![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাঁশের কেল্লার এডমিন দাসত্ব নই। আমি একজন অতি সাধারণ মানুষ। তবু আপনাদের কাছে আর্জি, মনোযোগ দিয়ে বিষয়টা পড়বেন।
হেফাজতে ইসলাম ও জামাত শিবির থেকে একটা লিস্ট করা হয়েছে। বিএনপির কার্যালয়ে "উচ্চ মহলের" তদারকির পরে তা অনুমোদিত হয়েছে। কিছু মানুষের উপরে আজ মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। তাদের জীবন সংকটে। গুপ্ত হত্যার অফিশিয়াল নির্দেশ এসেছে এদের বিরুদ্ধে। জাশি-হেফাজত-বিএনপির ৩০০ সদস্যের কিলিং স্কোয়াড পৌঁছে গেছে দেশের আনাচে কানাচে। অপেক্ষা শুধু রক্তের বন্যার।
বিএনপি-জামাত শিবির-হেফাজত বিরোধী ব্লগারদের করা হবে গণহত্যার মুখোমুখি।
তালিকার শুরুতে আছেন
[১] অমি পিয়াল --- আওয়ামীলীগ এর দালালি, মুক্তিযুদ্ধের পক্ষে ব্লগিং এবং জামাত শিবিরকে ধুয়ে দেওয়ার কারনে
[২] আরিফ জেবতিক --- শাহবাগ নিয়ে মাতামাতি করার কারনে
[৩] ইমরান এইচ সরকার --- হেফাজতি ছালদের বিরুদ্ধে টিটকারি করা এবং গণজাগরণ মঞ্চ তৈরির কারনে
[৪] সবাক পাখী --- চাকরীর পাশাপাশি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারনে
[৫] থাবা বাবা--- এর উপরে আমাদের খায়েশ এখনও যায় নাই এই কারনে
[৬] লোনলিফাইটার/বেঈমান আমি --- বিভিন্ন সময়ে জামাতিদের কাঁদানোর কারনে
এরপর আছেন----
ডাক্তার আইজু, সিডাটিভ হিপ্নোটিক্স, বাঁধন স্বপ্নকথক, মহামান্য কহেন, মামুন বিল্লাহ, নাহোল, রামু, সাকিন উল আলম ইভান, দিকভ্রান্ত*পথিক, দায়িত্ববান নাগরিক, জেনারেশন সুপারস্টার, সঠিক উচ্ছাস, হাসান মাহবুব, নিয়েল হিমু, ঘুড্ডির পাইলট, লিনকিন পার্ক, এলভিস প্রিসলি, মার্ক জাকারবারগ, দেলু দেইল্লা, পাইলে খাই, থাবড়ায় মাইরালাম, অশ্ব ডিম্ব, বারাক ওবামা, রাজীব গান্ধী, নেলসন ম্যন্ডেলা, উসাইন বোল্ট এবং ড. মুহাম্মদ ইউনুস।
নারী ব্লগার কিংবা ফেসবুকারদের ভেতরে আছেন ---- ফড়িং ক্যামেলিয়া, শরমি আমিন, কেষা, জেনিফার লোপেজ, মারিয়া শারাপোভা।
এদের লিস্টে আসার কারন এরা বিভিন্ন সময়ে পিটানি দিয়ে তাদেরকে কাঁদিয়ে ছেড়েছে।
এই লিস্টটা নাকি খুব রিসেন্ট , মানে ১ কি ২ দিনের ভেতরে তৈরি করে নব্য রাজাকাররা খুনিদের হাতে দিয়েছে।
মিলটা ধরতে পাচ্ছেন কি ?
১৯৭১ এ ঠিক এভাবেই রাজাকার ভাইয়েরা লিস্ট করে আমাদের পাকিস্তান আর্মির হাতে দিতো !
