নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

জরুরী ভিত্তিতে অপারেনের জন্যে ৮০ ব্যাগ (AB +) পজেটিভ রক্ত প্রয়োজন! দয়া করে মানবিক আবেদনে এগিয়ে আসুন।

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

একাত্তর টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজক তানভীর আহমেদ গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন । তার জন্য ৮০ ব্যাগ (AB +) পজেটিভ রক্ত প্রয়োজন! জি হ্যা ৮০ ব্যাগ ।



৮০ ব্যাগ শুনে দমে গেলেন ? অসম্ভব মনে হচ্ছে ? বিশ্বাস রাখুন এটা অসম্ভব না । দুই কোটি মানুষের ঢাকা শহরে ৮০ ব্যাগ রক্ত কিছুই না । দরকার শুধু ৮০ জন (AB +) ব্লাডধারী মানুষ । তবে হ্যা এটি সংগ্রহ করা অনেক কঠিন । যারা (AB +) ব্লাডধারী আছেন তারা প্লিজ স্বাচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন । যারা দিতে পারছেন না তারা রক্ত সংগ্রহে এগিয়ে আসুন প্লিজ । আপনারা চাইলে তানভীর আহমেদ অবশ্যই সুস্থ হয়ে উঠবেন অবশ্যই । এই ভাইকে বাঁচানোর জন্য একটা অসম্ভব পরিমাণ রক্তের দরকার।

আমরা কি থেমে যাবো?? আমরা কি এই ভাইকে হারিয়ে যেতে দেবো?? আমাদের সাথে রক্ত সংগ্রহের যুদ্ধে নামুন, রক্ত দিতে না পারলে পোস্ট শেয়ার করতে থাকুন, সব বন্ধুদের ট্যাগ করুন। অনলাইনের সমস্ত বাঙালী এগিয়ে আসুন এই ভাইয়ের সাহায্যে



কেউ স্বেচ্ছায় রক্ত দিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন: ০১৮৪১৭১০০৬৭, ০১৮৪১৭১০১৭৫।











**** প্রাসঙ্গিক আপডেটঃ



অন্যমনস্ক শরৎ বলেছেন: বাবু আহমেদের পোষ্ট থেকে সরাসরি

কপি পেষ্ট করছি: মানবিক আবেদন আপডেট এবং কিছু প্রশ্নের উত্তরঃ

:::কিছুক্ষণ আগে পোস্ট দিয়েছিলাম যে, "একাত্তর টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজক তানভির আহমেদ এর উন্নত চিকিৎসার জন্য আশি (৮০) ব্যাগ রক্তের জরুরী প্রয়োজন। তার শরীরের একটি বড় অংশ আগুনে ঝলছে গেছে। উনি ঢাকার সিটি হাসপাতালে আছেন।




পোস্টটি দেখে অনেকেই প্রশ্ন করেছেনঃ



১) রক্ত কি আশি (৮০) ব্যাগ না আট (৮) ব্যাগ? আশি (৮০) ব্যাগ হলে এত রক্ত দিয়ে কি হবে?

উত্তরঃ সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে ৮০ ব্যাগ রক্তই লাগবে। তবে এই ৮০ ব্যাগ একসাথে লাগবে না। ডেইলি কয়েকব্যাগ করে লাগবে। কারণ, আগুনে ঝলসে যাওয়া তানভীর আহমেদের শরীরের ২৭ শতাংশ অংশ রিপ্লেস করতে হবে। এই প্রক্রিয়ায় প্রতিদিন একটু করে মোট আশি ব্যাগের মতো রক্ত লাগবে। তাই, আগ্রহী রক্তদাতাদের লিস্ট করে রাখা হচ্ছে। কারণ, এক মূহুর্তের জন্য চিকিৎসা বন্ধ করা যাবে না।



২) এবি পজেটিভ তো যে কারো রক্ত নিতে পারে, এক্ষেত্রে অন্য রক্তের গ্রুপের কেউ তাকে রক্ত দিতে পারবে কিনা?

