![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I)
ফরহাদ মজহার ৯০ দশকে দৈনিক জনকন্ঠের সাহিত্য পাতায় একটা প্রবন্ধ লেখেন।
প্রবন্ধের বিষয় ছিল, মনসা কাদের দেবী। মনসা হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্প বিষয়ক দেবী।
তিনি সেখানে প্রাণপণ প্রমাণ করার চেষ্টা করেন, মনসা মুসলমানেরও দেবী। তিনি মা মনসার পূজা করেছেন ছেলেবেলায়। সেটা করতে তাঁর ভাল লাগে। এখনো তাই চান।
তিনি বলেছেন, মনসা হিন্দু ও মুসলিমের দেবী। মনসা বাঙ্গালীর দেবী।
পরে এই প্রবন্ধ নিয়ে জনকন্ঠে পাঠকরা চিঠি পাঠায়। আবার পত্রিকা সেই চিঠি ছাপায়। তারপর আবার এই বিষয় নিয়ে ফরহাদ মজহারকে সমর্থন করে আরেকজন প্রবন্ধ লেখেন।
এই মুশরিককে কি করে হেফাজতেইসলামের মঞ্চে তোলা হল?
দেওবন্দী কওমী তাবলীগী তথা হেফাজতি চরমোনাইর পীরসাহেবকে তোলা হল না। তিনি মঞ্চে গেলে নারী নেতৃত্বের কথা বলবেন। তিনি মঞ্চে গেলে জামাতের বিচারের কথা বলবেন। মঞ্চে জায়গা নাই বলে তাকে মাটিতে বসায় দেয়া হল।
II)
প্রথমে নিচের কবিতাটা পড়েনঃ
"তিলেক হিম্মত নাই, আধা ছটাকের নাই তেজ
সাত আসমানে প্রভু খোদাতা'লা হয়ে বসে আছ"
প্রশ্ন ১: উপরের কবিতাটি একজন নাস্তিক বামপন্থি নেতার প্রকাশিত বই থেকে নেয়া। উক্ত লাইনগুলো পড়ে কি আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে?
১) হ্যা লাগছে, নাস্তিক কবির ফাঁসি চাই।
২) না লাগছে না।
উত্তর যদি হ্যা হয়, তাহলে,
প্রশ্ন ২: উপরে যে নাস্তিক বামপন্থির কথা বলা হয়েছে উনার নাম ফরহাদ মাজহার। কবিতার নাম, দুনিয়া রেজিষ্ট্রি কর, বইয়ের নাম এবাদতনামা। উনি গত ৬ তারিখের লংমার্চে হেফাজতে ইসলামির ১৩ দফা দাবীর সাথে একাত্ত্বতা জানিয়েছেন। এরপরও কি আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে?
১) হ্যা লাগছে। (ইটস ওকে ব্রো, গ্যালারিতে বসেন, আজব এক চিড়িয়া দেখামু )
২) না এখন আর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে না। (এই পার্টি প্লিজ এই স্ট্যাটাসে একটা কমেন্ট কইরা যান, প্লিজ ভাই আপনার খোমাটা দেখান, দোহাই লাগে...)
এইটা কি হেফাজতে ইসলাম, নাকি হেফাজতে মুরতাদ?
হেফাজতে ইসলাম, নাকি হেফাজতে বিদআত?
হেফাজতে ইসলাম, নাকি হেফাজতে নাস্তিক?
হেফাজতের ভাইরা, জবাব চাই।
(সংগৃহীত)
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেমনে কি! এতো ডাইরেক্ট প্রশ্ন! সোজা উত্তর দ্যান না ক্যান ভাই!!
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪
আমিনুর রহমান বলেছেন: ফরহাদ মজহার, হুজুরের কাছে তওবা করছে সে খবর কি তুমি রাখো নাই
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আসিফ মহিউদ্দিনকে দিয়ে দ্রুত তওবা করিয়ে ফেলান হোক তাইলে।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫
ইয়াশফিশামসইকবাল বলেছেন: অসাধারণ!!!!
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঝাতি উত্তর চায়।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬
দন্ডিত বলেছেন: হেফাজতের সমর্থকদের কথা শুনতে মুনচায়
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি আওয়ামীলীগ ।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩
বৃক্ষ বলেছেন: ছিঃ এভাবে লুঙ্গি খুলে দিলেন!!!! এখন কি হপে ????
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইইয়া আল্লাহ, আন্ডু পরে নাই??
৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮
এই আমি সেই আমি বলেছেন: বিশ্ব ব্যাপী জামাতের মিলিয়ন ডলার কথা বলছে । তাই একদা স্ব ঘোষিত নাস্তিক এখন আল্লামা ফরহাদ মজহার আর যে বাঘায় নিয়াজির সাথে হাত মিলায় নাই সে আজ রাজাকারের সাথে গলা মিলায় ।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪
মরু বালক বলেছেন:
উপ্রে আমার নাম নাই ক্যান??
....................................
আল মাহমুদ নাস্তিক কবি ????
ও , দেখা যাবে, আল মাহমুদের মৃত্যুর পর নাস্তিক/বাম আর ইসলামী/ডান ধারার লোকদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখা দেয়!!!
কবি নজরুল নাস্তিক????
