![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুক এ নাস্তিকদের অবাধ বিচরন, দেশি বা বিদেশি তর্কে নাই বা গেলাম। থাবা বাবার ফেসবুক একাউন্ট ছিল, ওখানেও সেম কট্টর নাস্তিকের ভুমিকায় ছিলেন উনি। আসিফ মহিউদ্দীন নাস্তিক, আরও অনেক অনেক অনেক নাস্তিক। মানে নাস্তিক আর ভিন্ন ধর্ম মতাবলম্বী ফেসবুকে ছড়িয়েই আছে।
তা বাবা এই ফেসবুককে কেন নাস্তিক বলা হবেনা আমি জানতে চাইতেছিলাম, ছোট জ্ঞানে ধরেনা। কেউ কেন জানি বলে না নাস্তিক ফেসবুকারদের ফাঁশি চাই!? জুকার কাকুকে মারতে চাস না কেন রে ভাই!? বুশ এর কেউ ইয়েটাও তো ছিঁড়তে গেলিনা, ও তো ইসলাম এর প্রকাশ্য শত্রু!! ভয় পাইছিশ?
ব্লগ নাস্তিক, ব্লগার নাস্তিক। ব্লগ শত্রু, ব্লগার শত্রু, নাস্তিক ব্লগার শত্রু, কাদের!?
বিশেষ মহলের চক্ষুশূল ব্লগই কেন? স্বার্থে টানটা কি ইসলাম? না কি মোল্লাগিরি কমে যাবার ভয়? ক্ষমতা হারানোর ভয়?
যারা দাবি করে, এই দেশে ৯০ শতাংশ মুসলিম, তাদের এতো ভীত কেন দেখা যায়? এই দেশে ইসলাম প্রতিষ্ঠায় যখন দরকার তার সুস্থ চর্চা, সেখানে "অরাজকতা" সৃষ্টি করে কোন মোক্ষ হাসিলের এই মহাচেষ্টা আমি তো বুঝে উঠতে পারিনা বড়।
উহারা অমি রহমান পিয়াল(যাকে আস্তিক হিসেবেই জানে মানুষ) সহ সব ব্লগারকে নাস্তিক(!) সাব্যস্ত করে ফাঁশি চাইছে। আরিফ জেবাতিক, যে কিনা আন্দোলনে মূল ভুমিকা পালনকারীদের একজন, সে নিজেই আজ নিজেকে লাইভ টিভিতে আস্তিক ক্লেইম করেছে!!! হায় সেলুকাস, তাহলে আমিও নাস্তিক? ব্লগ লিখলে নাস্তিক হয়ে যায়? নাকি থাবা বাবার জন্যে মেকওভার সেই ব্লগটিই ব্লগের চূড়ান্ত ও একমাত্র সংজ্ঞা? কোন মাদ্রাসা থেকে বের হল এমন মহান চিন্তাধারা?
যেখানে আমি নাস্তিক কিনা আস্তিক, তার থেকে বড় আমি ব্লগার কিনা, অথবা আরও পরিষ্কার করে বললে আমি রাজাকার এর ফাঁশি চাওয়া আন্দোলনকারী কিনা, সেখানে কেন তোরা ধর্মের নাম টেনে ফাঁশি চাচ্ছিস রে গাধার ছানাপোনা?
ধর্ম কি কারো বাপের সম্পত্তি হয়ে গেছে, ব্যাখ্যা ইচ্ছামত, রায় ইচ্ছামত? হয়ে থাকবে হয়ত, আব্বায় মুসলমান তাই নাকি পুলায় মুসলমান হইছে। বাপের সম্পত্তিই তো!! করেন, যা ইচ্ছা করেন।
সাম্প্রদায়িকতার বিষ নিঃশ্বাস ৪৭ এর আগে থেকে যে এখনও এই ভূখণ্ডকে তাড়া করে ফিরেছে সেই বিষবৃক্ষ উপড়ে ফেলতে যত ঝঞ্ঝাই আসুক করতে হবে, কারন এটাই শেষ সুযোগ।
আপনারা মানে নেতারা হয়ত গানম্যান পেলেও পেয়ে যেতে পারেন, কিন্তু ব্যর্থ হলে সকল ব্লগারদের জীবনকে হুমকির মুখে রেখে যাবেন! তাই বলি ভাই, ব্যর্থ হওয়া চলবেনা!
