে ভাল হয়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ও, জামায়াত হরতাল দিলে ভোগান্তি হয়না।
১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
আগে নাকি ভালো ছিলাম বলেছেন: ভাই, কোনো কথা নাই।
আকমল হোসেনের ৮ নং কমেন্ট
jobab cheye akta post chai.
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম।
১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২
মাজহারুল হুসাইন বলেছেন: আমার মতে সরকারকে সময় বেধে দেয়া উচিত । এ আন্দোলন সারা জীবন চলতে পারে না, আবার সফলতা ছাড়া আন্দোলন ছেড়ে দেয়া ভীরুতা, কাপুরুষতা ।
বিচার মার্চের মধ্যে শেষ করতে হবে ।
জামাতকে নিষিদ্ধ না করা পর্যন্ত সংসদ চালু রেখে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং তাও মার্চের মধ্যে করতে হবে ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সরকারকে সময় বেধে দেয়া উচিত ।
১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
অয়োময় বলেছেন: আমার মনে হয় এটা একটা ভাল সিদ্ধান্ত।সরকার গনজাগরন দেখেছে,দেখা যাক আগামী রায়গুলো কি হয়।আর এই বিচার পক্রিয়া মাে সর পর মাস লেগে যেতে পারে।তাতে করে সেখানে একটানা অবস্থান করাটা এবং সেখানে যানযট লেগে থাকাটা জনগনের এবং আন্দোলনকারী উভয়ের কস্ট হতে পারে।
আর আমরা আগামী রায়টা পর্যন্ত এভাবে দেখতে পারি।তারপর প্রয়োজন হলে একটানা আনে্দালন ও করা যাবে ।
তবে আমাদের সবার এই আন্দোলনের ব্যাপারে সোচ্চার থাকতে হবে।এক থাকতে হবে।
কারো প্ররোচনায় বা কোন দল অথবা জা-শি র চক্রান্ত থেকে সাবধান থাকতে হবে।
জয় বাংলা..........।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সিদ্ধান্ত ভুল ছিল, আন্দোলনে বিরতি মানেই ভাঁটা, আর সে কারনেই বদলে নেওয়া হয়েছে।
১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
আল মামুনুর রশিদ বলেছেন: imran. naki swachip kore. to hoice
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এ
১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: আমিও হতাশ। কিন্তু আন্দোলনকারীরা কি আদতে চলে যাবে????? কাল অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওরা যায়নি, যাবেনা।
১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
আগে নাকি ভালো ছিলাম বলেছেন: ধিরে ধিরে জামাতলিগের ভণ্ডামি জনগন বুঝতাসে, এইটাই বড় কথা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: !!!
১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
কেএসআমীন বলেছেন: দিকভ্রান্ত হয়েছেন নাকি?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পাগল হয়েছেন?
১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
শের শায়রী বলেছেন: বুজলাম না কারা এত বড় বিপ্লবী যারা স্কুলের মত টাইম ঠিক করে বিপ্লব ঠিক করে? কারা সেই সব নেতা যারা জনগনের আন্দোলনের দিক নির্দেশনা দেয়? যে মূহুর্তে জামাত হরতাল দিল সেই মূহুর্তে কোথায় আন্দোলন বেগবান হবে তা না আন্দোলন এক রকম বন্ধ করে দিল। আসলেই কি এই সব তথাকথিত নেতাদের কথা সাধারন মানূষ মানবে? আমরা কি আর একবার রাজাকারদের কাছে পরাজিত হব?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নিশ্চিতভাবেই মনে হচ্ছে, তার উপরে কোন না কোন মহল চাপ দিচ্ছে।
১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
নিরব একজন বলেছেন: ঢাকার ব্লগাররা রাজপথ ছারবেন না ।
না হলে
বাংলাদেশ আগামি ১০০ বছরেও দাড়াতে পারবেনা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নিশ্চিতভাবেই মনে হচ্ছে, তার উপরে কোন না কোন মহল চাপ দিচ্ছে।
২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১
চনদ্র্রমানব বলেছেন: এই কামের খাওয়ার টাকা কে দেয় ৈটার হিসাব কে দিবে? বাসা থেকে খেয়ে আসেন নাকি বাসায় গিয়ে খান?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই ব্লগটি(chondromanob ) স্থগিত অথবা বাতিল করা হয়েছে, মর
২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এরকম হুজুগে সিদ্ধান্তের বিরোধিতা করছি। পোস্টে সহমত। সাথে অপূর্ণ ভাইয়ের কমেন্টটাতেও।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী সহমত, সিদ্ধান্ত বদলানোয় ধন্যবাদ জানাই।
২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
টয় বয় বলেছেন:
-
ইমরানের কি দোষ........??
হাসিনা যেমনে কয়, ঐ পোলা তেমনি করে, আসল নাট্যকার হইলো হাসিনা, তার সমন্ধে কিছু বলেন
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ডাক্তার দেখাও ভাইতি, আই সাজেস্ট ডাক্তার আই্জু
২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
িশশু দর্পন বলেছেন: ব্লগার ইমরানের মনে হয় পকেট ভরেছে । শালার পুত আরেকটা রাজাকার । ইমরান মনে হয় সরকারের সাথে আপোষ করেছে ।ওেরে লাথি মাইরা মঞ্চ থেকে নামাইয়া দেন । শাহবাগীরা কি সরকারের টিম নাকি ? সন্দেহ লাগতেছে ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: চাপে ছিল মনে হয়
২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
পীরসাহেব বলেছেন: ৩টা থেকে ১০টা আন্দোলন মানি না, আমাদের কোনো নেতা নেই, ইমরান কুলাংগারকে আমরা চিনি না - প্রচারে আমজনতা (আপনি জনতার একজন হলে প্রচার করে দিন)
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আন্দোলন চলছে চলবে!!!!
