নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

ছাগুদের বিরুদ্ধে পাঁচ মিনিট ব্যয় করুন, ছাগুপেজগুলোই তাদের অপপ্রচারের হাতিয়ার, গনরিপোর্ট করুন প্লিজ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০২

ছাগুদের বিরুদ্ধে পাঁচটি মিনিট ব্যয় করুন, ফেসবুক ছাগুদের অপপ্রচার এর সবথেকে শক্তির জায়গা। এই পেজ গুলোর মাধ্যমেই তাদের প্রোপাগান্ডা ছড়ানো হয়।



নিচে বেশকিছু ছাগু পেজের লিঙ্ক দেয়া আছে। আপনাদের কাজ একটাই, প্রতিটি লিঙ্কে যাওয়া এবং পেজটির বিরুদ্ধে রিপোর্ট করা। পাশাপাশি এই লেখাটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেয়া।




মূল হোতা পেজঃ X(



১. বাঁশেরকেল্লা (Basherkella) ( https://www.facebook.com/basherkellapage ) [এখন ব্লক হয়ে গেছে]



২. নিউ বাঁশেরকেল্লা - Basherkella ( https://www.facebook.com/newbasherkella )



৩. প্যান্টের উপর আন্ডারওয়্যার পরলেই সুপারম্যান হওয়া যায় না ( https://www.facebook.com/superunder )

৪. অই ছেড়ি, ওড়না গলায় না দিয়া বুকে দে, কামে দিবো... ( https://www.facebook.com/Orna.Porun )

৫. I am Bangladeshi ( https://www.facebook.com/BangladeshiBD )

৬. ছেলেটি জেগে আছে ঘুমিয়ে গেছে মেয়েটি ( http://on.fb.me/XckcxM )

৭. উত্ত্যক্ত হওয়া বেহায়া মেয়েদের মৌলিক অধিকার, আসুন তাদের অধিকার সংরক্ষণ করি ( https://www.facebook.com/moulik.odhikaar )



৮. Faraeji Andolon - ফারায়েজী আন্দোলন ( https://www.facebook.com/faraejiandolon )



৯. Cyber group of bangladesh ( http://www.facebook.com/cybergroupbangladesh )



সংবাদ বিষয়ক পেজঃ X(



১. ব্রেকিং ( https://www.facebook.com/toprealbreaking24 )

২. ব্রেকিং-নিউজ ( https://www.facebook.com/BrekimNiuja )

৩. bdbreaking24.com ( https://www.facebook.com/bdbreaking24 )

৪. Today News Headline : আজকের সংবাদ শিরোনাম ( https://www.facebook.com/todaysnewsheadline )



৫. Technology lovers ।। প্রযুক্তি প্রেমী ( https://www.facebook.com/projukti.preami )



৬. আলোচিত সংবাদ•••Converse News ( https://www.facebook.com/ConverseNews )

৭. পড়লে পড় ( Click This Link )



৮. বাংলাদেশের কন্ঠ (The Voice of Bangladesh) ( https://www.facebook.com/allbdnews24 )



৯. MEDIA WATCH BANGLADESH ( https://www.facebook.com/MediaWatchBangladesh )



১০. সবার আগে সর্বশেষ সংবাদ ( https://www.facebook.com/sobarage )



১১. দৈনিক শহর ও গ্রাম ( Click This Link )



১২. Sonar Bangladesh Blog ( http://on.fb.me/WzvUBo )





বিবিধ পেজ X(





১. কঠিন সত্যকথন ( https://www.facebook.com/KathinaSatyakathana )



২. দ্বিধাহীন চিত্ত ।। শঙ্কাহীন উচ্চারণ ( https://www.facebook.com/Uccaran )



৩. " Vision 2021 " ( https://www.facebook.com/vision2021?fref=pb )

৪. চাই ন্যায় বিচার ও জবাবদিহীতা ( http://on.fb.me/WOP2wP )



৫. মুই কি হনুরে ( Click This Link )