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আলমাহমুদ আমার একজন পছন্দের কবি। বিষয় তা নয়, এই লোক যে নাস্তিক তাতে কোন সন্দেহ থাকলে বলেন, আপনার পাবনা যাবার ব্যাবস্থা করি।
দুনিয়া রেজিষ্ট্রি কর
তিলেক হিম্মত নাই, আধা ছটাকের নাই তেজ
সাত আসমানে প্রভু খোদাতা'লা হয়ে বসে আছ
মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমিই মালিক
অথচ মালিক অন্যে, অন্যে কহিতেছে তারা খোদা ।
ধরো আমাদের গ্রামে আলহাজ্ব ছামাদ মৌলবি
তিনি নিজ নামে বাহাত্তর বিঘা হালটের
জমির মালিক, তেতাল্লিশ চেয়ারম্যান, ষাট বিঘা
রশিদ কনট্রাক্টর, ইটের ভাঁটার ছরু মিয়া
চৌদ্দ বিঘা বিশ ডেসিমেল, বাকি থাকে ছমিরুদ্দি
চন্দনের বাপ, হারাধন-প্রত্যেকেই তোমার শরিক
তোমার শরিক নাই এই কথা তবে কি বোগাস ?
এদের দলিল যদি মিথ্যা হয় যাও তবে আদালতে
উকিল ধরিয়া কর রেজিষ্ট্রি নিজ নামে ।
ফরহাদ মজহার
'এবাদতনামা'
৯ ফাল্গুন, সারত
২১ ফেব্রুয়ারি,১৯৯০
প্রতিপক্ষ প্রকাশনী, শ্যামলী, ঢাকা-১২০৭।
৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫
মুহাম্মদ ফয়সল বলেছেন: ধন্যবাদ, ফরহাদ মজহারের মতো এমন একটা অসভ্য ইতর শ্রেনীর বর্নচোরার পরিচয় সামনে টেনে আনার জন্য।
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, সম্ভব হলে ছড়িয়ে দিন।
৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭
এ সামাদ বলেছেন: দিকভ্রান্ত পথিক আসলেই এখন দিকভ্রান্ত হয়ে গেছে।
উনাকে পাবনায় পাঠাতে হবে।
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওরে ছাগল উত্তর দে, আমি কি ভ্রান্ত সেটা তোরে না ভাবলেও চলবে।
১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১
মৃন্ময় বলেছেন: vai jati aj niscop,kobi nirob........apni sorob hoicen ken.............
jati uthor cai.............
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এ!!
১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এই গুলো ধর্মদ্রোহীদের বিচার বানচালের ষড়যন্ত্র।
সুন্দর অনুসদ্ধান। ৯০ দশকে ফরহাদ মাজহারের বিরুদ্ধে আন্দোলন হয়নি বলে পরের দশকে অন্যরা ইসলামের বিরুদ্ধে অকথ্য ভাষায় বলার অধিকার পেয়ে যায় না।
চর মোনাই এর পীরকে মঞ্চে উঠতে না দেওয়ায় কষ্ট পেয়েছেন কি ? বাংলা-ইংরেজী পরীক্ষা ত্বত্ত আপনাদের ই তো, না?
শুধু ফরহাদ মাজহার কেন যে কোন নাস্তিক ধর্মের পথে আসতে চাইলে একজন বিশ্বাসী হিসাবে তাকে স্বাগতম।
আমি পাঁচ আয়াক্ত নামাজ পড়ি না, তবে প্রতিনিয়ত মনের সাথে যুদ্ধ করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমি যে সমাজ ব্যবস্থায় অভ্যস্ত সেখানে হেফাজতে ইসলামের ১৩ দফার অনেক গুলোই নিজের ক্ষেত্রে বাস্তাবায়ন করতে পারবো বলে আপাতত মনে করছি না, তবে যদি পারতাম তাহলে নিশ্চয় আরও ভালো থাকতাম। একজন মুসলীম হিসাবে কোরআনের কোন আদেশ'কে অস্বীকার করার ধৃষ্টতা আমার নায়।
হেফাজতে ইসলাম রাজনৈতিক বলতে পারেন কিন্তু তারা যে দাবী জানিয়েছে তা তো ইসলামেরই আদর্শ, একজন মুসলীম এই দাবীকে অস্বীকার করতে পারে না।
আপনি যদি মুসলীম হয়ে থাকেন তাহলে আল্লাহ এবং নবী হযরত মুহাম্মদ (সঃ.) কে যারা গালাগালী করে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর দায়িত্ব এড়াতে পারেন না।
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যাই হোক, নাস্তিকরা কলেমা পরে যদি কাল দাবী করে সব মশকরা ছিল, আল্লাহকে ভালবেসে মস্করা করছি, আপনি খুশী হইয়া মাফ করে দিবেন তো?
আপনার জন্যেই পুরো কবিতা দিলাম, পুরোটাই নাস্তিক মতবাদ রয়েছে। এখন যদি বলেন তওবা করছে, তাইলে খাঁড়ান, হাসিয়া লই আগে।
দুনিয়া রেজিষ্ট্রি কর
তিলেক হিম্মত নাই, আধা ছটাকের নাই তেজ
সাত আসমানে প্রভু খোদাতা'লা হয়ে বসে আছ
মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমিই মালিক
অথচ মালিক অন্যে, অন্যে কহিতেছে তারা খোদা ।
ধরো আমাদের গ্রামে আলহাজ্ব ছামাদ মৌলবি
তিনি নিজ নামে বাহাত্তর বিঘা হালটের
জমির মালিক, তেতাল্লিশ চেয়ারম্যান, ষাট বিঘা
রশিদ কনট্রাক্টর, ইটের ভাঁটার ছরু মিয়া
চৌদ্দ বিঘা বিশ ডেসিমেল, বাকি থাকে ছমিরুদ্দি
চন্দনের বাপ, হারাধন-প্রত্যেকেই তোমার শরিক
তোমার শরিক নাই এই কথা তবে কি বোগাস ?
