![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরোটা পড়তে পারলে ধন্য হতাম তবে হাঁসির মাত্রা এতো বেশী আসছিল যে সম্ভব হল না।
তবু যতটা বুঝলাম, মেলা সম্ভবত কয়েক ঘণ্টা পরে শেষ হবে।
হায় সামু এ তুমি কি করলা!!!
ফিউশন ফাইভের পোস্ট এ যখন শত শত মানুষ স্টিকি চায়, সামু টিনের চশমা পড়ে নিরপেক্ষ ভ্যাক লয়!
এদিকে ছাগুমারকা পোস্ট সারাদিন রিপোর্ট করলাম, পোস্ট দিয়া অবসান চাইলাম, মডু আবারও টিনের চশমা পইড়ালাইল।
সামু ব্লগকে একটি নিরপেক্ষ ব্লগ বানাইতে গিয়া এ কি হাস্যকর স্টিকি হইলো এই বিষয়ে উচ্চতর গবেষণার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ফ্যাকাল্টি খোলার আহবান জানাচ্ছি।
নাইলে কিন্তু খেলুম না কইলাম।
তবে সবথেকে তেব্র যে দাবীটি রাখতে চাই, আমার প্রানপ্রিয় মডু ভাইদের শেষ হয়ে যাওয়া মেলার পোস্টটি সামনে আনার গুরু দায়িত্ব পালন করার জন্যে উনাকে "স্টিকি করে ফেলার একটি ভয় ভয় আবেদন জানাচ্ছি(ব্যাফুক ভয় এবং ব্যান নিয়ে চিন্তার ইমো হইবে)।
দেশে তো খালি মেলা চলতেছে, ক্যাচাল না।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
ওরে, তাইলে কি পোস্ট দিয়ে মেলার পোস্ট-মরটেম চলছে?
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রথমে আমিও হতাশ হয়েছিলাম দেখে। ফিফার পোস্টটি এই মুহুর্তে স্টিকি করার প্রয়োজন আছে বলেই না সবাই দাবি জানিয়েছি!
আর সরকার যেমন হেফাজতে থাকতে চাইলো হেফাজতরে ধইন্যা জানায়া এইটার সাথে মির পাইতাছি!
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবখানে হেজাফত চলে গো!! সবখানে।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭
বিডি আমিনুর বলেছেন: আমিও হতাশ হলাম
''আওয়ামীলীগের যুদ্ধাপরাধীদের তালিকা'' এ পোস্ট খান স্টিকি করলেও পারত।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: এর থেকেও ব্যাপক মজা পাইছি হেফাজতের হুজুরগো জোরছে চিল্লানি দেইখা। তারা এত জোরে চিল্লাইতাছিল মনে লয় মাইকটা বাড়ি রাইখা আসছে।
আজ এই বিনোদনের দিনে সামুও হালকা বিনুদোনের ট্রাই মারছে।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে হে, ভালই কইছেন ভাই।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩
রিমন রনবীর বলেছেন: সামুর মডুদের এতটা বেরসিক মনে করেছেন নাকি?
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঘাড়ে মাথা কয়টা আমার???
৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪
টিভি পাগলা বলেছেন: কম জগতের স্টিকি পোস্ট খানা বিজ্ঞাপন ছাড়া আর কিছু নয়।
দেখেন, এখন ডানপাশে কমজগতের লাইভ টেলিকাস্ট দেখায়।
টাকা দিলে আপনার কিংবা যে কারো পোস্টও স্টিকি হতে পারে। এটাকে বিজ্ঞাপন হিসাবে ধরে নেন।
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমিও একটা স্টিকি পোস্ট লিখুম।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০
হাঁড় = ঘাঁড় বলেছেন: ব্রো, কেমন আছেন? এক পুষ্টের মন্তব্য আরেক পুষ্টে গেছিল মনে হয়।
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আচ্ছা! ভ্যাজালটা তাইলে আপনার ওখানে হইছে, এইটা ট্যাব বিভ্রান্তির কারনে হয়েছে ভাই, দুঃখিত। পরে দেখেছি, সম্ভবত মুছে দিয়েছেন, ভাল করেছেন, আবারও যাবো।
আপনার পোস্টটি দারুন ছিল।
৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১২
কাজী মামুনহোসেন বলেছেন: আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রথমে আমিও হতাশ হয়েছিলাম দেখে। ফিফার পোস্টটি এই মুহুর্তে স্টিকি করার প্রয়োজন আছে বলেই না সবাই দাবি জানিয়েছি!
আর সরকার যেমন হেফাজতে থাকতে চাইলো হেফাজতরে ধইন্যা জানায়া এইটার সাথে মির পাইতাছি!
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৮
এম হুসাইন বলেছেন:
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: সামুর দেশের প্রতি কমিটমেন্টের অভাব দেখে কষ্ট পেয়েছি। কিছু বলার নাই আমার।
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম!!
১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২
রাফা বলেছেন: সামু প্রচন্ড চাপের মধ্যে বর্তমান সময়টা পার করছে।আপনাদের প্রতি অনুরোধ রইলো সামুর প্রতি বিশ্বাস এবং আস্থা রাখুন।এমনকি ফি.ফা. ব্যাপারটা উপলব্দী করতে পেরেছে।শুধু আপনারা আপনাদের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করুন ।একটা সময় দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে।
আর যদি ভুল করেন সেই সুযোগটা কিন্তু বিরোধীপক্ষ অবশ্যই গ্রহণ করবে।
ধন্যবাদ,ভালো থাকুন।
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এখান আমার বোঝার ভুল হয়ত হয়ে থাকবে, আমি সামুর ব্লগার তাই বিশ্বাস না থাকলে তো থাকতাম না ভাইয়া।
সরকার অবশ্যই হেফাজতের বিরুদ্ধে? ব্লগ এর উপ্রে চাপ কে দিবে তাইলে।
যাই হোক, কর্পোরেট মনোভাব ধরে রেখেছে, এতে আমার কিছু বলার নাই। ব্লগ তাদের।
১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: রাফা ভাইয়ের কথাটা গুরুত্বপূর্ন !
১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩
অদৃশ্য বলেছেন:
মাঝে মধ্যে একটু আধটু ভুলভাল হলে অবুবিধে নেই....
এরকম একটি সময়ে সামুকে নিয়ে আমিও চিন্তিত... এরকম একটি প্লাটফর্মকে আমি কখনোই হারানোর চিন্তা করতে পারিনা...
সামনে সামুর সুদিন আসবেই...
শুভকামনা...
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হ!!
১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: meladin por ailam.ki obostha?
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই আছি তো! আন্নে আসেন না, মিছাই খুব।
১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫১
ঘুড্ডির পাইলট বলেছেন: ইস ভুলে ক্লিক করছিলাম আর স্টিকি হয়া গেচে
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মেলা ঘন্টা খানেক আগে শেষ হয়েছে। আমি সামুর দেয়া লাইভ স্ট্রিমিং এ দেখেছি।