![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার থাবা বাবা ওরফে রাজিব হত্যার অভিযোগে ৫ জন কে গ্রেপ্তার করা হয়েছে। তারা এখন মিরপুর থানায় আছে। তবে ব্যাপারটি স্পর্ষকাতর বলে পুলিশ কিছু বলছেনা এখনো। (সুত্রঃ চ্যানেল ৭১)
কারা এরা? এদের পরিচয় জানতে চাই!!! জানাতে হবে!!
সালাম রাজীব ভাইঃ
"আজ একজন দেশপ্রেমিক "নাস্তিক" এর মৃত্যুতে মানুষের ঢল ও ভালবাসা দেখে আবারও বলতে চাই,
অন্ধ ধার্মিক(!) জামায়াত শিবির জারজ না পয়দা করে এই দেশে এমন দেশপ্রেমিক নাস্তিক পয়দা করলেও তোমার প্রতি অখুশি হবনা খোদা!"
তোদের চোখে তো শাহবাগের তো সব মেয়ে পতিতা, সব মানুষ নাস্তিক, কিন্তু ওরা বাংলাদেশি, তোরা না!! তাই তোদের জন্যে ঘৃণা ওদের জন্যে সালাম।
হচ্ছেটা কি?
"শোক যদি শক্তিই হবে তাহলে "আজ" কেন সরকারকে জামায়াত-শিবির এর রাজনীতি নিষিদ্ধে আলটিমেটাম দেওয়া হল না?"
শাহবাগ এর আন্দোলন কি শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে আজীবন চলতে থাকবে? নাকি সরকার এর সাথে ভাল থাকতে গিয়ে শুধু স্লোগান দিয়েই যাওয়া হবে? সেই স্লোগান যা শেখ হাসিনার কান পর্যন্ত পৌঁছায় না, আর পৌঁছালেও গুরুত্ব পায়না!
শেখ মেডাম নাকি "খারাপ নিউজ" পাচ্ছিলেন, আন্দোলনকারীদের কিছু হতে পারে, জানা ছিল তার।
আর ওদিকে জামায়াত এর কুত্তাদের রাবার বুলেট উপহার দেওয়া হচ্ছিল, কি সেই কারন? কেন নমনীয়তা? শিবির বেপরোয়া, চলছে ভাংচুর, খুন, কেন তাদেরকে নির্মমতর মৃত্যু দেওয়া হচ্ছেনা?
একটি অধিবেশন যদি যথেষ্ট হয়, তাহলে সরকার এর কেন সার্বিক জনসমর্থন থাকা সত্বেও এতো ইতস্তত?
"থাবা বাবার শোক শেষ হয়ে গেলে আবার ৩ টা- ১০ টা এন্ড অল দ্যাট?"
এখন আলটিমেটাম দেওয়ার সময় হয়েছে, আন্দোলন এর ফসল তোলার সময় হয়েছে। না বুঝলে মুড়ি চিবান বসে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ!!
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
JINDA SAHJALAL বলেছেন: অন্ধ ধার্মিক(!) জামায়াত শিবির জারজ না পয়দা করে এই দেশে এমন দেশপ্রেমিক নাস্তিক পয়দা করলেও তোমার প্রতি অখুশি হবনা খোদা!"
জামাত-শিবিরকে এদেশের সব শ্রেনীর মানুষ ঘৃনার চোখে দেখে।তাই বলে নাস্তিক জন্ম নিলে খশি হবেন?????????????????? আবার খোদা কে জড়ালেন।
শুনেন ভাই। আবেগ নয়,বিবেকের সাথে লিখুন।
অপকর্ম যে করুক সে অপরাধী।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেশপ্রেমিক নাস্তিক দেশদ্রোহী মুসলিম এর থেকে ভাল, কারন আমি বাংলাদেশ এবং মুসলিম। আর জামায়াত? এরা জামায়াত, এরা মুসলমান নয়।
জামায়াত মুসলমান নয়, এরা নাস্তিক থেকেও খারাপ, কারন এরা আমার ইসলাম এর ক্ষতি সাধনকারী।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
বহুভুজ বলেছেন: ভাইরে, সবই সাপ-লুডু খেল! মর্বে থাবা বাবার, রস খাইবে রাজনীতিবিদরা
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিক বলেছেন, অবসান চাই।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
আত্নহত্যা বলেছেন: থাব-বাবাকে জুতা সহ মাইনাস..