ব্যর্থ হলে আরও একশত বছর পিছিয়ে পড়বে বাংলাদেশ।
ব্যর্থ হলে......................................
দিন হয়ত এমনই চলে আসবে, প্রশ্ন হবে,
"তুমি ব্লগার?"
" হ্যাঁ।"
"জবাই কর!!!!"
"কিন্তু আমিতো আস্তিক!"
"তুই ব্লগার, জবাই কর।"
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আশা করি সে দিন দেখতে না হয়, বাক স্বাধীনতার অস্ত্র ব্লগকে অকেজো করে ফেলার দিন যেন দেখতে না হয়।
ব্লগ মানেই নাকি নাস্তিক, এ নিয়ে আবার তর্ক ও করে, শুনে হাসি না কাঁদি বুঝে পাইনা।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯
জ্যাক রুশো বলেছেন: আসে পাশে কি মডু নাই? না গুমাইচে?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সত্যি বুঝলাম না, এইখানে খারাপ লাগার কি আছে? দুঃখিত, আপনার অনুভুতিতে আঘাত দিলে, তবে মডু ডাকা লাগত না, কোন অংশ আপত্তিকর বললে নিজেই বদলে দিতাম বা পোস্ট সরিয়ে নিতাম।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমাকেও কি...........?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনিও তো ব্লগার!
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৭
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: @জ্যাক রুশো, ঠিক বুঝলাম না, পোস্ট আপত্তিকর মনে হল কেন!?
ভালই লিখেছেন, আমাদের জিততেই হবে। আশায় আছি, তবে শঙ্কা কাটেনি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: একটু ভুল বোঝা বুঝি হয়েছিল মনে হয়, ধন্যবাদ আপনাকে।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: যা শুরু করছে! দেখি ক্যামনে এরা পার পেয়ে যায়!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেখা যাক।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৯
যোগী বলেছেন: খুব ভালো লিখেছেন।
এই রকম বাংলাভাই স্টাইলের অনেক হুজুরই জবাই করার নির্দেশ দিছে বা করেছে। আপছোস তারা এখন জাহান্নামে বসবাস করছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মৌলবাদ নিপাত যাক!
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১২
বাংলাদেশী দালাল বলেছেন: ব্লগার দের নিআ এই সমালচনাই ব্লগার রেনেসা ঘটাবে।
ব্লগ সাইট print media তেও চোলে আসতে পাড়ে| দৈনিক সামু টাইপ
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: খাইছে আমারে।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৭
নরাধম বলেছেন:
প্রথমেই বলা দরকার থাবাবাবার হত্যাকান্ডের বিচার হওয়া জরুরী, অন্যসব হত্যাকান্ডের মতই। কারো মতামতের জন্য, তা সে মতামত যতই ঘৃণা ছড়াক বা উগ্রবাদি হোক, মতামতের জন্য কোনভাবেই মেরে ফেলা মেনে নেয়া যায়না।
কিন্তু থাবা বাবার পেইজটা বানানো না, সে এসব লিখেছে সেটা ১০০% সত্যি, আমারব্লগেই সে এসব লিখত, ফেইসবুকে নিজের পেজ ছিল সেখানেও লিখত। থাবাবাবা বা এরকম যারা চরম ঘৃণাবাদি লেখা লিখে তাদের আসল পরাজয় এখানেই যে তাদের মা-বাবাও স্বীকার করতে চায়না এসব তাদের সন্তানেরা লিখতে পারে বা তাদের সমগোত্রীয়রাও তাদের চেহারা জনসমক্ষে প্রকাশ হয়ে যাক সেটা চায়না।
