নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

পতাকা-বর্ণমালা-শহীদ মিনার-বই-ধর্ম-অধর্ম। বাঙালি, আর কতবার ধর্ষিত হলে বোধ জাগবে তোমার? X(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১২



একুশে ফেব্রুয়ারি চলে গেছে। চারদিন পুরো হতে পারেনি। আজ আবার ওরা হামলা চালালো। আমাদের সার্বভৌমত্বের উপরে ওদের হিংস্র থাবা আবারও আঘাত হানল। পুড়িয়ে দেওয়া হল আমাদের জ্ঞানের আঁধার, প্রানের বই মেলা। দগ্ধ করা হল শত সৃষ্টি, কতো লেখকের দিনরাত এক করে লেখা অক্ষরগুলো। বুদ্ধিজিবিদের হত্যা করার জাত আজ বুদ্ধিজীবীদের সৃষ্টিতে তাদের ধারালো নখ চালিয়ে ফালাফালা করে দিয়েছে। না, অনেকের বক্তব্য মেনে নেওয়া সম্ভব হচ্ছেনা। এটি যত দোষ নন্দ ঘোষ নয়। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন ৮/১০ টি ককটেল ফোটার শব্দ তারা পেয়েছে, আগুন ধরতে দেখেছে সে থেকেই। এই কাজ আর কার? কে চায় এই জাতির এতবড় অমঙ্গল? উত্তর হিসেবে জামায়াত শিবির এর বিকল্প কোন নাম তো আমার মনে পড়ছেনা এখন! বৈদ্যুতিক শর্ট সার্কিট নয় এটি, কারন বিদ্যুৎ ন’টার পরে থেকেই বিচ্ছিন্ন করা থাকে।



একুশে ফেব্রুয়ারিতে বাঙালি তার শ্রদ্ধাঞ্জলি রেখে আসে শহীদদের স্মরণে, ওরা সেখানে থাবা চালাল। ওরা ছিঁড়ে ফালাফালা করে দিয়েছে শহীদের বুক। ওই মৃত আত্মাগুলো একুশে ফেব্রুয়ারির ঠিক একদিন পরে কি ভয়াবহ বীভৎসতা দেখল, শিউরে উঠেছিল রফিক জব্বার সালাম! এই জাতির জন্যেই কি জীবন দিয়ে গেছে ওরা? ওরা শহীদদের জন্যে রাখা পুষ্পের উপরে হামলে পড়ল। এমন উন্মত্ত ছুড়তে থাকল ওগুলো, যে কোন বাঙ্গালীর চোখে পানি নিয়ে আসতে তাই যথেষ্ট ছিল। ওরা পুড়িয়ে দিল বর্ণমালা, পুড়িয়ে দিল ফুলগুলো। ওরা হিংস্র হায়েনার দল।



আমার প্রানের পতাকাটি ছিঁড়ে ফালাফালা করতে ওদের বাঁধেনি। বরং ওরা পাকিস্তান এর পতাকা নিয়ে মিছিল করেছে। ওরা দিয়েছে পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান! আমি অবাক তাকিয়ে রই, এই দেশ আদৌ কি স্বাধীন হয়েছে? আমরা কি কাশ্মীর এর মতো হয়ে যাবো? না পাকিস্তানের, না ভারতের, না নিজেদের!? আমাদের জাতিয়তাবোধ কোথায়? কোথায় নিজস্বতা? স্বাধীনতার মুল্য কি আমরা কোনোদিন অনুধাবন করতে পারবোনা? এই প্রজন্ম পারেনি সত্যিই। তাহলে এই দেশে জামায়াত শিবির থাকতে পারতো না। পারতো না বিএনপি আজ জামায়াতকে বুকে ধরে দেশের বিরুদ্ধে লেলিয়ে দিতে।



সেই ব্রিটিশ শাসন আমল থেকেই নব নব পন্থায় আমাদের মাঝে ছড়ানো হয়েছে ধর্মবিদ্বেষ। কোনদিন এক হতে দেওয়া হয়নি হিন্দু-মুসলিম। ক্ষমতালোভীরা জানেই, জাতি এক মানেই ওদের দিন শেষ। ভারত হবার পরে হিন্দু মুসলিম দাঙ্গা চালু রেখেছে সেই গোষ্ঠী। যে দেশে দুই ধর্মে লাগানো যায়নি, লাগানো হয়েছে শিয়া-সুন্নিতে (পাকিস্তান)।

আর সেটাও যে সোনার দেশে লাগাতে পারা সম্ভব হলনা, সেই দেশকে ফেলা হয়েছে আস্তিক-নাস্তিক নামক পাঁকে! কিন্তু ওরা কি জানে না? পোড় খাওয়া এই সমাজ এখন কতটা জানে? কতটা বুঝে ওদের চক্রান্ত? কোনভাবেই আর ওরা সফল হতে পারবেনা।