উত্তরঃ না নরম্যালি পারলেও এক্ষেত্রে পারবে না । সাধারণত, বিভিন্ন দুর্ঘটনায় এবি পজিটিভ অন্য গ্রুপের রক্ত (এ, বি এবং ও) নিতে পারে। কিন্তু, এক্ষেত্রে যেহেতু, শরীরের সেল রিপ্লেসমেন্ট করা হচ্ছে। সেহেতু, এখানে শুধুমাত্র "এবি পজিটিভ" গ্রুপের রক্তই লাগবে।



এ সংক্রান্ত অন্য যে কোন প্রশ্ন, পরামর্শ, রক্তদানের জন্য সচেতন ও হৃদয়বানরা শীগগিরই যোগাযোগ করুনঃ ০১৮৪১৭১০০৬৭, ০১৮৪১৭১০১৭৫"



রক্ত দিতে না পারলেও, শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে এই মানবিক আবেদন পৌছে দিন।



____ শাহবাগে সাইবার যুদ্ধ





আমিনুর রহমান বলেছেন:



আর যারা দেশে আছে কিন্তু ঢাকা থেকে দূরে তারাও যদি ঢাকায় আস্তে পারে তাহলে দিতে পারবে, কেননা রক্ত একসাথে লাগছে না। প্রতিদিনই লাগবে। শুধু ফোন করে কনফার্ম করে দেওয়া যে সে ওই সময় থাকতে পারবো ...

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

যোগী বলেছেন: ভাই (AB +) আমার না। থাকিও দুরে।
আশা করবো এই প্রয়োজনে সবাই এগিয়ে আসবে।

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: যারা রক্ত দিতে অপারগ, প্লীজ পরিচিত জনকে নক করুন! এবং প্লীজ শেয়ার করুন!

সবাই চেষ্টা করলে হয়ত বেঁচে যাবে লোকটা! দুই এক ব্যাগ রক্ত আমাদের জন্যে কিছুনা, হয়ত উনার জীবন বাঁচাবে!

২| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: যারা রক্ত দিতে অপারগ, প্লীজ পরিচিত জনকে নক করুন! এবং প্লীজ শেয়ার করুন!

সবাই চেষ্টা করলে হয়ত বেঁচে যাবে লোকটা! দুই এক ব্যাগ রক্ত আমাদের জন্যে কিছুনা, হয়ত উনার জীবন বাঁচাবে!


৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

স্নিগ্ধ শোভন বলেছেন:
আমারও AB+ না। আশা করি সবাই এগিয়ে আসবে।


তানভীর আহমেদের দ্রুত সুস্থতা কামনা করছি।

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: যারা রক্ত দিতে অপারগ, প্লীজ পরিচিত জনকে নক করুন! এবং প্লীজ শেয়ার করুন!

সবাই চেষ্টা করলে হয়ত বেঁচে যাবে লোকটা! দুই এক ব্যাগ রক্ত আমাদের জন্যে কিছুনা, হয়ত উনার জীবন বাঁচাবে!

৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

মরু বালক বলেছেন:
++++

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্লাস দিয়া কি করবো? পারলে অসুস্থ লোকটাকে হেল্প করতে এগিয়ে আসেন।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

ফারহুম বলেছেন:

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ফেসবুকে শেয়ার করেছি।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১

চোরাবালি- বলেছেন: আচ্ছা একজন মানুষের শরীরে কত ব্যাগ রক্তের প্রয়োজন?
৮০ব্যাগ রক্তে একজনার কতবার রক্তা পরিবর্তন করা সম্ভব?

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে ৮০ ব্যাগ রক্তই লাগবে। তবে এই ৮০ ব্যাগ একসাথে লাগবে না। ডেইলি কয়েকব্যাগ করে লাগবে। কারণ, আগুনে ঝলসে যাওয়া তানভীর আহমেদের শরীরের ২৭ শতাংশ অংশ রিপ্লেস করতে হবে। এই প্রক্রিয়ায় প্রতিদিন একটু করে মোট আশি ব্যাগের মতো রক্ত লাগবে। তাই, আগ্রহী রক্তদাতাদের লিস্ট করে রাখা হচ্ছে। কারণ, এক মূহুর্তের জন্য চিকিৎসা বন্ধ করা যাবে না।

