নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

তাহের কে ছিল জিজ্ঞেস করিস, "জিয়া ন্যাতা না বরং খুনি-ক্ষমতালোভী ছিল" এডমিট ইট ফার্স্ট!! X( X(

২১ শে মে, ২০১৩ সকাল ৮:৪৬

বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) এম এ তাহের বীর উত্তমসহ অন্যদের গোপন বিচার, সাজা কার্যকর এবং বিচারের জন্য ১৯৭৬ সালের ১৬ নম্বর সামরিক আইন আদেশের মাধ্যমে সামরিক ট্রাইব্যুনাল গঠনকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।



রায়ে হাইকোর্ট কর্নেল তাহেরের মৃত্যুদণ্ডকে ঠান্ডা মাথার খুন হিসেবে চিত্রিত করার জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন।



বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) এম এ তাহের বীর উত্তমসহ অন্যদের গোপন বিচার, সাজা কার্যকর এবং বিচারের জন্য ১৯৭৬ সালের ১৬ নম্বর সামরিক আইন আদেশের মাধ্যমে সামরিক ট্রাইব্যুনাল গঠনকে অবৈধ ঘোষণা করে ২০১১ সালের ২২ মার্চ রায় দেন হাইকোর্ট। ১৯৭৬ সালে জিয়ার আমলে বিশেষ সামরিক আদালতে মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের কমান্ডার তাহেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়, যা হত্যাকাণ্ড ছিলো বলে রায়ে বলেছে আদালত



রায়ের অভিমতে বলা হয়, “ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই জেনারেল জিয়াউর রহমান কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড প্রদানে মনস্থির করেন।”



রায়ে আদালত বলেন, “যেহেতু জেনারেল জিয়াউর রহমান জীবিত নেই, আইন অনুযায়ী তার বিচার সম্ভব নয়। কিন্তু তারপরও সরকারের উচিত হবে, এই হত্যার জন্য দায়ী কেউ জীবিত থাকলে তাকে খুঁজে বের করে হত্যার দায়ে অভিযুক্ত করা।”



এছাড়াও, জিয়ার আমলে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি জানিয়েছেন কর্নেল তাহেরের ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।



“তাহলে সেই কমিশনের মাধ্যমে অন্ধকারের ইতিহাস উন্মুক্ত করা যাবে। এই রায় সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”



হাই কোর্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্নেল তাহেরের স্ত্রী লুত্ফা তাহেরও।



অধ্যাপক আনোয়ার বলেন, “আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যই মুক্তিযোদ্ধা। যুদ্ধ করে তারা একটি দেশ নিয়ে এসেছেন। সেই দেশে জিয়াউর রহমান তাহেরকে হত্যা করেছেন।”



এক সময়ের জাসদ নেতা আনোয়ার বলেন, “জিয়ার আমলের কালো অধ্যায়ে শত শত হাজার হত্যাকাণ্ড হয়েছে। যার কথা কেউ জানে না। অনেককেই কারান্তরালে (হত্যা করা) হয়েছে। জিয়া যে সব হত্যাকাণ্ড করেছেন, তাদের অনেকের লাশ পাওয়া যায়নি।”



এদিকে আবার একজন জামাতি ছাগল প্রশ্ন তুলছে "তাহের কে ছিলেন, কেমন ছিলেন।"



কে কেমন ছিল জাজ করার আগে জিয়া কি করেছিল সেটা স্বীকার করে নিতে বাঁধছে কেন তোর? আর তাহের সাহেব কি সে সময় সামরিক বাহিনীর অংশ ছিলেন? স্বৈরাশাসন-বাকশাল-সামরিক শাসন শব্দগুলো মুখে না নিলে কাদের যেন একদিনও ঘুম হয় না??



তার দলকানাত্ব মতে, আওয়ামী বামপন্হী আর বামরা আদালতের উপর বন্দুক রেখে জিয়া কে তাহেরের খুনী প্রমান করতে চায়? বোকার স্বর্গে বাস করে তারা !



তাহের কি খুব ভাল লোক ছিলেন??




বিচার মানি কিন্তু তালগাছ আমার এর উৎকৃষ্টতর উদাহরণ খুঁজতে চীনে সম্ভবত আর যাওয়া লাগবে না। জামাতি দাস ছাগল ব্লগে ফেসবুকে লাফায় বাঁচেনা, এমন জ্বলন শুরু হইছে, সত্য ফেস করতে এতো কামড়ায়?? ব্লগে আইছে আবার তার এজেন্ট!



