![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার মণি "তৃতীয় মাত্রায় " বলেছেন - মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ, নাকি ৩ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তা নিয়ে তার প্রশ্ন আছে, ১টা শূণ্য নাকি ভুল করে বেশি হয়ে গেছে! তিনি আরও বলেছেন, "ঝড়ে বক মরেছে তাই দেশ স্বাধীন হয়েছে, এখানে কারও কৃতিত্ব নাই।" তিনি রাষ্ট বিজ্ঞানের ছাত্রী হিসেবে জেনেছেন বঙ্গবন্ধু ৭ই মাচর্ ভাষন শেষে "পাকিস্তান জিন্দাবাদ" বলেছেন এবং ২৫ শে মার্চ সেচ্ছায় আত্বসমর্পন করেছেন।" মাহমুদুর রহমান নাকি বিশাল মহান শাহবাগ হল বিশাল ভেজাল।
আমি এভাবে ভাবিনা, কিন্তু মাঝে মাঝে মনে হয়, মহিলা মানুষ এর আসলেই ঘর কন্যাই দেখা উচিৎ। বাইরে বের হলে অন্তত গলার জোড়ে সব কিছু উল্টেপাল্টে পরিবেশ দুষিত করতে দেখা যাবেনা! ছাগী সম্প্রদায়ের রানী নিলু(ডাই)পার মনি, আপনাকে বলি, আপনি যদি না জানেন, পড়াশোনা করেন। তারপরে কথা বলতে আসে। মুক্তিযুদ্ধকে অবমাননার জন্যে আপনাকে কেন দোষী সাব্যস্ত করে ব্যাবস্থা নেওয়া হবেনা সেটি আমরা ভালোই জানি। ভোটের রাজনীতি, পাবলিক সিম্প্যাথির আশায় আছে আমাদের সো কলড সরকার। তবে শুধু একটাই কথা বলার আছে, বাংলাদেশ এর জবাব দিবে। ঘটে মাল কম থাকার পরেও যে সাংসদ হয়েছেন তার কৃতিত্ব যতটা না আপনার ভয়াবহ কণ্ঠস্বর বা গেলমান কাজুমকে ভাষা সৈনিক ভাবা, তার থেকেও বেশী ওই নারী হয়ে সংরক্ষিত আসনটা বাগিয়ে নেবার বিষয় আর কি।
আমি নারী বিদ্বেষী নই মোটেই, বরং তাদের অনেক শ্রদ্ধা করি, কিন্তু এই ধরনের কিছু ঘোষেটি বেগম ছড়িয়ে আছে, যারা গলাবাজিতে ওস্তাদ কিন্তু যোগ্যতায় ঠনঠন।
যেই মুক্তিযুদ্ধ নিয়ে এতটুকু বাজে কথা বলবে, শ্রদ্ধা না, সে অশ্রদ্ধার পাত্রই হবে এবং প্রতিশোধও নেওয়া হবে তার উপরে। আপনার জ্ঞানহীনমস্তিষ্কের এমন ঘৃণ্য রুপ হলে কি হবে, জনতারও প্রতিশোধ এর একটা সুন্দর পথ রয়েছে, পেয়ে যাবেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অথবা ড্রেনের পানি দিয়া গোসল দিছিল।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
িলয়া বলেছেন: Vaire amio akjon Meye....ty bolsi pagole onek kisui bole kintu amra to chagol na j sob kisui kete hobe.
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যেই দাঁড়াক, মেয়ে, ছেলে বা তার পরিচয় বিবেচ্য নয়। একজন বঙ্গবীর পর্যন্ত ছাগলদের দলে ঢুকে গেছে।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
নতুন বলেছেন: এদের কথা শুনলে করুনা হয়....
এরা হয়তো কোনদিন সুস্হ হয়েউঠবেন...
এই সব কথাবাত্রা মস্তিস্ক বিকৃতির লক্ষন...