এদের দলিল যদি মিথ্যা হয় যাও তবে আদালতে
উকিল ধরিয়া কর রেজিষ্ট্রি নিজ নামে ।
ফরহাদ মজহার
'এবাদতনামা'
৯ ফাল্গুন, সারত
২১ ফেব্রুয়ারি,১৯৯০
প্রতিপক্ষ প্রকাশনী, শ্যামলী, ঢাকা-১২০৭।
১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৭
মুহসিন বলেছেন: হতে পারে নাস্তিকতা থেকে তওবা করেছে!
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম ঠিক বলেছেন, ছাগলও মানুষ হয়ে যায়।
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দর বিষয়ের অবতারনা করেছেন।
যে কবিতার উদ্ধৃতি দিয়েছেন তা খুবই জটিল - আবার খুবই সহজ।
বিষয়টা হল অনুভব আর প্রকাশের ভঙ্গিমার।
একজন নাস্তিক বা ধর্মদ্রোহী আল্লাহকে গালি দেয় অবজ্ঞা, অবিশ্বাস আর অনাস্থায়।
একজন আস্তিক আশিক অলি আল্লাহকে অভিমানে/কষ্টে/ ইশকে গালি দেয় মোহাব্বাতে।
আগের জনের গালিতে ঘৃনা মিশ্রিত থাকে
পরের জানের টাতে আবেগ, অভিমান আর ইশক মিশ্রিত থাকে।
ইদানিং দেখা যায় অনেক দোস্ত যখন দোস্তরে অনেক দিন পর দেখা হলে কইস্যা গালি দেয়- দোস্তও হেসে আলিঙগন করে!
কিন্তু আম পাবলিক সেই গাইল দিলে মাইরা বর্তা বানায়া দিব!
এই কবিতা নিয়ে ডিফেন্ড করছিনা। বলছি আবেগের কথা। উপস্থাপনার আগে পিছে ছেড়ে শুধু মাঝখান থেকে দু,লাইন অনেক পজেটিভ ানেক নেগেটিভ মিনিং দিতে পারে।
আপনি যদি সম্ভব হয় পুরোটা দিন। এবং ঈমানের যে জজবাত! থেকে লিখেছেন- তা কিন্তু ফরজ কাজ। নইলে আপনিও বিচ্ছিন্ন লাইনের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত হবার পাশাপাশি পরকালেও আটকে যাবেন!
পুরো কবিতাটা দিন। সবাই জানুক।
অবশ্যই ভন্ড কেউ হলে তার মূখোশতো খুলবেই একদিন।
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যাই হোক, নাস্তিকরা কলেমা পরে যদি কাল দাবী করে সব মশকরা ছিল, আল্লাহকে ভালবেসে মস্করা করছি, আপনি খুশী হইয়া মাফ করে দিবেন তো?
আপনার জন্যেই পুরো কবিতা দিলাম, পুরোটাই নাস্তিক মতবাদ রয়েছে। এখন যদি বলেন তওবা করছে, তাইলে খাঁড়ান, হাসিয়া লই আগে।
দুনিয়া রেজিষ্ট্রি কর
তিলেক হিম্মত নাই, আধা ছটাকের নাই তেজ
সাত আসমানে প্রভু খোদাতা'লা হয়ে বসে আছ
মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমিই মালিক
অথচ মালিক অন্যে, অন্যে কহিতেছে তারা খোদা ।
ধরো আমাদের গ্রামে আলহাজ্ব ছামাদ মৌলবি
তিনি নিজ নামে বাহাত্তর বিঘা হালটের
জমির মালিক, তেতাল্লিশ চেয়ারম্যান, ষাট বিঘা
রশিদ কনট্রাক্টর, ইটের ভাঁটার ছরু মিয়া
চৌদ্দ বিঘা বিশ ডেসিমেল, বাকি থাকে ছমিরুদ্দি
চন্দনের বাপ, হারাধন-প্রত্যেকেই তোমার শরিক
তোমার শরিক নাই এই কথা তবে কি বোগাস ?
এদের দলিল যদি মিথ্যা হয় যাও তবে আদালতে
উকিল ধরিয়া কর রেজিষ্ট্রি নিজ নামে ।
ফরহাদ মজহার
'এবাদতনামা'
৯ ফাল্গুন, সারত
২১ ফেব্রুয়ারি,১৯৯০
প্রতিপক্ষ প্রকাশনী, শ্যামলী, ঢাকা-১২০৭।
১৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪২
আস্তবাবা বলেছেন: পনাদের সমস্যা হল নিরপেক্ষ দৃষ্টী ভঙ্গি থাকতে পারে তা স্বীকার করতে চাননা।
ফরহাদ মজহার কওমী মোল্লা নন। সমাজের তাত্ত্বিক বিশ্লেষক। হেফাজতের মঞ্ছে কবে উঠলেন?
তার কথা কি মিথ্যে? এটা তো সত্য শত বাধা সত্যেও শাপলা চত্বরে দীর্ঘদীনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এটাকে আমলে নিয়ে সহনশীল আলোচনার মাধ্যেমে তাদের দাবী নিয়ে আলোচনার কথা বলেছেন। এটাইতো বুদ্ধিজীবিদের কাজ। দলকানা না হয়ে সমাজের চিন্তা চেতনার গভীর বিশ্লেষন।
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মনসাকে দেবী মানতেছেন তো??
১৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
এম আর সুমন বলেছেন: মুরগী কবির যদি মুক্তিযুদ্ধের ধারক ও বাহক হতে পারে, তাহলে ফরহাদ মাজহার ইসলামের পক্ষে কথা বলতে পারবেন না কেন?
ফরহাদ মাজহার হেফাজতের সাথে একমত হতে পারবেন না কেন?