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আত্নহত্যা করতে পারেন।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
সাজ২৫৪৫ বলেছেন: Mobile theke likchi ti evabei likhte hocche.. Shokal 8 tay kichu shongbad maddhom with-out any evidance Jamat Shibir K shorashori doshi shabbosto korche.. Amder bangladesher Media K chorom vabe grhina kori... Era sref Bangladesher manusher emotion niye khelte posondo kore...Amar next blog Ta asha kori shocheton manushra monojog diye porben...
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কই জামায়াত থেকে তো কোন অফিশিয়াল দাবি শুনলাম না যে ওরা জড়িত নয়???
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
মুহাম্মাদ আলী বলেছেন: এই হত্যাকান্ডের বিচার চাই সুষ্ঠভাবে।সরকার তদন্ত করে উনার হত্যাকারীদের খুজে বের করুক
আর নাস্তিকরা দেশপ্রেমিক হয় এ কথা মানতে পারলাম না।যারা বামপন্থী রাজনীতি করে তারা কোন দেশের সীমারেখা মানে না।আর থাবা বাবার লেখা পড়েও আমার তাকে দেশপ্রেমিক মনে হয় নি।আমি অনেক নাস্তিককে দেখেছি যারা অখন্ড ভারতে বিশ্বাসী
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: লেখা? ওনার কার্যক্রম? জীবন গেল ওনার! টার্গেট ধরে মেরে ফেলা হল! আর কি?
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
অপূর্ণ রায়হান বলেছেন: বিপ্লবী জনতা , আপনাদেরকে বলিঃ
* নিজ নিজ একালায় জামাত শিবিরের লিস্ট করুন । তাদের সামাজিকভাবে বয়কট করুন । প্রয়োজনে প্রতিহত করুন । সেই লিস্ট স্থানীয় পুলিশের হাতে দিন ।
* নিজ নিজ এলাকায় জামাত শিবির বিরোধী বাঁশ ও লাঠির ক্লাব , সংগঠন গড়ে তুলুন । চাইলে গনধোলাই দিন । কিন্তু মেরে ফেলবেন না আবার ! পুলিশে সোপর্দ করুন ।
* দোকান মালিক ও ব্যাবসায়ীরা ভাইরা , চিহ্নিত জামাত শিবিরের কাছে জিনিসপত্র বিক্রি করা বন্ধ করে দিন । তাদের সাথে সকল প্রকার ব্যাবসায়িক লেনদেন বন্ধ রাখুন ।
আর মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবারও বলিঃ
ভুলে যাবেন না , আজকে যে আন্দোলন হচ্ছে , তার জন্য প্রকারান্তে আপনারাই কিন্তু দায়ী । আপনারা ক্ষমতায় আছেন , আপনারা সরকার – নিয়ন্ত্রণ করেন সমগ্র বাংলাদেশ , সেখানে এরকম একটা হটকারী সিদ্ধান্ত হল , সেটার দায় কি আপনাদের না ? এতো কিছু হয়ে যাচ্ছে , জনগণ আপনার সাথে আছে , তারপরেও যদি আপনি ও আপনার প্রশাসন ত্বরিত ব্যাবস্থা নিতে ইতস্তত করে , তাহলে বুঝতে হবে আপনাদের মাঝেই ঘোল রয়ে গেছে । এখনও সময় আছে । সময় থাকতে থাকতে জামাত শিবিরের বিরুদ্ধে জনগনের রায়ে সাড়া দিয়ে অতি সত্বর কঠিন পদক্ষেপ নিবেন আশা করি ।
আর , শাহবাগ , প্রজম চত্বর , তোমাকে বলিঃ
অনেক হয়েছে । শাহবাগ থেকে আল্টিমাটাম চাই । আল্টিমেটাম দেওয়ার সময় হয়ে গেছে । আর কোন বিপ্লবী ভাইয়ের লাশ দেখতে চাই না ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
রিমন রনবীর বলেছেন: হ্যা আল্টিমেটাম দেবার সময় এসে গেছে। আর সহ্য করা যাচ্ছে না।
+
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিক বলেছেন ভাই।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
যেড ফ্রম এ বলেছেন: কতজন রাজীব প্রাণ দিলে ঘুম ভাঙবে?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সে প্রশ্ন এখন প্রতি প্রানের।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
মশামামা বলেছেন: ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আমিও আজ তোমাদের সাথে কন্ঠ মিলিয়ে বলতে চাই -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পড়েছি, দারুন হয়েছে।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: "থাবা বাবার শোক শেষ হয়ে গেলে আবার ৩ টা- ১০ টা এন্ড অল দ্যাট?"