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত! তয় মেশিনের তোরে সুস্থতা ভাইসা গেছে মুনে কয়।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
দূর্ভাষী বলেছেন: গত রাতে তার বক্তব্য শুনে জুতা মারতে ইচ্ছা হচ্ছিল। তিনি মুক্তিযুদ্ধ নিয়ে যে আপত্তিকর বক্তব্য দিয়েছেণ তাতে তার সংসদ সদস্য পদ বাতিল করে রাষ্ট্রদ্রোহ মামলা করা উচিৎ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
যোগী বলেছেন: যথেষ্ট পরিমান গালীবাজ পাবলিক হয়েও কেন যেন মেয়েদের গালী গালাজ করতে ইচ্ছা করে না। তাদেরকে শুধুই ভালোবাসতে ইচ্ছা করে , কাওকে মা হিসাবে, কাওকে বোন হিসাবে আবার কাওকে প্রেমীকা হিসাবে।
কিন্তু এই সব কিছু কুচ্ছিত চরীত্র দেখে, আমার প্রেম এখন শুধুই ভাটার দিকে চলেছে আর নিঃশব্দে সেখানে তৈরী হচ্ছে ক্রোধ !!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এর প্রতি আমার কোন সম্মান নাই।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
মাটির কথা বলেছেন: ওর মগজে পচন ধরেছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবই টাকা আর ক্ষমতার খেল।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
নাওেয়দ বলেছেন: উনার শুন্যস্থান পূরন করে দিন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মুক্তিযুদ্ধকে কোন প্রশ্নেই খাটো করে দেখা চরম অপরাধ।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬
প্রিন্স হেক্টর বলেছেন: কি আর করবে কন? তাহার ডাল্লিং জেলখানায় ডিম্ব থেরাপির সম্মুখিন হচ্ছে। এই অবস্থায় কি মাথা ঠিক থাকে?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মাথা ঠিক না থাকলে পাবনা যাক, টক শোতে মরতে আসে কিল্লাই?
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
প্যাপিলন বলেছেন: মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে শুন্য কাটাকাটির খেলোযাড়রা যখন সংসদ সদস্য হয় তখন আমাদের সংসদ সংবিধান সবকিছুই অর্থহীন হয়ে পড়ে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, সন্দেহকারীদের সংসদ সদস্যসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নির্বাচনে অযোগ্য ঘোষনা করে আইন পাশের দাবী জানাচ্ছি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তার থকেও বড় বিষয়, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির এই দল যে মুক্তিযুদ্ধকে কি চোখে দেখে তায় প্রমান হয়। এই দেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষে থেকে করতে হবে। কথা শেষ।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
মাথা নষ্ট সিপাহি বলেছেন: অনেকের মন্তব্য পরে মনে হচ্ছে বল্গে বেশির ভাগই হুজুগে মাতাল, নিচের কটেশন টা দেখেন , লিন্ক টা কাজ না করা দিতে পারলাম না। তবে কথা গুলো বলেছেন জিনি তিনি কে তা হয়তো সবাই চিনবেন--
ইনি প্রবাসী সংবাদিক সিরাজুর রাহমান-
"১৯৭২ সালের ৮ জানুয়ারি মুজিব পাকিস্তান থেকে লন্ডনে আসেন। মুক্তিযুদ্ধে বাংলাদেশে কী হয়েছিল তিনি জানতেন না। যুদ্ধে আনুমানিক তিন লাখ লোক মারা গিয়েছিল বলে আমরাই তাঁকে বলেছিলাম। আমার বিশ্বাস, তিনি অসতর্কতাবশত ডেভিড ফ্রস্টকে তিন মিলিয়ন সংখ্যাটা বলে ফেলেছিলেন। শেখ হাসিনা এবং তাঁর সরকার সে ভুলটাকেই দেববাক্যের মতো অকাট্য প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন বলেই মনে হয়। এর কোনো যুক্তিযুক্ততা সাধারণ মানুষের বোধগম্য হবে বলে মনে হয় না।
শেখ মুজিবুর রহমান স্বাধীনতা আন্দোলনের নেতা এবং জাতির পিতা ছিলেন। কিন্তু তিনি যখন আওয়ামী লীগদলীয় সরকারের প্রধানমন্ত্রী হলেন তখন থেকে তিনি আর বিতর্কের ঊর্ধ্বে ছিলেন না। এখন আবার তাঁকে ব্যাপকভাবে আওয়ামী লীগের রাজনীতির পুঁজি হিসেবে ব্যবহার করা হচ্ছে। শেখ হাসিনা আইন করে এবং সংবিধানের বিতর্কিত পরিবর্তন করে জবরদস্তি তাঁর পিতার জন্য শ্রদ্ধা ও ভালোবাসা আদায় করার অসম্ভব চেষ্টা করছেন। অর্থাত্ আরও একবার শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক বিতর্কে সম্পৃক্ত করা হচ্ছে। বিতর্কের ঊর্ধ্বে তাঁর যে একটা আসন ধীরে ধীরে আবার গড়ে উঠছিল সে প্রক্রিয়ায় আবার ছেদ পড়েছে। আমার মনে হয় তাতে শেখ মুজিবুর রহমানের স্মৃতিকেও এখন হত্যা করা হচ্ছে। জাতির জন্য সেটা একটা দুর্ভাগ্য।
ত্রুটি স্বীকার : গত সপ্তাহের কলামে অনবধানতাবশত মুফতি ফজলুল হক আমিনীর পরিবর্তে আমি মতিয়ুর রহমান নিজামী লিখে ফেলেছিলাম। এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি দুঃখিত ও লজ্জিত। সি.র.
