নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

আমার প্রতিবাদের হুংকার তুমি বন্ধ করতে পারবা না।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৫

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার মুখ বন্ধ ...



০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মুখ বন্ধ!!!

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আফসোস, স্বাধীন বাংলাদেশে ২০১৩ তে এগুলা দেখা লাগতেছে।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আফসোস, ধিক্কার

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

নাজ_সাদাত বলেছেন: দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার মানসে যারা ইসলাম অবমাননা করে লেখালিখি করে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: গো টু হেল।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

নাজ_সাদাত বলেছেন: দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার মানসে যারা ইসলাম অবমাননা করে লেখালিখি করে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: দিকভ্রান্ত*পথিক, প্রতিবাদীকন্ঠ০০৭ ও IN THE NAME OF INNOCENCE - ৩ জনই যে একা আপনি, আগে বুঝি নাই... তো, মুখ কে বন্ধ করছে?

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রমান করতে পারবেন? না পারলে ছাগল হিসেবে নিজেকে মেনে নেন অযৌক্তিকপ্রাজ্ঞ?

৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: আর হ্যাঁ, সব নিকে একটা করে পোস্ট দিয়ে, (তাও আবার একই পোস্ট) আপনি ফ্লাডিং করতেছেন, আনফেয়ার...

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রমান করতে না পারলে অনেকটা ছাগলের ডাকের মতো শোনায়।

৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮

আলতামাশ বলেছেন: ফারাবির বাক স্বাধীনতা আপনার পছন্দ না হওয়াতে আপনি তারে গ্রেফতারের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছিলেন,
আজকে ইসলামকে নিয়ে কটুক্তিকারিদের বাক স্বাধীনতা আপনারে এমন কি পাগল করলো যে, আপনি তাদের লিজ্ঞা নিজের মুখ বন্ধ কইরা লাইতাছেন??

দাড়ি, টুপি, ইসলামের বিরুদ্ধের কেউ বললে, সেইটা আপানাদের কাছে বাক স্বাধীনতা হইয়া যায়??

ধিক! শত ধিক জানাই এমন মানসিকতা ধারণকারীদের।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফারাবি ব্যাক্তি আক্রমণ ও দেশবিরোধী কাজে লিপ্ত ছিল।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সে কারনেই একটি রিলেটেড কেসে সে ফেঁসেছে

৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১৪

আলতামাশ বলেছেন: ফারাবি মসজিদের এক খাদেমের উপর ব্যক্তি আক্রমণ করে লিখেছিল আর ব্লগের ইসলামবিদ্বেষীরা মহানবী(স.) ও ইসলামকে আক্রমণ করে লিখেছে। এবার প্রমাণ হবে, আপনার দরদ কার জন্য বেশী?

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অমি পিয়াল এর নাম লিস্টে কেন?

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার মতো জ্ঞানী লোক যদি এতেও না বুঝে সেই জনৈক আল্লামার উদ্দেশ্য তাহলে কিচ্ছু করার নাই। আসিফ কে ধরা হয় নাই কেন এখনও? না বুঝলে বুঝানো কঠিন !

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নাস্তিক হবার পাশাপাশি এদের আরও একটা পরিচয় আছে, ভুলে গেছে চলে না সেটি, ব্লগার ছারাও এরা ছাগুদের জম!! প্রতিটি নামই!!!!! উদ্দেশ্য এখনও বুঝবেন না???????????????

৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১৯

মরু বালক বলেছেন:
ফারাবির কথা কি কইলেন জানি !!!
১ মাসও তো হয় নাই !!!


...............

(সবাই জানে কি নাটক হচ্ছে এখন )


পোষ্টের আলোকে কিছু দিলাম ...
তাদের জন্য
হা করে মুখ খোলা রাখুন.....
আর গিলতে থাকুন.. অলি ভাই...







আর কই পাইলাম ! তা আপ্নে তো জানেন ই ...

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আসিফ বাইরে কেন? অমি পিয়াল লিস্টে কেন?

