নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

রাজাকার কে খারাপ বলে কে রে? রাজাকার একটি ভাল জিনিষ, প্রামান দেইখা কথা কন!! X(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০২

রাজাকার একটি ভাল জিনিষ।

কিভাবে?



প্রথমে ধরি, রজাকার একটি নিরপেক্ষ শব্দ।



এবার গভীর বিশ্লেষণের খাতিরে শব্দটিকে ভেঙ্গে দুই টুকরা করে ফেলি।



রাজাকার, কোপ বাই ২ করে পাই,



টুকরা ১, রাজা; এবং



টুকরা ২, কার।



এখানে পিথাগোরাসের উপপাদ্য না খাটায় নিজস্ব উপপাদ্য ব্যাবহার না করেই পাই,



রাজা একটি পজেটিভ শব্দ, এর বাংরেজি অর্থ কিং।

(যদিও শাহবাগের আন্দোলনে একটি বিশেষ কর্মসুচির পরে রাজা শব্দের বিভিন্ন মানে করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে)



এর পরে টুকরা দুই ব্যাবহার করে পাই,



কার= হুজ?

না, এমন চিন্তা প্রগতিশীলতায় মোক্ষম বাধা হতে পারে বলে খালেদাপু যে রুল জারি করেছেন তার শর্ত মোতাবেক বিশ্লেষণ করলে দেখা যায়,



কার =গাড়ি(উক্ত শব্দ আগেই বাংরেজি ছিল, এই বিষয়ে গনিতবিদ নাম ভুলে গেছি কি বলেছেন তা ভুলে গেছি)



এখন টুকরা এক ও টুকরা দুই একত্র বিশ্লেষণ করে পাই,



রাজা, কার= রাজা এবং গাড়ি অথবা কিং ও কার।



রাজার হালে চলা ও গাড়ির শখ সবারই কমবেশী বলে ইমরান ভাই এটিকে ভাল গুন ঘোষণা দেওয়ার ঘটনা থেকে বলতে পারি,



রাজাকার একটি পজেটিভ শব্দ, ব্যাফুক পরিমানে ধনসম্পদ এই শব্দেই লুকিয়ে রয়েছে বলে গোপনে অনেক বাঙ্গালীকেই রাজাকার হতে দেখা যাচ্ছে। এইম ইন লাইফে শিশুরা রাজাকার হবার কথা লিখছে বলে জাতীয় সংসদ এটিকে বাংলাদেশে অনুমোদন করেছে।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: ইমরান এই ঘোষণা দিছে !!! রাজাকার একটি ভালো শব্দ !! লিঙ্কু দেন তো !! X((

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: Click This Link এই সেই দুঃস্বপ্নের লিঙ্ক, এখানে মতামত জানাবেন।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১১

অপূর্ণ রায়হান বলেছেন: লিঙ্কে তো সেইম পোস্ট এ আসতেছে !!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: উরে ভাইইয়া, একটু মজা করলাম, মেজাজ খারাপ কিনা। এইটা ফাইজলামি পুষ্ট, হাইসা উড়াই দেন :)

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

ভবঘুরে ঝড় বলেছেন: "রাজাকার একটি পজেটিভ শব্দ, ব্যাফুক পরিমানে ধনসম্পদ এই শব্দেই লুকিয়ে রয়েছে বলে গোপনে অনেক বাঙ্গালীকেই রাজাকার হতে দেখা যাচ্ছে। এইম ইন লাইফে শিশুরা রাজাকার হবার কথা লিখছে বলে জাতীয় সংসদ এটিকে বাংলাদেশে অনুমোদন করেছে।"

^হুঁ কথা সত্য। পিলাস ওয়ান 8-|

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি ধইন্যা ধইন্যা, আসেন আমরা সবাই গলা ধরাধরি করে রাজা কার হয়ে যাই। ভুউউউউউউউউউউ

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: ব্যাফুক পরিমানে ধনসম্পদ এই শব্দেই লুকিয়ে রয়েছে বলে গোপনে অনেক বাঙ্গালীকেই রাজাকার হতে দেখা যাচ্ছে। ;) ;)

মেজাজ একটু ঠান্ডা হল ;)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মেজাজ ঠাণ্ডা দিতেই এই সব আজাইরা পোস্ট আজকে। ;) ;)

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২১

তারছেড়া লিমন বলেছেন: যত দিন যাচ্ছে সব কিছু আজিব লাগছে...........মুনে হচ্ছে কয়দিন পর নিজেরে ব্লগার পরিচয় ডা ও দিতি পারবোনা .......হেই দিন আসার আগে আল্লাহ আমারে উঠাই নিও, নইলে দড়ি ফালাই ও আমিই কষ্ট কইরা বাইয়া বাইয়া উইঠা যামু.......

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি ব্লগার, আমি নাকি নাস্তিক, এই রকম কথাও আমাকে আজকেই শূনতে হয়েছে। ভাই আমি কি করেছি যা আমাকে নাস্তিক ডাকবে লোকে? কি আমার অপরাধ?

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: ব্রো এটা নিয়ে প্রচারনা চালানো দরকার। অনলাইন ছাগুদের দৌড়ের উপর রাখতে আমাদের এগিয়ে আসা উচিৎ।

ছাগুদের পেজলিংক গুলো পাঠিয়ে দিন এই অ্যাড্রেসে [email protected] । CSIRT Team কে হেল্প করুন।

Click This Link

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, কালকেই করব, এবং ছড়িয়ে দেব, কাজ হবে আশা করা যায়?

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

খন্দকার মাসুম বিল্লাহ বলেছেন: রাজাকার আছে, রাজাকার থাকবে, এটি একটি চলমান প্রক্রিয়া.....ফাঁসি দিয়ে আর কয়টাকে মারা যাবে বলেন !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খাইছে আমারে, কিতা শুনি বাউ!

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯

বাংলার হাসান বলেছেন: ব্রো জটিল

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, ঘটনা আসলেই জটিল।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

ইখতামিন বলেছেন:
+++++++++++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

নিষ্‌কর্মা বলেছেন: আপ্নে পারেনও =p~ =p~ =p~ =p~

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা, ধন্যবাদ জানাই আপনাকে!!!! :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.