নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের পরবর্তী কর্মসূচীর ঘোষণা! এইবার অহিংস আন্দোলন পরিত্যাগ করার প্রত্যয়! !:#P !:#P !:#P

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২০

শাহবাগের পরবর্তী কর্মসূচী কি হতে পারে? গেস হোয়াট !!!!!



পারলেন না তো? পারবেন কি করে, আপনি কি আর "বলগার" দের মতো ক্রিয়েটিভ !?



এইবার ইমাইরালান সহ বাকি "বলগাররা" তাদের ক্রিয়েটিভিটির চূড়ান্ত প্রমান স্বরূপ দিয়েছেন মাটি খনন কর্মসূচী।



"যে যেখানে আছেন,

সারা বাংলা মাটি খুঁড়বেন!"




এই শ্লোগানকে সামনে রেখে কাল হচ্ছে মাটি খনন কর্মসূচী।



এই বিষয়ে বিশিষ্ট গানম্যান বিহীন বলগারদের জিজ্ঞাসা করা হইলে তাদের প্রতিনিধি "মিষ্টি শো" তে জানান, "ওয়াসা, ডেসা, ডেসকো, বাসকো এরা ঢাকা সহ এদের সহযোগীরা এই অভিনব আন্দোলন আবহমান বাংলায় ছড়িয়ে রেখেছেন।"



এই সময় ভাবুক ইমাইরালান বলেন(দার্শনিক ভাবস সহকারে),

"আমরা শহীদদের কাছে চিঠি উড়ায় দিছি, উত্তর পাইনি, হতাশ আছি। এখন রাজাকার দমনে আমরা নতুন বধ্যভুমি আবিষ্কার করে একটা প্রেরনা নিতে চাই। তাই এই খোঁড়াখুঁড়ি। আর ছোটবেলায় ইশপের গল্পে সেই কৃষকের ছেলেদের কাছে রেখে যাওয়া গুপ্তধনের জন্যে আঙ্গুর ক্ষেত খোঁড়াখুঁড়ি করার যে বিষয়টি জানা যায়, সেটিও আমাকে অনুপ্রানিত করেছে। দেশটা উরবর হলে ফসলও চাঙ্গা হবে, দুর্দান্ত আইডিয়া!!



জামায়াত নিষিদ্ধ না হলেও অহিংশ এই আন্দোলনকে কিছুটা সহিংশ করতে কাল বেলচা-কোদাল-করাত, যার যা আছে তাই নিয়ে মাটি খুঁড়তে লেগে যেতে হবে। আমাদের প্রতীকী সহিংসতা হবে মাটির সাথে! কারন এই মাটিতেই রাজাকার এখনও আছে!! সব দোষ এই ব্যাটা মাটির।"

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৫

পীরসাহেব বলেছেন: স্রেফ ৭২ ঘন্টা - হাসিনা, লাইনে আসো, খালেদা জামাত-শিবির পোষা ছাড়ো। আর না হইলে দুইজনেই দেশ ছাড়ো - ফকরু-মঈন মামুদের চাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হবেনা, শাহবাগ বেকার গেছে।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: সামু দেখি আমার শেষ পোস্টটা ড্রাফটে নিয়েছে !

জয় সামু !
জয় বেলুন !
জয় ব্লগিং !
যাই মুভি দেখি গিয়া !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মুভির নাম সহ দিতেন! আমিও দেখতাম!

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৪

মুনতাসীর রোমান বলেছেন: এখনও হতাশ হই নাই মহাসমাবেশের দিকে তাকিয়ে আছি ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সমাবেশে কাজের কথা হলে, কথা দিলাম, পোস্ট সরিয়ে নেব। এবং ক্ষমা চেয়ে পোস্টও দিব, কথা দিলাম।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এগুলো কি, ব্রো?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আন্দোলন এর নিরামিষতায় আমার প্রতিক্রিয়া। আশা করি আমি ভুল, আমি এখনও আশাবাদী, আজকেই শেষ অপেক্ষা বলতে পারেন। যদি পজেটিভ পদক্ষেপ না দেখি, আমি আশা ছাড়তে বাধ্য হব।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: একুশ আমার মায়ের মুখের
১ম শেখা অ,আ,ক,১,২ বুলি
শহীদ স্মৃতি স্মরণে
শ্রদ্ধাঞ্জলি / শহীদের রক্ত বৃথা যেতে দেবনা ।
রাখব এ সোনার বর্ণমালা হৃদয়ে জ্বালি ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একুশের শুভেচ্ছা।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮

মো কবির বলেছেন: এই লন আপনার প্রতিউত্তুর সবাইকে অবশ্যই পড়তে বলবেন,
শাহবাগ আন্দলনের শেষ >>

Click This Link

অথবা এখানে https://www.facebook.com/LikeRealPatriot


দেশ গড়ার প্রত্যয়ে আছি এখানে,ভাল লাগলে যোগ দিতে পারেন

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫

জানা বলেছেন:

অপূর্ন বলেছেন: সামু দেখি আমার শেষ পোস্টটা ড্রাফটে নিয়েছে !