৬. I am Bangladeshi ( Click This Link )



৭. সাহসী সাংবাদিক মাহমুদুর রহমান ( http://www.facebook.com/admahmudurrahman )



ধর্মীয় প্রচারণা মূলক





১. আমরা ইসলামী আন্দোলন করি । ( http://on.fb.me/12ul30S )

২. কোরআন পড়ুন হাদিস পড়ুন আল-কোরআন এর সমাজ গড়ুন ( http://on.fb.me/XgB6Iq )



৩. মানবতার সমাধান ইসলাম ( https://www.facebook.com/ManobotarsomadhanIslam )

৪. আসুন আমরা পর্দা করি ( http://on.fb.me/12UhZL8 )

৫. আসুন আমরা সবাই ইসলামকে সঠিকভাবে জানার চেষ্টা করি এবং বিদা’ত মুক্ত জীবন গড়ি

( Click This Link )



৬. Islami Towhidi Jonota ( https://www.facebook.com/towhidi.jonota )







আসল কাজ হলেই হল, তাই অনেক কপি পেস্ট দিয়েছি, নিজেও কয়েকটা যোগ করে দিলাম, গনহারে রিপোর্ট করেন আর ইচ্ছামত কপি পেস্ট করে নিজেদের ওয়ালে দিয়ে সবাইকে রিপোর্ট করতে বলেন। এমনকি আপনি কপি দিয়ে পোস্ট ও করতে পারেন, যদি ড্রাফ্‌ট লাগে নিজের মেইল দিয়ে যান! আমি মেইল করে দিব।



ওদেরকে যে যেভাবে পারেন ধ্বংস করে দেন।






জয় বাংলা, রাজীব ভাই আমরা ওদের ছাড়বনা।

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

পথিকের ডায়েরীর পাতা বলেছেন: জামাত শিবিরের ভার্চুয়ালী মৃত্যুদন্ড দিতে হবে।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৪

পথিকের ডায়েরীর পাতা বলেছেন: আমার বর্ন মালা ব্লগ কেনো বন্ধ হবে না?

এটাও তো জামাতের।

জামাত-শিবির খুব কৌশলে নিজেদের পরিচয় গোপন রেখে আমার বর্নমালা চালাচ্ছে।

সোনা ব্লগ বন্ধ হয়েছে, আমার বর্নমালা ব্লগ কেনো বন্ধ হবে না?

জামাত-শিবির সব এখন ওখানে ভিড় করতেছে।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

আসাদুজ্জামান রাজু বলেছেন: এই লিংক গুলা শেয়ার করার মানে কি জানেন???? আপনি নিজের অজান্তেই শিবিরের করমকান্ডগুলোকে প্রচার করছেন। আর আপনি যে বলছেন যে রিপোর্ট করে বন্ধ করবেন??? কয়টা বন্ধ করবেন??? বাঁশের কেল্লা যেমন নিউ বাঁশের কেল্লা হইসে তেমনি সোনার বাংলা নামে নতুন করে শুরু করবেনা তাঁর কি করে বলবেন??? এগুলার নতুন নাম নিয়ে ওরা আবার শুরু করবে। আপনি কি জানেন আপনি নিজের অজান্তেই এদের ফ্রিতে প্রচার করে বেড়াচ্ছেন???? আপনার এই প্রচারই তো ওরা চাচ্ছে।যাতে করে ওরা সাধারন মানুষকে আরো বিভ্রান্ত করছে। এগুলা না করে ওরা যে ভুল ইনফরমেশন দিচ্ছে তার জবাবে আপনিও পোষ্ট দেন,সঠিক তথ্যগুলোকে মানুষের সামনে তুলে ধরেন। তা না করে শুধুই তাল গাছটা আমার এই জাতীয় কথা বললে তো হবেনা। মানুষকে প্রমানসহ দেখান ওরা মিথ্যা বলছে। দেখবেন মানুষ কোনটা ঠিক আর কোনটা বেঠিক আপনা আপনি বুঝে নিবে। মনে রাখবেন কলমের জবাব কলম দিয়েই দিতে হবে। রিপোর্ট আর ব্যান করে ওদের কিছুই করা যাবেনা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি যেটা করলেন, কাজের চেয়ে কথা বেশী। যারা অনলাইনে যুদ্ধে আছে তারা এভাবেই অবদান রাখতে পারে। আপনার ঠিক মনে হলে করেন, না মনে হলে নাই।