আমাকে যিনি দিয়েছেন তাকে বলেছি এই লিস্টের কোন পেপার কপি আছে কিনা বিএনপির সীল ছাপ্পড় মারা।
তাহলে বিশ্বাসযোগ্য বেশী হবে।
উনি বলসেন - সেটা সম্ভব হয় নাই , তবে লিস্টটা সত্য।
যত তাড়াতাড়ি সম্ভব এটা অনলাইনে সবাইকে পাবলিকলি জানালে লিস্টেড ব্লগার কিংবা ফেসবুকারদের জন্য নিরাপদ হবে।
এই লিস্টে যারা আছেন তাদের ভেতরে আপনি থাকলে জেনে নিন , জানিয়ে দিন।
যিনি লিস্টটা পাঠিয়েছেন তিনি নিজেও বিএনপি অফিসের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে কানেক্টেড।
সেভাবেই পেয়েছেন এটা...
[জীবিত/মৃত কোন মানুষ বা ছাগলের স্ট্যাটাসের সাথে মিলে গেলে কোনভাবেই সংবাদদাতা বা লেখক দায়ী হবেন না এবং তা একান্তই কাকতাল মাত্র। আশা করি সবাই বিশ্বাস করবেন এবং এটা নিয়ে হুজুগে বাঙালির ন্যায় মাতম করবেন।]
০২ রা মে, ২০১৩ রাত ২:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার উপরে হামলা হবার ঠিক আগে আগে পাট্টি দিয়ালান একটা!
২| ০২ রা মে, ২০১৩ রাত ২:০৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: কেষা, জেনিফার লোপেজ, মারিয়া শারাপোভা।
কেট উইন্সলেট নিরাপদ আছে !
০২ রা মে, ২০১৩ রাত ২:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেট এর বয়স হয়ে গেছে, লেখার আর সেই ধার নেই!
৩| ০২ রা মে, ২০১৩ রাত ২:০৬
পথ-হারা এক পথিক বলেছেন: ১ম ভালোলাগা। পারলে আমার নামটা ঢুকাই দেন।
০২ রা মে, ২০১৩ দুপুর ২:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হবে ভাই, হবে, দ্বিতীয় লিস্ট আসছে। তাতে আপনার নাম যুক্ত করে বিনেপির কার্যালয়ে পাঠানো হবে। চিন্তা নাই।
৪| ০২ রা মে, ২০১৩ রাত ২:০৭
হুমায়ুন তোরাব বলেছেন: amaR nam nai,
ami mani na.
manbo na.
amar nam koi ??
০২ রা মে, ২০১৩ দুপুর ২:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই করলেন কি! ভুল যায়গায় নক করলেন! আপনি তো নক দিবেন দাসুর ওখানে! কেমনে কি??
নষ্ট শয়তান এর মতো আ ব আ ল লিস্টে থাকলে আপনি অবশ্যই থাকবেন সেই লিস্টে
৫| ০২ রা মে, ২০১৩ রাত ২:১৫
কাজী মামুনহোসেন বলেছেন: ভাই আপনের নাম ঢুকাইলেন কিন্তু এই পিচ্চি পুলার নামডা ঢুকাইলেন না ব্যাপার কি ?
০২ রা মে, ২০১৩ দুপুর ২:০৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার নাম ঢুকায় নাই, আপনি নাকি ওদেরকে সেদিন চা খাইতে চাইছিল খাওয়ান নাই!
৬| ০২ রা মে, ২০১৩ রাত ২:২৬
ঘুড্ডির পাইলট বলেছেন: ভাই ভুল কলেন ! আমারে কিছু কইলে জাশির পুলাপাইনে কইতে পারে ! বিন্পির কেউ কিচু কবে না ! আমি নিজেই তো বিন্পি করি ।
আর এই আমলে অলরেডি দুই বার এনএছআইতে হাজিরা দিছি তাই আফাতত নিশ্চিত আছি ।
০২ রা মে, ২০১৩ বিকাল ৩:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইটচআমিচটেক, যোগাযোগ বিএনপি!
৭| ০২ রা মে, ২০১৩ রাত ২:২৭
সাজিদ এহসান বলেছেন:
আমি সেইফ ...।
০২ রা মে, ২০১৩ বিকাল ৩:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কানের পাশ দিএ বুলেট গেলো?
