![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হয়ে ছাগুর ম্যাতকারে খুব একটা গুরুত্ব দেওয়াটা অন্যায় বটে। তবে না বলেও পারছিনা। হার্ডকোর ছাগু পেজ ফারায়াজি ভিডিও পোষ্টাইছে, শাহবাগ নাকি বেশ্যাখানা, ওদেরকে নাকি জবাই দেওয়া হবে, সবাই নাকি নাস্তিক। একদল ছাগু খুব হ্যাঁ হ্যাঁ করল, ওদেরকে মারতে হবে, আইন হাতে তুলে নিয়ে। বাহ বাহ বাহ।
কিন্তু এদিকে শাহবাগে কি চলছে? বেলুন(দুষ্টু লোকেরা বেলুন বলতে নারাজ) উড়ানো হচ্ছে, চিঠি সহকারে। শহীদদের নাকি চিঠি পেয়ে ডগমগ হয়ে যেতে দেখা গেছে(খবরঃ বাহাত্তুর টিভি), তারা কাগজ না থাকায় ইমেইলেই রিপ্লাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিজেদের মধ্যে একটি মিটিং এ।
অতএব, ২০১৪ সালে তেয়াত্তুর টিভির ব্রেকিং নিউজ, টানা ৪০০ দিনের মতো বসে রয়েছেন আন্দোলনকারীরা। আজ শুক্রবারের মহাসমাবেশে ঘোষণা দেওয়া হয়েছে, আমরা আমরন রাজপথ ছাড়বনা।। জামায়াতকে নিষিদ্ধ করতে হবেই হবে, থাবা বাবা ও শান্তকে দিয়ে যে মিছিলের শুরু তা আজ ৩৩ এ পৌঁছল! (এতগুলো রাজাকারও ধরা সম্ভব হয়নি)... এখানেই আমরা বিল্ডিং বানাতে যাচ্ছি, সবাই মিলে সে বিল্ডিং এ থাকব এবং অবস্থান করব। নাম হবে প্রজন্ম বাড়ি। সরকার থেকে এই বিষয়ে অনুদান দেওয়া হবে এবং নৈশভোজের আয়োজন করা হবে। সেদিনের আন্দোলনে কোন স্পোর্টস আয়োজন করার আইডিয়া আর খুঁজে না পাওয়া যাওয়ায় কাল ব্যাজ উল্টো করে পড়ার ঘোষণা দিলেন সম্মানিত ব্লগার ইমরান কাক্কু ভাই।
সমাবেশ এর শেষে লাকি আক্তারকে স্লোগান দিতে দেখা যাবে, ব তে বৃষ্টি, তুই রাজাকার, তুই রাজাকার। (উক্ত আন্দোলনে সকলকে এই বৃষ্টি আপাই সবথেকে বেশী জ্বালাতন করেছেন বলে গোপন সূত্রে বেখবর পাওয়া যা), জামায়াতে ইসলামি প তে পাকিস্তান, ইত্যাদি ইত্যাদি।
যেখানে আন্দোলনকারীদের কোথায় সরকার কে উঠতে বসতে বাধ্য করার কথা সেখানে দারুন কিছু নেতা দেখা যাচ্ছে, যাদেরকে এক বছর অবস্থান এর পর উঠতে বসতে ব্যর্থ দেখা যাচ্ছে।
পচাত্তুর টিভির খবরে দেখানো হয় শাহবাগ কন্সার্ট, আয়োজনে সাড়া বাংলার যত শিল্পী। এই শাহবাগ নিয়ে প্রথমের দিকে সিডিতে গান বের হলেও আজকাল ভলিউম কিনতে পাওয়া যাচ্ছে, "শাহবাগের আন্দোলন, চলবে আজীবন" শিরোনামে। এই ভলিউমে পাঁচটি ডিভিডিতে শাহবাগ নিয়ে সব গান সংরক্ষিত রয়েছে।
এদিকে একটি মিষ্টি শো তে অমি পিয়াল ভাই বলেছেন, সামু থেকে এই তোলপাড় শুরু হওয়াতেই যত গণ্ডগোল, উৎসাহে ছাগুব্লগ, বাংলাদেশ কোথায় যাবে শীর্ষক আমার কলামটিতে বলেছিলাম.....................(!!!)
