নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী সম্পত্তি নহে কিন্তু রাজাকার মহাব্বত বিএনপির সম্পত্তি বটে। ছাগীয়তাবাদ জিন্দাবাদ।

০২ রা মার্চ, ২০১৩ ভোর ৬:৪৩



মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামীলীগ এর সম্পত্তি নয় বটে। কিন্তু রাজাকারদেরকে বিএনপি নিজের সম্পত্তি বানিয়ে নিয়েছে, শুধু তাই নয়, একদম দুগ্ধপোষ্য শিশুর ন্যায় স্তন্যপান করিয়ে চলেছে! লালন করছে, পালন করছে, তোষণ করছে, ধারন করছে তাদের চেতনা, তালিয়া, তালিয়া! তারপরেও বলত নারাজ যে বিএনপি "দেশের সেই মেজো সন্তান, যে বখে গেছে!"



আওয়ামীলীগ গুলি করেছে। বাহ রে ভাই বাহ! এই পুলিশ বাহিনীকে যে পরিমানে প্রোভক করা হয়েছে সেটা ভেবে দেখার জন্যে কি মগজ ধার লাগবে? এটাকে গনহত্যা বলা হয়! কতিপয় উশৃঙ্খল ছাগু আন্দোলন এর নামে ধ্বংসজজ্ঞ চালাবে আর আঙ্গুল চুষে দেখে যাবে সবাই? একাত্তুরে নিলুফার এর তিন লক্ষ আদতে ওদের কাছে তিন চারজন নাকি যে এটি হয়ে গেলো গনহত্যা? ছাগু সরদার সাইদির ফাঁশির রায়ের আগেই এই প্রস্তুতি নেওয়া ছিল। রায়ের সাথে সাথেই দোকানপাট/বাড়িঘরে ভাঙচুর চালালো জামায়াত। এইটা প্রতিবাদ? প্রতিবাদী মিছিল? হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া? সাধারণ মানুষ ও পুলিশ পিটিয়ে হত্যাকে আন্দোলন বলে? তাইলে সেই আন্দোলনের গুষ্টিমারিনা!



সোজা কথা, বিশৃঙ্খলা করলে দমন করা হবে, এতে কাহিনী খুঁজে পেলে ময়না, আমিও তোমার কাহিনী জানি, ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট থিং টু হাইড!! আর নিজেরে বিম্পি বিম্পি করিওনা আর। বাংলাদেশি হিসেবে তোমার লজ্জা না থাকতে পারে, আমার লজ্জা লাগে। অন্তত খালেদাজিয়া যেভাবে মাহচুদুর এর প্রসংশা করে সাম্প্রদায়িক সংঘাত লাগিয়ে দেওয়ার জন্যে, যারা মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ পোষণ করে সেই বিএনপির মায়েরে বাপ। ফ্যাসিবাদ বলে মাহচুদুর সহ জামাতি এই প্রোপাগান্ডাকে, আওয়ামীলীগ এর "নাটক" আন্দোলনকেই যদি এতো ভয় লেগে গিয়ে থাকে তবে রাজনীতি ছেড়ে ছাগিয়তাবাদ চালিয়ে যাও, কিন্তু প্লিজ, নিজ ঘরে বসে, উইথ শাড়ি চুড়ি।



বাংলাদেশ এর সমগ্র বর্জ্য রাজনীতিকে মহাবিশাক্ত করে তোলার জন্যে বিএনপিকে ইতিহাস রাজাকারদের পোষক হিসেবেই মনে রাখবে। আগে ব্লগ ছিল না, ফেসবুক ছিল না। সব রাখ ঢাক এর অনেক চেষ্টা হয়েছে, শহীদের সংখ্যাও নাকি নিলুফার এর মত অযোগ্য ছাগীর মুখে মুখে বদলে যায়! কিন্তু আজ আমরা আছি, এই তরুন প্রজন্ম, আরও অন্তত সামনে পঞ্চাশ বছর এই সব ইতিহাসের ও বর্তমানের চিহ্নিত ছাগিয়তাবাদকে বাংলার তরুন সমাজ ক্ষমা করবে না। আর হিসেব জানেন তো? আগামি দুই নির্বাচনের মধ্যেই "হার্ডকোর" ওল্ডগাইজ আর থাকছে না, তখন সবকিছু আমাদেরই হাতে, আর আমরা ভুলিনা, ভুলবো না।



বিএনপি আওয়ামীলীগকে বলে মুক্তিযুদ্ধের চেতনা ওদের সম্পত্তি নয়, মানি। কিন্তু রাজাকার বুকে ধরে, চুম্মা চাট্টি আর যাই হোক, মুক্তিযুদ্ধকে বুকে ধারন করা যায়না। শুধু বুকে হাত নিয়ে জানতে ইচ্ছা করে ত্রিশ নাকি তিন???




আজকের ভাষণ এর পরে একটা কথাই মনে হয় সবকিছু প্রকাশ করবে, আর জাতীয়তাবাদ কিভাবে ছাগিয়তাবাদ হয়ে গেল তাও প্রমান করেঃ



১৯৭১ সাল, মার্চ মাসঃ "শেখ মুজিবুর রহমান এর পক্ষে স্বাধীনতার ঘোষণা করলেন জিয়াউর রহমান।"



২০১৩ সাল, মার্চ মাসঃ "জামায়াতের পক্ষে এই জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বেগম খালেদা জিয়া।"




ছাগীয়তাবাদ জিন্দাবাদ। X(X(



মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৬:৫৩

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: ভালো কথা। সহমত


---------------------------------------------------------------------------------------
১৯৭১ সাল, মার্চ মাসঃ "শেখ মুজিবুর রহমান এর পক্ষে স্বাধীনতার ঘোষণা করলেন জিয়াউর রহমান।"

২০১৩ সাল, মার্চ মাসঃ "জামায়াতের পক্ষে এই জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বেগম খালেদা জিয়া।"
---------------------------------------------------------------------------------------

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৭:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।

২| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৬:৫৬

পদ্য কবিতা বলেছেন: উপলব্ধিটা সবার দরকার... |-)

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৭:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবার বলতে আন্নে বিম্পি বুঝাইলে ঘুম দেন, বেস্ট :)

৩| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৬:৫৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: গোলাপী এখন ড্রেনে !