ছাগুর জমদের লিস্ট করে দেওয়া হয়েছে, যারা এমনকি এখন এই ধরনের লেখা থেকে দূরে আছে তাদেরও নাম জুড়ে দেওয়া হয়েছে, তাইলে তো আগে তসলিমার বিচার করতে হবে, আপনারা এতো বড় জিহাদি হলে তো আগে ইয়াহুদিদের শেষ করতে যাবার কথা যারা কারনে অকারনে প্রতিদিনই আমাদের ধর্ম নিয়ে তামাশা করতেছে!!! আমি খুব ভালই দেখতেছি ভাই, কি কারনে কি করা হচ্ছে।

১০| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৯

মরু বালক বলেছেন:


লেখক বলেছেন: নাস্তিক হবার পাশাপাশি এদের আরও একটা পরিচয় আছে, ভুলে গেছে চলে না সেটি, ব্লগার ছারাও এরা ছাগুদের জম!! প্রতিটি নামই!!!!! উদ্দেশ্য এখনও বুঝবেন না???????????????



তাহলে তো ঠিক ই আছে !!!
তাদের ধরা হয়েছে " নাস্তিক" পরিচয়ের কারনে


জমের কারনে নয় ..

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নাস্তিককে ধরার অধিকার কে দিছে? আমার কাছে হিন্দু-খ্রিস্টান-নাস্তিকে পার্থক্য শূন্য! কারন কেউই আল্লাহ মানে না।

ধর্মবিদ্বেষ সাপোর্ট করি না, কুরআন-আল্লাহ-রাসুল নিয়ে অশ্লীলতাও সমর্থন করি না!!! আইনে বিচার হতেই পারে, তবে আসিফকে না ধরে যখন সুশান্তকে আগে ধরা হয়, মশিউরকে আগে ধরা হয়, তখন বলে দিতে পারি, হিসেব অন্য।

১১| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

কাজী মামুনহোসেন বলেছেন: নাস্তিকদের বিচারের সাথে সাথে ধর্মব্যাবসায়ীদের বিচার করা হউক

নাস্তিকদের বিচারের সাথে সাথে ফতুয়াবাজদের বিচার করা হউক

নাস্তিকদের বিচারের সাথে সাথে ধর্মের নামে হত্যাকারীদের বিচার করা হউক

১২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪১

আলতামাশ বলেছেন: অমি পিয়াল লিস্টে কেন?
অমি পিয়াল এখানে কোন কথা । কথা হল যারা আমার প্রিয়নবী (স) সম্পর্কে খারাপ মন্তব্য করেছে তাদের নিয়ে।
ইসলামকে নিয়ে কুটুক্তিকারীদের বিচার চান কি না?
আর এই লিস্ট তৈরী করেছে রাজারবাগিরা যারা প্রথমবার আমার নামও ঢুকিয়েছিল। তাই লিস্ট নিয়ে কিছু বলার নেই। যাদের বিরোদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যাবে তাদের শাস্তি হলেই হল।
সবার ক্ষেত্রেই বাকস্বাধীনতা এক রকম হওয়া উচিত

১৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮

মরু বালক বলেছেন:

লেখক বলেছেন: নাস্তিককে ধরার অধিকার কে দিছে? আমার কাছে হিন্দু-খ্রিস্টান-নাস্তিকে পার্থক্য শূন্য! কারন কেউই আল্লাহ মানে না।


শূন্যই যদি হয়, তাহলে তারা হিন্দু-খ্রিস্টানকে গালি দিতে গেলো ক্যান ???

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯

মেঘ বলেছে যাব যাব বলেছেন: নাজ_সাদাত বলেছেন: দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার মানসে যারা ইসলাম অবমাননা করে লেখালিখি করে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি।

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:০৯

তথই বলেছেন: দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার মানসে যারা ইসলাম অবমাননা করে লেখালিখি করে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। এবং যারা এই সব কীটদের সমর্থনে মাঠে নেমেছে তাদের ডিম থেরাপি দেওয়া হোক...... উটপাখির ডিম দিয়া

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.