নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

দায়িত্ববান নাগরিক, আপনি যেতে পারেন না! আপনার যাওয়ার কথা না!! আপনার হারার কথা না!!!

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৮



দায়িত্ববান নাগরিক এর সাথে কার কোথায় ক্ল্যাশ হল ঠিক বুঝলাম না। বিন্দুমাত্র ধারণা নেই কি হয়েছে। আলতামাশ এর সাথে একটু তর্কে লিপ্ত হয়েছিলেন লাস্টলি, কিন্তু সেটাও এমন সিরিয়াস কিছু বলে মনে করিনা। আলতামাশ সাহেব যদিও ইনিয়ে বিনিয়ে উনাকে অনেক কিছু প্রমান করার চেষ্টা করেছেন, কিন্তু ওনার ভূমিকা সম্পর্কে অবগত নন ব্লগে এমন কেউ কমই আছে। উনার ফেসবুকও ডিএকটিভ করা।



আশা করবো দেশের প্রতি দায়িত্বশীল এই নাগরিক ফিরে আসবেন, ব্লগে বিভিন্ন উদ্দিন অথবা গো.য়া.দের প্রয়োজন যতটাই কম, এই ধরনের দেশপ্রেমিক এর প্রয়োজন ঠিক ততটাই বেশী।



দা.না. ভাইয়ের উদ্দেশ্যেঃ

খুব কষ্ট পাইলাম ভাই, আমি জানি আপনি অফলাইনে দেখতেছেন, ফিরে আসেন, আপনার হার কোথায় আমি তাও বুঝতে পারি নাই, তবে আপনি চলে গেলে আমার সহ সবারই হার হচ্ছে, এটি সত্য। আর হার মেনে নেওয়া যোদ্ধার ধর্ম নয়, বিশেষ করে হারার আগে। যেতে কিন্তু আমিও চেয়েছিলাম, আপনার মতো যোদ্ধারা ব্লগে না থাকলে হয়ত সেটাই শেষ সিদ্ধান্ত হতো। ভেবে দেখেন, আপনার ও আমার পোস্ট দেখে কারা দাঁত কেলিয়ে হাসবে, চেহারাগুলো কতো ঘৃণ্য একবার কল্পনা করুন... এদের জয়-জয়কার আর অনায় এর মহাপ্রলয় দেখতেই কি এসেছিলাম? আপনি এসেছিলেন? তবে আমৃত্যু পরাজয় বরণের প্রশ্ন তো আসেনা ভাই।



ব্লগ আপনার অপেক্ষায় থাকবে।



মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫০

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: হমম।

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দিকভ্রান্ত*পথিক, ভার্চুয়াল ওয়ার্ল্ডকে ভার্চুয়ালি ট্রিট করা শিখেন। আমিও আজকে থেকে শিখার চেষ্টা করব।

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এখনও শিখে উঠতে পারি নাই...

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৬

সরকার৮৪ বলেছেন:

দানা'কে মিস করব

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৬

আস্তবাবা বলেছেন: চক্কে পানি আয়া পড়ছে .... :((

৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৯

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আপনি আর আমি নাকি মাল্টি নিক ! :D :D

৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :( :(

৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৩

কালোপরী বলেছেন: :( :(

৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৬

তুহিন সরকার বলেছেন: ফিরে আসুন গাইবো একাত্তরের গান
জীবন আছে যতক্ষণ.....................

৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১২

কলাবাগান১ বলেছেন: মৌলবাদীরা খুশীতে আবার ৭১ এর স্বরপে জিন্দাবাদ দিয়ে পোস্ট এবং কমেন্ট করা আরম্ভ করেছে.......।

হাসিনা সরকার সাপের মুখে চুম্বন দেওয়ার কথা ভাবছে.....। এই সাপ যেমন বিনপি কে গিলে খেয়েছে, তেমনি আপনাকেও............

১০| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮

স্পাইসিস্পাই001 বলেছেন: Mr LAC ............. আপনি এভাবে যেতে পারেন না .. কখনই না ....

সামু ছেড়ে যাওয়া কখনই আপনার উচিৎ না ...... আপনি হয়তও জানেন না ব্লগে আপনার অনেক ফ্যান আছে....... অন্তত তাদের কথা ভেবেও আপনার ফিরে আসতে হবেই ......