সাধারণ মানুষকে বুঝতে হবে। বুঝাতে হবে। শাহবাগের সাথে ধর্মের কোনরূপ বিরোধ নেই, সবাইকে জানাতে হবে। আপনি ব্লগার, আপনি ফেসবুক ইউজার, আপনি সব জানেন, অনেক বুঝেন। কিন্তু সাধারণ একজন মাদ্রাসার ছাত্র, সে অনেক কিছুই জানেনা, অনেক কিছু থেকে সে বঞ্ছিত। আমি খুব ভাল করেই জানি বিষয়টি। মাদ্রাসার ছেলেদের সে কওমি বা হাফেজিয়া, যদি ধর্ম ইস্যুতে উসকে দেওয়া হয়, ওরা কোন কিছুরই পরোয়া করেনা। আজকে খবরে দেখলাম, যে এক মাদ্রাসা ভর্তি শিক্ষার্থী বের হতে চাইছে, মিছিল করবে। ওদের হুজুর বলেছে আল্লাহ রসূলকে অপমান করা হয়েছে, তার প্রতিবাদ করতেই হবে! কিন্তু বাস্তবতা?



বাস্তবতা হচ্ছে থাবা বাবা বা রাজীব একজন ব্লগার ছিলেন, আজ সে মৃত! কেন টেনে আনা বারবার? স্বার্থে! যিনি মুলত কট্টর নাস্তিক ছিলেন। এবং সত্য, সে ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে লেখালেখি করতেন। তার ব্লগ ও ফেসবুক একাউন্ট এসবের সাক্ষ্য দেয়। কিন্তু নূরানি চাপা সমগ্র তার লেখা নয়। এটি মেকওভার। সে একজন কট্টর নাস্তিক ছিল। কিন্তু তাকে সবার সামনে “জঘন্যতম নাস্তিক” বানানোর ষড়যন্ত্রেই ওই ব্লগের জন্ম। ওয়েব হোস্টিং সমস্ত প্রামান্য দলিল তাই বলছে। এবং প্ল্যানড এই বিষয়টির আরও একটি প্রমান হচ্ছে তাকে টার্গেট করা সোনা ব্লগের পোস্ট। যে ব্লগটি কেউ আগে কোনদিন দেখেনি, হঠাত করেই তার লিঙ্ক মাঠে ঘাটে মৃত্যুর রাতেই কি করে ছড়ায়? সুস্পষ্ট প্ল্যানিংটা কি ধরতে পারা যায়না? সে এমনকি মৃত্যুবরন করেছে, তারপরও কিছু ব্যাক্তির আরও আগ্রহ কেন সে নাস্তিক যে তা প্রমানে? প্রোপাগান্ডা সবাইকে নাস্তিক প্রমান করা, অনেকটা সফলও হয়েছে তারা। লিড দিয়েছে আমার দেশ পত্রিকা। প্রকাশনার কোন এথিকস এর ভেতরে পড়েনা এমন নোংরা ভাষায় মানুষের অনুভিতির তোয়াক্কা না করে(পড়ুন সচেতনভাবে কিছু প্ল্যান করে) ছেপে দেওয়া। এটি জারনালিজম এর নীতিবিরুদ্ধ।



কিন্তু বস, আমরা এই প্রজন্ম, এতো টাইম নাই। ধানাই পানাই শুনবোনা। আমাদের দাবি যা ছিল তাই আছে, তাই থাকবে।



“যুদ্ধপরাধিদের ফাঁশি চাই,

জামায়াত শিবির নিষিদ্ধ চাই।”




উপরের লাইনে কোথায় ইসলাম? কোথায় নবী (সঃ ) কে অপমান? আল্লাহ রাব্বুল আলামিন কে অসম্মান? আমাকে বুঝাও?



তোমরা বায়ান্নতে ভাইদের মেরেছ, একাত্তুরে সন্তানকে করেছ বাবা-মা-বোন হারা, কতো মায়ের বুক তোমরা খালি করেছ। কতবার! আজকে প্রতিটি ধ্বংসের দায় তোমাদের। তোমাদের বাঁচবার লড়াইয়ের অপতৎপরতায় যে ভাইটিকে ধর্মের নামে উসকে দিয়েছ, সেই প্রতিটি প্রানের দায় তোমাদেরই। এই জাতি তোমাদের কোনোদিন ক্ষমা করবেনা। তোমাদের বিচার এই বাংলার দামাল ছেলেরা করবেই করবে।



আজ তোমরা আমার বইগুলো পুড়িয়ে দিয়েছ... আমি কেঁদেছি, দেখে আপ্লুত হয়েছ। কিন্তু এও জেনে নাও, কাল এই অক্ষরের ক্ষোভ, শহীদ মিনারের শক্তি তোমাকে ধ্বংস করে দেবে। তুমি জানোও না, এই পতাকার লাল সূর্যের প্রতাপ। ভস্ম হবার জন্যে প্রস্তুত হতে হবে তোমাদের।



জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা!