২) এবি পজেটিভ তো যে কারো রক্ত নিতে পারে, এক্ষেত্রে অন্য রক্তের গ্রুপের কেউ তাকে রক্ত দিতে পারবে কিনা?
উত্তরঃ না নরম্যালি পারলেও এক্ষেত্রে পারবে না । সাধারণত, বিভিন্ন দুর্ঘটনায় এবি পজিটিভ অন্য গ্রুপের রক্ত (এ, বি এবং ও) নিতে পারে। কিন্তু, এক্ষেত্রে যেহেতু, শরীরের সেল রিপ্লেসমেন্ট করা হচ্ছে। সেহেতু, এখানে শুধুমাত্র "এবি পজিটিভ" গ্রুপের রক্তই লাগবে।

এ সংক্রান্ত অন্য যে কোন প্রশ্ন, পরামর্শ, রক্তদানের জন্য সচেতন ও হৃদয়বানরা শীগগিরই যোগাযোগ করুনঃ ০১৮৪১৭১০০৬৭, ০১৮৪১৭১০১৭৫"

রক্ত দিতে না পারলেও, শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে এই মানবিক আবেদন পৌছে দিন।

ভায়া- রুমি স্কোয়াড

৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১

শরৎ চৌধুরী বলেছেন: বাবু আহমেদের পোষ্ট থেকে সরাসরি
কপি পেষ্ট করছি: মানবিক আবেদন আপডেট এবং কিছু প্রশ্নের উত্তরঃ
:::কিছুক্ষণ আগে পোস্ট দিয়েছিলাম যে, "একাত্তর টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজক তানভির আহমেদ এর উন্নত চিকিৎসার জন্য আশি (৮০) ব্যাগ রক্তের জরুরী প্রয়োজন। তার শরীরের একটি বড় অংশ আগুনে ঝলছে গেছে। উনি ঢাকার সিটি হাসপাতালে আছেন।

পোস্টটি দেখে অনেকেই প্রশ্ন করেছেনঃ

১) রক্ত কি আশি (৮০) ব্যাগ না আট (৮) ব্যাগ? আশি (৮০) ব্যাগ হলে এত রক্ত দিয়ে কি হবে?
উত্তরঃ সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে ৮০ ব্যাগ রক্তই লাগবে। তবে এই ৮০ ব্যাগ একসাথে লাগবে না। ডেইলি কয়েকব্যাগ করে লাগবে। কারণ, আগুনে ঝলসে যাওয়া তানভীর আহমেদের শরীরের ২৭ শতাংশ অংশ রিপ্লেস করতে হবে। এই প্রক্রিয়ায় প্রতিদিন একটু করে মোট আশি ব্যাগের মতো রক্ত লাগবে। তাই, আগ্রহী রক্তদাতাদের লিস্ট করে রাখা হচ্ছে। কারণ, এক মূহুর্তের জন্য চিকিৎসা বন্ধ করা যাবে না।

২) এবি পজেটিভ তো যে কারো রক্ত নিতে পারে, এক্ষেত্রে অন্য রক্তের গ্রুপের কেউ তাকে রক্ত দিতে পারবে কিনা?
উত্তরঃ না নরম্যালি পারলেও এক্ষেত্রে পারবে না । সাধারণত, বিভিন্ন দুর্ঘটনায় এবি পজিটিভ অন্য গ্রুপের রক্ত (এ, বি এবং ও) নিতে পারে। কিন্তু, এক্ষেত্রে যেহেতু, শরীরের সেল রিপ্লেসমেন্ট করা হচ্ছে। সেহেতু, এখানে শুধুমাত্র "এবি পজিটিভ" গ্রুপের রক্তই লাগবে।

এ সংক্রান্ত অন্য যে কোন প্রশ্ন, পরামর্শ, রক্তদানের জন্য সচেতন ও হৃদয়বানরা শীগগিরই যোগাযোগ করুনঃ ০১৮৪১৭১০০৬৭, ০১৮৪১৭১০১৭৫"

রক্ত দিতে না পারলেও, শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে এই মানবিক আবেদন পৌছে দিন।

____ শাহবাগে সাইবার যুদ্ধ

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: @@চোরাবালি, উত্তরটি পেয়েছেন আশা করি।

এখন ব্যাগ হিসেব করার নয়, স্বদিচ্ছা থাকলে বিষয়টি ছড়িয়ে দেওয়া, আপনজন পরিচিতদের মধ্যে জানানো এবং সর্বোপরি সুযোগ থাকলে রক্তদানে এগিয়ে আসতে হবে।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