(লন্ডন, ১৫.০৮.১১)
[email protected]
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মাথা নষ্ট সিপাহি এবং ত্রুটি স্বীকার। দূরে গিয়া মরলে কেমন হয়?
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
মৃন্ময় বলেছেন: এই সব কথাবাত্রা মস্তিস্ক বিকৃতির লক্ষন...
bikriti to hoiboi asepase emun machine man tahakte heida ke r kon lage....
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
মৃন্ময় বলেছেন: এই সব কথাবাত্রা মস্তিস্ক বিকৃতির লক্ষন...
bikriti to hoiboi asepase emun machine man tahakte heida ke r kon lage....
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম!!!
১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
এস বাসার বলেছেন: রক্ষিতাদের এত পাত্তা দেয়ার কিছু নাই!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দিলাম না, তবে সহ্য হয়না।
১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
রাসেল ভাই বলেছেন: - মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ, নাকি ৩ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তা নিয়ে তার প্রশ্ন আছে, ১টা শূণ্য নাকি ভুল করে বেশি হয়ে গেছে!
"ঝড়ে বক মরেছে তাই দেশ স্বাধীন হয়েছে, এখানে কারও কৃতিত্ব নাই।
এই দুটি কথার জন্য নিন্দা জানাচ্ছি । এবং বিচার দাবি করছি ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সে সরাসরি মুক্তিযুদ্ধকে অপমান করেছে।
১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগী সম্রাজ্ঞী নিলুফার মণি যোগ্য উপাধি ! এর দিকে তাকাইতে পারিনা। ঘৃণা লাগে !
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেম হেয়ার।
১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মেজাজ পুরাই বিলা হয়া গেল!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: একই অবস্থা আমারও হয়েছিল, মেজাজ খ্রাপ হচ্ছিল
১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
এসএমফারুক৮৮ বলেছেন: মিথ্যা কথা বলার শাস্তি হওয়া উচিত। আর জেনে শুনে বিভ্রান্তি করলে তো কথাই নেই। মিথ্যা কথা বলা যেন এদের স্বভাবে পরিনত হয়েছে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সব প্রোপাগান্ডার অংশ।
১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন:
BNP te ektao সুস্হ মস্তিস্ক person নাই.
মুক্তিযুদ্ধ নিয়ে যে আপত্তিকর বক্তব্য দিয়েছেণ তাতে তার সংসদ সদস্য পদ বাতিল করে রাষ্ট্রদ্রোহ মামলা করা উচিৎ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: স হ ম ত
১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
এম.ডি জামান বলেছেন: ৩০ লক্ষ না হয়ে যদি সত্যি ৩ লক্ষই হয় তাতে কি আমাদের মহান মুক্তিযুদ্ধের মহাত্ম কমে যায় নাকি?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উনার কাছে তো মুক্তিযুদ্ধ ঝরে বক!
২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
প্রিন্স হেক্টর বলেছেন: এই মহিলাই তো মনে হয় সেইদিন আরটিভির টকশোতে বাচ্চু রাজাকারকে বাচ্চু সাহেব সম্মোধন করেছিলেন। ঠিক না?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সম্পর্ক খতিয়ে না দেখলে কেমনে কি?
