নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

♣♣ কবিতাঃ স্বপ্নহীন নির্বাসন ♣♣

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬





আজ আর আমি কাঁদবনা,

আমি আর নি:শব্দে গুমোট চিৎকারে ডাকবনা তোমাদের।

এই আমি আজ নিজেকে একা করে দিয়েছি,

তবে এমন নয় এটিই চেয়েছি।

আমি আর করবনা অভিমান,

দেখবনা কোনো স্বপ্ন,

বাসবোনা আর ভালো কোনদিনও।

স্বপ্ন হারিয়ে ফেলেছি আমি,

কোনো অচেনা পথের বাঁকে,

তবু আজ অভিযোগ করবনা,

বলবনা কাউকে খুঁজে দিতে,

যা হারিয়ে গেছে, যাবনা আর খুঁজতে

যা বুঝতে পারিনি, যুঝবো না তা বুঝতে।

আঁকবোনা কোনো আশার চিত্রকর্ম,

বাঁধবনা নতুন কোন গান,

করবোনা কবিতাদের স্পর্শ।



তোমরা ভেবেছ আমি একাই ভালো,

নির্বাসিত আমি আজ ভাষা হারিয়ে ফেলেছি,

হারিয়ে ফেলেছি কান্নার জল,

আমি দিশেহারা হেঁটে চলেছি,

খুঁজে পায়না, পথের ঠিকানা,

তাকিয়ে রই দৃষ্টি সীমানা,

নিজেই যেন নিজের কাছে অজানা

করেছি আত্নগোপন।



আমি আর দ্বিধা ভরে জানতে চাইবনা,

তোমরা কেমন আছ।

আমি আর ভাববনা কেন,

আমাকে একা করে চলে গেলে সব,

কোথায় পালালে,

জিজ্ঞাস করবনা।



স্বপ্নহারা এই আমি, আর কাঁদবনা,

করবনা নিরব আর্তচিৎকার, ভাববনা কোনো কিছু, কাউকে।

মন্তব্য ৩২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

মামুন রশিদ বলেছেন: প্রথম ভালোলাগা ;)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ শত হাজার ভাইয়া! :)

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Ami 2nd.+++

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ গিয়াসলিটন ভাই! :)

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কবিতা দারুণ হয়েছে।++
যেটা হারিয়ে যাবার সেটাকে হারিয়ে যেতে দিতে হয়। না আমি কাঁদবো না মোটেই না!

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে, তবে কিছু হারান মুহূর্ত বেশ কাঁদায় ..

তবুও কাঁদবো না আর :)

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কবিতায় ২য় প্লাসটা আমার। B-)

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দিস হিডেন গুলাব ইজ ফর ইয়ু!!! ;) ;) ;)

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল লাগল।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

৬| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

আমিনুর রহমান বলেছেন: ভালা লাগা +++

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ অনেক অনেক ভাইয়া।

৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১০

নিয়েল হিমু বলেছেন:
আঁকব না কোন আশার চিত্রকর্ম

+ তো মাস্ট :)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ নিবেন হিমু ভাইয়া!!

৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪

একজন আরমান বলেছেন:
হুম।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া ভাল লাগে নাই? পরামর্শ অবশ্যই দিবেন কিন্তু! :)

৯| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৮

স্বপনবাজ বলেছেন: কোথায় পালালে,
জিজ্ঞাস করবনা।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: যে যায়, তাঁকে বিদায় দিতে হয় ভাই, ধরে রাখা পথিকের ধর্ম নয় :)

১০| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১০

মাগুর বলেছেন: তোমরা ভেবেছ আমি একাই ভালো,
নির্বাসিত আমি আজ ভাষা হারিয়ে ফেলেছি,
হারিয়ে ফেলেছি কান্নার জল,
আমি দিশেহারা হেঁটে চলেছি,
খুঁজে পায়না, পথের ঠিকানা,
তাকিয়ে রই দৃষ্টি সীমানা,
নিজেই যেন নিজের কাছে অজানা
করেছি আত্নগোপন....।।

অসাধারণ ভাই, অসাধারণ। ৬ষ্ঠ প্লাস দিলাম। ধীরে ধীরে আপনার কবিতার ভক্ত হয়ে যাচ্ছি মনে হয় 8-|

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই, এতো প্রসংশা করলেন, উত্তর দেবার ভাষা নেই, অনুপ্রাণিত হলাম ভাই!

অনেক ধন্যবাদ আপনার জন্যে, শুভকামনা ভাল থাকুন নিরন্তর।

১১| ১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৯

আমিই মিসিরআলি বলেছেন: এতো ভেজালের মধ্যেও আপনার কবিতাটা দেখে ভালো লাগলো
সপ্তম প্লাস

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এটাই পারি, কিছু না হলেও কিছু লাইন লিখে ফেলাই ভাল লাগে। অনেক ধন্যবাদ আপনাকে ভাই। :)

১২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভালো লাগা রেখে গেলাম!

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেকদিন পরে আপনাকে আমার কবিতায় পেয়ে বেশ লাগলো, অনেক ধন্যবাদ জানাচ্ছি।!!

নিয়মিত হবার আমন্ত্রণ রইলো। :)

১৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লাগলো পথিক ভাই........+++++

ধন্যবাদ .....ভাল থাকবেন.....

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, সবসময়ই আপনাকে সাথে পেয়ে খুশী হলাম অনেক।

সবসময় ভাল থাকুন ভাই, আপনার প্রোপিকের সাথে আমার থটস যায় অনেকটা। :)

১৪| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

মেশকাত মাহমুদ বলেছেন: বেশ ভাল লাগলো।+++++

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শত শুভকামনা। ধন্যবাদ জানবেন।

১৫| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ১১তম ভালোলাগা।

সুন্দর কবিতা। ++++

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ভাইয়া। :)

ভাল থাকুন সবসময়।

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: ১২ তম ভাললাগা। ++++

আমন্ত্রন রইলো

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাংকস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.