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: গোলাপি হয়না ঋণ খেলাপি।

৪| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৭:৩০

চৈতী আহমেদ বলেছেন: একদিক দিয়ে ভালো হলো বলা যায়, আমরা যারা কোনো দল করি না, তাদের অভ্যাস হয়ে গিয়েছিলো একবার এই দিক একবার ঐদিক, একবার এর মুখের দিকে আরেকবার তার মুখের দিকে তাকাইয়া দয়া ভিক্ষা করা। খালেদা অন্তত এইটা বলে জাতিরে মুক্তি দিলো -যা চইরা খা, তারে ধন্যবাদ, জনতা চরতে শিখুক।

০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অবস্থান পরিষ্কার হওয়াতে মানুষের মনের দোটানা অন্তত যাবে।

৫| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৭:৩৫

যোগী বলেছেন: আমার প্রশ্ন হল বিএনপি কেমন স্বচ্ছ, নিরোপেক্ষ, দলীয় সংকীর্ণতার উর্দ্ধে থেকে যুদ্ধাপরাধীদের বিচার করার অঙ্গীকার করছে?


এর আগেতো দেখেছিলাম ২১শে আগষ্টে মামলার বিচার করতে জজমিয়ার ডাক পড়েছিল।

তাহলে কি এবার কোন ব্যারিষ্টার মিয়ার ডাক পড়বে?

০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইস ভাই ঠিক তি মুহূর্তে আমার ঘেন্না হচ্ছে। মির্জা ফখ্রুল বলতেছে, আওয়ামীলীগ সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে, সাথে জুড়ে দিচ্ছে, শাহবাগ আর সরকার নাকি আল্লাহ রসুল এর নামে উল্টা পাল্টা বলতেছে। এদের মাথা ঠিক আছে তো????

৬| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৭:৩৯

চলতি নিয়ম বলেছেন: ইকনমিস্টের প্রতিবেদনের ওই ব্যাখ্যা যেমন সামুতে পেয়েছিলাম। এইটার ব্যাখ্যা ও আশা করি পাব।

মিস করে থাকলে কেউ লিঙ্ক দিবেন প্লিজ।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম

৭| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৭:৪৪

সোনার বাংলা বলেছেন: ১৯৯৬ সালের কথা মনে আছে? প্রায় ২০০ দিন হরতাল
দিয়ে ছিলো এই জামাত শিবির কে নিয়ে ভাইয়ের কি মনে আছে? নাকি গোল্ড ফিস মেমরীর কারনে দিকভ্রান্ত? যাই হোক খমতার উপ্রে কিছু নাই রাজনীতিতে বাকী সব বকবাজ! আগে হাসিনা কে বলেন খমতার লিপ্সা ছাড়তে তাহলে জামাত এমনি হাওয়া হয়ে যাবে।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১০:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আরিব্বাহ! এতো মানুষ মারা যাচ্ছে আর হরতাল দিয়েই খালাস? নামুক মাঠে খালেদা জিয়া কত বড় বুকের পাঁটা দেখবো এখন!! এই মানুষগুলোকে বিপদে ঠেলে দেওয়ার জন্যে, সে যেই হোক, মুখে লাত্থি।

৮| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৮:১১

তুহিন সরকার বলেছেন: বিএনপি নেত্রীকে ধিক্কার জানাবার ভাষা নেই।
স্বাধীনতার মাস, উত্তাল মার্চ, অগ্নিঝরা মার্চে বজ্রকন্ঠে আওয়াজ তুলুন
একাত্তেরর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
তুমি কে আমি কে
বাঙ্গালী, বাঙ্গালী।
তোমার আমার ঠিকানা,
পদ্মা, মেঘনা, যমুনা।
রাজাকারের ঠিকানা ফাঁসির পর পাকিস্তানের মোহনা।
একটাই দাবি ফাঁসি চাই,ফাঁসি।
কসাই কাদের সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি।
ইনশাল্লাহ জয় আমাদের হবে।
জয়বাংলা।

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফাঁসি চাই, ফাঁসি।
ইনশাল্লাহ জয় আমাদের হবে।
জয়বাংলা।

৯| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৫০

রুদ্র মানব বলেছেন: জাতীয়তাবাদী ছাগু দল ম্যা ম্যা ম্যা . . . . .

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সত্যি সত্যি সত্যি!!!

১০| ০২ রা মার্চ, ২০১৩ সকাল ৯:২৯

আমিনুর রহমান বলেছেন: আমি প্রথম ভালো লাগা দিলাম।

আগে বুঝি নাই মেশিনম্যান দেইল্ল্যর মেশিনে এত ধার যে আফুসহীন নেত্রী দেইল্ল্যার সাথে আফুস কইরা লাইলো :P :P :P

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: =p~ :P

১১| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

রিমন রনবীর বলেছেন: |-) |-) |-) :(( :(( :(( :((

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.