৮| ০২ রা মে, ২০১৩ রাত ২:৩১
বাংলার-লাঠিয়াল বলেছেন: আপনার এই ধরনের পোষ্ট এর ভিত্তি কি ? আর অপপ্রচার করার জন্য আপনাকে কেন দোষি সাব্যস্ত করা হবে না ? বর্তমান অনলাইন আইন গুলো আপনার জানা থাকা উচিত । আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কি করে জানলেন আপনি কি তখন ছিলেন ওখানে ? তখন উত্তর কি হবে ?
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওরে খাইছে!
৯| ০২ রা মে, ২০১৩ রাত ২:৩৭
যোদ্ধা ৭১ বলেছেন: আবেগে মিছা মিছি পোষ্ট দিয়া পরে নিজে বিপদে পরেন না । ঘটনা মিথ্যা হইলে পোষ্ট সরিয়ে ফেলুন । লিগের ছেলেপেলেদেরও কিন্তু এখন ছাড় দেয়া হচ্ছে না ।
দাসত্ব বিএনপির ব্লগার যতোদুর জানি বাঁশের কেল্লার এডমিন না । বাঁশের কেল্লার এডমিনের ওপরে নজর রাখা হচ্ছে ।
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সে বাঁশের কেল্লার থার্ড আই!
১০| ০২ রা মে, ২০১৩ রাত ২:৪৪
ছািব্বর বলেছেন: ফান পোষ্ট হোক আর যাই হোক এদের পক্ষে অসম্ভব কিছু নাই । এদের কাছে দেশ,জাতির কোন মুল্য নাই । ক্ষমতাই এদের মুল লক্ষ্য ।
০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম! আসুক! দেখানো হবে!!
১১| ০২ রা মে, ২০১৩ রাত ২:৪৭
শিরিষ গাছ বলেছেন: হাম্বা দের প্লে করতে দেন। ওরা নিজের পিট নিজে চুলকাক।
১২| ০২ রা মে, ২০১৩ রাত ৩:৪০
নষ্ট ছেলে বলেছেন: আরো আছে, রোনালদো, মেসি, জাবি, ইনিয়েস্তা, ক্যাসিয়াস, রুনি, পার্সি, নেইমার, শচীন, লারা, পন্টিং, গেইল, টাইগার উডস, ফেদেরার, নাদাল.......
১৩| ০২ রা মে, ২০১৩ ভোর ৪:০১
প্রিন্স হেক্টর বলেছেন: ঠিকাচে মাইনাস
১৪| ০২ রা মে, ২০১৩ ভোর ৪:০৭
মতিউর রহমান মিঠু বলেছেন: ধুর কি বলেন? দিন পাল্টাইছেনা.................
১৫| ০২ রা মে, ২০১৩ ভোর ৪:৫৫
হারকিউলিস বলেছেন: ফেবুতে একটা লিখা পেলাম, যা কিনা আপনার লেখার মতই
Dasotto Shekol
একটা জরুরী স্ট্যাটাস ----- প্লীজ একটু দেখুন !
ডিবি পুলিশের কাছে সরকার বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টদের লিস্ট পাঠানো হয়েছে।
লিস্টটা পাঠিয়েছে কারা - বলেন তো ?
মাজল মী নট লাল রঙা প্রোফাইল পিকচার ঝুলিয়ে যারা আওয়ামী অনলাইন সেচ্ছাসেবক লীগের কাজ করে বেড়ায় তারা......
এই লিস্টে যারা আছেন তাদের ভেতরে আপনি থাকলে জেনে নিন , জানিয়ে দিন।
যিনি লিস্টটা পাঠিয়েছেন তিনি নিজেও ডিবি অফিসের হায়ার অফিসারের সাথে কানেক্টেড।
সেভাবেই পেয়েছেন এটা...