২০১৪ তে গৃহীত সিদ্ধান্তঃ
"খোদা, মই ফালাইলে ফালাও, নাইলে কিচ্ছু করার নাই, আমাকে আসতেই হবে।"
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমাকে ভুল বুঝবেন না কেউ, অনেক আশা নিয়ে রয়েছি এই আন্দোলন কে নিয়ে, আমি আশাহত, তাই দুঃখটা ভাগ করে নিলাম। একটু হাসারও চেষ্টা করলাম, পৃথিবীতে নাকি শুধু বাঙালিরাই নিজের অবস্থা দেখে হাসে। আমিও তো বাঙালি। একবার কেউ একজন বলেছিলেন, বাঙালি যত দ্রুত আশাবাদি হয়, ততই দ্রুত হতাশ হয়ে পড়ে, কারণটা আজ বুঝতে পারছি। এ যে এক আজব কারখানা। ;
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪০
দায়িত্ববান নাগরিক বলেছেন: বাঙালি যত দ্রুত আশাবাদি হয়, ততই দ্রুত হতাশ হয়ে পড়ে। ঠিক এমনটাই ঘটছে আমার ক্ষেত্রেও।
এ যে এক আজব কারখানা।
ভালো লাগলো।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মনটা খুব খারাপ ভাই। কষ্ট হচ্ছে এদেরকে দেখে আজকে। এদেরকে নিয়ে গর্ব করতে চাইছিলাম, বিশ্বাস করেন, মন থেকে চাইছিলাম।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১
শিপন মোল্লা বলেছেন: ভাই কি আর বলুম এই শাহবাগকে নিয়ে শুরুতে আমিও আশাবাদী হয়ে ছিলাম কিন্ত .......
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কথাগুলো আজ অকথ্য আবুশিথি ভাই।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২
তারছেড়া লিমন বলেছেন: "খোদা, মই ফালাইলে ফালাও, নাইলে কিচ্ছু করার নাই, আমাকে আসতেই হবে।"
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: না আইসা উপায় কি, শাহবাগ এর ভাইয়েরা যে কই যাচ্ছে কিছুই বুঝলাম না বিশেষ গবেষণা কইরাও।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯
অপূর্ণ রায়হান বলেছেন: জয় বাংলা !
জয় বেলুন !!
জয় পলিটিক্স !!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হায়, বলার ভাষা নেই।
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২১
জাতিস্বর বলেছেন: __ থাবা বাবা ও শান্তকে দিয়ে যে মিছিলের শুরু তা আজ ৩৩ এ পৌঁছল! (এতগুলো রাজাকারও ধরা সম্ভব হয়নি)
ভাই,সংখ্যাটা এত্ত শর্ট হবে না।৩৩ আবশ্যই না।এটা কম সে কম ১৩৩ হতে পারে।
কেননা এই আন্দোলন ব্যর্থ হলে একটা ব্লগারেরো বাঁচার আশা নাই যারাই ওদের against active।
খুঁজে খুঁজে ধরে ধরে জবাই হতে দেখতে হবে এক এক করে সবাইকে।
আর,আমরা হাততালি দিয়ে বলব,"গান্ধী-বাদ,জিন্দাবাদ!!!"
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেই দুঃস্বপ্নও হয়ত দেখতে হতে পারে।
তবে তখন শ্লোগানটা হবে, ওরা নাস্তিক, মরলে কি?
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯
প্যারিস বলেছেন: আজ কোনো ভেদ নেই, ব্যক্তিগত দ্বন্ব নেই, ব্যাক্তিগত লাভের প্রত্যাশা নেই, গরিব ধনী তফাৎ নেই, ছেলে মে বিভেদ নেই... নেই নেই কিছু নেই শুধু আছে একটাই চাওয়া, সুন্দর বাংলাদেশ চাই! রাজাকারদের ফাঁসি চাই
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সে আশায় বোধয় গুঁড়ে বালিই পড়বে, আই এম এফ্রেইড।
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭
বটতলার টারজান বলেছেন: শাহবাগ মঞ্চের চুশিলগোরে যদি জিগাই আন্দোলনটা ক্যান একদলীয় কইরা ফেলতেছেন? কথা ঘুরায় উত্তর দেয়, থাবা বাবা নাস্তিক ছিলেন না !
এই দুঃখ কই রাখি ?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্লগার শব্দের বাংলা অর্থ নাস্তিক____হাসুম না কানমু?
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০১
হাবিব০৪২০০২ বলেছেন: বটতলার টারজান বলেছেন: শাহবাগ মঞ্চের চুশিলগোরে যদি জিগাই আন্দোলনটা ক্যান একদলীয় কইরা ফেলতেছেন? কথা ঘুরায় উত্তর দেয়, থাবা বাবা নাস্তিক ছিলেন না !