আপনাদের মধ্যে যুক্তি মানে , এমন কাউকে খুজে পাইনি কখোনো, তবুও কিছু যুক্তির কথা বলি।
ফরহাদ মাজহার হেফাজতের ষ্টেজে গেছিলেন এমন তথ্য কি এইমাত্র হনু রা আপনাকে দিয়ে গেল নাকি? মিথ্যাচারের তো একটা সীমা আছে ভাই্
তবে তার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য হেফাজতকে সমর্থন দিয়েছে।
খেয়াল করেন, কেউ ৯২ সালে নাস্তিক্য মনোভাব রাখতে পারে। আবার এত বছর পরে কিন্তু সঠিক পথে আসতেও পারেন। দুটোই সত্য। কিন্তু তখনও এরা কেউ ইসলামবিদ্বেষী কোনো কথা বলেননি। বিশেষ করে কোরআন শরীফ বা মুহম্মদ সঃ কে গালাগাল করে কোনো লেখা দেননি। এগুলো আপনাদের মধ্যে যারা যারা করেছে তাদের এভাবে বৈধতা দেয়া যাবে না।
আল মাহমুদ নিজেই তার পানকৌড়ির রক্ত বইটি কাউকে না পড়ার অনুরোধ জানিয়েছেন। সুতরাং ইসলম এটাকে সমর্থনও করে। একজন মানুষ ঈমানদার না হতে পারে, আবার পরে ঈমান আনতেও পারে। নিজাম উদ্দিন আউলিয়া থেকে শুরু করে হযরত ওমর পর্যন্ত সবাই এর প্রকৃষ্ট উদাহরন।
আপনারা যুক্তি দিতে পারেন যে তবে আসিফ মহিউদ্দিনরাও না হয় ভাল হয়ে যাবে। কিন্তু বাস্তবতা তার উল্টো । একে তো ইসলাম ও তার নানান রীতি নীতি নিয়ে গালাগাল করেছে ও বেজন্মার মত উল্টাপাল্টা বলেছে,, সেই সাথে এখোনো তাদের এই কাজকে সঠিক মনে করছে। এখোনো তারা ইসলামকে ছোট করে দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। সুতরাং এটাও খোঁড়া যুক্তি।
আর রাজাকারীর ক্ষেত্রে কিন্তু তওবা করার সুযোগ নেই। সেক্ষেত্রে মুরগী কবির কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক হতে পারে না। এটা কোনো যুক্তিতেই না। মুরগীওয়ালা যে ভাষায় সেদিন সেলুন থেকে বের হয়ে আলেম ওলামাদের সন্ত্রাসী বলেছে , যে ভাষায় গালাগাল করেছে তাতে কে যে মধ্যযুগীয় বর্বর তা জাতির বোঝা হয়ে গেছে।
আপনাদের চেতনা সম্পর্কেও কিছুই আর বোঝার বাকি নাই।
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আসিফ মহিউদ্দিন সবাক সহ সবাই মিলে নাকি ইসলাম গ্রহন করে ওই স্টেজে যেতে চাচ্ছে, স্বাগত তো? নাকি??
চরমনাই কি দোষ করলো তাইলে!!
আর স্টেজ?
এটা পড়েন,
মাওঃ হাবিবুর রহমান ওরফে বুলবুলি মোল্লা নামে একজন রয়েছেন, স্বঘোষিত প্রিন্সিপাল এক মাদ্রাসার। সেই "বাংলা হবে আফগান স্লোগান" এর সময়কার জিনিষ। "তাদেরই" সম্মিলিত প্রকাশনাতে এমন বলা হয়েছে, বাংলাদেশ কেন চলবে না যদি আফগানিস্তান চলতে পারে ইসলামিক শাসন ব্যাবস্থায়? তারা মধ্যযুগীয় হিসেব নিকেশ আনতে চায়। আমাদের সমাজ একটি স্বাভাবিকতায় বেড়ে উঠছে, সেখানে বাঁধ দিতে চাইলেই দেওয়া সম্ভব হবে না। আজ বললেন আর সব রীতিমতো বদলে গেলো এমন কোন জাদু নেই! আর বদলটা শুভ কিনা তাও দেখতে হবে। এই মাওঃ সাহেব এমন একজন, যার সাথে উসামা বিন লাদেন এর যোগাযোগ এর বিষয়েও তথ্য রয়েছে এবং বাংলা ভাই, সায়খ আবদূর রহমান সহ আরও অনেকের চরম বিশ্বস্ত হাত ছিল এই ব্যাক্তি।
আরও বিস্তারিততে যাই এই মহানের কীর্তির,
মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে এই স্বঘোষিত প্রিন্সিপাল বুলবুলি মোল্লা দেশ-বিদেশ থেকে প্রচুর অর্থ আনে ও বিভিন্ন জায়গা দখলের অপচেষ্টা করত। ১৯৯০ সালের দিকে একদিন সকাল বেলা বুলবুলি মোল্লা মাদ্রাসা ছাত্রদের কুরআন শরীফ হাতে দিয়ে বাগবাড়ীস্থ তৎকালীন জেলা পরিষদের একটি জায়গা দখল করে।
এই ব্যাক্তির বাসভবন ঘিরে রয়েছে বিরাট রহস্য। পাঁচ বৎসর চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তার মাদ্রাসা উন্নয়ন, আলিশান বাড়ি তৈরি এবং ব্যক্তিগত অ্যাকাউন্টকে অনেক ভারি করে তুলে।
এই তথাকথিত প্রিন্সিপাল তার বিভিন্ন বক্তৃতায় আওয়ামী লীগ ও জামাতকে গালিগালাজ করত। অথচ জামাতের পায়ের নিচে ও বিএনপি’র গোলামী করে গড়ে তুলেছে তার কওমী মাদ্রাসায় ৫টি বিশাল অট্টালিকা।