এতে দুইটা কাজ হয়েছে,

যারা জানেনা, অথচ শিবির ঘৃণা করে, তারা এদের কথায় বিভ্রান্ত হবে না, এবং বন্ধ হয়ে যাবে আসা করা যায়।

তাই এতে কোনই নেগেটিভ কিছু নেই।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭

ইউসিবিএল২০১১ বলেছেন: যাদের এই ন্যুনতম জ্ঞান/বিবেক নাই যে কোনটা সত্য কিংবা কোনটা মিথ্যা তাদের কে বুঝানো যাবে বলে মনে হয় না। আরে ভাই ফেবু তো আর সেই অজপাড়ার লেখাপড়া না জানা লোকজন ব্যাবহার করে না যে তারা একেবারেই নির্বোধ।

কলমের প্রতিশোধ যেমন অস্ত্র দিয়ে হতে পারে না তেমনি ওদের কনটেন্টশ কখনো পেইজ ব্লক করে হতে পারে না। যে দেশের মানুষ এখন ৮০% পাবিলক পরীক্ষায় পাস করে তাদের কে ধর্মের দোহাই দিয়ে কেউ বেঁচে যাবে বলে মনে হয় না , অন্তত আমাকে পারবে না।

জয় বাংলা , জয় জনতা ।

*( অনেক দিন পর পাসোয়ার্ড রিকভার করে সামুতে ঢুকলাম তাই বলে কেউ ছাগু বলে চালায় দিয়েন না যে এতোদিন পরে কেনো কমেন্ট দিতে আসলাম)

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৮

শের শায়রী বলেছেন: সহমত যত পারেন রিপোর্ট করেন। সময় এসেছে দেশ কে কলুষমুক্ত করার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই, যেখানে যেভাবে পারেন, ছড়িয়ে দেন প্লিজ, কপি পেস্ট মারেন

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬

আসাদুজ্জামান রাজু বলেছেন: আসল কাজ করার চাইতে তো হুদাই কাজ করে লাভ নাই। আর আমিতো নেগেটিভ কিছুর কথা বলছিনা। আমি বলছি যে এটা করার চাইতে ওরা যে মিথ্যাটাকে সত্য বলে প্রচার করার চেষ্টা করছে সেটার প্রতিরোধ করতে হলে আমাদেরও নিজেদের জানতে হবে আর জানাতে হবে। আপনি একজন জ্ঞানী ব্যক্তি তাই আমার মনে হয় আপনি বোঝেন যে অপ-প্রচারকে বন্ধ করতে হলে যুক্তি দিয়ে বন্ধ করতে হবে হুদাই লাফালাফি করে কোন লাভ হবেনা, আর আজকের যুগে মিনিটে এরকম হাজার হাজার ফেসবুক একাউন্ট খোলা যেমন যায় তেমনি নতুন করে ব্লগ অথবা ওয়েবসাইট খোলা মিনিটের ব্যাপার মাত্র। কথাগুলো ভেবে দেখবেন আশা করি। কথা না বুঝে অযথা কথা বলবেন না আশা করি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার যুক্তি দেওয়া থিউরিতে গেলে এখন এগুলো লাইক দিয়ে ওদের সাথে তর্ক করতে হবে, আর ছাগুদের ল্যাদানি মানে কি জিনিষ যে সেটা আল্লাহই ভাল জানে। জনপ্রিয় পেজগুল বন্ধ করা গেলে অপপ্রচার কম ছড়াবে, কমন সেন্স।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৫