তালিকার শুরুতে আছেন
[১] আহমেদ আরিফ --- নাস্তিক বিষয়টা নিয়ে আমার দেশে রিপোর্ট করার কারনে
[২] একে এম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো --- রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সমালোচনা করার কারনে
[৩] জাতির নানা --- শাহবাগি বালদের টিটকারি করার কারনে
[৪] দুর্যোধন --- শাহবাগ আন্দোলন আওয়ামী ভাইরাসে পচে বাল আন্দোলনে রূপান্তরিত হওয়ার কড়া সমালোচনা করার কারনে
[৫] দাসত্ব --- ২৫ শে মার্চ , ১৯৭১ এ রাত ১ টায় ধানমন্ডি ৩২ থেকে গ্রেফতার হওয়ার মাত্র ১৫ মিনিট আগে বিদেশি সাংবাদিকদের সাথে শেখ মুজিবের সরাসরি টেলিফোন যোগাযোগ এবং সেখানে স্বাধীনতার ঘোষনা না থাকার বিষয়টা প্রমান সহ অনলাইনে প্রচার করার কারনে
[৬] নষ্ট শয়তান --- ১৯৭২-৭৫ আওয়ামী শাসনামলের কেলেংকারি নিয়ে ব্লগিং করার কারনে
এরপর আছেন----
ধীবর , চাপাডাঙ্গার চান্দু , জুলভার্ন, শুন্য আরণ্যক, উন্মাদ উল্লাস, আবু শিথি, কায়সার শামিল, ভুল উচ্ছাস, ধ্রুব মহাকাল, টমবয়, কাঠুরিয়া, পাথুরে কীট, রাতের রঙিন আকাশ, বিডি আইডল, ঘুমকাতুরে, তবুও স্বপ্নবিলাস, একজন ঘুনপোকা, রাস্তার ছেলে, কবি ও কাব্য পাপ্পু, উচ্ছ্বাস কাব্য, বাংলার হাসান, এ বি এম সোহেল, স্বাধীনতার ঘোষক, জিয়ার সৈনিক, সীমানা পেরিয়ে।
নারী ব্লগার কিংবা ফেসবুকারদের ভেতরে আছেন ---- হেলেন চৌধুরী, শান্তি অশান্তি এবং নদী খান।
শুন্য আরন্যকের নাম আসার কারন দুর্যোধনের মত একই ---- শাহবাগ আন্দোলন বাল ভাইরাসে পচে যাওয়ার সমালোচনা করা।
জুলভার্ণ ভাইয়ের নাম আসার কারন ---- শহীদ রুমি স্কোয়াডকে অনশনের পরিকল্পনা দেয়া এবং সেখানে অবস্থান করার খরচের জন্য কিছুটা টাকা দিয়ে সহায়তা
এই লিস্টটা নাকি খুব রিসেন্ট , মানে ১ কি ২ দিনের ভেতরে তৈরি করে ২য় মুক্তিযোদ্ধারা ডিবির হাতে দিয়েছে।
একটা মিল পাচ্ছেন কি ?
১৯৭১ এ ঠিক এভাবেই রাজাকাররা লিস্ট করে পাকিস্তান আর্মির হাতে দিতো !
আমাকে যিনি দিয়েছেন তাকে বলেছি এই লিস্টের কোন পেপার কপি আছে কিনা ডিবির সীল ছাপ্পড় মারা।
তাহলে বিশ্বাসযোগ্য বেশী হবে।
উনি বলসেন - সেটা সম্ভব হয় নাই , তবে লিস্টটা সত্য।
যত তাড়াতাড়ি সম্ভব এটা অনলাইনে সবাইকে পাবলিকলি জানালে লিস্টেড ব্লগার কিংবা ফেসবুকারদের জন্য নিরাপদ হবে।
খুলনায় রানার অবস্থান জানিয়ে গালি শোনার ঝুকি নিতে হয়েছিলো।
বালের অনলাইন কুকুররা কি পরমান ঘেউ ঘেউ করেছে সেটা দেখেছেন সে সময়।
এখন আবার একই কাজ করবে - সেটা জেনেই ঝুকি নিলাম স্ট্যাটাসটা লিখে ফেলার।
যিনি লিস্টটা পাঠিয়েছেন তিনি তাড়া দিচ্ছিলেন যাতে একটু দ্রুত সবাইকে পাবলিকলি জানাই।
যাই হোক - ব্লগাররা , সবাই নিরাপদ থাকুন।
মীর জাফর বালদেরকে নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে চোখে চোখে রাখুন - অনলাইনে- অফলাইনে - নিজের ব্যক্তিগত কোন তথ্য ভুলেও এদের সাথে শেয়ার করবেন না।
অফলাইন - অনলাইনে এই সাপদেরকে এড়িয়ে চলুন।
এসবের মানে কি??
