নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

NOT SURE IF SAMU BLOG OR ছাগু (সোনা) BLOG!!! পোস্ট এর অবসান অথবা লেখকের ব্যান চাই। X(

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০

ফিফার পোস্ট সামু এড়িয়ে গেলো, ঠিক হল না, নিরপেক্ষ বলতে কিছু নাই, সামুও নয় কেউই নয়!!! তবে পক্ষটা কি দেশের নেওয়া উচিৎ নাকি যারা দেশ ধ্বংসের পথে এগিয়ে চলেছে, দেশকে আফগানিকরন এর দিকে ধাবিত করছে তাদের পক্ষে থাকা উচিৎ!? উত্তর প্রতিটি বিবেকবান দিতে পারে।



আজ যখন গণজাগরণ মঞ্চ এর সমর্থন দরকার, সামু কাপুরুষের ভূমিকা নিয়ে নামিয়ে ফেলেছে সে সংক্রান্ত স্টিকি পোস্টটি। সামুর এই দুমুখো নীতির মানে? কিছুদিন আগে যারা গণজাগরণ মঞ্চের পক্ষে কথা বলেছে আজ তারা স্পিকটি নট কাদের ভয়ে? কার ভয়ে জানা আপু?



ব্লগ আগে না কি দেশ!? বাধার বিপক্ষে যাবার এই সামান্য মেরুদণ্ডটুকু কি আমরা ধরে রাখব না?

তবুও সামুর সিদ্ধান্তকে সম্মান জানাই।







কিন্তু স্বর্ণা আপুর পোস্ট স্টিকি হয়েছে, এটা কি কোন এঙ্গেলে উনার দোষ? ওনাকে যাতা বলে কি লাভ হচ্ছে? একজন সম্মানিত নারী ব্লগার এর উপরে এহেন আক্রমনাত্নক পোস্ট সরিয়ে দেবার এবং লেখককে ব্যান করার আবেদন জানাচ্ছি।



(ওখানে সবাই পোস্ট এর বিরোধীতা ও রিপোর্ট করেছে, কাজ না হওয়ায় পোস্ট দিতে হল)



এবং বলবো, দেশের পক্ষে আসুন, ফিফার পোস্টে সঠিক চিত্র রয়েছে!! ছবি নিয়ে যারা তর্ক করতে চায় তাদের পাশাপাশি সামুর ব্লগারদের আরও অনেক কিছু বলার আছে, শুধু প্লাটফর্মটি চাওয়া হচ্ছে, কেন পাবো না? প্রায় সবাই ওখানে পোস্ট এর স্টিকি চেয়ে এসেছে, শুধু যাদের স্বার্থে টান লেগেছে তারা বাদে। ছবিটা ভুল প্রমান করে তারা যেন প্রমান করতে চায় একাত্তরে কিছুই হয় নি।



সবাই ব্লাকআউটের পথে হাঁটছে, সামু যায় নাই, অনেকে অনেক কিছু ফিসফাস করছে যা সামুর ব্লগার দের জন্যে ইতোমধ্যেই বেশ অস্বস্তিকর! সেখানে সামু যখন চালু রাখা আছে, এখানে তো গণতন্ত্র-দেশ ও বাক স্বাধীনতা নিয়েই কাজ করতে হবে, তাই নয় নি? না হলে(আমুর মতো বলতে হয়) কীসের ব্লগ, কীসের ব্লগিং! লাগবে না!!! X(X(X(



জয় কাদের হবে, খুব ভালই জানি, শুধু দেখছি এখন। :)



জয় বাংলা।

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩

বিষন্ন পথিক বলেছেন: ছাগুদের আস্ফালন দেখে সোনা ব্লগরে মিসাইতেসি

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: hum!!!

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ছাগুদের আস্ফালন দেইখা সোনা ব্লগের কথা মনে পর্তাছে। কিন্তু এইটাও দেখতাছি সামু কি করে।
ব্যান চাই!

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত। ব্যান চাই!

