![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিনকে বেধড়ক পিটিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তার অবস্থা গুরুতর।
শনিবার বিকেলে হেফাজতের সমাবেশ চলাকালে ‘পুরুষদের মধ্যে নারী রিপোর্টার কেন’ প্রশ্ন তুললে তার সঙ্গে সমাবেশকারীদের বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তাকে মারতে মারতে সমাবেশস্থল থেকে সরিয়ে দেয় তারা।
পেটাতে পেটাতে সমাবেশে অংশগ্রহণকারীরা পল্টন থেকে তাকে দিগন্ত টিভির কার্যালয়ের সামনে নিয়ে যায়। পরে কয়েকজন সাংবাদিক এসে তাকে উদ্ধার করে।
নাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
ছিঃ! এই হচ্ছে নরপিশাচদের আসল চেহারা, এরা মৌলবাদ এর প্রতিষ্ঠায় নেমেছে, বাঁচাতে নেমেছে জামাত শিবিরকে!!
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: Click This Link
থাপ্পড় চিনস? যা এইখানে গিয়া দেখ! ভাগ এইখান থেকে হেফাজতে ছাগুর বাচ্চা
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪
মুহাম্মদ ফয়সল বলেছেন: বাসায় বৌ পেটায়, বাইরে কি করবে.....
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শুধুই ঘৃণা এই সবা কুত্তার বাচ্চা নামধারি মুসলিম তথা ধর্মব্যাবসায়ির জন্যে।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩
মরু বালক বলেছেন:
মাথা নষ্ট সিপাহি বলেছেন:
তাও তো পিটিয়ে সরায়ে দিছে , যুবলীগ / ছাত্রললীগ হলে ইয়ে করতো ,
আর এত হুজুরের মধ্যে একা মেয়া মানুষ কিল্লায় গেছে, যদি আরও , সমাবেশে কোন মহিলা কর্মি থাকতো তো আমি সমর্থন করতাম তার যাওয়া টা।
.................
৪০০/৫০০ লোকের সমাবেশ বলেছিল নাকি ???
সন্দেহ হচ্ছে !!!
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অভিনন্দন হে ছাগল। আফগানিস্তান সারে যাহাছে আচ্ছা।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মতিঝিলে সমাবেশ চলার মধ্যেই হেফাজত কর্মীদের হামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন প্রতিবেদকসহ চারজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে পল্টন মোড় এলাকায় সাংবাদিকদের ‘দালাল-নাস্তিক’ আখ্যায়িত করে এই হামলা চালায় হেফাজত কর্মীরা।
হামলাকারীদের কিল ঘুষিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক ফয়জুল সিদ্দিকী আহত হন। হেফাজত কর্মীরা পিটিয়ে আহত করে নজরুল ইসলাম নামের এক ফ্রিল্যান্স আলোকচিত্রীকে।
এছাড়া একটি বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিকও এ সময় আঘাত পান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আহত ফয়জুল জানান, হেফাজত কর্মীরা নাস্তিক আখ্যায়িত করে আলোকচিত্রী নজরুলকে পিটাতে শুরু করলে তারা কয়েকজন তাকে বাঁচাতে এগিয়ে যান। এ সময়
“আমরা এগিয়ে গেলে তারা আমাদের ওপরও হামলা চালায়”, বলেন ফয়জুল।
পরে খবর পেয়ে সহকর্মীরা গিয়ে সেখান থেকে ফয়জুলকে সরিয়ে নেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাংলামেইল২৪ডটকমের প্রতিবেদক নৃপেন জানান, হেফাজত কর্মীদের হামলার বেসরকারি টেলিভিশন টোয়েন্টিফোরের দুই সাংবাদিকও আহত হন। তবে তাদের নাম জানাতে পারেনিনি তিনি।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৫
মরু বালক বলেছেন:
লেখক বলেছেন: অভিনন্দন হে ছাগল। আফগানিস্তান সারে যাহাছে আচ্ছা।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৬
আদরের সন্তান বলেছেন: আমার আফগানিস্তান যেতে মুন্ঞ্চায় । দয়া কইরা আমারে কেউ পাঠাইয়া দিবাইন বিনা খরচে ।
বাইচ্চা গেছে আইজকা খালি হুজুররা থাইককা । আমি থাকলে আগে কামডা হাইরা লইতাম তারফর কতা কইতাম । বিক্রিত মস্তিস্কের মানবী তুই বুঝলি না এইডা তুদের পর্ণ অভিনেতাদের সমাবেশ না যে তরে দেখলেই আদর কইরা একটা চান্স দিয়া দিব পর্ণ অভিনেত্রি হিসেবে অভিনয় করার জন্য ।
