নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

৮ ব্লগ ও ৩৪ নাস্তিক ব্লগারের তালিকার প্রশ্ন নয়। প্রশ্ন বাক-স্বাধীনতার, প্রশ্ন ধর্মনিরপেক্ষতার!!

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪

ইসলাম ও মহানবীকে ব্লগে অবমাননাকারী নাস্তিকদের শাস্তির দাবিতে ৮টি ব্লগ’ও ৩৪ নাস্তিক ব্লগারের তালিকা হস্তান্তর করা হয়েছে।



ইসলাম ও মহানবীকে অবমাননাকারীদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর গঠিত কমিটির কাছে এই তালিকা দেন মোহাম্মদীয়া জামেয়া শরীফ’র উপদেষ্টা ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ মাহবুব আলম আরিফ। রোববার সচিবালয়ে এই তালিকা হস্তান্তর করা হয়।



তালিকা গ্রহণের সময় অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকার বলেন, “নাস্তিক ব্লগার যারা ইসলাম ও মহানবীর অবমাননা করেছে তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সাইবার ট্রাইবুনালও গঠন করা হয়েছে।"



ইতোমধ্যে অনেক অভিযোগ পাওয়া গেছে, এগুলো অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত সচিব মাইনুদ্দিন খন্দকার জানান, কমিটির কাছে ফেসবুক ও ব্লগে আপত্তিকর বিষয়ে অভিযোগ জানাতে [email protected] ই-মেইলে অভিযোগ করতে বলা হয়েছে।



সুফিবাদে বিশ্বাসী মোহাম্মদীয়া জামেয়া শরীফ’র উপদেষ্টা ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ মাহবুব আলম আরিফ সভায় বলেন, নাস্তিক হওয়া কারো ব্যক্তিগত বিষয়। তবে নাস্তিক হয়ে ইসলাম ও মহানবীর বিরুদ্ধে ব্লগে জঘন্ন লেখা অপরাধ। এটি নিয়মিত চালিয়ে যেতে না দিয়ে বন্ধ করা উচিত। যুদ্ধাপরাধ বিচার নিষ্কলুষ রাখতেই এটি সরকারের বন্ধ করা প্রয়োজন। অবমানকারী ব্লগাদের শাস্তির আওতায় আনতে হবে। হবে বলেও উল্লেখ করেন তিনি।



মাহবুব আলম আরিফ বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ব্লগ মাত্র ৪৮টি। অথচ আমরা জানি ব্লগ পরিচালিত হচ্ছে ৩২৮টি। বিটিআরসি’র কাছে সঠিক তথ্য নেই।



তিনি বলেন, এসব ব্লগে লেখা প্রকাশ করার ক্ষেত্রে সেন্সরশীপ আরোপ করতে হবে। সামহোয়ারইন, আমার ব্লগ, সোনার বাংলা, মতিকণ্ঠসহ বিভিন্ন ব্লগে জঘন্ন লেখা চালিয়ে যাচ্ছে বলগাররা। X(X(X(



সামহোয়ারইন একজন না¯নাস্তিকের ব্লগ নরওয়ে থেকে খৃষ্টান চালাচ্ছেন। বাংলাদেশে পরিচালনা করছেন তার স্ত্রী ফেরদৌস।



তিনি আরো বলেন, চীনসহ বিভিন্ন দেশে ফেসবুক টুইটার বন্ধ করা হয়েছে। বাংলাদেশেও ইসলাম বিদ্বেস্বী ব্লগ বন্ধ করে দিতে হবে। বিটিসিএল’র কাছ থেকে ডোমেন না কিনে ব্লগ করার বিষয়ে সরকারকে পদক্ষেপপ নিতে হবে।



আল্লামা মাহবুব বলেন, অনলাইন মনিটরিং সেল গঠন করতে হবে। ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে অবমানাকারী ব্লগ পোষ্ট বন্ধ করতে হবে।

সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে ইসলামী এই চিন্তাবিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন ইসলাম ও মাহনবীকে অবমাননাকারী বরদাস্ত করা হবে না।”



তথ্যসুত্রঃ ঢাকা জার্নাল।



"জয় কি মৌলবাদীত্বের নাকি ধর্মস্বাধীনতার? জয় কি কথা বলার অধিকার এর হল, না কি টুঁটি চেপে মেরে ফেলার চেষ্টা হচ্ছে? সরকার যা করছে এতে ক্ষতি শুধু তাদেরই হবে। এভাবে প্রচার করে এই কাজগুলো করার ইমপ্যাক্ট সম্পর্কে তাদের কি কোন ধারণা আছে? সবচেয়ে অবাক লাগছে তালিকাকারিদের দেখে!!!! নাহ, নবী-রাসুলকে অপমান করা মেনে নেওয়া যাবে না, কিন্তু এখানেও কি আমরা সংবিধান মানতে পারছি? সেখানে তো বলা আছে ধর্মনিরপেক্ষতার কথা!? তবে কেন অন্তত "ধর্ম বিদ্বেষী না বলে ইসলাম ধর্ম" বিদ্বেষী বলা হল ? ব্লগ এর পায়ে এই শৃঙ্খল পড়ানো আমি মানিনা!!!!! " X(





উক্ত বিষয়ে আরও লেখাগুলোঃ



বিএনপি-জামাত/আওয়ামীলীগ, “বাক-স্বাধীনতা কার পায়ে ভূলুণ্ঠিত?” এবং কিছু সুযোগ সন্ধানী মানুষ।



সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণঃ আসিফ মহিউদ্দিন, বাক-স্বাধীনতা এবং ব্লগারদের নিরাপত্তা সংকট।

মন্তব্য ৫৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

যোগী বলেছেন: #:-S #:-S #:-S 8-|আসতেছি

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আয়া পড়েন!!!! দিনকাল খারাপ!! :( :( :(

২| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১০

দেখি তাই বলি বলেছেন: ব্লগের কন্ঠরোধের এই প্রক্রিয়াটি কোন শুভ ইংগিত না। যে কোন সরকারই এরপর থেকে এটার অপব্যবহার করতে সচেষ্ট হবে।

তবে ধর্মনিরপেক্ষতা বা ধর্মবিদ্বেষের নামে মূলত ইসলামবিদ্বেষ অনেকদিন ধরে ব্লগে চালু রয়েছে সেটা কী আপনি অস্বীকার করেন।