উল্লেখ্য যে, বাতিল হওয়া ২২ জানুয়ারি ২০০৭-এর নির্বাচনে সিলেট ৫ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেয় এবং এ উপলক্ষে স্বঘোষিত প্রিন্সিপাল হাবীব লন্ডন যায়। প্রবাসী লন্ডনী সরলমনা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী লোকদের নিকট হতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে আনে। মাদ্রাসা উন্নয়নের কথা বলে এসব টাকা আনলেও তার ব্যক্তিগত স্বার্থে ও ধর্মান্ধ সন্ত্রাসবাদের কাজে ব্যয় করেছে বলে প্রবাসীদের ধারণা। তার একান্ত সহযোগী মাওলানা শাহিনুর পাশা তার সকল প্রকার কুকর্মের সাক্ষী ও মদদ দানকারী।
এহেন ব্যাক্তিকে যখন হেফাজতের হেজাজতে দেখতে পাওয়া যায়, ভুরু কুঁচকে আসে বৈকি। আল্লামা শফির মুজাহিদ বাহিনী গঠন করা নিয়ে নাহয় আরেকদিন বলি, আজ বললে অনুভূতিতে বেশী আঘাত পড়ে যেতে পারে।
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কাল আসিফ মহিউদ্দিনও আস্তিক হয়ে ইমামতি করবে, কি মজা।
১৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১
হীরারক্স বলেছেন: হে দিকভ্রান্ত , আমি খুব কম কমেন্ট করি , বলতে পারেন পাঠক; আপনার পোস্টটি দেখে কমেন্ট করার জন্য লগইন করলাম
এবার কথায় আসি >>>>
আপনি পোস্টে হিন্দু-ধর্মাবলম্বীদের মনসা দেবী কে নিয়ে যে উপহাস করছেন এটা কি সুষ্ঠু ব্লগিং এর মধ্যে পড়ে ,ধর্ম কি দেশে একটাই নাকি।অন্য ধর্মগুলো কি নিছক তামাশার ? তাদের ধর্মবোধ নেই নাকি তারা সংখ্যালঘু বলে আপনারা গুনার মধ্যে নেন না ??? নিজেদের ধর্মের সাথে অন্য ধর্মকে জড়ানো ঠিক হয়েছে কি?
যথাযথ উত্তর দিবেন আশা করি ,ছাগুদের মত পেচাবেন না,যদিও জানি আপনি ছাগুফাইটার...?
মনে রাখবেন, যারা অমুসলিম তারা বিধর্মী বা নাস্তিক না তাদেরও ধর্মবোধ আছে।
আশা করি পোষ্ট ইডিট করে দেবেন , ধন্যবাদ ।
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি বোধয় ভুল বুঝেছেন, প্রথমত লেখাটি কপি করা, আর কোথাও মনসাকে ছোট করে বা ব্যাঙ্গ করে কিছু বলিনি যেমন, তেমনি মুসলমানদের জন্যে এই বিষয়টি বিশ্বাস করাও অবান্তর।
লক্ষ্য করুন পোস্ট এঃ
ফরহাদ মজহার ৯০ দশকে দৈনিক জনকন্ঠের সাহিত্য পাতায় একটা প্রবন্ধ লেখেন।
প্রবন্ধের বিষয় ছিল, মনসা কাদের দেবী। মনসা হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্প বিষয়ক দেবী।
তিনি সেখানে প্রাণপণ প্রমাণ করার চেষ্টা করেন, মনসা মুসলমানেরও দেবী। তিনি মা মনসার পূজা করেছেন ছেলেবেলায়। সেটা করতে তাঁর ভাল লাগে। এখনো তাই চান।
তিনি বলেছেন, মনসা হিন্দু ও মুসলিমের দেবী। মনসা বাঙ্গালীর দেবী।
পরে এই প্রবন্ধ নিয়ে জনকন্ঠে পাঠকরা চিঠি পাঠায়। আবার পত্রিকা সেই চিঠি ছাপায়। তারপর আবার এই বিষয় নিয়ে ফরহাদ মজহারকে সমর্থন করে আরেকজন প্রবন্ধ লেখেন।
এই মুশরিককে কি করে হেফাজতেইসলামের মঞ্চে তোলা হল?
দেওবন্দী কওমী তাবলীগী তথা হেফাজতি চরমোনাইর পীরসাহেবকে তোলা হল না। তিনি মঞ্চে গেলে নারী নেতৃত্বের কথা বলবেন। তিনি মঞ্চে গেলে জামাতের বিচারের কথা বলবেন। মঞ্চে জায়গা নাই বলে তাকে মাটিতে বসায় দেয়া হল।
১৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
এম আর সুমন বলেছেন: আসিফ তো ধর্মকে নিয়ে , নবীকে নিয়ে নিয়ে গালাগালি করেছে। আপনার দেয়া উদাহরনের কেউ তা করেনি। আর ফরহাদ মাজহার স্টেজে উঠেছেন কিনা তার ব্যাখ্যা দিতে গিয়ে যা যা বললেন, তাতেই তো প্রমানিত হয় যে কতটা মিথ্যাচার আপনারা করতে পারেন।
সোজাসুজি বলেন যে আপনি মিথ্যা তথ্য কেন দিলেন? কেন আপনি অযথা প্রপাগান্ডা চালাচ্ছেন? এর উত্তর অবশ্র আপনার শেষ উত্তরটাতে দিয়ে দিয়েছেন। আসিফ আপনার ইমাম বলেই আপনার এত মজা !!!!