এখন আলটিমেটাম দেওয়ার সময় হয়েছে, আন্দোলন এর ফসল তোলার সময় হয়েছে। না বুঝলে মুড়ি চিবান বসে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত হবার জন্যে অনেক ধন্যবাদ জানাই।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
রবিন উত্তর কাট্টলী বলেছেন: না বুঝলে মুড়ি চিবান বসে
ললিপপ খাও না বুজলে যতো সব ফাউল। হেগ মাথায় কি ঘিলু কম ? আল্টিমেটাম চাই ।।আল্টিমেটাম
আমরা বাল ফেলতে শাহবাগ জাইনা।
মাথা নষ্ট হই গেসে সরি ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আন্দোলনের জয় চাই, তাই একে চাই সঠিক পথে।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪
স্বাধীন চিন্তা বলেছেন: আস্তিকরা এতোদিন যুদ্ধাপরাধীর বিচারকরলেন না কারন " শাস্তি দেবার মালিক কেবল আল্লাহ্। আল্লাহ্ ছাড়া কেই আইন করতে পারে না। " এই কারনেই এই আস্তিকরা এদের বিচার করেননি।
কিন্তু নাস্তিকদের বিচার উনাদের হাতে। আল্লাহ্ নিজ হাতে নাস্তিক দেখলেই কুপানোর হুকুম দিয়েছেন।
নাস্তিক নিপাত যাক। আল্লাহ্র ধর্ম রক্ষা হোক।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জাত গেল জাত গেল করাটা হিন্দুদের স্বভাব বলেই জানতাম, কথায় কথায় এরকম করে আপনারা নিজেদেরকে সেই কুসংস্কারেরও অধম বানিয়ে ছাড়ছেন। তালি।
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২
সাজ২৫৪৫ বলেছেন: Mobile theke likchi ti evabei likhte hocche.. Shokal 8 tay kichu shongbad maddhom with-out any evidance Jamat Shibir K shorashori doshi shabbosto korche.. Amder bangladesher Media K chorom vabe grhina kori... Era sref Bangladesher manusher emotion niye khelte posondo kore...Amar next blog Ta asha kori shocheton manushra monojog diye porben...
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনারে মনে কয় চেনা যায়।
১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫
মিশনারী বলেছেন: স্বাধীন চিন্তা বলেছেন: আস্তিকরা এতোদিন যুদ্ধাপরাধীর বিচারকরলেন না কারন " শাস্তি দেবার মালিক কেবল আল্লাহ্। আল্লাহ্ ছাড়া কেই আইন করতে পারে না। " এই কারনেই এই আস্তিকরা এদের বিচার করেননি।
কিন্তু নাস্তিকদের বিচার উনাদের হাতে। আল্লাহ্ নিজ হাতে নাস্তিক দেখলেই কুপানোর হুকুম দিয়েছেন।
নাস্তিক নিপাত যাক। আল্লাহ্র ধর্ম রক্ষা হোক
সহমত ১০০%।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মানসিকতা যখন নর্দমার মতো, যুক্তি সেখানে অর্থহীন।
১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
আদিত শরীফুল বলেছেন: বিচার চাই
http://www.pressbarta.com
১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
শার্লক বলেছেন: এখন গলা ফাটাবো না। দেখবো কি হয়। জানি কি হবে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেখেন, আমিও দেখি।
১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭
মিশনারী বলেছেন: থার্ড় ক্লাস
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
নিষ্কর্মা বলেছেন:
সত্য কথা।