এমন বক্তব্যের মুখোমুখি আমাদের অনেকবার হতে হয়েছে যে, বাংলাদেশ মুসলিমপ্রধান বলেই নাস্তিকবৃন্দ ইসলামের বিরুদ্ধে লেখেন। সেটাও না হয় মানা গেল- কিন্তু স্রস্টা ও নবীদের নামে চরম অশ্লীল লেখা ব্লগে লেখা হয়েছে। ফেসবুকে তো খুব ইউজুয়াল। আমি কোন একটা ধর্মীয় মতবাদে বিশ্বাস করিনা বলে তাদের ধর্মীয় মহাপুরুষদের নামে অশ্লীল উস্কানিমূলক লেখাতো ধর্মান্ধ মৌলবাদীদের কাজ। তবে কি নাস্তিকতাও একটা ধর্ম যা মৌলবাদীও তৈরি করে।

যাই হোক বঙ্গদেশীয় নাস্তিকদের টার্গেট যদি ইসলাম ও এর ধর্মপ্রচারক হন তবে "ধর্ম বিদ্বেষী না বলে ইসলাম ধর্ম" বিদ্বেষী বলা হবে না কেন?

অতীতে এমনও শুনেছি যে ইসলামবিরোধী লেখালেখির জন্য কেউ কেউ অর্থপ্রদান করেন। এই ব্লগেই এমন অভিযোগ করে লেখা এসেছে।

যাই হোক আজ যে আমাদের মুক্তকন্ঠের উপর আঘাত আসছে সেজন্য এইসব লাগামহীন নাস্তিকরাই যে দায়ী তা কি নতুন করে বলতে হবে?

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হয়ত দায়ী!!! কিন্তু এজ অলওয়েজ, ওদেরকে বেশী পাত্তা বা গুরুত্ব দিচ্ছি আমরা!!! অনেক মতোবাদ আছে, আপনার ভাল না লাগ্লে আপনি এড়িয়ে যাবেন। কিন্তু মতোবাদ তুলে ফেলাটা হয়ত ভাল কিছু নয়।


মৌলবাদ এর অবসান চাই, কিন্তু এভাবে বাকস্বাধীনতার বিষয়টি একেবারে ঘোষণা দিয়ে ধ্বংস করে তা করা সম্ভব হবে না, বরং এটিও মৌলবাদেরই অংশ বলে মনে করছি।

৩| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫

লেহালুয়া বলেছেন: বাকস্বাধীনতা বলতে কি বুঝায় আগে সেটা বুঝেন পরে বয়ান দিয়েন।
আপনার পোস্ট দেখলে বুঝা যায় আপনের গায়ে কোন পারফিউম।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এটা যা হচ্ছে তা হল ভিন্নধর্মমতাবলম্বিদের উপরে কথা বলার নিষেধাজ্ঞা আরোপ!!!!

৪| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬

ফ্রিঞ্জ বলেছেন: ব্লগ অনেকটা অনলাইন ডায়েরী টাইপ জিনিস। এইটা তো জাতীয় দৈনিক না। আমার ব্লগে আমি কি লিখুম তাতে কার বাপের কি? আমি কি কাউরে দাওয়াত দিয়া আইনা ব্লগ পড়াই?
আমাদের দেশটা খুব অদ্ভুত!!!

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: যারা কুরুচিপূর্ণ লেখা লিখবে, ব্লগ তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিবে, এটাই ঠিক, সরকার এখানে ফোরথ পার্টি হিসেবেও আমি মানিনা!!

৫| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭

ShusthoChinta বলেছেন: মহান ব্যক্তিদেরকে অকথ্য ভাষায় গালিগালাজকারী নোংরা গালিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে বাকস্বাধীনতার ব্যত্যায় ঘটে এটা যে কোন সুস্থ মানুষই মানতে পারবে না! উল্লেখিত ৩৪ জন ধর্মবিদ্বেষী ঘৃণাবাদী জানোয়ারকে বিদায় করতে পারলে আমাদের ব্লগজগতেরই তো লাভ,অন্তত কিছুটা পরিচ্ছন্ন তো হবে ব্লগীয় পরিবেশ।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সত্য কি তাই? এটি ভবিষ্যতের জন্যে কতো খারাপ হতে পারে ভেবেছেন? সরকার এর সমালোচনা করে ভবিষ্যতে আপনিও পড়তে পারেন তাদের কুদৃষ্টিতে। সব দৃষ্টিভঙ্গির বিষয়, সরকারে জন্যে এমন ধারণা ঢুকে পড়ে যে এসব তারা নিয়ন্ত্রন করতে পারে, তাহলেই বিপদ।

৬| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮

ক্রাইম রিপোর্টার রাসেল বলেছেন: ফ্রিঞ্জ@ আমার পত্রিকায় আমি যা লেখমু তাতে কার বাপের কি?
আমি কি কাউরে জোর করে পত্রিকা পড়তে কই?

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: না সহমত না!!! আমার দেশ কি লিখেছে না লিখেছে, দেশ কিন্তু ক্ষতিগ্রস্থ ঠিকই হয়েছিল।

৭| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

জনি_ইংলিশ বলেছেন: ফ্রিঞ্জ বলেছেন: ব্লগ অনেকটা অনলাইন ডায়েরী টাইপ জিনিস। এইটা তো জাতীয় দৈনিক না। আমার ব্লগে আমি কি লিখুম তাতে কার বাপের কি? আমি কি কাউরে দাওয়াত দিয়া আইনা ব্লগ পড়াই?
আমাদের দেশটা খুব অদ্ভুত!!!
সহমত

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ নিবেন। ডায়েরীর পাতাগুলোও সাবধানে রাখতে হবে সবার। B:-) B:-) B:-)

৮| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

আফজালনবীনগর বলেছেন: যাদের তালিকা দেওয়া হয়েছে তাদের শাস্তি দিলেই ব্লগারদের যে বদনাম আজ মুখে মুখে তা থেকে সাধারন ব্লগাররা মুক্তি পাবে ।
এ দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম তা ভুলে গেলে চল্বেনা।

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আন্নেরে কইলাম চিনি, নাস্তিকদের মধ্যে আছে কিছু মৌলবাদী আর মুসলমানদের মাঝে কিছু, আপনিও একটায় সহজে ঢুকে যাবেন। সো...

৯| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

ফ্রিঞ্জ বলেছেন: "ক্রাইম রিপোর্টার রাসেল বলেছেন: ফ্রিঞ্জ@ আমার পত্রিকায় আমি যা লেখমু তাতে কার বাপের কি?
আমি কি কাউরে জোর করে পত্রিকা পড়তে কই?"