Click This Link
এরকম বৃহত্তর স্বার্থের আন্দোলন, যেমন শাহবাগ আন্দোলন, যেখানে সবমতের লোকজনের একাত্বতার দরকার আছে, সেখানে এরকম ঘৃণাবাদী লোকেদের অংশগ্রহনও সাধারণ মানুষের মনে নানাপ্রশ্নের সৃষ্টি করে এবং জামাতিরা সেই সুযোগটাই গ্রহণ করবে, উল্লেখ্য সেই সুযোগটা দেওয়ার জন্য থাবাবাবা বা তাদের মত উগ্র ঘৃণাবাদী ব্লগাররাই দায়ী, জামাত যে কোন কিছুই তাদের সুবিধার জন্য ব্যবহার করবেই, এখানে তাদের এসব কর্মকান্ডের জন্য কান্নাকাটি করে লাভ নেই। থাবাবাবারা এসব লেখা লিখে কার কি লাভ করেছে সেটা বুঝতে পারিনা, নিজের মা-বাবাই যখন সন্তানের এসব পরিচয় প্রকাশে লজ্জিত হোন, সেখানে এসব লিখে লাভ কি? নিজের মা-বাবার কাছেই যদি নিজের লেখা দেখাতে না পারি, নিজের ব্লগার পরিচয় গোপন রাখতে হয় এবং প্রকাশ পেলে মা-বাবা বিশ্বাসই করতে পারেনা যে এসব তাদের সন্তানের লেখা, সেখানে নিজের মানসিক পরাজয় জেনেও এসব লেখা সাইকপ্যাথিক ছাড়া কিছুই নয়। কারো ইসলাম নিয়ে যদি অসন্তুষ্টি থাকে, সে অসন্তুষ্টি জানান দেয়ার অনেক উপায় আছে, সমাজ থেকে ধর্মের অপব্যখ্যার খারাপ প্রভাব দূর করার উপায় নিশ্চয়ই ঘৃণাবাদি লেখা নয়। জামাল ভাস্করও নাস্তিক কিন্তু তাঁকে বেশিরভাগ আস্তিকই (উগ্রবাদিরা বাদে) সম্মান করেন। বিপরীতে চোর আসিফ মহিউদ্দিন বা থাবাবাবা, এদেরকে আস্তিকরা তো বটেই, নাস্তিকডেরও একটা বিরাট অংশ ঘৃনা করেন এবং তাদের মা-বাবাও তাদের সন্তানের পরিচয় জানলে সেটা স্বীকার করতে লজ্জা পান। আমার এরকম ঘৃণাবাদীদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে, এত এত ঘৃণা বুকের মধ্যে নিয়ে কিভাবে তারা বেচে থাকে, কিভাবে শিশুর সৌন্দর্স্য, ফুলের ঘ্রান বা বৃষ্টির গন্ধ নেয় এরা।
এরকম ঘৃণাবাদি লেখা শেষপর্যন্ত সবারই সমস্যা বাড়ায়, এজন্য এখন হয়ত সবাইকেই তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, এটাই সাধারণত হয়। ভালমানুষরা কোন কিছুতে না থাকলে মুষ্টিমেয় খারাপ মানুষেদের খারাপ আচরনের প্রতিবাদ না করলে তাদেরকে তার পরিণাম ভোগ করতে হয়, এটাই জগতের নিয়ম। সমাজের এক্সট্রিম এলিমেন্টকে মূলোতপাটনে সাধারণ মানুষদের এগিয়ে আসতে হয়, নাহয় সাধারন মানুষদেরই জীবন অস্থিতিশীল হয়ে যায়।
জামাত যদি সত্যিই থাবাবাবাকে মেরে থাকে, তবে সেটা তদের রাজনীতির গভীর চালাকির পরিচয়। তারা জানে যে থাবাবাবার মত ঘৃণাবাদী লোক যদি শাহবাগের আন্দোলনের সাথে জড়িত সেটা প্রমাণ করা যায়, তাহলে আন্দোলনের অনেক ক্ষতি করা যাবে, এবং সেটাই হয়ত তারা করেছে। থাবাবাবার মত লোক ক্রিকেটে দূর্বল ফিল্ডারের মত, তাকে লুকানোর জন্য অধিনায়কের প্রচুর কসরত করতে হয়, অথচ বিপক্ষ দল তাকে খোঁজেই বের করবে, তার দিকেই রান করতে চেষ্টা করবে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিন্তু আমি থাবার আস্তিক হওয়া বা নাস্তিক হওয়াটা নিয়ে মাথা কেন ঘামাবো? যখন কথিত মুসলমানেরাই তাকে নৃশংস ভাবে হত্যা করে ইসলাম এর ক্ষতি কিনা বেশী পরিমানেই করেছে!