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮

সিদ্ধার্থ. বলেছেন: এই ব্লগে সবচেয়ে বেশী আক্রমন সহ্য করতে হয় ব্লগের মালিক কে আর ব্লগার স্বর্ণা কে ।
একজন সম্মানিত নারী ব্লগার এর উপরে এহেন আক্রমনাত্নক পোস্ট সরিয়ে দেবার এবং লেখককে ব্যান করার আবেদন জানাচ্ছি।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খুব ভালই বলেছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২১

এ সামাদ বলেছেন: ্্্্্্্্্্্্্্্্্্্্ডপটচচচচচচচচচচচচচচচচচচচচচচচ

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: টাআআআআ

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪

হ্যারিয়ার টু বলেছেন: এরা সংখ্যায় অনেক! কিন্তু কত %? গত তেইশ বছরের নির্বাচনে জামাত বাদে 50 টি ইসলামী দল মিলে 3% এর বেশী পায়নি! জামাত একক ভাবে পেয়েছিল 4%! এরা এতিমদের জন্যে ভিক্কার টাকায় চলত, হঠাৎ জামাতী কোটিকোটি টাকা হাতে পেয়ে উম্মাদ হয়ে গেছে!
ইসলাম এদেশে কখনোই বিপন্ন ছিল না, সবাই যার যার ধর্ম পালন করতে পারে।
এদেরকে ভয় পাওয়ার কিছুই নেই

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে একজন মেশিন ম্যানই যথেষ্ট।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: ছাগুদের ব্যান করলে লাভ হবে না।
তাদের জায়গায় রেখে প্যাদাতে হবে।
না হলে মানুষ ছাগু চিনবে কেমন করে।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০

ব্লাক উড বলেছেন: সরকারের পৃষ্ঠপোষকতায় শাহাবাগী আন্দোলনকারীরা এখন সব সময়ই অন্যের পৃষ্ঠপোষকতা ছাড়া আন্দোলন বাঁচিয়ে রাখার সাহস পাচ্ছেনা-যা অত্যন্ত দূর্ভাগ্য জনক! সামুর সমর্থন নিয়ে এদেশের কোন কোন আন্দোলনে সফলতা লাভ করেছিল-যার জন্য এখন আবার সামুর সমর্থন চাচ্ছেন?

আন্দোলনে গণভিত্তি থাকলে সামু-আমু কারোরই সমর্থন দরকার হবেনা।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১

আশিকুর রহমান ১ বলেছেন: তবে পক্ষটা কি দেশের নেওয়া উচিৎ নাকি যারা দেশ ধ্বংসের পথে এগিয়ে চলেছে, দেশকে আফগানিকরন এরদিকে ধাবিত করছে তাদের পক্ষে থাকা উচিৎ!?

দয়া করে টিনের চশমাটা খুলে আজকের শাহবাগ আর শাপলা চত্বরের সমাবেশেটা দেখুন এবং তুলনা করে বলুন কারা দেশের পক্ষে আর কারা বিপক্ষে? ১০০০ জন মানুষের বিপরীতে ১০ জন মানুষ দাঁড়ালে তাকে প্রতিপক্ষ বলে না। একজন বাংলাদেশী হিসেবে রাজাকারের বিচার যেমন চাইতে পারি তেমনি এত আবাল নইযে আমার ধর্মকে অপমানকারীর বিচার চাইবো না।

এতদিন হাম্বার বেশ ধরে থাকরেও এখন হনুর ল্যান্জা ঠিকই দেখা যাইতাছে X(

৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

যোগী বলেছেন:

ব্যান চাই এই সব নষ্ট ব্লগারদের

১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

কোবা সামসু বলেছেন: যোগী বলেছেন:

ব্যান চাই এই সব নষ্ট ব্লগারদে

=p~ =p~ =p~ =p~ এই ব্লগে যদি নষ্ট ব্লগার থেকে থাকে তাহলে তো আপনি অন্যতম।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগু দিয়ে সামু ভর্তি X(

১২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

চলতি নিয়ম বলেছেন: ছাগুদের ছাগু বলা যাবে না, রাজাকারদের রাজাকার বলা যাবে না, রাজাকারদের বিচার ও চাওয়া যাবে না। ওয়েট করেন, নতুন আইন জারি করা হইতাছে................. =p~ =p~

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

ৎঁৎঁৎঁ বলেছেন: সহমত। ++++++++++++++

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

আমি শুধুই পাঠক বলেছেন: গত দুই তিন দিন ধইরা ছাগপালের ল্যাদানির গন্ধ অসহ্য লাগতাছে। সবকয়টার ডায়রিয়া হইছে। সমানে ল্যাদায়া যাচ্ছে।

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২

কোবা সামসু বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগু দিয়ে সামু ভর্তি

> আপনার মত নির্লজ্জের মুখে এসব মানায় না।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: কোবা ছাগু @ দূরে গিয়ে ল্যাদা X(

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

দি সুফি বলেছেন: যুদ্ধাপরাধীর বিচার চাওয়া যেমন আমার অধিকার, ঠিক তেমনি আমার ধর্মকে অবমাননাকারীর বিচার চাওয়াও আমার অধিকার।

ধর্ম নিয়ে কটুক্তিকারী সকলের কঠোর বিচার চাই।

গাঞ্জা নিয়া যে পোষ্ট দিছে, হয় তার মাথায় সমস্যা আছে, নয়ত সে জাশি!