আমি জাতীয় পত্রিকার কথা বলসি... জাতীয় পত্রিকা আর ব্লগে পার্থক্য আছে।
চাইলেই আপনার ব্লগে আপনি যা খুশি লিখতে পারবেন... জাতীয় পত্রিকায় পারবেন না।

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি অবশ্য এই "যা খুশী তাই" এর বিষয়ে আপত্তি রাখি। বাক দায়িত্বশীলতার বিষয় রয়েছে। সামুর কথাই ধরুন, প্রথম পাতায় একটা পোস্ট গেলে শখানেক মানুষ তো পড়বেই। অনাকে অজান্তেও পড়তে পারে।

আপনি চাইলেই লিখতে পারেন না, একাত্তরে পাকিস্তান এর কাজই ঠিক ছিল আর বাংলাদেশ বেঠিক করেছে। চাইলেই আপনি একজন ধার্মিককে গালি দিতে পারেন না যেমন একজন ধার্মিক পারেন না একজন নাস্তিককে দিতে।

১০| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

আমরা তোমাদের ভুলব না বলেছেন: ধর্ম নিরপেক্ষতার নামে অন্য ধর্মরে নিয়ে কচলাকচলি করবা,
সেনসিটিভ ইস্যু নিয়ে গাল মন্দ করবা, আর পাব্লিক পাছার কাপড় তুলে দিবে মারার জন্য???????????
এই চিন্তা মাথায় থাকলে যাও, চুলায় বালু দিয়ে আসো, গরম হোক, তারপর মুড়ি ভাজতে থাকো।
সেই মুড়ি নিজের পাছার ভিতর ঢুকায় আরাম নাও।

১১| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫

আমরা তোমাদের ভুলব না বলেছেন: ShusthoChinta বলেছেন: মহান ব্যক্তিদেরকে অকথ্য ভাষায় গালিগালাজকারী নোংরা গালিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে বাকস্বাধীনতার ব্যত্যায় ঘটে এটা যে কোন সুস্থ মানুষই মানতে পারবে না! উল্লেখিত ৩৪ জন ধর্মবিদ্বেষী ঘৃণাবাদী জানোয়ারকে বিদায় করতে পারলে আমাদের ব্লগজগতেরই তো লাভ,অন্তত কিছুটা পরিচ্ছন্ন তো হবে ব্লগীয় পরিবেশ।

০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার আগের কমেন্ট যথেষ্ট নোংরা। আপনি আস্তিক তাই পরিচ্ছন্ন বলা যাবে।

১২| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯

ক্রাইম রিপোর্টার রাসেল বলেছেন: ফ্রিঞ্জ@ তাইলে আপনার ব্লগটাকে আপনি আপনার পকেটে রাখুন। কেউ হাত দিবে না।
গলায় আর পিঠে ঝুলাইলে তো পত্রিকার মতই হলো। তাই না?

০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: লিখলে, পাঠক এর জন্যে লিখলে কি লেখা হবে তার বিষয়ে দায়িত্বশীল হতে হয় সত্য। তেমনি কে পড়বে আর কে পড়বে না, তাও নিশ্চিত করে বলা সম্ভব নয়।

ব্যাবস্থা ব্লগ নিবে, সরকার দিতে পারে নীতিমালা।

১৩| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯

অপরিচিত অতিথি বলেছেন: good decision.

০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :| :| :|

১৪| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

ফ্রিঞ্জ বলেছেন: ক্রাইম রিপোর্টার রাসেল বলেছেন: ফ্রিঞ্জ@ তাইলে আপনার ব্লগটাকে আপনি আপনার পকেটে রাখুন। কেউ হাত দিবে না।
গলায় আর পিঠে ঝুলাইলে তো পত্রিকার মতই হলো। তাই না?


একমত।
তবে ঝুলানোর ব্যবস্থা করতেসে কমিউনিটি ব্লগার অফিশিয়ালরা। তারা আমাকে প্রথম পাতায় এক্সেস দিয়া রাখসে আমি উলটাপালটা লেখিনা বলে।

জনপ্রিয় কমিউনিটি ব্লগ গুলা অনেকটা নিউজপেপার এর মত। তাদের উচিত প্রথম লেখা ঝুলানোর আগে রিভিউ করা।

তবে পার্সোনাল ব্লগে আমি যা খুশি লিখতে পারি... আমার দোস্তদের পড়তে দিতে পারি। পাব্লিক আইসা উকি মারলে আর তাদের কোন অনুভুতিতে আঘাত লাগ্লে আমার কিছু করার নাই। তাদেরকে ঐখানে উকি দিতে বলিনাই।

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত, ব্লগ এর দায়িত্ব সরকার নিলে চলবে না।

১৫| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন: প্রথম থেকে ব্লগ কতৃপক্ষ পদক্ষেপ নিলে এখন এ অবস্থা হইতো না , এই অবস্থার জইন্য দায়ী কতৃপক্ষ , এখন কয়টা কুত্তা নাস্তিকের কারনে আমার রম্য পোষ্টও মনিটর করা হবে ।

০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: যা হচ্ছে, ঠিক হচ্ছে না। একদম ঠিক হচ্ছে না।

১৬| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪

নিকষ বলেছেন: জয় কি মৌলবাদীত্বের নাকি ধর্মস্বাধীনতার?

ভুল প্রশ্ন, একটা ফাউন্ডেশনাল বায়াস, কারণ আপনি ধারণা করে নিচ্ছেন যারা বিভিন্ন অনলাইন কমিউনিটিগুলিতে ইসলাম ধর্ম এবং মুহাম্মাদের নামে অশ্লীলগীত গাচ্ছে তারা ধর্মীয় স্বাধীনতার জন্য লড়ছে; আর যারা এই সব ধর্ষকদের কূৎসিত মনোবৃত্তির হাত থেকে নিজের ধর্মীয় অস্তিত্ব, ধর্মের প্রেরিতপুরুষের সম্মান, মর্যাদা রক্ষা করতে চায় তারা সবাই মৌলবাদী।

প্রশ্ন হওয়া উচিত; জয় হবে কি অশ্লীলগীতের নাকি নোংরামির হাত থেকে বাচতে চাওয়া কিছু সাধারণ মুসলিমদের – যাদের কোন আগ্রহ হয়ত নাই কে আস্তিক, কে নাস্তিক, কে অজ্ঞেয়বাদী, কে ভিন্নধর্মাবলম্বী? যারা শুধু চায়, তার বিশ্বাস, তার ধর্মীয় আচারাদি, ধর্মীয় প্রেরিতপুরুষদের (আদম থেকে শুরু করে মুহাম্মাদ) নিয়ে যেন কূৎসাগীত গাওয়া না হয়; তার বিশ্বাসের প্রতি নূন্যতম সম্মানটা জানানো হয়।

