নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

♣♣ কবিতাঃ স্বীকারোক্তি ♣♣

৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৫







আমি অনুতপ্ত-

শত-সহস্র বাঁধন ছেঁড়ার অপরাধে দণ্ডিত, খন্ডিত হৃদের ব্যাথার ভয়াবহতা করে ধারন,

যন্ত্রণাকাতর ঘুমহীন ভোরের সেই করুন পাখীর সূর ধরে গান গেয়ে যাই,

চাইতে জানিনা তবু রুদ্ধতাকে একটু এড়িয়ে আকাশের পানে দুহাত বাড়িয়ে রই,

বাড়াবার জন নেই কোন দৃশ্যপটে, শুধু আকাশ আর ছেঁড়া জানালা,

অনুতপ্ত, শত আবেদন পদদলিতে করে অপমান, হয়ে একলা।





আমি রিক্ত-

আমার মাঝে বৃষ্টির আন্দোলন আর মেঘমালার গর্জনের অবশিষ্ট খুঁজতে এসো না,

ধরণীর দৃঢ়তা অযথা অন্বেষণ, ছিঁবড়ে হয়ে যাওয়া সেই সুধাফল আমি, আমাতে কিছুই পাবেনা;

বিলুপ্তের তরে আর হবার নয় শত বানী বর্ষিত, এসোনা, বিলুপ্তি মাগেনা করুনা।

সেই মাঝিবিহীন নাওয়ের ধাক্কা খেয়ে এগিয়ে চলা, জীবনের আহবান নয়, স্রোতের টানে,

সময়ের কাটাকে করে অনুসরন, শূন্য মস্তিষ্কের বৃথা অনুরণন সে বয়ে চলা, কভু হয়না পষ্ট মানে।







আমি মুক্ত-

আত্মার আহবানে সারা দেওয়া দেহ নই, বিস্ময়ে প্রান বরণ করেনা, মরনের যত জয়গান দেহমনে,

আলিঙ্গন উষ্ণতার কোন স্থান নেই, বিধ্বস্ত উত্তাপ আমার রুদ্ধশ্বাস শরীরের বরফ শীতলতায়,

এসোনা ডুবতে! আমি নির্জন তুষার ঝড়, আর বিপন্ন কিছু শব্দের আঁকিবুঁকি, অশুভ ঘিরেছে আমায়।

কেন কাঁদছ আমার তরে, কেন কাঁদছ জড় সর্বস্ব নিস্তব্ধতার পায়ে পড়ে! জীবন এখানে থাকেনা,

প্রাণহীনতার হাহাকারে জীবন খুঁজে পাবেনা, বাহন বিহীন হয়না, জীবনের জগতে মৃতের যাওয়া হয়না।





(২৩/৩/২০১৩, সকাল ৯:৩৪ মিনিট)

মন্তব্য ৪২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৫

অন্য পুরুষ বলেছেন: আমি অনুতপ্ত-


আমি রিক্ত-


আমি মুক্ত-







++++

চমৎকার ভাই।

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!

২| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৭

নিয়েল ( হিমু ) বলেছেন: কবিতা ভাল লাগল ।

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সময় করে পড়ার জন্যে কৃতজ্ঞতা হিমু ভাই।

৩| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার কবিতায় অনেক ভালোলাগা..........

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে!! :) :)

৪| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৫

যোগী বলেছেন: বাহ ! পড়তেতো বেশ লাগলো :)

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি কবিতায় ইন্টারেস্ট রাখেন দেখছি!! :)

অনেক ধন্যবাদ ভাইয়া!!

৫| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৪

মাহবু১৫৪ বলেছেন: দারূণ

++++++

ভাল লাগা

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাইয়া :)

৬| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১২

মামুন রশিদ বলেছেন: আপনার মুক্তগদ্য অনেক ভালো হয় ;)



ভালোলাগা :)

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ মামুন ভাই, এই ধরনের সব লেখায় আপনার মতো যাদের সাথে পাই, তাদের প্রতি মন থেকে কৃতজ্ঞতা আমার। :)

৭| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নার লেখাটা ভালো হইছে ।


আপ্নে কাপজাপ পোষ্টে গিয়া অযথা সময় নস্ট কইরেন না , আপ্নার লেখার হাত ভালো ! সেটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যান ।

ছাগুফাইট করেন কিন্তু রাজনৈতিক পোষ্ট এড়াইয়া গেলে ভালো হয় !