পুংটা বলেছেন: রক্তের বণ্যায়, ভেসে যাবে অন্যায়। আমি সবসময় বিপজেটিভ। সরি। :(

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইটসওকে ভাই, পারলে শেয়ার করেন ও পরিচিত কেউ থাকলে নক দিয়ে দেখেন।

৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১

চোরাবালি- বলেছেন: এখন ব্যপারটা ক্লিয়ার এখন যে কয় ব্যাগ দরকার সেটির জন্য বলুন তা না হলে অনেকেই বিভ্রান্ত হবেন কারণ যানেন তো এখন সব কিছু নিয়েই একশ্রেণী ব্যবসা করতে চায়। বিষয়টি ক্লিয়ার করার জন্য ধন্যবাদ

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি ধন্যবাদ আপনাকে।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: AB+ হওয়ার পরও দিতে পারছি না দুরে থাকার জন্য।
আশা করি ব্যবস্থা হয়ে যাবে দ্রূতই।

পোস্ট শেয়ারড

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: উনার জন্যে শুভকামনা জানাই।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: সবাই এগিয়ে আসুন। আমার AB+ না।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি ধন্যবাদ, পরিচিতদের নক করেন, আমিও ট্রাই করছি।

১২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

মাহতাব সমুদ্র বলেছেন: এগিয়ে আসা দরকার।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই, সহমত।

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬

মো: আতিকুর রহমান বলেছেন: দুঃখিত আমার AB+ না। যাদের AB+ তারা দয়া করে এড়িয়ে যাবেন না...

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি, পরিচিত কেউ থাকলে জানিয়ে দিবেন, বিশেষ করে মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তার অথবা বাঁধন এর সাথে জড়িত লোকজন এর চেনা পরিচিত ডোনার থাকে।

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬

নীল জানালা বলেছেন: আমার গ্রুপ ঐটা। কিন্তু দুঃখের বিষয় আমি অনেক দুরে। রক্ত লাগলে কখনো না করিনাই। আশা করি যারা পোস্টটি দেখেছেন এবং যারা পারবেন তারা এগিয়ে আসবেন। কারো প্রয়োজনে কাজে আসতে না পারলে মানব জন্মই যে বৃথা!

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আসে পাশের কোন শহরে থাকলেও যোগাযোগ করে দেখেন উনারা যদি কোন ব্যাবস্থা করতে পারে আপনার থেকে সংগ্রহ করার?

আর পরিচিত জনকে জানাতে চেষ্টা করবেন প্লীজ।

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

আমিনুর রহমান বলেছেন:

আমার মনে হয় পোষ্টটি আপডেট করতে পারো, অন্যমনস্ক শরৎ এর উপরের কমেন্টস থেকে। আর যারা দেশে আছে কিন্তু ঢাকা থেকে দূরে তারাও যদি ঢাকায় আস্তে পারে তাহলে দিতে পারবে, কেননা রক্ত একসাথে লাগছে না। প্রতিদিনই লাগবে। শুধু ফোন করে কনফার্ম করে দেওয়া যে সে ওই সময় থাকতে পারবো ...

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঢাকা থেকে একটু দূরে যারা, তাদের কাছে থেকে নেবার জন্যে উনার ফ্যামিলি কোন ব্যাবস্থা নিতে পারে কিনা বিষয়টি ভাবা দরকার। আপনার কথামত দরকারি জিনিষ আপডেট করে দিয়েছি।

যদি রোগীর পরিচিত কারো সাথে কথা হয়ে থাকে, তাহলে জানাবেন ঢাকার বাইরের কেউ যদি দিতে চায় ব্যাবস্থা কি।

আর ডোনার গ্রুপ, বাঁধন সহ ফেসবুকের পেজগুলোর চেষ্টা আশা করছি অব্যাহত থাকবে। যোগাযোগ চালিয়ে যাবার চেষ্টাই করে যাচ্ছি।

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

ঘুড্ডির পাইলট বলেছেন: আহারে বেচারা !

আল্লাহ তাকে রহমত করুন ।

১৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: শেয়ার করা ছাড়া আর কিছু করতে পারতেছি না। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.