মুহাম্মদকে “মোহাম্মক”/”মহাউন্মাদ” বলা, ইসলামকে “এচলাম”, “আল্লায় খাটের তলে বইয়া গাঞ্জা টানে”- এই জাতীয় অযৌক্তিক, বিকৃত কথাবার্তা এগুলি বাক স্বাধীনতার কোন সংজ্ঞাতেই পরে না।

দোষ শুধু ঐ সংগঠনের, সরকারের অথবা ঐ অশ্লীলতা প্রচারকারীর না। দোষ অনলাইন কমিউনিটিগুলিরও আছে; তারাও ধোয়া তুলসী পাতা না। সাধারণ ব্লগার, যারা মোটাদাগে ইসলাম ধর্মে বিশ্বাস করে (হয়ত এক রাকাত নামাজও পড়ে না, রোজা রাখে না, ইসলামী কোন অনুশাসন ও মানে না, আমিও যেই গোত্রভুক্ত) এবং যারা চায় না বাক স্বাধীনতার বিনাশ হোক, যারা কোন ইসলামী সংগঠনের সাথেও যুক্ত না, মৌলবাদীতার আশ পাশ দিয়েও নাই যারা, তারা সবসময়ই এই বিকৃত কর্মকান্ডের প্রতিবাদ করেছে, করছে, হয়ত ভবিষ্যতেও করবে; কারণ যেটার প্রতিবাদ করা হচ্ছে সেটা আদতে বাকস্বাধীনতা না।

আজকে যদি এই ইস্যু নিয়ে কোন রাজনীতি হয়, এটার পুরোটার দায়ভার ঐ অশ্লীলতার চর্চাকারী এবং এবং ঐ অশ্লীলতার তোষণ করা অনলাইন কমিউনিটিগুলির। তারাই এই সুযোগ করে দিসে ঐ রাজনৈতিকদের, এবং যেটার লেজ ধরে হয়ত (সম্ভবনা উড়িয়ে দেয়া যায় না, যে সরকার – তার অবৈধ কাজকর্ম, দুর্ণীতি্, দুঃশাসনের বিরুদ্ধে যৌক্তিক, প্রাসঙ্গিক কন্ঠস্বরেরও টুঁটি চেপে ধরতে পারে) অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটতে পারে। সাধারণ ব্লগারদের প্রতিবাদের কথা বাদ দেন, অনলাইন কমিউনিটিগুলি যদি নিজেদের নীতিমালা মেনেও কাজ করত তাহলে হয়ত এই দিন হয়ত দেখতে হত না।

১৭| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১

ক্রাইম রিপোর্টার রাসেল বলেছেন: ফ্রিঞ্জ@ আপনার সাথে আমি জাস্ট আমার অনুভুতিগুলো শেয়ার করছি। আশা করি সুন্দরভাবে নিবেন।
/
আপনার কমেন্টের শেষ অংশটার জবাবে বলছি-
আপনি যেহেতু আমাদের সমাজেরই একটা অংশ তাই আপনার ব্যক্তিগত অন্যায়ে কি আমরা আমাদের সমাজের কল্যাণে সামাজিভাবে বাধা দিতে পারবোনা?

১৮| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

ফ্রিঞ্জ বলেছেন: @ক্রাইম রিপোর্টার রাসেলঃ
আমার মতামত হল, এই দেশের মানুষ এক্সট্রা সেন্সিটিভ।
আমাকে আপনি উন্মাদ বললেই আমি উন্মাদ হয়ে যাবনা। আমাকে যারা চিনে তারা ঠিকই জানে আমি কেমন।
তেমিন কোন ধর্মের প্রচারক / রাজনৈতিক নেতা / পীরকে কেউ যদি উন্মাদ / ভন্ড বলে তার ব্লগে প্রচার করে তাহলেও তা সত্য হয়ে যায়না। তার ফলোয়ার যারা তারাই বিচার করবে ঠিক না বেঠিক। তাই বলে তার গলা টিপে ধরা ঠিক না (অন্তত নীতিগত ভাবে)।
তার যুক্তি বা অপপ্রচারকে আপনার যুক্তি দিয়ে মোকাবেলা করুন বা জাস্ট ইগ্নোর করুন।

তবে চাঁদে সাইদী দেখা গেছে বলে যেই দেশে রায়ট সৃষ্টি করা যায় সেই দেশের সরকারকে অদ্ভুত সব ডিসিশন নিতে হয়... তাইতো বললাম দেশটা অদ্ভুত! সরকারের বর্তমান ডিসিশন টেকনিকালি ঠিক আছে (নাস্তিক ধরা অভিযান)। এতে এক্সট্রা সেন্সিটিভ লোকজন আর ইস্যু পাবেনা!

১৯| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বিষয় তো প্যাচ লেগে গেছে...

২০| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

ক্রাইম রিপোর্টার রাসেল বলেছেন: ফ্রিঞ্জ@ আমি বলতে চাচ্ছি,
আপনি যেভাবে ঢালাও বলেছেন- ‍"আপনি আপনার ঘরে/ব্লগে যা ইচ্ছা তা করবেন"---এটাকে কোন সমাজই মনে হয় প্রমোট করবে না। কি বলেন...?

২১| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

ফ্রিঞ্জ বলেছেন: @ক্রাইম রিপোর্টার রাসেল:
আমার ঘরে আমি যদি নেংটা হয়ে থাকি তাহলে ঘরের মানুষ আমাকে ছেড়ে চলে যাবে। তবে আমার ঘরে আমি শুধু লুঙ্গি পড়ে থাকলে কেউ আপত্তি করেনা।
কিন্তু কোন অনুষ্ঠানে গেলে আমি শুধু লুঙ্গি পড়ে যাবনা...
ওইরকম আর কি!
১৮+ পোস্ট দেখলে ১৮- লোকজনের যেমন না দেখা উচিত। এন্টি রিলিজিওন পোস্ট দেখলেও রিলিজিয়াস / সেন্সিটিভ লোকের এভয়েড করা উচিত।

২২| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

নামহীন যুবক বলেছেন: Anti religion post diben valo kotha ......Kono dhormo k aakromon kore kotha bolar odhikar kaok dewa hoi nai...Nastik ra jukty dia proman korte parle koruk j sroshta bole keo nai....but kono nashtik k e ta korte dekha jay na....tara muloto ISLAM dhormo k nia bengo bidrup o ottonto apottikor vasay lekha lekhe....................Eta k nastikota mante ami naraj...eta akta nirdishto dhormo er proti uddessomulok birodhita.......ar ae dhormobirodhita k jodi nastikota bolte chay keo...then ami sorkar er dcsn k sagoto janssi......