আর ধর্মীয় গোঁড়ামী এ সমাজে থাকবে। কিন্তু তাদের সব দাবির সাথে একম হতে হবে এমন তো নয়। তাদের যে মূল দাবি , ইসলামবিদ্বেষী ব্লগারদের ও তাদের ছায়া দানকারী এই মুরগীওয়ালা বা রাজাকারের নাতিদের শাস্তি । এটাই আসল দাবি। এর সাথে আপনি একমত না হতে পারেন। কারন আপনার ইমামের নাম তো বলেই দিয়েছেন। কিন্তু যারা প্রকৃতপক্ষে ইসলামকে পছন্দ করে তারা সবাই হেফাজতের প্রথম দাবির সাথে একমত।
আর আপনাদের মহান নেতা মুরগীওয়ালা গতকাল বললেন, হেফাজতের কোনো একটি দাবি মেনে নিলেও দেশ আফগানিস্তানে পরিনত হবে। আমরা মধ্যযুগে চলে যাব।
ভাই তাদের প্রধান দাবিগুলোর একটি হল, সংবিধানে আল্লাহর উপর পূর্ন আস্থা ও বিশ্বাস পুনস্থাপন। ভাই এই বিষয়টি মানলেই দেশ আফগানিস্তান হয়ে যাবে? তাহলে আমরা মধ্যযুগে চলে যাবো?
তাহলে ১৯৭৬ থেকে ২০১১ সাল পর্যন্ত কি দেশ আফগানিস্তান ছিলো? আপনি তো তবে আফগানিস্তানে জন্ম নিয়েছেন। মুরগী কবিরের কথা মানলে আপনি তো আফগান সন্তান ভাই।
এখোনো সময় আছে , যারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ কি তা না জানে, যারা এর স্পিরিট ধারন করে না, যারা এর অপব্যবহার করে, যারা মুক্তিযুদ্ধ শব্দটিকে কেবল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা ছাড়া আর কোনো কাজের বলে মনে করে না, তাদের সঙ্গ ছাড়েন। উল্পাপাল্টা কথা বলাও ছাড়েন।
আর আমার এই পোষ্টটিতে একটু ঘুরে আসেন। হেফাজত নিয়ে আপনার অনেক প্রশ্নের জবাব দিয়ে দিয়েছি সেখানে।
Click This Link
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পোস্টে যাবো, আমারেও নাস্তিক বানাইলেন! হা হা হা।
আর শাহরিয়ার কবিরকে নিয়ে সবাই কেন এতো ঘষে তাহা সবাই জানে।
আফগানিস্তান এর কথা উনি কেন বলেছে আমি কিন্তু মন্তব্যের জবাবে বলেছি!!!! হেফাজত তথা কওমি তথা হাটহাজারীবাদীরা ওই আফগান তত্ত্বের বিশ্বাসী, ইসলাম এর চাদরে ঢাকতে যাইয়েন না, বাংলাস্তানে আপনিও ভাল থাকবেন না আমিও না। দল্কানা হইয়া থাইকেন না।
১৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
বৃক্ষ বলেছেন: ফরহাদ মজহারের কবিতার ভাষা, আসিফ মহিউদ্দিন এর লেখার ভাষার কাছে নস্যি। বুড়ো হাড় ফরহাদ মজহার যদি নাস্তিক থেকে মোল্লা/পীরের সম্মান পায় তাহলে আসিফ এর ও সেই সুযোগ দিতে হবে। আসল কথা হল, বুদ্ধিবেশ্যায় ভরে গেছে দেশ।
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাষা বিষয় না, কাল যদি আসিফ নিজেরে আস্তিক ও ইসলামি চিন্তাবিদ দাবী করে কেমনে কি ?
১৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
হীরারক্স বলেছেন: সংগৃহীত সে আমি দেখেছি , কিন্তু আপনার বোঝা উচিৎ এটা কোন না কোন ধর্মকে কটাক্ষ করছে। আর অনেকের মনেই এটা ক্ষোভের সৃষ্টি করছে , যার দরুন আজ হিন্দুরা নির্যাতনের স্বীকার হচ্ছে ।
আপনাদের কাছে অনুরোধ থাকলো প্লীজ আপনাদের ধর্মের সাথে হিন্দু ধর্মকে তুলনা করতে যাবেন না বা উদাহরন দিবেন না। আজ আপনাদের কোন কমেন্ট বা পোষ্ট হিন্দুদের উপর আক্রশ তীব্র করে তুলতে পারে ।
আর কি বলবো, কিছু বলার নেই , দিনকাল ভাল না বুঝেন ই তো , ধন্যবাদ।
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: না, হিন্দু খ্রিষ্টান সহ সকল ধর্ম ও মতবাদ এর প্রতি আমার শ্রদ্ধা রয়েছে যদিও আমি মুসলিম মতাদর্শে বিশ্বাস করি। ধর্মবিদ্বেষ বা রেসিজম না ছড়ানোর বিষয়ে আমি সবসমই সতর্ক থাকার চেষ্টা করেছি।
বিষয়টি তা নয় যে মনসাকে হেয় করা হয়েছে, কিন্তু যিনি তথাকথিত ইসলামিক একটি আন্দোলন এর সাথে জড়িত, তার চিন্তাধারা যদি এমন হয়, সেটা হাস্যকরই বটে।
কোনভাবে আনার ধর্মীয় বিশ্বাস বা কারো ধর্মীয় মতধারার উপরে আঘাত লেগে থাকলে দুঃখপ্রকাশ করছি এবং ঘোষণা করছি, উদ্দেশ্য মোটেই তা নয়, বরং হেফাজতিদের ঘৃণ্য চেহারা তুলে ধরাই উদ্দেশ্য।
২০| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
এম আর সুমন বলেছেন: আপনার পোষ্টে আমি লক্ষ্য করেছি যে চরমোনাই পীরকে নিয়ে আপনি জল ঘোলা করার চেষ্টা করছেন। চরমোনাই পীর নিজে আসলে ঠিকই স্টেজে উঠতে পারতেন। হেফাজত তাকে নিজেকে আশা করেছিলেন। কিন্তু তার প্রতিনিধি আসে। তাও একটু দেরীতে।তাই তাদের বক্তৃতা দিতে দেয়া হয় নি। বিষয়টি নিয়ে হেফাজতে ইসলাম ব্যাখ্যা দিয়েছে।
তারা হাম্বা আর বাম্বাদের মত জল ঘোলা করার জন্য এখানে আসেনি। তারা স্পষ্ট বলেছে যখন চরমোনাই পীরের প্রতিনিধি আসলেন তখন আর সময় ছিল না। আর তাদের লোকজনকে অত্যন্ত মম্মানের সাথে সামনে বসানো হয়েছিলো। আর হেফাজতের বিশাল সমাবেশে প্রচুর চরমোনাই মুরিদ ছিলেন। চরমোনাই হুজুরও হেফাজতের সাথে তার কোনো রকম শত্রুতার কথা বলেননি। সুতরাং আপনাদের এত মাথা ব্যথা দেখে তো মনে হয় ডাল মে কুছ কালা হ্যায়!!!