তাহের কি ছিল সে প্রশ্ন তো ছাগত্বর মতো কুত্তার বাচ্চারা করবেই। তাহের কি ছিল তার আগে ওই কুত্তারে স্ট্যাটাস দিয়ে স্বীকার করতে হবে যে জিয়া খুনি ও ক্ষমতালোভী ছিল। এই জামাতি জারজটার যুক্তিমতে তাহলে, মুজিব একজন বিশাল খারাপ লোক, তাইলে তাকে হত্যা যারা করছে তারাও বিশাল ন্যাতা একেকজন।



খুনি কোনদিন খুন করে বাঁচতে পারে নি। নিজের কাছে অথবা আইনের কাছে, ধরা তাকে পড়তেই হয় একদিন না একদিন। হোক তা মৃত্যুর পরে। খুনী-ক্ষমতালোভী শয়তানদের মুখে থুঃ!



এইগুলো পাবলিকলি আলোচনা করতে অস্বস্তি হতো, জাতীয় নেতা, মুক্তিযোদ্ধা... সেক্টর কমান্ডার...



বঙ্গবীর কাদের সিদ্দিকি আর আমাদের এই ন্যাতাই হতে পারে "বেঈমান", অর্থের ক্রীতদাস ও ক্ষমতালোভী শব্দগুলির উৎকৃষ্টতর উদাহরণ। দেখতে হবে এদের "একাত্তর পরবর্তী" জাতীয় বেঈমানিগুলো, এদের ত্যাগ অনেক, নষ্ট করতে নিজেরাই উদ্যোমি হয়েছিল, সফল হয়েছে। টাকা আর ক্ষমতার সামনে সব মূল্যহীন এদের কাছে। এই রকম কোয়ালিটির মানুষ এর ঔরসে

জন্ম নিয়েছে আজ দেশ সেরা চোর বাটপার এর দল। নেতৃত্বে এইট পাস! দেশের ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা কি!?




আজ আমাদের গলা ফাটাতে হচ্ছে, শাহবাগের সৃষ্টি হচ্ছে, এতো মানুষ মরছে... এই ন্যাতার তাতে দায় কতোটুকু সে বিচার এর ভার ইতিহাসই নিজের কাঁধে তুলে নিয়েছে। শুধু জিয়াকে ভালোবাসো বলে তার সব কিছু ভুল একেবারে ক্ষমা করে দিবা হত্যাকেও ভালো কাজ আখ্যা দিবা তাইলে তোমার মুখ আমার জুতা।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ সকাল ৯:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খাপো ছাগুরা পোস্ট দেখে যায় কমেন্ট করতে শরম পায়। 8-| 8-|

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কি আর করবি রে দিকভ্রান্ত, উচিৎ কথায় বন্ধু ব্যাজার!

২| ২১ শে মে, ২০১৩ সকাল ৯:৫৯

রেজা রহমান () বলেছেন: গায়ে চুৎরা পাতা লাগছেরে...মাইরালারে আমারে মাইরালা =p~ :P =p~ :P =p~

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: চুত্রা তো তোমাদের ইয়ে দিয়ে ভরছে। ভাগো!

৩| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:১৫

চলতি নিয়ম বলেছেন: 'জন্মেছি, সারা দেশটাকে কাঁপিয়ে তুলতে, কাঁপিয়ে দিলাম
জন্মেছি, তোদের শোষণের হাত দুটো ভাঙব বলে, ভেঙে দিলাম
জন্মেছি, মৃত্যুকে পরাজিত করব বলে, করেই গেলাম
জন্ম আর মৃত্যুর দু'টি বিশাল পাথর, রেখে গেলাম
পাথরের নিচে শোষক আর শাসকের কবর দিলাম,
পৃথিবী অবশেষে এবারের মত বিদায় নিলাম'।"

-কর্নেল আবু তাহের

২১ শে মে, ২০১৩ দুপুর ২:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কথাগুলা পড়লে গা শিউড়ে যায়!!! এই লোককে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে শুধু ক্ষমতা ক্যাপচার করার জন্যে, ভাবলেই গা রি রি করে ওঠে ঘৃণায়। ইতিহাসের হিটলারকে ঘৃণা করে যাওয়া ছাড়া আর যেন কিছু করারও নাই। তবে চোরবাটপার যে তিনটা রেখে গেছে দেশের সব খেয়ে ফেলার জন্যে এদের নিজ নিজ পেটই যথেষ্ট!

৪| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:১৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: জিয়াকে আমি কখনোই পছন্দ করি নাই। কারন আমার মতে বাংলাদেশ যে আদর্শ নিয়ে স্বাধীন হয়েছে তার সব কিছুই নষ্ট করে দেয়ার সূচনা করে দিয়ে গেছে জিয়া। তার জন্য দেশের আজ এই অবস্থা। তবে এতদিন শুধু ধারনাই ছিল, আজ বিচার বিভাগের মাধ্যমে সত্য প্রমাণিত হওয়ায় এখন আর বলতে বাধা নাই "জিয়াই তাহেরের খুনী এবং ক্ষমতালোভী।" কোনো খুনীকে বাঙ্গালী জাতি দিনের পর দিন গর্দভের মত সম্মান জানাতে বাধ্য হবে এটা ঠিক না, এটা ধোকাবাজি। খুব দরকার ছিল অন্ধকারগুলো কেটে সত্যের আলোর মুখ দেখা।

জয় বাংলা !