Karo Dhormanuvuti te Aaghat dewar odhikar kao k dewa hoinai.....

X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

২৩| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :(

২৪| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

জেমস বন্ড বলেছেন: সরকার কে

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৫| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

হাছুইন্যা বলেছেন: আপনার পোস্টের হেডলাইনে একটু সমস্যা আছে। প্রশ্ন বাকস্বাধীনতার লিখেছেন। বাক-স্বাধীনতা মানে কি?? আপনার যা খুশী যেমন ইচ্ছা তেমন লিখবেন?? সেটা যে নয় আপনিতো সেটা জানেন আমি বিশ্বাস করি। লিস্টেড সবাই না হলেও অনেকেই যে ভাষা ব্যবহার করতেন নাস্তিকতা প্রচারের নামে সেটা মোটেও বাক-স্বাধীনতার সংজ্ঞায় পড়ে না।

তারপর লিখেছেন ধর্মনিরপেক্ষতার। ভাই ধর্মনিরপেক্ষতার জন্য কি মুসলমানদের ধর্মবিশ্বাসকে আচ্ছামতো গালি দিতে হবে?? ব্লগে আমার বয়স বেশী না মাত্র ২ বছরের কাছাকাছি। এই অল্প দিনেই যথেষ্ট নোংরামি দেখেছি অনেকের। তবে কখনই চাইনি এরা লেখালেখি বন্ধ করে দিক, আমি চাই অযৌক্তিকভাবে কুতসিৎ ভাষায় ধর্মকে ব্যাঙ্গ করা বন্ধ হোক। ধন্যবাদ।

২৬| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

আয়রন ম্যান বলেছেন: আচ্ছা বাক স্বাধীনতার নামে যদি আমি ব্লগে এই দেশের বিরুদ্ধে অনবরত কুৎসা রাটাতে থাকি, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের নিয়ে কুটুক্তি করতে থাকি (বাস্তবে যেন আমার দ্বারা কখনো এরকম না হয়), জাতির জনককে নিয়ে খারাপ মন্তব্য করতে থাকি তাহলে কি আমি সঠিক কাজ করবো বলে আপনি মনে করেন? এবং এর জন্য কি আমার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া যাবে না?
এহেন কাজের দ্বারা যদি আমার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হয় তবে কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত দিয়ে ধর্মের বিরুদ্ধে কুটুক্তিকারীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যাবে না।
-----------------------
শোনেন, বাকস্বাধীনতা ভাল, তবে তা কখনো কোন দেশ, জাতি, গোষ্ঠি, ধর্ম বা বর্ণকে আঘাত হতে পারে না।
আপনার যেমন মুখ আছে, আমার দেশ, জাতি, গোষ্ঠি কিংবা ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারেন, তেমনি আমার জন্যও আইন আছে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।
সুতরাং যে বা যারাই বাকস্বাধীনতার নামে কোন ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার অধিকার যেকোন সভ্য দেশ বা সভ্য মানুষের আছে।

২৭| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ত্বহির বলেছেন: আচ্ছা বাক স্বাধীনতার নামে যদি আমি ব্লগে এই দেশের বিরুদ্ধে অনবরত কুৎসা রাটাতে থাকি, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের নিয়ে কুটুক্তি করতে থাকি (বাস্তবে যেন আমার দ্বারা কখনো এরকম না হয়), জাতির জনককে নিয়ে খারাপ মন্তব্য করতে থাকি তাহলে কি আমি সঠিক কাজ করবো বলে আপনি মনে করেন? এবং এর জন্য কি আমার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া যাবে না?
এহেন কাজের দ্বারা যদি আমার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হয় তবে কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত দিয়ে ধর্মের বিরুদ্ধে কুটুক্তিকারীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যাবে না।
-----------------------
শোনেন, বাকস্বাধীনতা ভাল, তবে তা কখনো কোন দেশ, জাতি, গোষ্ঠি, ধর্ম বা বর্ণকে আঘাত হতে পারে না।
আপনার যেমন মুখ আছে, আমার দেশ, জাতি, গোষ্ঠি কিংবা ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারেন, তেমনি আমার জন্যও আইন আছে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।
সুতরাং যে বা যারাই বাকস্বাধীনতার নামে কোন ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার অধিকার যেকোন সভ্য দেশ বা সভ্য মানুষের আছে।

সহমত

২৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৪

জুল ভার্ন বলেছেন: সুফিবাদে বিশ্বাসী মোহাম্মদীয়া জামেয়া শরীফ’র উপদেষ্টা ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ মাহবুব আলম আরিফ সভায় অনেক কথা বলেছেন।আমি তার একটি ফালতু কথার প্রতিবাদ করছি-তিনি বলেছেন-“ সামহোয়ারইন একজন না¯নাস্তিকের ব্লগ নরওয়ে থেকে খৃষ্টান চালাচ্ছেন। বাংলাদেশে পরিচালনা করছেন তার স্ত্রী ফেরদৌস”!