১৬| ০২ রা মে, ২০১৩ ভোর ৫:১৩
যোগী বলেছেন:
ধুর মনটাই খারাপ হয়েগেল সকাল বেলায়।
আর কত চেষ্টা করলে এরা আমার নামটা লিষ্টিতে তুলবে?
এই গোপন লিষ্ট বানাইছে কেডা? ঐ হালার পুতেরে আমি ডাইরেক্ট ফাঁপড় দিব। তখন নিঃশ্চয় আমার নাম তুলবে।
১৭| ০২ রা মে, ২০১৩ ভোর ৫:২১
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: কোন লিস্টে আমার নাম নাই
১৮| ০২ রা মে, ২০১৩ ভোর ৫:৫১
কাজী মামুনহোসেন বলেছেন: @হারকিউলিস
তাইলে এই হইল আসল কাহিনী ?
তা এই দাসটা আবার কেডায় ?
এটা লিখাটা কি ছাগুর কেল্লা প্রডাকশন ?
১৯| ০২ রা মে, ২০১৩ ভোর ৬:২৭
নয়ামুখ বলেছেন: আমার নাম কৈ ????? খালেদা জিয়া জবাব চাই ।
২০| ০২ রা মে, ২০১৩ সকাল ৮:২৫
হিংস্র ঈগল বলেছেন: আমার নাম কই????
২১| ০২ রা মে, ২০১৩ সকাল ৮:৪৭
আয়মানভষ্কি বলেছেন: শরমী আমিনের ফেচবুক আর ইমরান সরকারের ব্লগের লিঙ্কটা দিয়েন তো।
২২| ০২ রা মে, ২০১৩ সকাল ৮:৫৯
চলতি নিয়ম বলেছেন: দু আ কইরা দিলাম ফু।
২৩| ০২ রা মে, ২০১৩ সকাল ৯:০১
অচিন.... বলেছেন: কোনো লিষ্টেই আমার নাম নাই, আমি কি তবে বিখ্যাত নই?
২৪| ০২ রা মে, ২০১৩ সকাল ৯:২৩
গোয়েন্দাপ্রধান বলেছেন: fun post tbe mja pai nai.public e panic kaise
২৫| ০২ রা মে, ২০১৩ সকাল ১০:২৬
এ জাফর বলেছেন: মেকিং গেম!