আসাদুজ্জামান রাজু বলেছেন: ইউসিবিএল২০১১ ভাই একটা ছোট্ট উদাহরন দিতে চাচ্ছি, ডেসটিনি নিয়ে পত্রপত্রিকায় যে এত লেখালেখি হল এবং এখনও হচ্ছে তার পরও তো মানুষ আবার এদের গ্রাহক হওয়া শুরু করছে..আপনার কি মনে হয় মানুষকি জানেনা এরা যেটা করছে বা করতেছে সেটা খারাপ??? তারা মানুষ ঠকানো ব্যাবসা করছে বা করতেছে এটা যেনেও এরা আবার কিসের জন্য এটা করতেসে???? কারন তাদেরকে যথেষ্ঠ যুক্তি দেখানো হচ্ছে আর সাথে লাভ। আর এতেই সাধারন মানুষ পটতেছে । আপনি যেমন সুশিক্ষিত ও সচেতন, তেমনি দেশের বাকি মানুষ গুলা কিন্তু না। আর ফেসবুক ব্যবহারকারীর কথা বলছেন??? আমাদের এই দেশে ফেসবুক ব্যবহার করে এমন মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ ফেসবুক ঠিক্ফমত ব্যবহার করতেই পারেনা,আবার পারলেও যাই ইনফো আসুক তাতেই বিশ্বাস করে, আর উঠতি বয়সের ছেলে মেয়েদের কথা না হয় বাদই দিলাম। তা হলে যারা আপনার মত যুক্তি না হলে বিশ্বাস করতে চায়না তাদের বাদ দিয়ে বাকি লোকসংখ্যা কত আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন??এদের জন্যই তো ভয় হয়, এদেরকেই তো ভুল বোঝানো হয়। আর সেটাই সবচেয়ে আশংকার বিষয়.।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তাদেরও চিনে নেওয়া দরকার, লিস্ট তো সেকারণেই।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩

আসাদুজ্জামান রাজু বলেছেন: কেন আপনি লাইক দিবেন ??? হায়রে আপনি ফেসবুক ইউজ করেন না??? ব্লগ লেখেন না??? তাহলেই তো হল আপনি আপনার ব্লগ বা ফেসবুক ওয়ালে যত বেশী পারেন লিখুন... আর তা শেয়ার করে্ন...ওরা যে প্ল্যানে আগাচ্ছে আমাদের সেই প্ল্যানেই আগাতে হবে আমরা ওদের পেইজে অন্যদের যেতেই দেবোনা...আমাদের লেখা দিয়েইতো ব্লগ ভরে দিতে পারি...শেয়ার করলে আমাদের লেখাগুলোকেই তো শেয়ার দেওয়ার জন্য বলতে পারি.। কি দরকার সবাইকে ওদের লেখা পড়ানোর????

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২২

খুব সাধারন একজন বলেছেন: ---ডিভাইড এন্ড রুল---

আমরা সত্যর পক্ষে আবেগের আন্দোলন করি অরা দেয় গুটির চাল। দাবা-পাশা খেলার কাছে আবেগ যেন না হারে।

রাজীব থাবা বাবা হওয়াতে মারা যায়নি। থাবা বাবা হওয়ায় মারা গেলে অনেক আগে যেত। সে মারা গেছে শাহবাগে যাওয়ায়। সে মারা গেছে বাংলাদেশে একাত্তর সালে যারা ৩০ লাখ খুন, ৪ লাখ নারীকে ধর্ষণ, এখনো মুক্তিযুদ্ধাদের প্রকাশ্যে লাথি দেয়, গৃহযুদ্ধের ঘোষণা দেয় আর একাত্তরের খুনীদের রক্ষা করতে প্রতিদিন আটশো কোটি টাকা গচ্চা দেয় হরতাল দিয়ে সেই জামাতির বিচার চাইতে গিয়ে।