আমাদের একটা ট্রেন্ড হচ্ছে সব কিছুতেই দৃশ্ব্যমান ব্যাক্তিকে দোষারোপ করা। তেমন পরিস্থিতির শিকার হচ্ছেন জনাব আরিল। উনি একজন বিদেশী নাগরিক বলেই সুযোগ পেলেই উনাকে যেযারমত করে দোষারোপ করতে উঠেপরে লাগি। অথচ, সচেতণ ব্লগারগন জানেন, লক্ষ করেছেন জনাব আরিল সামহ্যোয়ারইন ব্লগ বিষয়ে কোনো ডিসিশন নেন/দেননা। জনাব আরিল বাংলাকে ভালবেসে, আমাদের একজন বাংলাদেশী বাংগালী বোনকে ভালবেসে, যিনি নিজের পরিশ্রমলব্ধ টাকায় বছরের পর বছর আর্থীক ক্ষতির সম্মুখীন হয়েও আজ সামহ্যোয়ারইন ব্লগের মাধ্যমে বাংলা ভাষাকে দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিয়েছেন-দুনিয়া জুড়ে ছরিয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীদের এক সুতায় বেঁধেছেন-সেই সত্যকে আমরা ভুলেগিয়ে একজন বাংলাভাষা প্রেমী মেহমানকে শুধু অপদস্থ্য করার অপপ্রয়াশ চালাচ্ছি! প্রসংগত বলতে চাই-সামুর প্রতিষ্ঠাতা জানা-আরিল কখনওই ইসলাম বিদ্বেসী গালিবাজ ব্লগার আরিফুর/পিয়ালদের/সবাকদের প্রশ্রয় দেয়নি। শুধু মাত্র আরিফুর, সবাকদের ধর্ম বিদ্বেসী গালাগালীর কারনেই ওদের একাধিক নিক ব্যান করা হয়েছে। পিয়াল, স্বপ্নকথক, আরিফ, রাজসোহানরা জানাকে ব্যাক্তি আক্রমন করে অনেক অশ্লীলতা করেছে, অনেক গালাগাল করেছো, যা সুস্পস্ট ভাবেই পর্ণ আইন-অপরাধের পর্যায়, ফৌযদারী অপরাধের দায়ে অপরাধী -তারপরেও ব্যাক্তিগত ভাবে জানা কোনো ফৌজদারী আইনী ব্যাবস্থাতো দুরের কথা ব্লগ আইনেরও নুন্যতম প্রতিশোধ মুলক ব্যাবস্থাও গ্রহন করেননি শুধু মাত্র সাধারন ব্লগারগন যাতে মনে নাকরেন-তিনি তার ক্ষমতার দাপট দেখিয়েছেন ভেবে। কুকুরের কাজ কুকুর করেছে তাই একজন সুশিক্ষত জানা বিচারের ভার আমাদেরমত সাধারন ব্লগার/পাঠকদের উপরেই ছেড়ে দিয়েছিলেন- এটা মিজ জানার ব্যার্থতা নয়-ভন্ডদের শিক্ষাদিতে শ্রেফ করুনা!

আমরা সবাই জানি-শাহাবাগে তরুন প্রজন্মের আন্দোলন শুরু হয়েছিল সামহোয়্যারইন ব্লগারদের মাধ্যমেই। কিন্তু সামহোয়্যারইন ব্লগ অথা জানাকে অপদস্থ্য করতেই শাহাবাগ আন্দোলনের কৃতিত্ব সামহোয়্যারইন ব্লগারদের হাত থেকে ছিনতাই করতেই কিছু মুখ চেনা তথাকথিত ব্লগার বিভিন্ন মাধ্যমে জানাকে ভয়ভীতি প্রদর্শন করে, রাজাকার ট্যাগিং করে বিব্রত করতেও পিছপা হয়নি-সে বিষয়ে জানা আইনের আশ্রয় চেয়ে থানায় জিডি করেছেন কিন্তু শত্রুদের চিনে-জেনেও কোনো প্রকার ব্যক্তিগত আক্রমন করে ওদেরমত নোংরামী করেনি-সেটাও জানার উদারতা।

আমরা অনেকেই আরিলকে একজন বিদেশী বলেই সমালোচনা করে ক্ষান্ত নই-আরিলকে খৃষ্টান/ইহুদী উল্লেখ করেও অপদস্থ্য করছি অহরহ এবং জানাকেও ইসলাম ধর্ম বিদ্বেসী বলে ব্লগে ধর্ম বিদ্বেসীদের সহযোগী বলে জানার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছি! প্রসংগত জানা-আরিলের অনুমতি ব্যতিরেকেই জানা-আরিলের একটি ব্যক্তিগত বিষয় আজ পাঠকদের সাথে শেয়ার করছি। জানা এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান-যিনি সম্পূর্ণ ইমান আকিদায় নিজ ধর্ম পালনে অভ্যস্থ। তিনি ধর্মান্ধ নন কিন্তু ধর্ম ভীরু। তিনি একজন ধর্ম ভীরু মুসলিম নারী বলেই একজন খৃষ্টান ধর্মাবলম্বী আরিলকে বিয়ে করার আগে আরিল স্বেচ্ছায় স্বজ্ঞানে ইসলাম ধর্মে দিক্ষীত হয়ে জানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ইসলাম ধর্মকে সম্মানীত করেছেন, একজন বাংগালী, বাংলাদেশী মুসলিম নারীকে সম্মানীত করেছেন।

অতএব, সকলের কাছে অনুরোধ থাকবে ব্লগের বিষয় নিয়ে ব্যক্তি জানা-আরিলকে জেনো আমরা অসম্মান নাকরি।

২৯| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫০

মাসরুর প্রধান বলেছেন: রাস্তায় সিগারেট খামু কার. কি? রাস্তায় নেঙ্টা হইয়া নাচমু কার কি?
আসলে কি তাই? কোন কিছু প্রকাশ্যে আসলে তা যাতে অন্যকে আঘাত না করে সেটা ভাবা উচিত ছিল। কিছু নস্তিক নামধারী তা করে নাই।
স্বাধীনতার অপব্যবহার করার জন্যই আজকের এই পরিস্থিতি।

৩০| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: ব্লগের উপর একটি সুস্পষ্ট নীতিমালার ভিত্তিতে সরকারের নজরদারি অবশ্যই কাম্য. অনিয়ন্ত্রিত কোন কিছুরই ফলাফল শুভ নয়. ব্লগ কোন প্রচলিত ডায়েরি না, এখানে নিজের মতামত দেয়া হয়, তার প্রচারণা হয়, অন্যের মতামতকে সাপোর্ট বা অফেন্ড করা হয়. ইন্টারনেটের প্রসারের সাথে এর জনসম্পৃক্ততা ব্যপক বাড়ছে, এর মাধ্যমে জনমত গঠিত হয়, ক্যাচাল সৃষ্টি হয় এবং সেটা সামাজিক অস্থিরতাও সৃষ্টি করে. আর করে বলেই বর্তমান পরিস্থিতির উদ্ভব হয়েছে. অতএব একে ভগবানের ষাড়ের মত ছেড়ে দেয়া যায় না.

আমার পোস্ট, কমেন্টের উপর মডারেটরের মর্জিমত ছড়ি ঘুরাতে পারলে এমনকি আমার নিকটি ব্লগ কর্তৃপক্ষের খামখেয়ালিতে যখন তখন সুলেমানি ব্যান খেতে পারলে ব্লগের উপর সরকারের কর্তৃত্ব থাকবে না - এটা কোন যুক্তিতে? ব্লগার হয়ে আমিতো মডারেশনের ইচ্ছার কাছে পদে পদে বলি হই, তবে ব্লগ নিজে কেন একা ভগবানের ষাড় হতে চাইবে?