২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: "ঝড়ে বক মরেছে তাই দেশ স্বাধীন হয়েছে, এখানে কারও কৃতিত্ব নাই।
ছি: ছি:
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নেক্কারজনক
২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
বোকামন বলেছেন: ..................................... কিছু বলার ভাষা পাচ্ছি না
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শত ঘৃণা।
২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
যেড ফ্রম এ বলেছেন: @ প্রিন্স হেক্টর, ঠিক! তিনি বাচ্চু সাহেব বলে ফেলেছিলেন এবং পরে উনি কেন বাচ্চু সাহেব বলেছেন তা ব্যাখ্যা করার ছাগীয় প্রচেষ্টাও করেছিলেন।
এই মহিলার মাঝে ছাগীয়বাদিতা প্রকট। মুখে জিয়া, বুকে নিজামী। হতাশাজনক বিষয়।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই মহিলার মাঝে ছাগীয়বাদিতা প্রকট। মুখে জিয়া, বুকে নিজামী। হতাশাজনক বিষয়।
২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
লোপা এসহক বলেছেন: .. ছি:
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নেক্কারজনক।
২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
মাহিরাহি বলেছেন: "ঝড়ে বক মরেছে তাই দেশ স্বাধীন হয়েছে, এখানে কারও কৃতিত্ব নাই।"
তার উচিত সত্বর মানষিক রোগ চিকিতসকের সাথে যোগাযোগ করা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত
২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
বিপদেআছি বলেছেন: কি বলব ?!!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শত ঘৃণা।
২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে--- আবেগ আর চেতনা সব অভাইগ্যার লগে!!!!
আরে থাবরা মারা হেডম থাকলে যানা রাহুল গান্দীররে মাইরা আয়- যে প্রকাশ্যে সমাবেশে বলছে ৭১র তাদের পাকিস্তান ভাঙ্গার ভারতিয় সাফল্য!
যানা ওই কুত্তার বাচ্চা ভারতীয় রাষ্ট্রদূতের গাল মার যে জাতির পিতার প্রতি ধৃষ্ঠতা দেখাইছে!!!
মুক্তিযুদ্ধ কারো একার না, কোন দলের লিজ নেওয়া সম্পত্তি না! এইটা এই দেশের আপামর মানুষের সম্পদ। মুষ্টিম রাজাকার ছাড়া তখন ৭ কোটি সকল মানুষেরই স্বপ্ন স্বাধীনতা ।
সো কথায় কথায় ভিন্ন মত আর বিরোধী মতকে রাজাকার বলে ট্যাগিং করার দলীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে আসুন।
ইতাহাস নিয়া গবেষনা করতে চাইলে আসুন। জানুন জানান। আর খালি খালি চেতনার বাজাইরা তক্ক করতে চাইলে খুদাপেজ!!!!!
২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
েজরী মামুন বলেছেন: তৃতীয় মাত্রার এই পর্বটা সম্পুর্ন কোথায় পাব..?
২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
েজরী মামুন বলেছেন: কথায় কথায় ভিন্ন মত আর বিরোধী মতকে রাজাকার বলে ট্যাগিং করার দলীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে আসুন।
ইতাহাস নিয়া গবেষনা করতে চাইলে আসুন। জানুন জানান।
৩০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
জেনারেশন সুপারস্টার বলেছেন: প্রতিটি ছাগীয়তাবাদী প্রাণীই প্রথমজীবনে ছাগু থাকে এবং পরিণতবয়সে বিন্পিতে যোগ দেয় আর পিঠে বাংলাদেশী জাতীয়তাবাদের ঢাল স্হাপণ করে
৩১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
লক্ষ্যভেদী বলেছেন: মহান মুক্তি যুদ্ধে কতজন শহীদ হয়েছিলেন-সেই পরিসংখ্যান নিয়ে বিতর্ক মহান মুক্তি যুদ্ধ কিম্বা শহীদানের আত্মার প্রতি অসম্মান। তবে সত্য খুব নিষ্ঠুর!
৩২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
পীরসাহেব বলেছেন: গানিমতের মাল হিসাবে ঘোষনা করা হৌক।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
জিললুর রহমান বলেছেন: হে মনে হয় আজকে কেরোসিন তেলের তরকারি খাইছে।