২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১
চেয়ারম্যান০০৭ বলেছেন: এইটা কি ইমরান বাবুর পাঠশালা নাকি যে সবইকে নিয়ম করে ঘড়ি মেনে ৩-১০ টা ক্লাস করতে হবে।এখানে মানুষ প্রানের তাগিদে গিয়েছে,রাজাকারদের ফাঁসির দাবিতে নিজেদের আরাম আয়েশ উপেক্ষা করে রাতদিন পড়ে ছিলো।তাদের সাথেএমন ধোকাঁবাজির অর্থ কি ? আর এর পেছনেই বা কারা রয়েছে ?
এমন সিদ্ধান্ত আমরা মানিনা।আর ভবিষ্যতে কোনো চুদির ভাই রাজনিতীবিদ কিংবা নেতা কে যেনো মন্চে উঠানো না হয়।এদের উপ্রে উঠাইলে মাথায় চড়ে বসে।আমাদের নেতার দরকার নাই আমাদের সন্মিলিত ভাবে একটা আন্দোলনের দরকার।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আন্দোলন চলছে চলবে!!!!
২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
পথ-হারা এক পথিক বলেছেন: সহমত।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ
২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
মাইকেল কলিয়নি বলেছেন: আমার মনে হয় সে তার ভাগ বুজে পাইসে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার মনে হয় সে নানামুখি চাপে আছে!
২৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
ক্ষমতা বলেছেন: ব্লগার ইমরান, আজ আর আপনার সাথে একমত হতে পারলাম না।ভুল মেনে নিয়ে অন্ধভাবে সমর্থন করা সম্ভব নয়।
আন্দোলন চলছে, চলবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!
২৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: সহমত...........।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ
৩০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জামায়াত নিষিদ্ধ করা হোক, এখনই এখনই এখনই!!!!!!!!!!!!!
জয়য়য়য়য়য়য় বাংলাআআআআআআআআআআ
৩১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
ছন্ন ছাড়া০০০১ বলেছেন: আমি শিব বাড়ী মোড়ে কাল কে অবস্তান নেব সকাল সাত টা থেকে ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!
৩২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
ছন্ন ছাড়া০০০১ বলেছেন: আমি শিব বাড়ী মোড়ে কাল কে অবস্তান নেব সকাল সাত টা থেকে ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!
৩৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
উদাসী স্বপ্ন বলেছেন: শালা একটা লীগের চামচা!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেখা যাক, সবখানে দলবাজি দেখে ক্লান্ত।
৩৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩
সোনালীমাঠ বলেছেন: জামাত-শিবিরের জন্য খুশির খবর ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দুঃখের খবরও প্রস্তুত হচ্ছে
৩৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪
এপসাইন বলেছেন: আন্দোলন সফল হবেই !!
আমরা ইমরান এর কথা মানিনা মানবনা !!
উনি এইটারে তাঁর নিজের অফিস মনে করে।
এর খেলা অফ ,আর এই আন্দলনের সঠিক নেতৃত্ব চাই । ছাগু হীন আন্দোলন চলুক
সাথেই আছি , থাকব !
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা, দারুন লিখেছেন
৩৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঘোষনা প্রবল প্রতিবাদের মুখে বাতিল করা হয়েছে।
আন্দোলন চলবে দিন রাত ২৪ ঘন্টা...
৩৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১
নিহন বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন: শালা একটা লীগের চামচা!
৩৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮
নিহন বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: এইটা কি ইমরান বাবুর পাঠশালা নাকি যে সবইকে নিয়ম করে ঘড়ি মেনে ৩-১০ টা ক্লাস করতে হবে।এখানে মানুষ প্রানের তাগিদে গিয়েছে,রাজাকারদের ফাঁসির দাবিতে নিজেদের আরাম আয়েশ উপেক্ষা করে রাতদিন পড়ে ছিলো।তাদের সাথেএমন ধোকাঁবাজির অর্থ কি ? আর এর পেছনেই বা কারা রয়েছে ?
এমন সিদ্ধান্ত আমরা মানিনা।আর ভবিষ্যতে কোনো চুদির ভাই রাজনিতীবিদ কিংবা নেতা কে যেনো মন্চে উঠানো না হয়।এদের উপ্রে উঠাইলে মাথায় চড়ে বসে।আমাদের নেতার দরকার নাই আমাদের সন্মিলিত ভাবে একটা আন্দোলনের দরকার।
একমত
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী ধন্যবাদ
৩৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪
স্পাইসিস্পাই001 বলেছেন: স হ ম ত ভ্রাতা ....।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী ধন্যবাদ ভাই
৪০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
আদম_ বলেছেন: আওল-ঝাওল হয়ে গেল সব। হাহ্!!!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেখা যাক, আল্লাহ ভরসা
৪১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
ডাব্বা বলেছেন: এটাকে বলে বজ্র আটুনি ফস্কা গেরো।
যখন দরকার ছিল loose end গুলোকে টাইট করে জালের মত গুটিয়ে আনা তখনই খুলে দেয়া হল গেরো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত
৪২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ডাব্বা বলেছেন: এটাকে বলে বজ্র আটুনি ফস্কা গেরো।
যখন দরকার ছিল loose end গুলোকে টাইট করে জালের মত গুটিয়ে আনা তখনই খুলে দেয়া হল গেরো।
৪৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৩
পথিকের ডায়েরীর পাতা বলেছেন: লেখক বলেছেন: লাইম লাইটে জনতা, লাত্থি বাকি সবাইরে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ, জয় বাংলা!
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
সক্রিয় বলেছেন: ব্লগার ইমরান akta dalali kaj korlo.