এই দুঃখ কই রাখি ?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম্মম্মম্মম্মম্মম
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৩
আমিই মিসিরআলি বলেছেন:
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম।
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি তো আশাবাদী, আর আপনার লেখা দেখে অবাক হচ্ছি।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সমাবেশের পড়ে যদি ব্যাতিক্রম কিছু হয়, কথা দিলাম, পোস্ট সরিয়ে নেব এবং ক্ষমা চেয়ে নেব। তবে নিছক ঠাট্টা করেই পোস্ট দেওয়া। আন্দোলন সঠিক পথে নেই, দেখি আর ওঠে কিনা। আমি এই বিষয়ে কতটা আশাবাদী ছিলাম সেটা নিশ্চয়ই জানেন, হতাশ হচ্ছি, ফলাফল বিহীন অবস্থান ও পরিকল্পনা বিহীন আন্দোলন দেখে। আজ একটি পরিবর্তন আশা করছি, দেখা যাক। কিছু মনে করবেন না। কিওয়ার্ড পড়লে বুঝতে পারতেন।
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬
"চিরকুট" বলেছেন: পিকনিক আন্দোলন চলছে এবং চলবে... চলতেই থাকবে। জয় বাংলা
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নতুন কর্মসূচীঃ
মহান স্বাধীনতাযুদ্ধ ও জামায়াত-শিবিরের হাতে শহীদদের স্মরণে ২২ ফেব্রুয়ারি বাদ জুমা সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে।
২২ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত দেশে ও দেশের বাইরে শাহবাগের আন্দোলনকারীদের ছয় দফা দাবির সমর্থনে গণস্বাক্ষর অভিযান চলবে। প্রত্যেকে যে যার অবস্থানে থেকে সবার স্বাক্ষর সংগ্রহ করে প্রজন্ম চত্বরে পাঠিয়ে দেবে। এই গণস্বাক্ষর সংগ্রহ করে তা জাতীয় সংসদে পৌঁছে দেওয়া হবে।
২৩ ফেব্রুয়ারি রাজধানীর রায়েরবাজার বদ্ধভূমিতে বিকেলে তিনটায় সমাবেশ।
২৫ ফেব্রুয়ারি মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বিকেলে তিনটায় সমাবেশ।
২৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ।
১ মার্চ শাহবাগের প্রজন্ম চত্বরসহ দেশের সব গণজাগরণ মঞ্চে বিকেল ৩টায় প্রতিবাদি সংগীত।
৩ মার্চ বাহাদুর শাহ পার্ক ও ৫ মার্চ যাত্রাবাড়ি চৌরাস্তায় সমাবেশ।
৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরান্তনে শ্রদ্ধা নিবেদন, সমাবেশ, প্রতিবাদী গান।
এ ছাড়া দেশের সব গণজাগরণ মঞ্জে সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
শাহবাগের প্রজন্ম চত্বরে প্রতি শুক্রবার প্রতিবাদি সমাবেশ চলবে।
অতএব, আমি পোস্ট সরাচ্ছিনা এবং ক্ষমা চাচ্ছিনা।
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
ফারজানা শিরিন বলেছেন: "খোদা, মই ফালাইলে ফালাও, নাইলে কিচ্ছু করার নাই, আমাকে আসতেই হবে।" (/
:-*
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কি আর বলি দুঃখের কথা।
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
ভুল উচ্ছাস বলেছেন: হা হা হা ভাই চরম মজা পাইছি ।
ফারজানা শিরিন বলেছেন: "খোদা, মই ফালাইলে ফালাও, নাইলে কিচ্ছু করার নাই, আমাকে আসতেই হবে।" (/
:-*
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মজা পাই, কষ্টও পাই
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২
বইয়ের পোকা বলেছেন: আমরা ম্যাঙ্গো পিপলতো খুবই হতাশ হইলাম।উনারাতো সবাই সেলিব্রিটি হইয়া গেলো!!!!!!!!!!!
আপনে উপ্রে যাওনের সময় আমারে একখান কল কইরেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মিসডকল দিলে বাসার সামনে আইসেন, একসাথে যাওয়া যাবেনি।
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
রাসেল ভাই বলেছেন: স্বপ্নচুরি ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, খ্রাপ বলেন নি, দেখাই যাক না।
১৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৫
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: শাহবাগের ভাগাড়ই গন্তব্য ছিল, ভাগাড়েই অপচয় হল?
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: হতাশ হচ্ছি !