![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে ছাগুদের অনেক কষ্ট করতে হইত। যুক্তি দেখাইতে হইত, কুরআন শরিফের ভুল ব্যাখ্যা দিতে হইত, মাঠে ঘাটে গরু ছাগলরে পাইলেও ধইরা জিহাদের ডাক দেওয়া লাগতো। যেন এই দেশ ইজরায়েলের কন্ট্রোলে আছে।
অতঃপর একদা ব্লগ চালু হইলো, পুলাপাইন সেইখানে ভ্যাজাল শুরু করলো, ইসলাম বিরোধী কথাবাত্রা লেখে, জামাতি ইসলাম। পুলাপাইনরে ফেসবুকে ঘুরতে দেখা যায়, গলিতে-মোড়ে আর যুবসমাজকে বিড়ি ফুঁকতে বেশী একটা পাওয়া যায় না। বয়ান কই দিব? পুলাপাইন ধীরে ধীরে পেরেম পর্যন্ত পার্ক থেইকা চ্যাটবক্সে ট্র্যান্সফার করালাইল।
তখন ছাগু কহিল, "ম্যা! ইয়ে নেহি হো সাকতা! বিলকুল নেহি!"
সে সাইফুরররস থেইকা ট্রেনিং নিলো, মানুষ হইবেক। সম্প্রতি উহাদেরকে টয়লেট এর ব্যাবহার একদমই বন্ধ করে দিয়ে ব্লগ ও ফেসবুকে ল্যাদিয়ে ব্যাপক প্রশান্তি পাইতে দেখা গিয়েছে। এহেন প্রশান্তির লোভে দলে দলে ছাগু ব্লগ-ফেসবুক সমাজে পদার্পণ করিতে লাগিল।
শুধু নির্দোষ গরুটির যায়গায় ছাগুল আছিল, সবই ছাকা চোদ্রির অবদান।
কিন্তু দুর্জনে কি আর এতো সহজে কাউকে শান্তিতে থাকতে দেয়? ধীরে ধীরে দেখা গেলো, যেখানেই ল্যাদানর জন্যে একটু শান্তির মুহূর্ত খুঁজে নেয়, সেখানেই ছাগুফাইটার নামক এক মহা বিরক্তিকর প্রাণী এসে হাজির হয়, ল্যাদাইলেই কাঁঠাল পাতা প্রয়োগ পূর্বক তাদেরকে এই রকম অস্বস্তিকর দুর্বল মুহূর্তে আদর করা শুরু করে। শুধুমাত্র সোনার একটি ল্যাদান প্ল্যাটফর্মে তাদেরকে অতি আরামে প্রাইভেসি সহকারে ল্যাদানর সুবিধা দেওয়া হয়েছিল।
কোনভাবেই অন্যস্থলগুলোতে ভালভাবে ল্যাদাইতে না পারার দুঃখে ছাগুরা যখন মরমে মরমে মরিতেছিল, ঠিক তখনই তাদের জীবনে আশার আলো হয়ে এলো এসএমছির ওরস্যালাইন! থুরি, কি কই। ওরস্যালাইন আগেই ছিল। কিন্তু তারও আগে ছিল ঝাতিয়বাত্তি নামে এক লাল-গোলাপি বাত্তি! সেই বাত্তির রঙিন আলো চোখে দেইখা সকল ছাগুর ধড়ে যেন প্রান এলো।
তারপরের ঘটনা পুরোটাই ইতিহাস। যেখানেই ছাগুদের ল্যাদানতে বাঁধা দেওয়া হতো, ঝাতিয়বাত্তির ওরস্যালাইন সেখানে হাজির! ছাগুফাইটারদের বিরুদ্ধে বিশাল যুক্তিবাদী “জিহাদ” শুরু করিলেন ইনারা।
বাংলালিংক এর যুগ বদলাইছে, এদিকে ছাগুর লাইফ সেভিং সকল প্রোডাক্ট “বাতাস-ভবন” এর বেজমেন্ট থেকে তারেইক্কা সিঁধেল চুরার কমপ্লিকেটেড প্যামিলি(এই জন্যে পালু দায়ী) একেবারে বাংলালিংক দামে সাপ্লাই দিয়া যাচ্ছে। এক্কেরে দেশচুরা, ইমানদার চুরার দল, ঠিক প্রত্যেকটা যেন এক একখান জ্যান্ত কুকু!