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আছাগু(আফগানি ছাগু) তোরে লাইত্থাই পাঠাইলাম, দেখিস পাহাড়ের টিলায় ল্যান্ড করিস না।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
নীল জানালা বলেছেন: কোন বলদে হেফাজত আর জামাতের মইধ্যে পার্থক্য দেখে? হেফাজত হৈল জামাতের ব্যাকাপ। এইগুলা তালেবান বা আল কায়দার চাইতে খারাপ। এই জানোয়ারগুলারে পাত্তা দিলে বাংলাদেশের অবস্থা আফগানিস্তানের চাইতে খারাপ হবে। সরকারের যদি সদিচ্ছা থাকতো তাইলে এইগুলারে আর্মি দিয়া সাইজ করতো। কিন্তু দুঃখের বিষয় হৈল আম্লিগ মুক্তিযুদ্ধ ব্যাবসায়ী বেনিয়া আর জামাত হেফাজত এইসব হৈল ধর্ম ব্যাবসায়ী বেনিয়া। মাঝখানে পাব্লিক হৈল বোকা কাস্টমার।
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালই বলেছেন, তবে বিএনপিই এই অবস্থা করেছে, না হলে আমরা এখন খুব সহজেই সবাই মিলে সরকারকে চাপ দিয়ে দেশের ভালটা আদায় করিয়ে নিতে পারতাম।
৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ ৮ হেফাজত নেতা-কর্মীকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
হেফাজতের নেতাকর্মীদের ঢাকায় লংমার্চে যেতে বাধা দেওয়ার জের ধরে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত পুলিশ ও হরতাল সমর্থকদের সঙ্গে হেফাজত নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের একপর্যায়ে এ হত্যার ঘটনা ঘটে।
সংঘর্ষে ইটের আঘাতে ভাঙ্গা থানার এএসআই আবুল কালাম ও জিটিভির ফরিদপুর প্রতিনিধিসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
নিহত নওশের খান (৪২) স্থানীয় নাছিরাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি উপজেলার শিকদার কান্দা গ্রামের চাঁন মিয়া খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই ভাঙ্গা চৌরাস্তার মোড় এলাকায় জড়ো হতে থাকে হেফাজত নেতাকর্মীরা। সকাল ৮টার দিকে সেখান থেকে তারা শ্যালো ইঞ্জিন চালিত নসিমনে করে লং মার্চ ও মতিঝিলের মহাসমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে ভাঙ্গা পৌরসভার সামনে থেকে পুলিশ ও হরতাল সমর্থকরা তাদের নছিমন আটকে দিলে কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় হেফাজত নেতাকর্মীরা নওশের খানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
পরে হেফাজত কর্মীদের ধাওয়ায় পুলিশ ও হরতাল সমর্থকরা পালিয়ে যায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কমপক্ষে ছয় রাউন্ড গুলি ছোড়ে। এরপর থেকে হেফাজত নেতাকর্মীরা চৌরাস্তার মোড়ে জায়নামাজ বিছিয়ে অবস্থান নেয়।
এদিকে, আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভাঙ্গার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা লাঠিসোটা ও দেশিয় বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হলে হেফাজতের নেতাকর্মীরা চৌরাস্তা মোড় ত্যাগ করে।
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, খুনের ঘটনায় পরবর্তীতে সহিংসতার ঘটনা ঘটবে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় দুপুর সোয়া ১২টায় হেফাজতের নিজাম উদ্দীন, তৈয়ব, ইমাম ও রাসেলসহ মোট আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার(সদর) এ বি এম জাকির হোসেন।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, দুপুর ১টার দিকে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পরিবেশ শান্ত রয়েছে।
৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
মরু বালক বলেছেন:
আমরা সেই দিনের কথা মনে করিয়ে দিতে চাই ....।
বিএনপির নেত্রীদের মাইক্রবাস থেকে ফেলে দেয়ার.....
ঘরে থাকা মহিলার পুলিশের গুলিতে মৃত্যু।......
প্রেগন্যান্ট (৫/৬ মাসের) মহিলাকে টেনে হিঁচড়ে ৮ তলা পর্যন্ত......
পর্দা করা নারীর পর্দা খুলে নেয়ার............দিন গুলকে
............
সেদিন যদি আমাদের অবস্থান "বিপক্ষে" হয়ে থাকে, আজও তাই।
সেদিনের গুলো জায়েজ, আর আজকের টা নাজায়েজ!! এমন হলে ভিন্ন কথা ......