৩১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

অচিন.... বলেছেন: লেখক বলেছেন: হয়ত দায়ী!!! কিন্তু এজ অলওয়েজ, ওদেরকে বেশী পাত্তা বা গুরুত্ব দিচ্ছি আমরা!!! অনেক মতোবাদ আছে, আপনার ভাল না লাগ্লে আপনি এড়িয়ে যাবেন। কিন্তু মতোবাদ তুলে ফেলাটা হয়ত ভাল কিছু নয়।

ব্লগে জামাতের পক্ষে কেউ লেখলে কি আপনি এড়িয়ে যান?

৩২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৪

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: "তিনি একজন ধর্ম ভীরু মুসলিম নারী বলেই একজন খৃষ্টান ধর্মাবলম্বী আরিলকে বিয়ে করার আগে আরিল স্বেচ্ছায় স্বজ্ঞানে ইসলাম ধর্মে দিক্ষীত হয়ে জানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ইসলাম ধর্মকে সম্মানীত করেছেন, একজন বাংগালী, বাংলাদেশী মুসলিম নারীকে সম্মানীত করেছেন। "

কেউ ইসলাম ধর্ম গ্রহন করলে ইসলাম ধর্ম সম্মানীত হয়, জানতাম নাতো =p~ =p~ , অনিচ্ছাকৃত ভুল হলে ঠিক করে দেবেন আশা করি।

৩৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

ক্রাইম রিপোর্টার রাসেল বলেছেন: ফ্রিঞ্জ@ আমরা আমাদের সমাজের শৃঙ্খলার স্বার্থে কাউকে ১৮+ পোস্ট করার সুবিধা দিতে পারি না, উন্মুক্ত মঞ্চে।
আপনি একজন অবুঝ শিশুর সামনে কি কখনো আগুনের লাল টুকরা রেখে দিয়ে বলবেন বাবা এটা ধরো না। তেমনি ১৮- দের সামনে ব্লগে ১৮+ পোস্ট দিয়ে বলবেন, বাবা এটা দেইখো না। এটা হতে পারে না........

৩৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:২২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ব্লগে আমি লিখবো আমার লেখাকে সেন্সর করতে পারবে ব্লগ কর্তপক্ষ এখানে সরকারের কাজ কি? আরো কাজ তো আছে! সেগুলোতে মনোযোগ দিক! ব্লগ সোশাল নেটওয়ার্কিং এসব যায়গায় সরকারের নিয়ন্ত্রণ মানতেপারছি না!

৩৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১

দিশার বলেছেন: ওরা আমাদের মুখের কথা কইরা নিতে চায় !

৩৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

এস আর সজল বলেছেন: আজ আমি কোথাও যাবো না বলেছেন: ব্লগে আমি লিখবো আমার লেখাকে সেন্সর করতে পারবে ব্লগ কর্তপক্ষ এখানে সরকারের কাজ কি? আরো কাজ তো আছে! সেগুলোতে মনোযোগ দিক! ব্লগ সোশাল নেটওয়ার্কিং এসব যায়গায় সরকারের নিয়ন্ত্রণ মানতেপারছি না!

৩৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫১

ফ্রিঞ্জ বলেছেন: ফ্রিঞ্জ@ আমরা আমাদের সমাজের শৃঙ্খলার স্বার্থে কাউকে ১৮+ পোস্ট করার সুবিধা দিতে পারি না, উন্মুক্ত মঞ্চে।
আপনি একজন অবুঝ শিশুর সামনে কি কখনো আগুনের লাল টুকরা রেখে দিয়ে বলবেন বাবা এটা ধরো না। তেমনি ১৮- দের সামনে ব্লগে ১৮+ পোস্ট দিয়ে বলবেন, বাবা এটা দেইখো না। এটা হতে পারে না........


হুম।
'দুষ্টু দুষ্টু' কি ওয়ার্ড জানে এমন পোলাপান গুগল / গুগল ইমেজ এ সার্চ দিলেই কিন্তু দুষ্টু দুষ্টু সাইট / ইমেজ চলে আসবে। এখন কি গুগল বন্ধ করে দিবে?

ইন্টারনেট এ ব্যান চালায়া কেউ সুবিধা করতে পারেনাই। সামু বন্ধ হইলে আরেকজন আরেকটা সাইট খুলবে। দেশ থিকা না পারলে বিদেশ থিকা খুলবে। সেইখানে তো গভমেন্ট কিছুই করতে পারবেনা। বঙ্গবন্ধুর খুনি একজনরেই তো ক্যানাডা থেকে আনতে পারতেসেনা!

শুনলাম গভমেন্ট নাকি ব্লগার দের আইপি চায়। এখন আমি যদি 'টর' বা অন্য কোন প্রক্সি দিয়া হাবিজাবি পোস্ট দেই তাইলে কি করতে পারবে?

৩৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:২০

রুদ্র মানব বলেছেন: এইটা নাস্তিক-বিরোধী না , পুরাই পলিটিকাল লিস্ট । ভোটের রাজনীতি সবাই করতে চায় , তাই মাঝখানে মাইনকার চিপায় আমরা :(

৩৯| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩১

দায়িত্ববান নাগরিক বলেছেন: মৌলবাদীদের জয় জয়কার। আমি একটু হতাশ হয়ে গেছি সরকারের সিদ্ধান্তে এবং ইদানীং কতগুলো খবরে। তবে তরুন প্রজন্ম আমাদের আশার আলো।

জয় তারুন্য।

৪০| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৬

এম হুসাইন বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: মৌলবাদীদের জয় জয়কার। আমি একটু হতাশ হয়ে গেছি সরকারের সিদ্ধান্তে এবং ইদানীং কতগুলো খবরে। তবে তরুন প্রজন্ম আমাদের আশার আলো।

জয় তারুন্য।


সহমত।

৪১| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৭

রাফা বলেছেন: কোন অজুহাতেই ব্লগে সরকারের হস্তক্ষেপ কাম্য নয়।

ব্লগকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তারা তাদের নিয়মে নিতীতে চলবে না সরকারের নির্দেশে।

৪২| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭

ক্ষুধিত পাষাণ বলেছেন: মডারেটর ও মডারেশন প্যানেলের অতি উতসাহি কয়েকজনের অদুরদর্শিতার জন্যই আজ ব্লগ ও ব্লগারগন বিপদের সম্মুখীন।

৪৩| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

ShusthoChinta বলেছেন: @জুলভার্ন, আরিল্ড ইসলাম গ্রহন করেছে এ ব্যাপারে আপনি শিওর???