এই "অন্যরকম" ভালুবাসাই চলছে ।
সে যাই হোক, আইজকাল দিন আরও বদলাইছে, হাউয়া ভবনের সাপ্লাই আরও বাড়ছে! আজকাল ছাগুদের আর কিছু করতে হয় না। কাদের সিদ্দিকিরে নিয়া পুষ্ট দেয় ঝাতিয়বাত্তি, মুজিবরে খোঁচা মাইরা পুষ্ট দেয় ঝাতিয়বাত্তি, শেখ হাঁচি নার চইদ্দ গুষ্টি আর ভারতের পনেরো গুষ্টিরে কিল মাইরা লেখালেখি করে ঝাতিয়বাত্তির মেন্টসেরা, আর আমাদের জনাব ছাগু এখন ওইগুলাতে লাইক দিয়া, শেয়ার কইরা শান্তির প্রবল পরশে বলে উঠে, “ম্যা! লাইফ তো বাড়া হি ছুন্দার হে!”
আজকাল বিশিষ্ট ছাগু সমাজ আইজুদ্দিনেরও ইশট্যাঁট্যাঁসে লাইক দিয়া খাটের তলে বইসা থাকে, শেয়ারের পরে শেয়ার চলতে থাকে ঝাতিয়বাত্তির আলো।
জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো! শাহ্বাগ কি তয় ঝাতিয় বাত্তির কথা কইছিল??
সেলুকাস, এপয়েন্টমেন্ট তো আছিল, তাউ দেখা পাই নাই কেনু???
(এনিওয়ে, নৈতিকতার “ন” এর সাথে যার কোনোদিন দেখা সাক্ষাত করার সুযোগ হয় নাই, সেই গুলাবি বাইয়ের উক্ত অলেখায় “নৈতিক” সমর্থন আছে বলে জেনেছি, খুব খিয়াল কইরা, নৈতিক সমর্থন বলে কথা।)
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তুই রাজকার, তুই রাজকার।
২| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩
যোগী বলেছেন:
মন্তব্য করছি এইবার গুলাবি বাই কে দিয়ে রাজাকার বলান।
তবে যেন নাস্তীক না বলে কারন সার্টিফিকেট আছে আমার।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: খামোশ!!!!! আন্নে ছাগুফাইটার না কি????????????? ঝাতিয় বাত্তি ছ্যালাইন সহকারে আক্রমণ হইবে কিন্তুক!!!
৩| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
সাকিন উল আলম ইভান বলেছেন: গুলাবী বাঈ , আহা যাই জেলেবী বাঈ গানটা শুইন্না আসি
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার প্রসেস একশত ভাগ ফুল প্রুফ! দেখেন একজনও মন্তব্যদেয় না, উহাদের কাজ এখন বিশেষ বাত্তির উপরে সু নজর দিয়ে যাওয়া।
৪| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫
নিয়েল ( হিমু ) বলেছেন: থেব্রো দেক্কার দিয়ে গেলাম
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফ্যাসিবাদি মন্তব্য কেন? শান্তিতে থাকতে দিবেন না???????????
৫| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মজার পোস্ট। বাঁকা বিনোদন।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই দ্যাখো, ছাগুদের আরাম কারই সহ্য হয়না।
৬| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২
যুবায়ের বলেছেন: এক্কেরে হাচাই কয়েচেন...সহমত।
সে যাই হোক, আইজকাল দিন আরও বদলাইছে, হাউয়া ভবনের সাপ্লাই আরও বাড়ছে! আজকাল ছাগুদের আর কিছু করতে হয় না। কাদের সিদ্দিকিরে নিয়া পুষ্ট দেয় ঝাতিয়বাত্তি, মুজিবরে খোঁচা মাইরা পুষ্ট দেয় ঝাতিয়বাত্তি, শেখ হাঁচি নার চইদ্দ গুষ্টি আর ভারতের পনেরো গুষ্টিরে কিল মাইরা লেখালেখি করে ঝাতিয়বাত্তির মেন্টসেরা, আর আমাদের জনাব ছাগু এখন ওইগুলাতে লাইক দিয়া, শেয়ার কইরা শান্তির প্রবল পরশে বলে উঠে, “ম্যা! লাইফ তো বাড়া হি ছুন্দার হে!”
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হৈচে এখন!! আন্নেরে তো গুলাবি সাইদির অভিশাপ লাগবো!
৭| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: তুই শাহবাগি নাস্তিক
২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কান্দুম!!
৮| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮
আমড়া কাঠের ঢেকি বলেছেন: অতিমাত্রায় বালপুষ্ট!!!...
২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ক্যান ভাই মেঠামকে ভালু পান না??
৯| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
চলতি নিয়ম বলেছেন: আন্টি নার বাইরে দিয়া গেলো কেনু?
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এতো ছুডু? ম্যাশিন ম্যান রাগ করবো না???
১০| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১
রুদ্র মানব বলেছেন: পুরাই বিনোদন
২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আন্নে তো শাহ্বাগী! আন্নে কুব খ্রাপ!
