![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামাত নির্মূলে যৌথবাহিনীর অপারেশন টিম
সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের একটি সম্মিলিত বাহিনীর মাধ্যমে জামাতী জঙ্গীদের নির্মূল করার জন্য শীঘ্রই “অপারেশন ফ্রিডম” নামে দেশব্যাপী একটি অভিযান চালানোর ব্যাপারে সরকার নীতিগত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে।
সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র মতে, সাম্প্রতিককালে জামাত-শিবিরের ভয়াবহ আক্রমণ এবং তাদের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বলে সকল মহল থেকে আলোচনা হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, জনগণও ব্যাপকভাবে তাদের ভবিষ্যত নিয়ে মহাআতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
অন্যদিকে, দেশের প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বিভিন্ন কারণে তাদের ধৈর্য্য হারিয়ে ফেলছে। ফলে তারা হরতালকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করছে। গত কয়েকদিনে পুলিশের গুলিতে বহুলোক হতাহত হবার পর বিষয়টি সরকারকে ভাবিয়ে তুলছে।
সরকারর শেষ সময়ের এই পরিস্থিতি গত বিএনপি সরকারের ক্লিনহাট পূর্ববতী সময়ের সাথে তুলনা করেছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি সরকার তাদের ক্লিনহাট অপারেশন এবং র্যাব গঠনের মাধ্যমে যথেষ্ট সুফল পেয়েছিলো। কাজেই নাজুক পরিস্থিতিতে এ সরকারেরও উচিৎ সর্বশক্তি দিয়ে মাথা চাড়া দিয়ে ওঠা জামাত-শিবির চক্রকে নির্মূল করা।
খোঁজ নিয়ে জানা গেছে, খুব শীঘ্রই “অপারেশন ফিড্রম” নাম দিয়ে সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং পুলিশের সৎ মেধাবী ও যোগ্য সদস্যদের বাছাই করে একটি চৌকস বাহিনী গঠন করা হবে। এবং এই বাহিনীকে বিশেষ ক্ষমতা এবং ইনডেমিনিটি প্রদান করে সারাদেশের জঙ্গীদের অপতৎপরতা বন্ধ করার জন্য মাঠে নামানো হবে।
সূত্র মতে, অপারেশন ফ্রিডম চলাকালীন সময়ে দেশে বিশেষ ধরণের জরুরি অবস্থা জারী করা হবে। ঐ অবস্থায় অপারেশন ফ্রিডমের কর্মকান্ডের খবর প্রকাশে বিশেষ বিধি-নিষেধ আরোপ করা হবে। অপারেশনের মূল উদ্দেশ্য হবে স্বাধীনতা বিরোধী, জঙ্গী, সন্ত্রসী, চিহ্নিত অপরাধী এবং ক্ষেত্র বিশেষ দূর্নীতিবাজদের দমন।
সংশ্লিষ্ট সূত্রটি নিশ্চিত করেছে যে, সরকারি দলের ছত্রছায়ায় যেসব লোক বিভিন্ন অপকর্মে জড়িত তাদেরকেও এই অপারেশনের আওতায় আনা হবে।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমারও, এই পদক্ষের দরকার এবং খুব দরকার। লাশের থেকে আতংক তৈরি ভাল ওষুধ।
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০৪
আহলান বলেছেন: গুড ...নয়া রক্ষী বাহিনী .... পাপ ছাড়ে না বাপরে .... গো এহেড গভ. ...
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সময়ের বিষয় ছিল হে ছাগু।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০৯
মদন বলেছেন: উত্তম কাজ।
ভিন্ন মতাবলম্বী হইলেই ঢিশাআআআ...
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উগ্রবাদী হলেই খাল্লাস।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০৯
এম ই জাভেদ বলেছেন: শুনে আশান্বিত হইলাম। এদের বাড়াবাড়ি দেখতে দেখতে হাফিয়ে উঠেছি।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেম হেয়ার!!!
৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:১৩
স্বপনবাজ বলেছেন: এম ই জাভেদ বলেছেন: শুনে আশান্বিত হইলাম। এদের বাড়াবাড়ি দেখতে দেখতে হাফিয়ে উঠেছি।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমিও!
৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কতখানি নির্ভরযোগ্য এই সংবাদটি?
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি লিঙ্ক সহ দিয়েছি, তবে পরে আরও খোঁজ খবর নিয়ে আরও একটি অনলাইন নিউজেই শুধু বেজ পেলাম। কনফার্ম হয়ত কাল হওয়া যাবে ভাইয়া!!
৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:২০
নিয়েল ( হিমু ) বলেছেন: চিপায় চাপায় বিড়ি ছিক্রেট খাওয়া বন্ধ তাইলে ?
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিড়ি খাওয়া ভাল না মিয়া ভাই, রুপা ভাবি বকা দেয় না ক্যান????
৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩০
মুফতি বাবা বলেছেন:
-
কুত্তালীগ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের একটি সম্মিলিত বাহিনীর মাধ্যমে............।
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি তো নিজেকেও যোগ করব এইরকম বাহিনিতে ডাকলে! তোমার মতো ছাগলকে কতল দিতে ছাত্রলীগ কেন, রাস্তার কুকুরকেও সমর্থন দেওয়া যায়।
৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩২
হাবিব০৪২০০২ বলেছেন: সাধারন মানুষের জানমালের নিরাপত্তায় সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল কিন্তু উনারা ভুলেই গেছেন জীবিত মানুষের জীবনের মূল্য মৃত মানুষের তুলনায় অনেক বেশি সে যতই সম্মানিত হোক
০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হ্যাঁ, যেই হারে সহিংসতা হচ্ছে এটি দরকারি, সত্য হলে খুশীই হব।
১০| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩২
মাহবু১৫৪ বলেছেন:
০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা, খবর কনফার্ম করতে চাই।
১১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
মিনহাজ শুভ বলেছেন: সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সঙ্গে ছাত্রলীগ হিডেন করলেন ক্যেন
০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাহিনীতে আমারে ডাকলে সিভিলিয়ান হয়েও আমি যেতে ইচ্ছুক। এখন বুইঝা কন।
১২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৫২
নাম বলবো না বলেছেন: এইরকম একটা ডিসিশান আরো আগেই নেয়া উচিত ছিল।
জামাত-শিবিরকে নির্মূল করা খুব জরুরী।
০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আশা করি অতিসত্বর এই কাজ করা হবে।
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
লিন্কিন পার্ক বলেছেন:
০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই দেখি মেলা খোশ??
১৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:১৩
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: দাদা হাম্বালীগের ওয়ার্ডকমিটির ঝাড়ুদাড়েরাও কি এখানে থাকপে :>
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রোফাইল পিকে গরুও দেখা যায়।
১৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:২০
নিয়েল ( হিমু ) বলেছেন: মুফতি আর দুদু @ তোমাগো জামাতি আখরায় হানা দিবে সাবদানে থাইকো বাছারা পুটকির চামরায় তেল মাখায়া রাখ এখন থিকাই । আর পুরা ছিন্ডিকেট নিয়া আয়
১৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩১
পাইলট ভয়েচ বলেছেন: আল্লাহ্ জানেন এটা কি দমন করতে যাচ্ছে
১৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
কতখানি নির্ভরযোগ্য এই সংবাদটি?
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি লিঙ্ক সহ দিয়েছি, তবে পরে আরও খোঁজ খবর নিয়ে একটি অনলাইন নিউজেই শুধু বেজ পেলাম। কনফার্ম হয়ত কাল হওয়া যাবে ভাইয়া!!
১৮| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০
সাদা-কালো বলেছেন: সময় উপযোগী পদক্ষেপ। সরকারকে স্বাগতম।
০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যদি অথেনটিক হয়ে থাকে তাহলে দুর্দান্ত হবে।
১৯| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০১
দায়িত্ববান নাগরিক বলেছেন: যদি সত্যি হয়, আমি প্রচন্ড খুশি হব ! খুব জরুরী। নেতা টাইপের সবগুলারে ধরে ধরে না মারলে এরা বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেবে না। একটাও যেনো বাদ না পড়ে।
থ্যাংকস ফর দ্যা গুড নিউজ!
জয় বাংলা।
০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যদি অথেনটিক হয়ে থাকে তাহলে দুর্দান্ত হবে।
আপনাকে ধন্যবাদ ব্রো, জয় বাংলা!!
২০| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩০
কালো স্বপ্ন বলেছেন: আমার মনে হয় এইরকম একটা অপারেশন এই মূতুত্যে আসলেই খুব দরকার।
২১| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩২
আব্দুর রহ্মান বলেছেন: সব জামাতি মাইরালামু
২২| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৮
জেনারেশন সুপারস্টার বলেছেন: সমর্থনযোগ্য সিদ্ধান্ত।
২৩| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এইমাত্র জানতে পারলাম এটি গুজব। তবে এরকম কিছুর একটা প্রাথমিক প্ল্যান চলছে।
২৪| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫১
আব্দুর রহ্মান বলেছেন: খুব কসট পাইলাম
২৫| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
আমিনুর রহমান বলেছেন: খবরটা ভালো। এটাও কি জনগণকে আরো একবার ভোদাই বানানোর জন্য একটা বাহিনী করা! সরি সরকারকে আমি বিশ্বাস করি না। যে তার পত্রিকার মাধ্যমে এখন একটার পর একটা উস্কানী দিয়ে যাচ্ছে আর জনগণের মাঝে বিভ্রান্ত তৈরি করে যাচ্ছে সেই মাহমুদুর রহমান কে এখন সরকার কিছু বলছে না বা গ্রেফতার বা আওয়ামী লীগের কোন নেতার মুখেও তার বিরুদ্ধে কোন কথা শুনলাম না!!! তারা আছে কিভাবে রাজনৈতিক ফায়দা কিভাবে লুটা যায়।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই সহমত, সরকার এক কার্যক্রমের উপ্রে খুবই ত্যাক্ত আছি। :-& :-&
২৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২১
রাফা বলেছেন: ইনডেমিনিটি সমর্থন যোগ্য নয়।
এম্নিতেই চিরুনি অভিযান চালানো যেতে পারে ।সব বাহিনীর সমন্নয়ে।
জয় বাংলা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:০২
পাগলামামা বলেছেন: খবরটি পড়ে ভাল লাগল।