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩০
মাসরুর প্রধান বলেছেন: আমি কিন্তু বলগাই না শুধু কমেন্ট করি। আমারে ধরব না। তবে সমস্যা হইতেছে ধর্মের পক্ষে কিছু কইলে হই ছাগু আর ধর্মৗয় উগ্রপন্থৗদের কিছু বললে নাস্তিক।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তয় সবাই কইলাম নাস্তিক, সব নাস্তিক, দুগগা দুগগা!
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬
কলাবাগান১ বলেছেন: কোন মাদ্রাসা থেকে বের হল এমন মহান চিন্তাধারা?
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩১
রাফা বলেছেন: বিতর্কিত বিষয় আন্দোলন থেকে দুরে রাখতে পারলেই ভালো।জমাত/শিবির মরণ কামড় দেবে এটাই স্বাভাবিক।ওদের অস্তিত্য আজ বিপন্ন, ওদের জন্ম পরিচয় নিয়ে টান দেওয়া হোয়ছে।যুদ্ধাপরাধের বিচারের প্রশ্ন আসলে জামাত উন্মাদের আচরন করে এটাই দেখে আসছি।
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৪
আবু তাশফীন বলেছেন: সকল ব্লগারের বিরুদ্ধে এই হুমকি সঠিক নয়।
শাহবাগের নাস্তিক ব্লগারদের নাম গুলো (দেখুন: Click This Link এবং Click This Link) আমাদের সুপরিচিত। এরা কে কতটা আস্তিক তা আমাদের জানা আছে।
সকল ব্লগারদের বিরুদ্ধে হুমকি এসব কতিপয় ব্লগারের জন্যই। এসব নাস্তিকদের ব্যাপারে সকলকে সাবধান হওয়ার আহ্বান জানাই। ব্লগার হিসেবে নয়, নাস্তিক হিসেবে তাদের এড়িয়ে চলুন। ধন্যবাদ।
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬
রিমন রনবীর বলেছেন: স্লোগান দিতাছে "ব্লগার ধর,জবাই কর"
আল ফাত্তা,ফারাবী এরাও তো ব্লগার। আগে এইগুলারে জবাই করুক
ব্লগার মানেই যদি নাস্তিক হয় তাইলে এরাও নাস্তিক
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
জ্যাক রুশো বলেছেন: না বুজে কমেন্ট করেছি।
ঘুম ঘুম চোখে কি দেখতে কি দেখে ফেলছি
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
লিঙ্কনহুসাইন বলেছেন: ধর্ম নিয়ে কুটউক্তি করলে অবশ্যই নাস্তিকদের শাস্তি হওয়া উচিৎ । তবে আমার মনে হয় নাস্তিকদের শাস্তি আইনের মাধ্যমে দেওয়া যেতে পারে এবং এই জন্য সরকারের প্রতি চাপ প্রয়োগ করা যেতে পারে , প্রয়োজন হলে ১০ জন মাওলানা গিয়ে প্রধানমন্ত্রীর কাছে এই দাবী করতে পারতো । কিন্তু মাওলানারা যেই ভাবে জবাই করার ঘোষণা দিলেন , এতে করে দেশে অশান্তি সৃষ্টি হবে , পাকিস্তানের রূপ নিবে । গতকালের মাওয়ানাদের ভিডিওটা দেখে আমার কাছে মনে হয়েছে আজরাইল আমার সামনে দাড়াইয়া রইছে , তাই দাঙ্গা হাঙ্গামা না করলে সরকারকে চাপ দিয়ে নাস্তিকদের বিচার করা হোক ।