জয় সামু !
জয় বেলুন !
জয় ব্লগিং !
যাই মুভি দেখি গিয়া !


না অপূর্ন। আমরা ঐ পোস্টটা ড্রাফটে নিইনি। একটা নির্দিস্ট সংখ্যক এ্যাবিউজ রিপোর্ট থাকায় পোস্টটা অটোমডারেটেড হয়েছে। এটাও আসলে খুব ইন্টারেস্টিং। কি রকম পোস্টে কোন কোন নাম/নিক থেকে কী কারণে রিপোর্ট করা হয়েছে তা আমরা জানতে পারছি। সেভাবে ব্যাবস্থা নেয়াও সম্ভব হচ্ছে :)। আবার একটা নির্দিষ্ট সময়ে রিপোর্টেড পোস্টগুলো আমরা রিভিউ করে ফ্রন্টপেজে পাঠিয়ে দিচ্ছি। সেই হিসেবে আপনার পোস্টটিও এখন ফ্রন্ট পেজে আছে। আমাদেরকে ভূল বোঝার কারণ নেই।

সাধ্যমত সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছি। তাই আপনাদের কাছে আরও খানিকটা সহনশীলতা আশা করি। ভাল থাকবেন।


২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রথমে শুনে বেশ হতাশ হয়েছিলাম, আপনার মন্তব্যে আশ্বস্ত হলাম, এবং একজন নতুন ব্লগার হিসেবে সম্ভাব্য পরিস্থিতি বিষয়ে অবগত হলাম।

আরও স্বচ্ছ ও প্রানবন্ত মডারেশন এর আবেদন করে যাই।


অনেক ধন্যবাদ, একুশের শুভেচ্ছা আপনাকে।

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

বি পজেটিভ বলেছেন: দিকভ্রান্ত*পথিক, পথ যে আপনি পাবেন সম্ভবনা কোথায়?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওই তো গ্লাসের অর্ধেকটা ভরা, অর্ধেকটা খালি। সম্ভাবনা এতেই লুকিয়ে।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

আরজু পনি বলেছেন:

:|

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার উপরে? শুধুই ব্যাঙ্গাত্নক বলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে এর মজার দিকটি দেখার অনুরোধ করছি আপু! :)

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১

দায়িত্ববান নাগরিক বলেছেন: জানা আপু @

আমি কিন্তু অপুর্নের পোষ্টে এক ছাগুর দুইটা কমেন্ট রিপোর্ট করেছি। জানিনা আমার রিপোর্ট পোষ্টের রিপোর্ট হয়ে গেছে কিনা!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: চলছে চলবে, গুড জব ভাই!!!

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

অথৈ সাগর বলেছেন:
আজ সম্ভবত ফাইনাল হবে । নিজ কানে শুনতে চাই । তাই আজও থাকব শাহবাগে । তবে আজকেই শেষ। এঁর পর বেলুন , মোমবাতি ঘরে বসেই পালন করব।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আজ আমি আশার আলো পেয়েছি।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

জানা বলেছেন:

খুব দরকারী কথাটি জেনে রাখুন:

পোস্ট রিপোর্ট করলে যেমন অন্য কোন সার্ভিসে কোনরকম প্রভাব পড়েনা তেমনি কমেন্ট রিপোর্ট করলেও পোস্ট ড্রাফট হয়ে যাবার কোন আশংকা কখনও ছিলনা এবং নেই।

নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও সচেতনতার সাথে পোস্ট এবং কমেন্ট রিপোর্ট করুন। আপনার পক্ষ থেকে এটি আমাদের জন্য একটি দারুণ সহযোগিতা। এর সুফল অনেক। নিরপেক্ষ, দায়িত্বশীল ও সঠিক রিপোর্ট করায় অসংখ্য ব্লগার ইতিমধ্যেই আমাদের কাছে বিশেষভাবে পরিচিত হয়ে উঠেছেন। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।

আবার একইভাবে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, আক্রমণ, বিদ্বেষের বশে দায়িত্বহীন রিপোর্টকারীদেরও আমরা চিনতে পারি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়ে থাকি।

আবারও বলি, উদ্দেশ্যমূলক রিপোর্টের ফলে রিপোর্টকারী ব্লগারও কিন্তু আমাদের কাছে পরিচিত হন ভিন্নভাবে।

ধন্যবাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জানা থাকল আপু, অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্যে।

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ফারজানা শিরিন বলেছেন: :(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেখা যাক না কি হয়, আমি ভুল প্রমানিত হতেই পোস্ট করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.