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: চরমনাই পিরকে জোর করে হাত ধরে নামিয়ে দেওয়া হয়েছে, সে যাই হোক, চরমোনাই আমার কাছে কোন মুল্য নাই!! তার ভণ্ডামিরও হিসেব নাই. কিন্তু তাঁকে বক্তৃতা দিতে না দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত!!!
মাওঃ হাবিবুর রহমান ওরফে বুলবুলি মোল্লা নামে একজন রয়েছেন, স্বঘোষিত প্রিন্সিপাল এক মাদ্রাসার, এনার বিষয়ে কি বলবেন? তার তো জঙ্গি সংশ্লিষ্টতাও আছে।
আর আপনি আমার কথাগুলো এড়িয়ে গেলেন, হেফাজত তথা কওমি তথা হাটহাজারীবাদীরা ওই আফগান তত্ত্বের বিশ্বাসী, ইসলাম এর চাদরে ঢাকতে যাইয়েন না, বাংলাস্তান মানিনা।
২১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
দন্ডিত বলেছেন: @এম আর সুমন @বিদ্রোহী ভৃগু
আমি নিশ্চিত পোস্ট লেখক যদি নাম উল্লেখ না করে লেখাগুলো পাব্লিশ করত, অথবা আমার দেশ ফলাও করে ছাপাত তাহলে এইসব নিয়াও আন্দোলন হইত। কতবছর আগে লিখছে সেই যুক্তি কেউ শুনত না।
@ লেখক শফিক রেহমানের লেখাও এড করে দেন। আপনি ভুল করছেন। নাম গুলো বলা উচিত হয় নাই পোস্টে। নাম গুলা না লিখলে তাহলে আসল প্রতিক্রীয়া পাইতেন।
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঘটনা সেটাই ভাই, আমি করলে আরাম, তুমি করলে হারাম।
২২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
বৃক্ষ বলেছেন: ফরহাদ মজহার উইথ মনসা দেবী
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফরহাদ মজহারের দাঁড়ি নাই। তার বদলে আছে লম্বা চুল। দেওবন্দীরা তো বলে, মুষ্ঠি পরিমাণ দাঁড়ি রাখা ওয়াজিব/ফরজ। এর তরক করা কবিরা গুনাহ। আর যেখানে চরমোনাইর পীর স্থান পায় না,সেখানে ফরহাদ মজহার সহ আরো অনেক ব্যক্তি কি করে স্থান পায় যাদের প্রকাশ্যে কবিরা গুনাহ হচ্ছে এখনো?
কোন্ ১৩ দফা তারা দেয়?
নিজেদের স্টেজেই কমুনিস্ট দিয়ে ভর্তি!
কোন কমুনিস্ট প্রতিরোধের কথা বলে?
তাহলে কি হেফাজতে ইসলাম কোনগভীর ষড়যন্ত্রের ফল?
২৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: ++++++সহ প্রিয়তে।
ভন্ডটার মুখোশ খুলে দিয়েছেন।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি আপনাকে। ছড়িয়ে দিয়ে ওদেরকে চিনিয়ে দিন প্লীজ।
২৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
এম আর সুমন বলেছেন: ১৯৭৬ থেকে ২০১১ সাল পর্যন্ত কি দেশ আফগানিস্তান ছিলো? নো প্যাচ, ডাইরেক্ট জবাব দেন।
আর মুরগী কবির যে কি তাও সবাই জানে । !!
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: খাইছে হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড?
৭৬-১১ কে শাসন করেছে দেশ!! গণতান্ত্রিক সরকার! আবাল জামাত একবারই এসেছিল বিএনপির ছায়ায় অবস্থা করছে কি দেশের!!
সেখানে যদি ওই মোল্লা দের হাতে ছেড়ে দেওয়া হয়, ইটস দ্যা ইন্ড অফ ইট!!
২৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
রুদ্র মানব বলেছেন: ভন্ডাদের মুখোস উন্মোচিত হোক । ফরহাদ মজহার তওবা কইরা খাটি আস্তিক হইতে পারলে , আচিপ মহিউদ্দীন কি দোষ করলো
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেউ কেউ তো এমনই দলকানা যে দেখেও দেখে না।
২৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
দন্ডিত বলেছেন: প্রচুর প্রাসঙ্গিক কথা হৈতেছে দেখতেছি।
কারা যেন সবসময় বিরোধী পাইলেই বলত "হাম্বারা অপ্রাসঙ্গিক কথা কয়"।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত ভাই, ঠিক বলেছেন। আসলে যুক্তি পালটা যুক্তির শক্তিতে পারেনা বলে ছাগুফাইটার সহ সবাইকে গনট্যাগ দিয়ে ছেড়ে দিতে পারলেই বাঁচে।
২৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
টাইলুং বলেছেন: ৭ম ভালোলাগা।
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।
২৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪
গোরা বলেছেন: ১৩ দাবির কোথাও তো লেখা পাইলাম না আসিফ মহিউদ্দীনের ফাসি চাই ! সব নাস্তিকের বিচার চাইয়া বসরে স্টেজে তুলবা এইটা কেমন কথা ?