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শ্রদ্ধেয় ভাইয়ের উপদেশ মাথা পেতে নিলাম, পালনের চেষ্টা থাকবে। :)

৮| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগা রইল।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লাবনী আক্তার!! :) :)

৯| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০২

স্পাইসিস্পাই001 বলেছেন: বরাবারের মতই দূর্দান্ত কবিতা.....

+++++ ......

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ ভাইয়া!! ভাল থাকবেন শত শুভকামনা।

১০| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০২

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লাগলো।


কয়দিন ঝামেলার পর মনে হলো মুক্ত বাতাসে নিশ্বাস নিলেন।


++++++++

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নিজের ব্লগপাতা দুর্বিষহ লাগছিল। :)

১১| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

মাগুর বলেছেন: অসাধারণ কবিতা, অসাধারণ! এই প্রথম আপনার কোন কবিতা পড়ে বুঝতে পারলাম। শুধু বুঝলামই না, মন থেকে অনুভব করলাম।

আমি রিক্ত-
আমার মাঝে বৃষ্টির আন্দোলন আর মেঘমালার গর্জনের অবশিষ্ট খুঁজতে এসো না,
ধরণীর দৃঢ়তা অযথা অন্বেষণ, ছিঁবড়ে হয়ে যাওয়া সেই সুধাফল আমি, আমাতে কিছুই পাবেনা....


৮ম প্লাস সহ প্রিয়তে নিলাম।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এটা আমার স্বার্থকতা যে আপনারে বুঝাইতে পারছি। আমার মতে কবিতা হচ্ছে নিজেকে এক্সপ্রেস করা, করতে পারছি দেখে ভাল লাগলো ভাই! অনেক ধন্যবাদ জানবেন। :)

১২| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫

নোমান নমি বলেছেন: কবিতা ভালো হয়েছে। বাট এত হাহাকার কেন?
তাও ভালো হাহাকার বিদ্রোহ করতেছে।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবই মনের দোষ, কতগুলা বসন্ত গেল যে!!!!!!! :) :)

১৩| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

লেখোয়াড় বলেছেন:
কবিতা ভাল লাগল।
রাজনীতি ছেড়ে কবিতায় এটাও দেখতে ভাল লাগল।
কিন্তু রাজনীতি কবিতা কোনটাই ছাড়বেন না।

ভাল থাকুন।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সব মিলিয়েই তো আমি!! অনেক ধন্যবাদ আপনাকে এভাবে উৎসাহ দেবার জন্যে।

সাথে থাকবেন আশা রাখলাম। :)

১৪| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫

shfikul বলেছেন: বেশ গোছোনো মনে হলো কবিতাটা।সুন্দর।ভালো লেগেছে।+++

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!! :)

১৫| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এত কঠিন কবিতা লিখতে প্রতিভা লাগে! দারুণ লাগলো! +++++++++++++++

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিন্তু মৌ এটা কিন্তু সহজ করে লিখেছি!! :) :)

তোমার প্রসংশায় খুশী হলাম অনেক।

১৬| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

বোকামন বলেছেন:





চমৎকার .....
কবিতা “পড়তে’ ভালো লাগলো ...
ভালো থাকবেন ....

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ বোকামন!!! উৎসাহিত বোধ করবো।

১৭| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

এম হুসাইন বলেছেন: ১৩ তম ভাললাগা ব্রো।


সত্যি চমৎকার!
শুভকামনা।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া সময় করে এসেছেন বলে!!! :)

১৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এটা কি গদ্য কাব্য? :P

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দিলেন তো ফাঁসায়!!! আমি কেমনে বিচার করি নিজের লেখা বলেন, মনে যা আসে লিখে ফেলি!! B-) B-)

বিচারের দায় তো আপনাদের হাতে!! :)

১৯| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪২

আমিই মিসিরআলি বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা'র কৌতূহলটা আমার মনেও উঁকি দিচ্ছে :P

১৪তম ভালোলাগা +++++

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দিলেন তো ফাঁসায়!!! আমি কেমনে বিচার করি নিজের লেখা বলেন, মনে যা আসে লিখে ফেলি!! B-) B-)

বিচারের দায় তো আপনাদের হাতে!! :)

থেঙ্কু ফর ভাললাগা!!

২০| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:২৭

রোমেন রুমি বলেছেন: ভাল লাগল ।

০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ নিবেন, আর অনেক ভাল থাকুন এই শুভকামনা।

২১| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৯

স্বপনবাজ বলেছেন: কবিতা ভালো হইছে

০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ ভাই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.