![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি থেকে যে কি হয়ে গেলো হায়!
আমাদের সকলের প্রিয়(ডাহা মিছা কথা), ডাক্তার আইজু আর আমাদের মাঝে নেই। আমরা গভীরভাবে শোকাহত।
উল্লেখ্য ফেসবুকে অতিরিক্ত ঝাকাঝাকি করাতে আজ আনুমানিক মিনিট পাঁচেক আগে টাইমলাইন উনার উপরে ধ্বসে যায় এবং এতে উনি মর্মান্তিকভাবে আহত হন। বরিশাল, চর চুকরিমুকরি থেকে উন্নত প্রযুক্তির সহযোগিতা অফার করা হলেও দাম্ভিক ডাক্তার আত্মমর্যাদা এবং তার ইউএসানুভুতির কথা বিবেচনা করে সে সব সহযোগিতা গ্রহনে অসম্মতি জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত তার ফলোয়ার এর সংখ্যা এবং পোস্ট এর কাটতি (লাইক) খারাপ ছিল না। এবং জনাব মওদুদ তার পরিবারকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন যাতে ক্ষমতায় গিয়ে তার পরিবারকে ২০ লক্ষ টাকা প্রদান করা সহজতর হয়।
এই বিষয়ে তার অনুভূতি জানতে এবং খবর নিশ্চিতকরণে সকলকে "ডাক্তার আইজু" একাউন্টে মেসেজ করার অনুরোধ করেছেন ভুক্তভোগী।
তথ্যসুত্রঃ বখতিয়ারের ঘোড়া এখন বাঁশের কেল্লায়। [আলহামদুলিল্লাহ, সবাই শেয়ার করুন(কেল্লার অনুরোধ)।]
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
যাহা বলিব পোস্টে বলিব,
পোস্ট বৈ অন্য কোথাও বলিব না।
২| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১০
খেয়া ঘাট বলেছেন: Got really scared reading headline.
At the end LOL
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২১
এরিস বলেছেন:
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যপাতা ভাই!
৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আইজুর এতজনে মৃত্যু চায়!? ১০০ জন পোস্ট দেখল কমেন্ট দিলো তিনজন! হতাশ??
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পাবলিক এর কান্ড দেখে হুতাশ খাইলাম।
৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৯
হুমায়ুন তোরাব বলেছেন: block khaisi sei kobe mone korte parina...
asol ghotona ki ?
০১ লা মে, ২০১৩ রাত ২:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যা লেখছি তাই সত্য ভাই!
৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৫
যোগী বলেছেন:
আমরাও শোকাহত! আইজু মাফ চায়া পরলে ফিইরা আয়।
০১ লা মে, ২০১৩ রাত ২:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নো ওয়ে ব্যাক!!
৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭
রায়ান ঋদ্ধ বলেছেন:
বাই, কিতা কন??... আই তো গাব্রাইত্তন গেছিলাম!!!
০১ লা মে, ২০১৩ রাত ২:২৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঘাব্রাইছুন ক্যারে!? আন্নে কি হের থুন ট্যাহা পান?
৮| ০১ লা মে, ২০১৩ রাত ১২:২২
তারছেড়া লিমন বলেছেন: মুই ও শোকাহত!
৯| ০১ লা মে, ২০১৩ রাত ১২:২৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হায় হায়!
১০| ০১ লা মে, ২০১৩ রাত ১২:২৫
আরজু পনি বলেছেন:
১১| ০১ লা মে, ২০১৩ রাত ১২:৫২
অচিন.... বলেছেন: আইজুর সাথে পাগলা গ্রুপের কিছু নিয়ে ভেজাল লাগছে। আইজু পোস্ট দিলেই পাগলা গ্রুপ গণহারে রিপোর্ট করে মুছে দিত। ঐর পর থেকে আমি আর আইজুকে খুজে পাচ্ছিনা। :/
১২| ০১ লা মে, ২০১৩ রাত ১:১১
শিরোনাম বলেছেন: সবাই দেখি আইজুর পিছনে লাগছে।
আইজুও পারে। শাহবাগী ইমরানের এতো সব অপকর্ম সামনে নিয়া আসার কি দরকার ছিলো আইজুর?
না হয় সাভারের ট্রাজেডির কিছু টাকা ইমরান মাইরা দিসে তো কি হৈছে!!!
১৩| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৩:৩০
হাতীর ডিম বলেছেন: আলহামদুলিল্লা
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯
পদ্ম (কমল দাস) বলেছেন: কিতা কন?