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮

প্রভাষ প্রদৌত বলেছেন: এটা পড়ুন ।আপনার সব দ্বিধা দূর হয়ে যাবে ।
হেফাজতে ইসলামের আসল চরিত্র

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

দি সুফি বলেছেন: আরেকটা কথাঃ ইসলামের কথা বললেই দেশ আফগান হয়ে যাবে??
বরং ধর্মহীনতাই দেশকে আফগান বানিয়ে ফেলবে। কারন তখন সাধারন মানুষ ধর্ম সম্পর্কে ধারনা রাখবে না। কিছু বিপদগামী লোক যা বলবে তাই অনুসরন করবে!

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ৩. কথিত শাহবাগি আন্দোলনে নেতৃত্বদানকারী স্বঘোষিত নাস্তিক-মুরতাদ এবং প্রিয় নবী (সা.)-এর শানে জঘন্য কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলামবিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধসহ কঠোর শাস্তিদানের ব্যবস্থা করা।
৪. ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা।
৫. ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা।

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শাহবাগ, নারীনীতি, নারী শিক্ষা, সহ শিক্ষা, বাঙালিত্বকে বিজাতীয় বলা, অপরাজেয় বাংলা ভাঙার দাবী, শহীদ মিনার এর নকশা বদলের দাবী অবশ্যই এবং অবশস্যই ইসলাম এর কথা নয় এবং আফগানিকরন এর মধ্যে পরে।

২০| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: সুফি ভাই @ ১৩ টা দাবি ভালো করে পড়েন। আফগানের সংবিধান পাশে নিয়ে দাবিগুলো লিখেছে।

২১| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ধর্ম নিয়ে কটুক্তিকারী সকলের কঠোর বিচার চাই।



সহমত !

সুফির সাথে একমত !
একজন সম্মানিত নারী ব্লগার এর উপরে এহেন আক্রমনাত্নক পোস্ট সরিয়ে দেবার এবং লেখককে ব্যান করার আবেদন জানাচ্ছি।

২২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

দি সুফি বলেছেন: @লেখকঃ ৩,৪,৫ কোন সমস্যা দেখি না! যদি আপনি প্রপার ইসলামের দিকে তাকান, তাহলে দেখবেন এর কোনটাই মিথ্যে নয়। হয়ত সবকিছু মেনে চলি না। কিন্তু তাই বলে মেজরগুলোকেও মেনে চলব না?

@নাগরিক ভাইঃ সবগুলোই পড়ে দেখেছি। হয়ত সবগুলো আমি নিজেই পালন করি না। কিন্তু প্রকৃত পক্ষ্যে এর কোনোটাই ইসলামের বাইরে নয়। আফগানরা ইসলামকে বিভৎসভাবে ফুটিয়ে তুলেছিল। কিন্তু ইসলাম জোরজবরদস্তি নিষেধ করে। যেমনঃ কেউ নামায না পরলে, আপনি টার শাস্তি দিতে পারেন না। তাকে শাস্তি আল্লাহ তাআলা দিবেন। কিন্তু কেউ যদি অন্য কারো উপর অবিচার করে, তাহলে তার বিচার করতে হবে।

২৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

দি সুফি বলেছেন: @নাগরিক ভাইঃ আরেকটা কথা, আফগানরা কিন্তু ইসলাম দিয়েই তাদের সংবিধান বানাইছিল, তাই মিল পাওয়াটাই স্বাভাবিক! তাই বলে ইসলাম কি আফগানী হয়ে যাবে?
জামাত ইসলাম কিন্তু দাড়ি রেখে-টুপি পড়ে খারাপ কাজ করেছে, তাই বলে কি সকল দাড়িওয়ালা-টুপিওয়ালা খারাপ মানুষ?

২৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: বুঝসি আপনি আফাগান চান।

২৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০

দায়িত্ববান নাগরিক বলেছেন: যারা দেশটারে আফগান বানাইতে চায় তাদের ভালো বলার আমার টাইম নাই।

২৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

দি সুফি বলেছেন: যা আপনার বুঝে আসে! আমাকে ভালো বলতে হবে এমনটা বলিনি। শুধু যেটা সত্য সেটা বলেছি!

০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমাদের দেশ এখনও কোন ইসলামিক নেতা পায় নাই, যোগ্য না অন্তত। এবং বাংলাদেশ এর সংস্কৃতিও সৌদির মতো না।

আপনি যা ভাবছেন, বাংলাদেশের বাস্তবতায় তা গোঁয়ার্তুমি ছাড়া কিছুই না। এই দেশে অনেক ধরনের মানুষ একসাথে বাস করে, ধর্মান্ধতা যদি চাপিয়ে দেওয়া হয় নারী অধিকার সহ সামাজিক ও পারিবারিকভাবে আমরা যে একটা সমান অবস্থান আনার পথে এসেছি, তা আজীবন এর জন্যে ভেস্তে যাবে।

এছাড়াও আমাদের শিক্ষা ব্যাবস্থা ঠিক আছে, সেটাও ধ্বংস করার কোন কারন নেই, আরও মাদ্রাসা বানিয়ে ছাগল উৎপাদন এর আরও কিছু খোঁয়াড় বানাইতে চাইলে মাশা আল্লাহ, এখন কিছুই বলবো না এ বিষয়ে।

আমাদের সোশ্যাল আর রিলিজিয়াস হারমোনি নষ্ট করে ফেলার নীল নকশা এটি। হুম, ইসলামিক পারস্পেক্টিভে হয়ত ঠিক আছে, কিন্তু তাহলে পাকিস্তান থেকে আলাদা হওয়া কেন?

২৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

দি সুফি বলেছেন: আমার আগের কমেন্টটা আপনার প্রতি ছিল না।

বাংলাদেশে ইসলামিক বা ইসলামিক ছাড়াও কোনো যোগ্য নেতা নেই। যদি সকল অপরাধের বিচার বর্তমানে প্রচলিত আইনেই ঠিকভাবে হত, তাহলে শাহবাগ আন্দলনেরও জন্ম হত না, হেফাযতে ইসলামেরও জন্ম হত না। আইনের প্রয়োগ নেই বলেই দেশ আজ এই ভয়াবহ পরিস্থিতিতে আছে। এর জন্য দায়ী সবগুলো দল। একে অন্যকে খোচাখুচি করে সবাই মিলে দেশে আজ চরম অশান্তি ডেকে এনেছে।
যদি বলেন আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক আছে, তাহলে বলব ভুল বলছেন। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার দ্বারা সার্টিফিকেট পাওয়া ছাড়া আর তেমন কোন কাজ হয়না! আমি বলছিনা ঘরে ঘরে মাদ্রাসা গড়ে তুলুন। ইসলামী শিক্ষার যেমন দরকার আছে, তেমনি আধুনিক শিক্ষারও দরকার আছে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউবা আবার আলেম হবে। এভাবেই সমাজে সামঞ্জস্য বজায় থাকবে।
আমরা কিন্তু ধর্মের কারনে পাকিস্তান থেকে বের হইনি। অত্যাচার থেকে বাচার জন্যই পাকিস্তান থেকে বের হয়েছি।

২৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০

অচিন.... বলেছেন: ঐ পোস্ট এখনো রিমোভ হয়নি ! ! !

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিছুই হয় নাই, জানা আপা ও উনার ব্লগকে নাস্তিক বলায় উনি হয়ত ভালা পাইছে পোস্টটা।

হে খোদা! :-P

২৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

ক্ষুধিত পাষাণ বলেছেন: ব্লাক উড বলেছেন: সরকারের পৃষ্ঠপোষকতায় শাহাবাগী আন্দোলনকারীরা এখন সব সময়ই অন্যের পৃষ্ঠপোষকতা ছাড়া আন্দোলন বাঁচিয়ে রাখার সাহস পাচ্ছেনা। আন্দোলনে গণভিত্তি থাকলে সামু-আমু কারোরই সমর্থন দরকার হবেনা।

৩০| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

কাজী মামুনহোসেন বলেছেন: যোগী বলেছেন:

ব্যান চাই এই সব নষ্ট ব্লগারদের

৩১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ঘুড্ডির পাইলট বলেছেন: জয় দেলু কাকার জয় !
জয় কাদের মামার জয়
জয় নিজাম দাদুর জয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.