১১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৪
কাজী মামুনহোসেন বলেছেন: এর লাইগাই ম্যাঠেমে আফনেগরে নাস্তিক কয় !!!
নাদান জাতী তুমরা কবে ছাগু সমাজকে মূল্য দিতে শিখবা ??
২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এ! আন্নে এইডা কি কইছেন ভাইছাব!!!!! আমি মুল্য দিয়াই পোস্ট দিছি তো
১২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
ভাল ছাত্র বলেছেন: বাঁকা বিনোদন।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি ভাই সোজা পথে হাঁটি!!!
১৩| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কুতায় হারালে ভেইবে!!!
১৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪২
স্বপনবাজ বলেছেন:
২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: চোখ টিপি মারা স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকর!!
১৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫০
মুনতাসীর রোমান বলেছেন: জেলা ও উপজেলায় ,দেশ ও প্রবাসে ,অনলাইন ও অফলাইনে ছাগুদের ্দ মারাকে স্মরনীয় করে রাখার জন্য আবার ব্ল্যাক বেঙ্গল প্রজেক্ট শুরু করার দাবি জানিয়ে গেলাম । প্রজেক্টের নাম চাঁন্দে চাঁইদী প্রজেক্ট রাখতে হইবেক এবং প্রজেক্ট উদ্বোধনের আগে জেলেবী বাঈ গান রাখতে হইবেক ।
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আবার জিগস! আপনার প্রোগ্রাম পছন হইছে!!
১৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
ভুল উচ্ছাস বলেছেন: লিও ছবিতে দেখা যাচ্ছে মানুষ হইতে হাম্বায় বিবর্তন। মজা পাইসি। চালিয়ে যাও পুষ্টে পেলাস।
বাই দা ওয়ে বিবর্তনবাদে বিশ্বাস করো নাকি?
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিশ্বাস তো ইসলামে করি ভাই। মজা নিতে পয়সা লাগেনা। তয় সাকা চদ্রির অবদান কিন্তু ভুইলেন না, আপনাদের দুস্তদের আব্বা লাগে
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শিবির দুস্ত।
১৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: হাসতেই আছি হাসতেই আছি !
এসএমছির ওরস্যালাইন এখন বাংলালিংক দামে পাওয়া যাচ্ছে নাকি?
এমন মজার পোষ্ট কমই দেখছি।
চরম হইছে +++++++++
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধইন্যা পাতা পাবেন এক কেজি, পার্সেল রেডি হচ্ছে।
১৮| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৮
স্পাইসিস্পাই001 বলেছেন: হা হা হা .......তাজা বিনোদন.......
ভাল লাগলো পথিক ভাই....।
ভাল থাকবেন ....ধন্যবাদ...।
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়!!!! মজা পাইছেন দেখে খুশী হইছি। এইটাই এখন জামাতদোস্তদের যোগ্য যায়গা, ভাঁড়ামি করে যাবে আর আমরা হাসবনা তা কি করে হয় বলেন??
১৯| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১২
তাসজিদ বলেছেন:
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফোকাস তাসজিদ সাহেব ফোকাস! ডাইনে বামে দেখলে পোস্টে মজা পাইতেন না
২০| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩
যোগী বলেছেন: ভাই কি আমার উপর মনোখুন্ন?
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নাহ! ভাই কি বলেন!!!! আপনার উপরে মন ক্ষুণ্ণ হবে কেন!!! উপরের কমেন্টে কিছু মনে করছেন? সবার সাথেই একটু মজা নিছি আর কিছু না ভাই!! আপনার খারাপ লাগলে শুধু বলেন, আমি মন্তব্য বদলে দিচ্ছি!!
ফান পোস্টে ফান করছি, আর কিচ্ছু না ভাই!!
২১| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১
যোগী বলেছেন: না না উপরের কমেন্টের জন্য না। আপনার ফান ঠিক আছে
ওকে ফোরগেট ইট!!
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মনে হয় ধরতে পারছি। আর কতো, আইতে চাইছিলেন তো! ঘুরতে আইসেন, ভালই হবে।
২২| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫
ঘুড্ডির পাইলট বলেছেন: গোলাম দস্তগীর লিসানি বলেছেন: মজার পোস্ট। বাঁকা বিনোদন।
সহমত
২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সোজা পথে হাঁটি
২৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫২
প্রত্যাবর্তন@ বলেছেন:
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফ্যাসিবাদী হাসির উত্থান!!!
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: Click This Link
"এই পোস্ট না পড়লে, বা পড়ে মন্তব্য না দিয়ে দ্রুত প্রস্থান করলে আপনাকে কোনোভাবেই একজন রাজাকার বলা যাবে না--- গুলাবি বাই"