২৬| ০২ রা মে, ২০১৩ সকাল ১০:২৮
জানা বলেছেন:
এটা আর একটা কুৎসিত তালিকাবাজী বলেই আমার মনে হয়েছে। এইরকম তালিকাবাজী এড়িয়ে যাওয়াও ভাল। তবে, এটা যদি ফেসবুক আর ব্লগে প্রচারিত হতে থাকে তবে এর বিরুদ্ধে একটা প্রশাসনিক ব্যবস্থা নেয়া জরুরী বলে মনে করি।
০২ রা মে, ২০১৩ দুপুর ১:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী, আশা করি দাসত্ব কর্তৃক সম্পাদিত কর্মটির ক্ষেত্রেও আপনার নীতিগত অবস্থান একই রকম। ধন্যবাদ আপু, আশা করি কোন ভুল বোঝাবুঝি হয় নি।
২৭| ০২ রা মে, ২০১৩ সকাল ১০:২৯
জানা বলেছেন:
ফেসবুকের লিঙ্কগুলো এখানে দিন। দেখতে চাইছি।
২৮| ০২ রা মে, ২০১৩ সকাল ১০:৪৪
জানা বলেছেন:
ট্যাগিং, দলবাজি আর তালিকাবাজির মত নোংরা কাজগুলো থেকে দূরে থাকুন সবাই। এটি একটি অসুস্থ বা বিকৃত চর্চা।
একে অন্যের মতামতের উপর সামান্যতম শ্রোদ্ধা, সহনশীলতা এবং মানবিক বোধ হারিয়ে ফেললে এইসব উদ্ভট কার্যকলাপের জন্ম হয়। এসব সহিংসতারও কারণ বটে।
বাংলা ব্লগাররা সবসময়ই যেকোন সামজিক এবং জাতিয় ইস্যুতে বরাবরই যূথবদ্ধ থেকেছে দল-মতের তোয়াক্কা না করেই। যাবতীয় সামাজিক অন্ধকার মোকাবেলায়ও একত্রিত হয়ে কাজ করার অজস্র উদাহরণ তৈরী করেছে এই ব্লগার এবং সামাজিক মাধ্যম ব্যবহারকারীরাই। দলমত যাই হোক আমরা সবাইতো এই দেশেরই সন্তান, পদ্ধতি- প্রক্রিয়ার ভিন্নতা যাই হোক এই দেশের এবং এই সমাজের মঙ্গল ভাবনাইতো আমাদের সবার লক্ষ। তবে কেন এইসব বিরোধ আর শান্তি ধ্বংসকারী অপকর্ম!!!
ভাল থাকুন সবাই। আমাদের সবার মঙ্গল হোক।
০২ রা মে, ২০১৩ দুপুর ১:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জানা আপু। পোস্ট বিষয়ে দুইটি কথাই যথেষ্ট।
@দাসত্ব সাহেব এর ফেবু রিউমারটি মিথ্যা। হিট সিকার একজন স্বপক্ষের কিছু ব্লগারকে একটু হাইপ দিতে এবং জনপ্রিয়তা দিতেই এই পোস্ট করেন। ব্লগারদের নামগুলো দেখলেই তা পরিষ্কার হয়।
এবং এই পোস্টটিও মিথ্যা। প্লীজ পোস্ট এর শেষের ডিসক্লেইমার লক্ষ্য করুন,
[জীবিত/মৃত কোন মানুষ বা ছাগলের স্ট্যাটাসের সাথে মিলে গেলে কোনভাবেই সংবাদদাতা বা লেখক দায়ী হবেন না এবং তা একান্তই কাকতাল মাত্র। আশা করি সবাই বিশ্বাস করবেন এবং এটা নিয়ে হুজুগে বাঙালির ন্যায় মাতম করবেন।]
অর্থাৎ আমি বিশ্বাস করতে না করেছি। এবং মুলত অনুকরণে কাজটা করেছি এটা দেখাতেই যে এসব করা কতো সহ এবং দাসত্ব সাহেব আসলে কিবোর্ড এরই খেল খেলছেন!!
সবার সচেতনতা কাম্য।
তবে এই বিষয়টি না দেখলেই নয়, আপনাদের জন্যেই!!
ছবিটি ব্লগের নয়, তব ব্লগ সম্পর্কিত! এবং জরুরী, যদি দৃষ্টি দিতেন এই মহান ব্লগ রাজনীতিবিদের দিকে।
২৯| ০২ রা মে, ২০১৩ সকাল ১০:৫৫
অচিন.... বলেছেন: অনেকেই বুঝলোনা এটা স্যাটায়ার পোস্ট
৩০| ০২ রা মে, ২০১৩ সকাল ১১:২৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: খেলতাম না আমি কৈ?