১০| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১
দি সুফি বলেছেন: একুশে টেলিভিশনেও এই নিউজটা পেলাম না!
তবে শাহবাগে দেখলাম দুই পক্ষ ধাওয়া-পাল্টা-ধাওয়া দিল!
১১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
নাম জেনে কি হবে? বলেছেন: দি সুফি বলেছেন: একুশে টেলিভিশনেও এই নিউজটা পেলাম না!
তবে শাহবাগে দেখলাম দুই পক্ষ ধাওয়া-পাল্টা-ধাওয়া দিল!
১২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
আহসান২২ বলেছেন: Oly Ahmed tmr awamileague kon post e ace?
১৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬
হাঁড় = ঘাঁড় বলেছেন: পোষ্টে +++++++++++++++
গত ২৪ ঘন্টায় সামুতে ফ্লাডিং হচেছ। হেফাজতে ইসলামের নাম করে পথে নামা তান্ডবকারীদের বিষয়ে অনেক ধর্মীয়, নৈতিক ও আইনগত বিষয় নিয়ে পোস্ট এসেছে। এই পোস্টগুলোতে অসংখ্য বিষয় স্পষ্ট করা হয়েছে।
...তালেবান জঙ্গিবাদের ভয়
মুসলমানিত্ব যাচাই পরীক্ষায় ব্লগারের ত্রাহি দশা : এই ধর্মব্যবসায়ীদের হারাতেই হবে
'হেফাজত' এর অণু-পরমাণু: শিউরে ওঠার উপাখ্যান
হয় তালেবানী না হয় শত্রু
মধ্যযুগের দিকে যাচ্ছে দেশ (বাংলাস্তান অথবা পূর্ব পাকিস্তান) : হেফাজতিদের ১৩ দফা দাবি এবং আমার চিন্তা
হেফাজত ইসলামের শান্তির নমুনায় হামলা চলছে
হেফাজতের নেতা আর টিভি র টক শোতে (আওয়ার ডেমোক্রেসি) বললেন বেপর্দার জন্য মালালা কে গুলি করা হয়েছ।।
ফিউশন ফাইভ এর পোস্টের ছবি নিয়ে যারা কনফিউসনে আছেন তারা এইদিকে আসেন
হিফজতের প্রধান আস্তানা ভারতের দেওবন্দ: দেখুন সেই দেওবন্দীদের কি অবস্থা
‘নাস্তিকদের শায়েস্তা করি, এরপর মিডিয়া’
...হেফাজতের কাছে প্রশ্ন
শাপলা চত্বরের এক নাম না জানা তরুণের কাছে শাহবাগ চত্বর থেকে খোলা চিঠি : আরিফ জেবতিক
হেফাজতিরা পারলে প্রশ্নগুলোর জবাব দিন নতুবা মেনে নিন আপনার ভন্ড!
হেফাজতের মঞ্চ দখলের ঘোষণা। গায়ে পড়ে ঝগড়া করার শামিল নয় কি?
জানুন অন্যকে মুশরিকক/কাফির/মুনাফেক/নাস্তিক বলা গোনাহ
আল্লাম শফি ধ্যযুগীয় ব্রাহ্মণদের মতো নাস্তিকতার সংজ্ঞা দিচ্ছেন
ইসলাম হেফাজতের মালিক কোনো মানুষ নয়, বরং স্বয়ং মহান আল্লাহ পাক
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সত্যিকারের মুসলমানের কাজ না
বুকে যদি বিন্দু মাত্র ঈমানী শক্তি ও জোর থাকে হেফাজতে ইসলাম, আমার ছবিগুলোর বিপক্ষে যুক্তি দেখান।
হেফাজতে ইসলামের আসল চরিত্র
প্রিয় নবীজির নামে জঘণ্য মিথ্যাচার করল হিফাজত!!!
হেফাজতে ইসলামের কাছে কি ইসলাম হেফাজত ?
...লংমার্চ
লংমার্চ জায়িয প্রমাণ করতে পারলে আনজুমানে আল বাইয়্যিনাত-এর পক্ষ থেকে একশ’ কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা।
লংমার্চ নাস্তিক্যবাদবিরোধী কর্মসূচি নয়; বরং কট্টর নাস্তিক মাওসেতুংয়ের নাস্তিক্যবাদ তথা কমিউনিস্টবাদ প্রতিষ্ঠার কর্মসূচি
পবিত্র ‘হিজরত’ এর সাথে মাওসেতুং এর লংমার্চ মিলানো কুফরী হবে
প্রাণপ্রিয় নবীজি লংমার্চ করেছেন!!! (নাউযুবিল্লাহ) উক্ত অপবাদ লেপনকারী নিশ্চিত জাহান্নামী
...শাহবাগ নিয়ে পুনর্মূল্যায়ন ও গণজাগরণ মঞ্চে হামলা
কাণ্ডারি হুশিয়ার!!
শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা।
লড়াই হবে রাজপথে। শাহবাগ আবার জেগেছে। আবার জেগেছে প্রজম্ম..........জয় বাংলা।
গণজাগরণ মঞ্চ।
এবার সশস্ত্র প্রতিরোধের পালা, সমবেত হোন শাহবাগে
হেফাজতে ইসলামের শান্তির নমুনা : নির্মূল কমিটির সমাবেশে হেফাজতের হামলা
...জামাত বিষয়ে হেফাজত অন্ধ
হেফাজতী ইসলামের লংমার্চঃ নেপথ্যের এক ভয়াবহ কাহিনী
জামাতের বিরুদ্ধে, দেওয়ান বাগির বিরুদ্ধে কোনদিন লং মার্চ করলেন না কেন মাওলানা শফি সাহেব (দঃবাঃ)?
একটি হেফাজতে জামায়েত ও বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি!!
যুদ্ধাপরাধীদের টাকায় এই আন্দোলন.....
ওরা হেফাজতে ইসলাম নয়- হেফাজতে জামাত ॥
হেফাজতে ইসলাম এত টাকা পেল কোথায় ?
হেফাজতে জামাতের এইগুলো নাকি অরাজনৈতিক বক্তব্য
হেফাজত-জামায়াত গোপন ফোনালাপ ফাঁস সরকার উৎখাত ও লংমার্চের ষড়যন্ত্র নিয়ে কথোপকথন
...তেরো দফা
হেপাজতে জামাতে ইসলামীর ১৩ দাবীর বাস্তবতা এবং কল্প বাস্তবতা।
লংমার্চ কর্মসূচি ইসলাম ও কুরআন শরীফ বিরোধী : একাত্তরে ঘাতক বাহিনীর সংগঠক ছিলো মাওলানা শফী
...নারীর উপর তালেবানী হামলা
এবার নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, অবস্থা গুরুতর।
বাংলা হবে আফগান : নারীদের পেটানো শুরু করে দিয়েছে হেফাজতে ইসলাম
ব্রেকিং!!বাংলাস্তানে স্বাগতম!!নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে হেফাজতের লোকজন!
আমি ও চাই !
উপরের পোস্টগুলোতে এত বেশি সংখ্যাক তথ্য আছে যে এগুলোই যথেষ্ট। আর এই সময়ে হেফাজতিরা দিচ্ছে রাষ্ট্রদ্রোহী পোস্ট।
...রাষ্ট্রদ্রোহীদের নর্তনকুর্দন
'ঢাকা বিচ্ছিন্ন এইটাই চান্স' -এই ধরনের রাষ্ট্রদ্রোহী পোস্টদাতা ও তাদের সমর্থকদের চিনে নিন। মুখোশ উন্মোচন করুন।
১৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩
কাজী মামুনহোসেন বলেছেন: নীল জানালা বলেছেন: কোন বলদে হেফাজত আর জামাতের মইধ্যে পার্থক্য দেখে? হেফাজত হৈল জামাতের ব্যাকাপ। এইগুলা তালেবান বা আল কায়দার চাইতে খারাপ। এই জানোয়ারগুলারে পাত্তা দিলে বাংলাদেশের অবস্থা আফগানিস্তানের চাইতে খারাপ হবে। সরকারের যদি সদিচ্ছা থাকতো তাইলে এইগুলারে আর্মি দিয়া সাইজ করতো। কিন্তু দুঃখের বিষয় হৈল আম্লিগ মুক্তিযুদ্ধ ব্যাবসায়ী বেনিয়া আর জামাত হেফাজত এইসব হৈল ধর্ম ব্যাবসায়ী বেনিয়া। মাঝখানে পাব্লিক হৈল বোকা কাস্টমার।
১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩
আমিই মিসিরআলি বলেছেন: নীল জানালা'র সাথে সহমত
১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৫
ঘুড্ডির পাইলট বলেছেন: আইচ্ছা নারী সাংবাদিকের উপ্রে হামলা করছে কেন ? এই গুলারে তো জুতা পিটা করনের দরকার !
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯
অারমান বলেছেন: আর কতো ????????????
কিছু না করতে পেরে এখন এই ধোয়া??????????
কাজ হবেনা.........