নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

ইহাকে ইসলাম বলে? চলছে ইসলাম রক্ষার(!) আন্দোলন !!! X(X(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

সরকারকে আক্রমন কর, জনতাকে আক্রমন কর, মানুষ মেরে ফেল, বোমা মারো, মসজিদে আগুন লাগাও, জনতার আবেগ এর পতাকা ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল এদের হৃদয়, ইসলাম এর প্রতি ঘৃণা সৃষ্টি কর।



সরকার হয়ে পড়বে ইসলাম বিরোধী, জনতার বড় অংশ হয়ে পড়বে দাড়ি-টুপি বিরোধী এবং জঙ্গি রাষ্ট্রে পরিনত হবে বাংলাদেশ। এটাই মোটো?



আমরা হবো তালেবার, বাংলা হবে আফগান--শ্লোগানের বিশেষত্ব ধরতে পারা যায়।



সাধারণ মুসলিম কি সুন্দর ফাঁদে পা দিল। মাস্টার প্ল্যানার জামায়াত, পা দিবেই না বা কেন? এতদিন পর্যন্ত বেঁচে আছে তো ওই সাধারণের ইমোশনের সাথে দারুন রোলপ্লে করেই! জামায়াত শব্দের অর্থ নাকি ইসলাম, আর ব্লগার শব্দের অর্থ নাকি নাস্তিক! জাস্ট পাবনা যাইতে ইচ্ছা করছে, কিন্তু আপাতত প্রতিরোধ গড়তে যে যেখানে পারেন, যেভাবে, ওদেরকে হটিয়ে দিন।



আর শুধু একটাই কথা, একাত্তুর ভুলিস না তোরা, একাত্তুর ভুলিস না। ধর্ম পৈত্রিক পাওয়া সম্পদ বানিয়ে ব্য্যাবহার করছিস কর, বাংলা কিন্তু স্বপ্নে পাওয়া না, কেউ দান ও করেনি। বাংলা এক অর্জনের নাম।



জ............য় বাংলা!!!!!!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

পুংটা বলেছেন: জামাত-শিবিরের সাথে আজ যারা মসজিদ থেকে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে ধর্মের নামে অরাজকতা সৃষ্টি করছে, ব্লগারদের বিপক্ষে হাতিয়ার তুলে নিয়েছে, তাদের অনেকেই “ব্লগার” কি তা জানে না। B-)

অনেকে জানে ব্লগাররা রাস্তা ব্লক করে... হা হা প গে =p~

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বেশ রেগে আছি, মনও খারাপ, তাই ভাল একটা কৌতুকে হাঁসতে পারলাম না! :(

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

প্রগতিশীল ইকবাল বলেছেন: Nastik der din mone hoi ses hoe jasse...............

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই ব্লগটি(IqbalMahmud24 ) স্থগিত অথবা বাতিল করা হয়েছে,
ব্লগ ব্যবহারের শর্তাবলী লংঘন করার কারণে ।



পাগল ছাগল আর মরা মানুষের কথায় কিছু ফিল করিনা।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

টুটুল২০০৮ বলেছেন: আওয়ামী লীগের মতো মাষ্টার মাইন্ড এখনও এদেশে জন্মায় নি।
আপনার মতের জন্য ধন্যবাদ ।
দুই দল দুইটি বিষয় নিয়ে রাজনীতি করছে একজন স্বাধীনতা যুদ্ধ আর এক দল ইসলাম । দুটোই দেশকে কোথায় যে নিয়ে যাচ্ছে।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ক্রিস্টিয়াল হার্ট বলেছেন: ঠিক বলছেন ভাই টুটুল২০০৮ , আপনার সাথে সহমত

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০২

অপূর্ণ রায়হান বলেছেন: একাত্তুর ভুলিস না তোরা, একাত্তুর ভুলিস না। ধর্ম পৈত্রিক পাওয়া সম্পদ বানিয়ে ব্য্যাবহার করছিস কর, বাংলা কিন্তু স্বপ্নে পাওয়া না, কেউ দান ও করেনি। বাংলা এক অর্জনের নাম।
+++++++++++++++

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

জাওয়াদ তাহমিদ বলেছেন: পুংটার কথা গুলা হাস্যকর হলেও বাস্তব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.