৩১| ০২ রা মে, ২০১৩ দুপুর ১২:১৩
শিরিষ গাছ বলেছেন: যেহেতু এটা পাবলিক মিডিয়া। এমন ধরণের মিডিয়া যেখানে কোন সেন্সর নেই। কিন্তু কিছু লিখতে গেলে অবশ্যই এমন ভাবে লিখা উচিত যাতে দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যায়। আর এই দায়িত্বশিলতার পরিচয় যদি আমরা না দেই তাহলে এধরণের পোস্ট নিয়ে বিতর্ক , কাদা ছোড়া ছুড়ি বই কিছু হবে না। একজনের ফেসবুক স্ট্যাটাসের অনুকরণে স্যাটায়ার লিখছেন মানলাম। কিন্তু স্যাটায়ারটা ঠিক স্যাটায়ার হল না। কারণ আপনি এমন কিছু ব্যাক্তির নাম লিখেছেন যারা ভার্চুয়াল জগতে সবারই পরিচিত। কোন নির্ভরযোগ্য সূত্রের উল্লখ দেখালেন না। ফেসবুকের ব্যাক্তিগত বিদ্বেষ ব্লগে সরাসরি নিয়ে আসার পেছিনে নিশ্চয়ই কোন খারাপ উদ্দেশ্য আছে পোস্ট দাতার। বিষয়টি ক্লিয়ার করুণ। নতুবা আপনার লেখার সপক্ষে উপযুক্ত সূত্র উল্লেখ করুন। এধরণের পোস্ট অস্থিরতা সৃষ্টি ছাড়া ভালো কিছু করতে পারে না। উপরে ব্লগার জানার মন্তব্যের সাথে সহমত। ট্যাগিং এমন পর্যায়ে পৌঁছেছে কোন পোস্ট কারো আদর্শের সাথে না মিললে কিংবা ভিন্নমতাবলম্বী হলে যুক্তি ছাড়াই ট্যাগিংয়ে নামে কিছু চিহ্নিত ব্লগার। এ কারণে যারা কখনো ব্লগে আগে কাউকে ট্যাগিং করেনি কিংবা ট্যাগিং নামক ব্লগীয় রেসিয়াল আচরণে ছিল না, তারাও পেরে না উঠে পালটা ট্যাগিং দিচ্ছে প্রতিপক্ষ কে। আমি নিজেও এর থেকে পুরো পুরি মুক্ত নয় , বিশেষত বর্তমানএ দেশের অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন পোস্টে আমিও এধরণের বর্ণ বাদী ট্যাগিংয়ের শিকার হয়েছি। ডিফেন্ড করতে গিয়ে আমাকেও প্রতি পক্ষকের এ ধরণের কিছু আচরণ করতে হয়েছে বাধ্য হয়ে। ট্যাগিং সংস্কৃতি থেকে ব্লগ মুক্ত হোক।
৩২| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:৫৪
নিয়েল হিমু বলেছেন: পুরা জাতী আজ টেনশিত ।
৩৩| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:৫৫
ক্ষুধিত পাষাণ বলেছেন: সামুতে ক্যাচারকারী ব্লগারদের অন্যতম এই দিক ভ্রান্ত।
৩৪| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:৫৭
শিপু ভাই বলেছেন:
লিনকিন পার্ক, এলভিস প্রিসলি, মার্ক জাকারবারগ,বারাক ওবামা, রাজীব গান্ধী, নেলসন ম্যন্ডেলা, উসাইন বোল্ট এবং ড. মুহাম্মদ ইউনুস।
জেনিফার লোপেজ, মারিয়া শারাপোভা।
ইন্নালিল্লাহ!!!!
৩৫| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:২১
লিন্কিন পার্ক বলেছেন:
হা হা হা হা যাক অনন্ত একটা লিস্টে ত আমার নাম উঠছে ! আর শিপু ভাই আপনি খুব খ্রাপ ... আগেই ইন্নালিল্লাহ পড়ছেন ;"(
৩৬| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:৪৬
চলতি নিয়ম বলেছেন: এইবার মামু বুঝলেই হয়
৩৭| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১১
সায়েদ রিয়াদ বলেছেন: ট্যাগিং দলবাজি ভালু না । হুহ
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ রাত ২:০৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: My Goodness !!!!!!
তয় বারাক ওবামা, রাজীব গান্ধী, নেলসন ম্যন্ডেলা, উসাইন বোল্ট এবং ড. মুহাম্মদ ইউনুস এদের পাশে আমার নাম দেখতে পেয়ে খুব ভালো লাগছে !