ধন্যবাদ .... শীঘ্রই দেখব আশা করছি .....

১১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮

আহসান২০২০ বলেছেন: উনি বিভিন্ন সময় মানুষকে বিভিন্নভাবে হেয় করেছেন, অকারনে ট্যাগ দিয়েছেন। মানুষের সুসময় বেশিদিন থাকে না। তার আরও নিক আছে। তিনি সেই নিকে আছেন। আপনারা যারা তার মুরিদ, আপনাদের কোন সমস্যা নাই। আপনাদের পীর আছেন। হয়তো এই ৯ কমেন্টের মধ্যেই একজন তিনি।

১২| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৫

আফজালনবীনগর বলেছেন: সব জায়গায় দেখি ক্যাচাল লাগছে ।

১৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: তারা আবার আসবে ফিরে, এই ব্লগের তীরে, আসল নামে নয়, মাল্টি নিক হয়ে।

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫০

স্পাইসিস্পাই001 বলেছেন: আহসান২০২০ তো ব্যান খাওয়া পাবলিক সে মন্তব্য করে কি করে.... আজ এদের জন্য ব্লগ ছেড়ে যাচ্ছে অনেকেই .......

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

কলাবাগান১ বলেছেন: শিবিরের কীঠগুলিই এখন থেকে ব্লগ চালাবে... আনন্দে উড়ে এসে কমেন্ট করবে (যেমন এখানে কয়জন করেছন)

বাংলা হবে আফগান

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫

এম.ডি জামান বলেছেন: উনি মানুসিক ভাবে সুস্থ হয়ে নিজ নিকে ফিরে আসুক কিন্তু মাল্টি নিকে ওনার অবাধ বিচরন অব্যাহত আছে।

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭

কাফের বলেছেন: দায়িত্ববান নাগরিকদের মত ব্লগিও যোদ্ধাদের চলে যাওয়া মানে ব্লগে ছাগলদের চুড়ান্ত বিজয়।

ভাবে দেখেন দায়িত্ববান নাগরিক

১৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩

ক্ষুধিত পাষাণ বলেছেন: যেহেতু দায়িত্ববান এখন আর দিক ভ্রান্ত নন-তাই উনি চলে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

১৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮

ঠেলা বলেছেন: বলদের জন্য কান্না করতে নাই


আরো কয়েকজনে মিলে আরেকটু আবেগ দিয়ে বল্লেই চইলা আসব - দায়িত্ববাল নাগরিক :(( :(( :(( :((

২০| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

ঠেলা বলেছেন:

আরেকটু আবেগ ঢালেন আমার ফিরা আসার জন্য, :(( :((

২১| ০৩ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

ঘুড্ডির পাইলট বলেছেন: কেন কি হইছে ?

২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাদের অনেককে চিনি ভাই। আপনারা এমন বোধশক্তি নিয়ে জন্মাইছেন, আমি মরলেও বলবেন, "হাহাহাহা, হাম্বাটা মরছে।"

মানুষের কোয়ালিটি আগে অর্জন করেন। @সবাই কে বলি নাই, যাদের বলছি তারা ঠিকই বুঝেছে কি বলেছি।

২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

আহমেদ রিজভী বলেছেন: হাম্বা আর হনুরা সবাই চলে গেলে ব্লগটা পাংসে হয়ে যাবে । চরম বিনোদন থেকে ব্লগার ও ভিজিটররা বঞ্চিত হবে । সো যেওনা ও ও ও ও. . . . .

২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬

সরকার৮৪ বলেছেন: শেষ পর্যন্ত নিজেকে হাম্বা হিসাবে স্বীকার করলা ;)

২৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮

জেনারেশন সুপারস্টার বলেছেন: দানা ভাই ফিরে আসেন......

২৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯

জেনারেশন সুপারস্টার বলেছেন: দানা ভাই ফিরে আসেন আর কিছু চাই না.........

২৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮

নিয়েল ( হিমু ) বলেছেন: দানা ফিড়ে আসুন

২৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৯

আস্তবাবা বলেছেন: আমি কানতেই আছি :(( :(( :((
কেউ জানলে দানার নতুন নিকটা জানিয়েন

২৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.