এইভাবে হুমকি , আমি অবাক হইছি , যেই আলেমদের মুখের কোরআন তেলোয়াত শুনি তাদের মুখে এমন কথা বড়ই বেমানান ।
আমার লেখাটা পড়ার আহ্বান জানাইলাম সবাইকে
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
রুদ্র মানব বলেছেন: পরিস্থিতি ঘোলাটে করে তুলতেছে , ছাগুরা
১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৫
অপূর্ণ রায়হান বলেছেন: হে বাংলার ধর্মপ্রাণ মানুষ ,
ব্লগ মানেই নাস্তিকতা নয় , ব্লগার মানেই নাস্তিক নয় । জামাত শিবির এই বিষয়ে তোমাদের কাছে অপপ্রচার চালাচ্ছে , তোমাদেরকে ভ্রান্ত ধারনা দিয়ে ব্লগারদের বিরুদ্ধে জনমনে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে । তোমারা ব্লগে আসো , নিজে দেখো , জানো ও বুঝার চেষ্টা করো । আমাদের সবার ছাপার বই বের করার সামর্থ্য থাকে না , জাতীয় দৈনিকে আমাদের লেখা নেয় না । ব্লগ আমাদের সেই লেখার মাধ্যম । আমরা ব্লগে কবিতা লেখি , গল্প লেখি , মুক্তিযুদ্ধের কথা লেখি , রাজাকারের ফাঁসী চাই । আমরা মুমূর্ষু মানুষের জন্য রক্ত চেয়ে পোস্ট দেই , অসুস্থ মানুষের জন্য তহাবিল জোগাড় করি , শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্রের জোগাড় করি ব্লগের মাধ্যমে মানুষকে আহ্বান জানিয়ে । আমরা ধর্ষক স্কুল শিক্ষককে নিয়ে যেমন লিখি , তেমনি হলমার্ক কেলেঙ্কারি নিয়ে লিখি । আমরা কুরআনের সুরার অর্থ ব্লগে লেখি , হাদিস লেখি , ধর্মের সত্য সুন্দর ও শান্তির বানী লিখি । সোজা কথায় গনমনে সচেতনতা সৃষ্টি করি ।
তবে হ্যাঁ , এর মাঝে যে অনাকাঙ্ক্ষিত কিছু একদমই যে হয় না , তা নয় । কিছু কিছু মানুষ ইসলাম বিদ্বেষী , ধর্ম বিদ্বেষী , মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে তারা আমাদের ইসলামকে অবমাননা করে ও মহানবী ( সঃ ) কে অবমাননা করে মাঝে মাঝে । আমরা তাদের প্রতিবাদ করি,তাদের সেই পোস্ট/মন্তব্য মুছে দেওয়া হয় । ব্লগ একটি পোস্ট মডারেটেড প্রচার মাধ্যম , প্রি-মডারেটেড নয় । মানুষ এখানে লেখার পরে তা যাচাই বাছাই করা হয় ।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০
গল্পসল্প বলেছেন: দিন হয়ত এমনই চলে আসবে, প্রশ্ন হবে,
"তুমি ব্লগার?"
" হ্যাঁ।"
"জবাই কর!!!!"
"কিন্তু আমিতো আস্তিক!"
"তুই ব্লগার, জবাই কর।"