নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ক্রিকেট দলের উপরে অভিমান হচ্ছে, তবে মাহমুদুল্লাহর মতো দায়িত্বজ্ঞানহীন স্টুপিড এর জন্যে মন থেকে ঘৃণা। X(

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

মাহমুদুল্লাহ রিয়াদকে প্রানপনে গালি দিতে ইচ্ছা করছে। এই ক্রিকেটারকে আমার কোনদিনই পছন্দ হয়নি, আজ থেকে আর হবার কোন সম্ভাবনাও নেই। সামর্থ্যের অভাব মানা যায়, কিন্তু দায়িত্বজ্ঞানহীন একজন ভাইস ক্যাপ্টের এর মায়েরে বাপ!!



শাহদাতের সামর্থ্যের অভাব আছে, আর আবাল ক্রিকেটার মাহুমুদুল্লাহর অভাব হচ্ছে আয়োডিন এর! ৫০০ রান তাড়া করতে নেমে ইনিংস এর শুরুতেই ১৫০ স্ট্রাইক রেটে যে খেলতে চায়, তাকে বদ্ধ উন্মাদ ব্যাতিত আর কিছু বলতে পারি না। দলকে বারবার বিপদে ফেলছে এই স্টুপিড ইউজলেসটা!! এর বদলে একটা বলদ নামাইলেও খারাপ হইত না।



মহাজঘন্য আম্পায়ারিং এর কথা আর কি বলবো! দিনকানা বয়রাগুলা আইছে আম্পায়ারিং করতে, শার্টে লেগে আউট। ছাগলটা! X(X(



এই সিরিজের আর খোঁজ নেবো না। কারন এটা নয় বাংলাদেশ খারাপ খেলেছে, সেটা অনেক দেখেছি, অভ্যাস আছে, ভালবাসা এতোটুকুও কমেনি। কিন্তু এই ম্যাচে যা করলো, তা পরিষ্কার দায়িত্বজ্ঞানহীনতা। মাহমুদুল্লাহকে বাদ না দিলে সামনে সাফারিং লম্বা হতে যাচ্ছে।





TEST:



8, 1/37, 0, 0/12

0/45, 0, 3/70

7/0, 3, 19/0, 21



ODI:

1/50, 6

29, 0/8



T20:

1/28, 31



*এমনকি লীগের ম্যাচগুলোতেও যাচ্ছেতাই পারমরমেন্স! বাংলাদেশ দলের পাইপলাইন এতোই বাজে যে এরকম খেলার পরেও রিপ্লেসমেন্ট আসে না!?

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২

রিফাত হোসেন বলেছেন: আপনি খেলবেন আগামীতে, দায়িত্ব দেখান। :)

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বলের সাথে দুইতিন বার ব্যাট লাগিয়ে আউট হওয়া আমার পক্ষেও সম্ভব বৈকি!

২| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৫

ব্লগ ৪১৬ বলেছেন: সামর্থ্যের অভাব মানা যায়, কিন্তু দায়িত্বজ্ঞানহীন একজন ভাইস ক্যাপ্টের এর মায়েরে বাপ!! [/sb....

মাঠে যাইয়া দুই একটারে থাপরাইতে পাড়লে মাথা ঠান্ডা হইত।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাকিব ইনজুরি থেকে উঠেছে, ফর্ম পেতে এক ম্যাচ দুই ম্যাচ লাগতে পারে। তবে নাফিজ আর মাহমুদুল্লাহ ইউজলেস! জাস্ট বুলশিট!

৩| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২

মেকগাইভার বলেছেন: এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: না, আগের বারও হেরে এসেছিলাম।

৪| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

Sohelhossen বলেছেন: মাহমুদুল্লাহ আমার জেলার ছেলে , তার খেলা সবসময় আমার ভাল লাগত , কিন্তু কিছু দিন ধরে ওর যে কি হল ??

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হি ইজ আউট অফ ফর্ম, লীগে ভাল খেলিয়ে আনতে হবে টিমে।

৫| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২২

আস্তবাবা বলেছেন: সাকিবরে প্রাকটিস ম্যাচ ছাড়া নামানো ঠিক হয়নাই। আর পিচ্চি মমিনুলরা নামালো না কেন? এটা বাউন্সি পিচ। টেকনিকে যাদের গলদ আছে তারা রান করতে পারবেনা

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মাহমুদুল্লাহ নিউজিল্যান্ডেও রান করেছে, ফরমে নাই, সোজা হিসেব আউট!

৬| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

সেলিম আনোয়ার বলেছেন: মাহমুদুল্লাহর ডিফেন্স ভালো না্ এখন আবার নিয়ামিত বাজে পরফরমার।চিন্তার বিষয়।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম!!

৭| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

গুরুমিয়াঁ বলেছেন: ei halar put,shahadat R rubeilla re je dole ney se pagol cara R kicu noy.

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শাহদাত এর জন্যে ম্যাচ কম হারিনাই, কিন্তু এই মাহমুদুল্লাহ টেস্টে এমন একটা সময় নামে দলের বিপদ আরও বাড়িয়ে যায়।

৮| ২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

ম্যাংগো পিপল বলেছেন: ++++++++

১ম ইনিংসের পর আর রুচি নাই
:(( :(( :(( :(( :(( :((

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আর কইয়েন না ভাই !

৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪

পথ-হারা এক পথিক বলেছেন: একটু কষ্ট না পেলে আনন্দের মজাটা পাওয়া যায়না বস। সব হিসেব মিলালে বাংলাদেশ ক্রিকেট টিমের পাওনার হিসেব অনেক। সামনের দিকে যাচ্ছে ওরা। :) :)

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: না, বেশীই হইল। ৩০০+ রানে হার!

১০| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আমার আশংকা সাকিব আল হাসানকে নিয়েউনি ফিটনেস ফিরে পাবেন তো নাকি?কউন্টিতে গিয়ে শেষ।ওখানে খেললে কারো আর জানে পানি থাকে না।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেখা যাক, হি ইজ আ ফাইটার।

১১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২২

একজন নিশাচর বলেছেন: মাহামুদুল্লাহ এর উপর চরম মেজাজ খারাপ আছে আমার। ফর্মহীনতারও একটা সীমা থাকা উচিত।

আগামী ম্যাচের জন্য অপেক্ষা করতেছি। দেখা যাক কি হয়।

ফলাফল যেন পজেটিভ হয় সেই কামনাই করি।

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, শুভকামনা তো আজীবন ভাই, অনেক ভালবাসি ওদেরকে। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.