বাংলা ভোলে না, বাংলা ভুলবেনা। X(



মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২১

টয় বয় বলেছেন:

-

জামাত-শিবির বই মেলা পুড়াইয়া দিল?? !! তো আম্লীগ সরকার কি বাল ফালায়?? নিরাপত্তা রক্ষার দায়িত্ব কার?? হাসিনা সরকারের, তা-ই না??

এইটা একটা হাম্বা দলীয় বাল্পুষ্ট!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইউজুয়ালি বিনুদিত হই, মনটা খারাপ না থাকলে আজকেও হইতাম। কিন্তু নিজেরে বিম্পির লোক দাবি করা একজন সবসময় জামায়াতরে ডিফেন্ড করতে জান পরান দিয়া দেয় কেন এইটা আমি ঠিক ভাইবা পাইনা!!!

তাইলে কি উপ্রে ফিটফাট,
ভিত্রে সদর কা ঘাট? জয় ফাকিস্তান???

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩২

আমিই মিসিরআলি বলেছেন:
যুদ্ধ অপরাধীদের ফাঁশি চাই,
জামায়াত শিবির নিষিদ্ধ চাই। X( X( X( X( X(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!!

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৬

স্বপনবাজ বলেছেন: X(( X(( X(( X(( X(( X( X( X( X( X(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!!

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০০

চেয়ারম্যান০০৭ বলেছেন: যে কোন মূল্যে রাজাকারদের ফাঁসি চাই
জামাত শিবিরের নিবন্ধন বাতিল চাই
সকল অন্যায়ের প্রতিকার চাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: টাইম ইজ রানিং আউট।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: দেশের পতাকা ছেড়ার প্রতিশোধ চাই। শহীদ মিনার ভেংগে ফেলার প্রতিশোধ চাই। প্রতিশোধ নেবই নেব!

জয় বাংলা !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাংলা ভোলে না, বাংলা ভুলবেনা।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৩

তুহিন সরকার বলেছেন: আসুন সম্মিলিত ভাবে এদের প্রতিরোধ করি।
একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
একটাই দাবি কসাই কাদের সহ সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। রাজাকারদের বাংলার মাটিতে ঠাই নাই।
জয়বাংলা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪

এম হুসাইন বলেছেন: পতাকা-বর্ণমালা-শহীদ মিনার-বই-ধর্ম-অধর্ম। বাঙালি, আর কতবার ধর্ষিত হলে বোধ জাগবে তোমার?



এ লজ্জা কোথায় রাখি!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওদেরকে দেখে নিতে হবে।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫

চলতি নিয়ম বলেছেন: জামাতের জারজ পুত্রটাকে লাত্থি মারেন না হয় আমারে মারেন। X( X(

বরাহ শাবক গুলাকে আর দেখতে চাই না। মসজিদে আগুন জ্বালিয়ে বলে, আম্লিগের দোষ, পতাকা ছিড়ে বলে আম্লিগের দোষ, শহীদ মিনার ভেঙ্গে বলে আম্লিগের দোষ, ফাকিস্থান জিন্দাবাদ বলে মিছিল করে বলে আম্লিগের দোষ। এরা নাকি আবার ব্লগের রেজিস্টার্ড জাতীয়তাবাদী?? X( X(

পথিক ভাই, আমারে ব্লক মারেন। যাতে আপনার পোস্টে কমেন্ট কর্তে না পারি। জারজ গুলাকে দেখলে মাথা ঠিক রাখতে পারি না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই, কিছু বলার নাই। সব শিবির করবে, কইলে কব যত দোষ নন্দ.....................

রাগ কৈরেন না, পাইলে তো বাঁশ হবেই।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

নিয়েল ( হিমু ) বলেছেন: ওদের ধংসের সময় এসেছে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা!!

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

আমিনুর রহমান বলেছেন: আমরা গান্ধীজী হয়ে বসে ছিলাম আর ওরা আমাগো কাপড় খুলে নিয়ে গেলো।
আবারো নিবে যদি আবারো আমরা গান্ধীজী হতে চাই।





জয় বাংলা !
জয় প্রজন্ম'১৩ !

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত ভাইয়া!!!


জয় বাংলা!!

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮

তাসজিদ বলেছেন: আমাদের বোধ শক্তি মরে গেছে। তাই ত শুঁকুনেরা বার বার কামড় দেবার সাহস পায়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অস্তিত্বের প্রয়োজনেই জেগে ওঠার গুরুত্ব আজ আর একপাশে রেখে দেওয়া সম্ভব নয়।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩২

ইখতামিন বলেছেন: ++++++++++
জয় বাংলা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা ইখতামিন ভাই।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৮

টয় বয় বলেছেন:

আমি জামাতের সাপোর্ট কোন করি নাই| বালের মিছা কথা প্রচারের দরকার কী?? এই সব কইরাই তোমরা ৩ % ভোটের জামাতরে হিরো বানাইতাছো|


ঢাকার কেন্দ্রস্হল বই মেলায় যদি জামাত আগুন লাগায়, তাইলে আম্লীগের বলদরা ক্ষমতায় বইসা কি বাল ছিড়ে, আমি সেইটাই বুজাইতে চাইছি|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.