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শুধু ধর্মবিদ্বেষীদের শাস্তি চাই দাবী হলে আমিও সমর্থন দিতে বাধ্য।
২৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হায় হায় করছো কি! এই ভাবে ফাস করে দিতে তোমার বকেটু বাঁধলো না! এখন কি হপে ওদের!
ভালো কালৈকশন লিও। আমি দেখছি আরো কিছু বের করা যায় কিনা। ওরা এবার আমাদের দেমপ্রেমের পরীক্ষা নিতে চাচ্ছে আমরাও তৈরী!
গ্রেট জব!
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তমাকে
মুখোশে আর কয় দিন!
৩০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫
বাংলার হাসান বলেছেন: @দিকভ্রান্ত*পথিক আপনি বা আপনার গোত্রীয় কাউকে ৫ফেব্রুয়ারী থেকে এখন পর্যন্ত শাহবাগে দেখলাম না।
আপনাদের মত কিছু মানুষের কারনে জীবন বাজী রেখে তিল তিল করে গড়ে তোলা গনজাগরন আজ প্রশ্নবিদ্ধ।
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইট সিমপ্লি ডাজ নট রিলেট এনিথিং!
তারপরও বলছি, শাহবাগে অবস্থানকারী প্রতিটি দেশপ্রেমিক আমার ভাই বোন বন্ধু, সীমাবদ্ধতা আমার আছে, তা স্বীকার করতে লজ্জা নেই, তবে শাহবাগ এর সাথে মনে প্রানে অবস্থান করেছি, করছি।
যতদিন হায়েনারা নিশ্চিহ্ন হয়নি, ততদিন।
৩১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০
মামুন রশিদ বলেছেন: স্বঘোষিত নাস্তিক ফরহাদ মজহার এখন হেফাজতি হুজুরদের হেফাজতে মগ্ন । হায়রে ভন্ড মৌলবাদের দল
০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিক বলেছেন মামুন ভাইয়া।
৩২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮
জিয়া চৌধুরী বলেছেন: আরে ভাই আপনি দেখী এখন্ও আদি যুগে পড়ে আছেন। যারা ব্লগ দিয়ে ইন্টারনেট চালায় তাদের এই শিক্ষা কারা দেয়? এই ফরহাদ মজহার। যারা একদিকে ইসলাম প্রচার করে অন্যদিকে ফেসবুকে এডাল্ট পেজে লাইক দেয় তাদের এই সব জ্বালা কে মেটায়। ফরহাদ মজহার। ফরহাদ মজহার হইলো গিয়ে হেফাজতের নাস্তিক শাখার আমির।। ভাল লোক । যাই লিখুক ভাল লিখছে। আপনিও হেফাজতের পক্ষে স্লগান দিন। আস্তকতার সার্টিফিকেট পেয়ে যাবেন।
৩৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: অসাধারন পোস্ট। সরাসরি প্রিয়তে।
৩৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৮
তারছেড়া লিমন বলেছেন: লালন শাহ এর মাজারের সাথে ফরহাদ মায়হার এর যে একখান বাংলো আছে ইডার কতা তো কেউ কয় না আর তিনার নবপ্রাণ আন্দোলনের কতা সিডা না অয় বাদ ই দিলেম।( চরম আপচুচের ইমো হবে)
৩৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: লেখা এবং কমেন্ট দুটোই বেশ ইনফরমেটিভ। সকল ভন্ডদের মুখোশ উন্মোচিত হোক।
পোস্টে প্লাস+++++
৩৬| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫
আলতামাশ বলেছেন: ফরহাদ মাযহারকে হেফাজতে ইসলামের মঞ্চে তোলা হয়েছে, এমন কোন প্রমাণ খোঁজে পাইনি।
দয়া করে কোন জাতীয় পত্রিকা মিডিয়ার লিংক দিবেন, নিশ্চিত হতে চাই
৩৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩
আহ্মদ ইর্তিজা বলেছেন: বেশি ভালো লাগলো
বেশি ভালো লাগলো
বেশি ভালো লাগলো
বেশি ভালো লাগলো
বেশি ভালো লাগলো
বেশি ভালো লাগলো
বেশি ভালো লাগলো
বেশি ভালো লাগলো
বেশি ভালো লাগলো
বেশি ভালো লাগলো
৩৮| ০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৪৬
কাজী মামুনহোসেন বলেছেন: দন্ডিত বলেছেন: @এম আর সুমন @বিদ্রোহী ভৃগু
আমি নিশ্চিত পোস্ট লেখক যদি নাম উল্লেখ না করে লেখাগুলো পাব্লিশ করত, অথবা আমার দেশ ফলাও করে ছাপাত তাহলে এইসব নিয়াও আন্দোলন হইত। কতবছর আগে লিখছে সেই যুক্তি কেউ শুনত না।
@ লেখক শফিক রেহমানের লেখাও এড করে দেন। আপনি ভুল করছেন। নাম গুলো বলা উচিত হয় নাই পোস্টে। নাম গুলা না লিখলে তাহলে আসল প্রতিক্রীয়া পাইতেন।
৩৯| ০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৪৯
কাজী মামুনহোসেন বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২
আহলান বলেছেন: ভোল পাল্টে অনেক রাজাকার আজ বীর মুক্তিযোদ্ধা, এখানেও মনে হয় তা-ই হয়েছে ....