রাজীব, রাজীবের জানাযার কথা ভোলেন। মূল প্রসঙ্গে আসো বাংলাদেশের মানুষ। রাজীব নাস্তিক এইজন্য খুন হয় নাই। রাজীব শাহবাগে যায় তাই খুন হয়েছে।

প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একজন মুসলমানের পাঁচটি কর্তব্য। তার মধ্যে এক কর্তব্য হল, যখন কোন লাশ যায়, তার যা বিশ্বাসই হোক না কেন, সম্মান দেখিয়ে উঠে দাঁড়াবে।

ওইক্ক চাই বলে ফেনা তুললে হবে না একতার কাজ করতে হবে। বাংলার মানুষ, দেশের মুখ রক্ষা কর। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। দশটা কথার জবাবে একটা কথা হলেও বল।

বাংলাদেশ সবার দেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান-নাস্তিক-বাংগালী-চাকমা-মারমা সবাই একাত্তুরে খুন হয়েছে পাকিস্তানিদের হাতে। মনে রেখ, তোমার শত্রু তোমাকে চেনে বাংগালী বাংলাদেশী হিসাবে, কিন্তু মুখে বলে, নাস্তিক-আওয়ামী

কয়দিন পরে বলবে, খুন হইসে ভাল হইসে, ওই পোলা সিগারেট খায়। জিন্সের পেন্ট পড়ে।
বাকিরা বলব, ঠিকই তো করসে সিগারেট খায় জিন্তের পেন্ট পরে ওরে খুন তো করবই।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

স্বাধীনচেতা মানবী বলেছেন: vai, ami linkgulo facebook a share korte chai, but parchhina...........

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পোস্ট কপি পেস্ট দিন!

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

দরিদ্র তারা বলেছেন: জামাত শিবিরকে বাংলার বুকে উঠে বসে খেতে দেওয়া যাবেনা সে যেভাবে হোক ...
সবগুলো পেইজে রিপোর্ট করা আছে যারা এখনো করেননি তাদের অনুরোধ করছি, এখনই সময় বাংলাকে জামাত মুক্ত করার ...
জয় বাংলা

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

শূন্য পথিক বলেছেন: আগেই করেছি!

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

htusar বলেছেন: যে যাই বলুক আমি কিন্তু আপনার লেখাটা পড়ে উপকৃত হয়েছি। I am Bangladeshi পেজ টা যে জামাতি টা জানতাম না। অনেক পেজেই তো লাইক দেই,সব তো মনেই থাকে না।১৫০০ এর উপর লাইক দেওয়া। আজকে আপনার লেখা পড়ে খটকা লাগলো; তাই ঐ পেজ এ গিয়ে দেখি আমার লাইক। নগদে আনলাইক ও রিপোর্ট ।।

পোস্টের জন্য ধন্যবাদ।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

আদিত শরীফুল বলেছেন: ভাই আমারে মেইল করে দেন । প্লিজ
[email protected]

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী ডান।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

ছোট্ট নিথী বলেছেন: চোখ বুজে ব্যান মারা স্টার্ট করলাম!! B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি তাহলে তো...........

আপনি ব্যানার হয়ে গেলেন :-B :-B :-B :-B

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

ছোট্ট নিথী বলেছেন: লড়াইয়ে সব চলে! ;) ;) B-) B-) B-)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তা বটে, তা বটে!
লড়াইয়ে যাহাই ঘটে,
জায়েজ বলেই রটে! =p~

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

স্বাধীনচেতা মানবী বলেছেন: The privacy settings for this attachment prevent you from posting it to this Timeline. (এই লেখাটা শো করছে)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: চাইলে মেইল আইডি দিতে পারেন।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

প্রগতিশীল ইকবাল বলেছেন: Matro koektar sathe partesos na................tora ki bal korbi.....badar dol...........................

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই ব্লগটি(IqbalMahmud24 ) স্থগিত অথবা বাতিল করা হয়েছে,
ব্লগ ব্যবহারের শর্তাবলী লংঘন করার কারণে ।


এইসব মৃত মানুষের কথায় বেইল দেইনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.