৪৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৯

ফারজানা শিরিন বলেছেন: আমি মুসলমান বলে কি আপনি আমার হিন্দু দেবতাদের নিয়ে করা কটূক্তিকে ধর্ম নিরপেক্ষতা বলবেন ?

৪৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:
জুল ভার্ন বলেছেন: সুফিবাদে বিশ্বাসী মোহাম্মদীয়া জামেয়া শরীফ’র উপদেষ্টা ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ মাহবুব আলম আরিফ সভায় অনেক কথা বলেছেন।আমি তার একটি ফালতু কথার প্রতিবাদ করছি-তিনি বলেছেন-“ সামহোয়ারইন একজন না¯নাস্তিকের ব্লগ নরওয়ে থেকে খৃষ্টান চালাচ্ছেন। বাংলাদেশে পরিচালনা করছেন তার স্ত্রী ফেরদৌস”!

আমাদের একটা ট্রেন্ড হচ্ছে সব কিছুতেই দৃশ্ব্যমান ব্যাক্তিকে দোষারোপ করা। তেমন পরিস্থিতির শিকার হচ্ছেন জনাব আরিল। উনি একজন বিদেশী নাগরিক বলেই সুযোগ পেলেই উনাকে যেযারমত করে দোষারোপ করতে উঠেপরে লাগি। অথচ, সচেতণ ব্লগারগন জানেন, লক্ষ করেছেন জনাব আরিল সামহ্যোয়ারইন ব্লগ বিষয়ে কোনো ডিসিশন নেন/দেননা। জনাব আরিল বাংলাকে ভালবেসে, আমাদের একজন বাংলাদেশী বাংগালী বোনকে ভালবেসে, যিনি নিজের পরিশ্রমলব্ধ টাকায় বছরের পর বছর আর্থীক ক্ষতির সম্মুখীন হয়েও আজ সামহ্যোয়ারইন ব্লগের মাধ্যমে বাংলা ভাষাকে দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিয়েছেন-দুনিয়া জুড়ে ছরিয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীদের এক সুতায় বেঁধেছেন-সেই সত্যকে আমরা ভুলেগিয়ে একজন বাংলাভাষা প্রেমী মেহমানকে শুধু অপদস্থ্য করার অপপ্রয়াশ চালাচ্ছি! প্রসংগত বলতে চাই-সামুর প্রতিষ্ঠাতা জানা-আরিল কখনওই ইসলাম বিদ্বেসী গালিবাজ ব্লগার আরিফুর/পিয়ালদের/সবাকদের প্রশ্রয় দেয়নি। শুধু মাত্র আরিফুর, সবাকদের ধর্ম বিদ্বেসী গালাগালীর কারনেই ওদের একাধিক নিক ব্যান করা হয়েছে। পিয়াল, স্বপ্নকথক, আরিফ, রাজসোহানরা জানাকে ব্যাক্তি আক্রমন করে অনেক অশ্লীলতা করেছে, অনেক গালাগাল করেছো, যা সুস্পস্ট ভাবেই পর্ণ আইন-অপরাধের পর্যায়, ফৌযদারী অপরাধের দায়ে অপরাধী -তারপরেও ব্যাক্তিগত ভাবে জানা কোনো ফৌজদারী আইনী ব্যাবস্থাতো দুরের কথা ব্লগ আইনেরও নুন্যতম প্রতিশোধ মুলক ব্যাবস্থাও গ্রহন করেননি শুধু মাত্র সাধারন ব্লগারগন যাতে মনে নাকরেন-তিনি তার ক্ষমতার দাপট দেখিয়েছেন ভেবে। কুকুরের কাজ কুকুর করেছে তাই একজন সুশিক্ষত জানা বিচারের ভার আমাদেরমত সাধারন ব্লগার/পাঠকদের উপরেই ছেড়ে দিয়েছিলেন- এটা মিজ জানার ব্যার্থতা নয়-ভন্ডদের শিক্ষাদিতে শ্রেফ করুনা!

আমরা সবাই জানি-শাহাবাগে তরুন প্রজন্মের আন্দোলন শুরু হয়েছিল সামহোয়্যারইন ব্লগারদের মাধ্যমেই। কিন্তু সামহোয়্যারইন ব্লগ অথা জানাকে অপদস্থ্য করতেই শাহাবাগ আন্দোলনের কৃতিত্ব সামহোয়্যারইন ব্লগারদের হাত থেকে ছিনতাই করতেই কিছু মুখ চেনা তথাকথিত ব্লগার বিভিন্ন মাধ্যমে জানাকে ভয়ভীতি প্রদর্শন করে, রাজাকার ট্যাগিং করে বিব্রত করতেও পিছপা হয়নি-সে বিষয়ে জানা আইনের আশ্রয় চেয়ে থানায় জিডি করেছেন কিন্তু শত্রুদের চিনে-জেনেও কোনো প্রকার ব্যক্তিগত আক্রমন করে ওদেরমত নোংরামী করেনি-সেটাও জানার উদারতা।

আমরা অনেকেই আরিলকে একজন বিদেশী বলেই সমালোচনা করে ক্ষান্ত নই-আরিলকে খৃষ্টান/ইহুদী উল্লেখ করেও অপদস্থ্য করছি অহরহ এবং জানাকেও ইসলাম ধর্ম বিদ্বেসী বলে ব্লগে ধর্ম বিদ্বেসীদের সহযোগী বলে জানার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছি! প্রসংগত জানা-আরিলের অনুমতি ব্যতিরেকেই জানা-আরিলের একটি ব্যক্তিগত বিষয় আজ পাঠকদের সাথে শেয়ার করছি। জানা এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান-যিনি সম্পূর্ণ ইমান আকিদায় নিজ ধর্ম পালনে অভ্যস্থ। তিনি ধর্মান্ধ নন কিন্তু ধর্ম ভীরু। তিনি একজন ধর্ম ভীরু মুসলিম নারী বলেই একজন খৃষ্টান ধর্মাবলম্বী আরিলকে বিয়ে করার আগে আরিল স্বেচ্ছায় স্বজ্ঞানে ইসলাম ধর্মে দিক্ষীত হয়ে জানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ইসলাম ধর্মকে সম্মানীত করেছেন, একজন বাংগালী, বাংলাদেশী মুসলিম নারীকে সম্মানীত করেছেন।

অতএব, সকলের কাছে অনুরোধ থাকবে ব্লগের বিষয় নিয়ে ব্যক্তি জানা-আরিলকে জেনো আমরা অসম্মান নাকরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.