২১ শে মে, ২০১৩ বিকাল ৩:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জিয়াকে আমি না জেনে পছন্দ করেছি। জেনে ঘৃণা করেছি। মুজিবকে না জেনে ভালবেসেছি, জেনে তাকে নেতা মেনেছি।

ইতিহাস এই জোচ্চোরদের আস্তাকুড়েতেই রাখবে।

এইসব জানা জিনিষ, তবে এইগুলার চর্চা হয় না, বিএনপি আমলে এইগুলা নিয়ে কোন কথা হবে না, তাই ব্লগে সংরক্ষন করলাম।

৫| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:২৫

চলতি নিয়ম বলেছেন: আম্লিগ এইডা কি করলো? ধুতি খুলনেওয়ালাদের ই ধুতি খুলে দিলো? আম্লিগ খুব খ্রাপ। কি দরকার ছিলো ৩৭ বছর আগের পুরানা কাসুন্দি ঘাটার? ;) ৪২ বছর আগের কাসুন্দি ঝাকানোর ;) দ্যাশে কত কত সমস্যা, শেয়ার বাজার, হলমার্ক, বিশ্বজিত, আবুল, আরো কত কিছু। সবকিছু বাদ দিয়া ক্যান এইসব হাবিজাবি কাম কাজ কর্তেছে। এই জন্যই কয় ওরা মানুষ নয় আম্লিগ। এইবার জিয়া হত্যার বিচার টা শুরু করতে পারলে ষোল কলা পূর্ণ হবে।

এইখানে একটা ডকুমেন্টারি আছে

২১ শে মে, ২০১৩ বিকাল ৪:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একদম ঠিক বলেছেন ভাই। ডকুমেন্টরিটা দেখেছি।

এরাই বানী ঝাড়ে, আসেন কুৎসা না গাহিয়া সম্মুখ পানে এগিয়ে যাই।

৬| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:৪৬

একাকী বাংলাদেশি বলেছেন: হা হা হা আজকে এই আদালত খুব ভালো আম্লীগের কাছে।

আবার এই আদালত'ই জানি কারে কইছিলো রং হেডেড।

আবার এই আদালতের বিরুদ্ধেই কারা জানি নিজেরা সরকারে থাকা অবস্থায়ই লাঠি মিছিল করছিলো।

কি আর কমু। বিনোদন আর বিনোদন

২১ শে মে, ২০১৩ বিকাল ৪:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আর খুব খ্রাপ জামাতি ছাগল আর বিএনপির আবালদের কাছে। আমাকে ট্যাগানোর আগে নিজে যে জামাতি সেটা পরিষ্কার স্বীকার করতে হবে। কেননা ম্যাতকার শুধুমাত্র জামাতিদের জন্যেই আর গালিও তাদের জন্যেই। তাই জামাতি স্বীকার করে গালি খাইয়া যান।

৭| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১৪

এস আর সজল বলেছেন: জিয়াকে আমার পছন্দ না করার দুইটা প্রধান কারনের মধ্যে একটা হচ্ছে কর্নেল তাহেরকে হত্যা। খুব ছোটবেলা কর্নেল তাহেরের বীরত্বের বর্ণনা আমাকে চরমভাবে আকর্ষণ করেছিলো। বাল্যকালের স্বপ্নের নায়ক ছিলেন কর্নেল তাহের। একজন সামরিক অফিসার এবং মুক্তিযুদ্ধের সময় তাঁর অনবদ্য অবদান রূপকথার মত লাগে। কর্নেল তাহেররা ৭ ভাই এবং দুই বোনের প্রত্যেকে মুক্তিযোদ্ধা এবং তাহেরসহ ৪ জন খেতাবপ্রাপ্ত! অবিশ্বাস্য হলেও সত্য। যে কর্নেল তাহের গনঅভ্যুত্থানের মাধ্যমে জিয়াকে মুক্ত করলেন, জিয়া সেই কর্নেল তাহেরকে ঠাণ্ডা মাথায় ফাঁসি দেয়ালেন। সবচে কাছের বন্ধুর সবচে বড় বেঈমানি। ফাঁসির মঞ্চে তাহেরের সেই শেষ বক্তৃতা শরীরের প্রত্যেকটা রক্ত বিন্দু জাগিয়ে দেয়।
.
"এইভাবে যদি জীবনকে উৎসর্গ করা না যায় তাহলে সাধারণ মানুষের মুক্তি আসবে কিভাবে?"
.
হে মহান বীর, তুমি বেঁচে থাকবে প্রতিটি বাঙালীর হৃদস্পন্দনে। জয় বাংলা!

২১ শে মে, ২০১৩ বিকাল ৫:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: "এইভাবে যদি জীবনকে উৎসর্গ করা না যায় তাহলে সাধারণ মানুষের মুক্তি আসবে কিভাবে?"
.
হে মহান বীর, তুমি বেঁচে থাকবে প্রতিটি বাঙালীর হৃদস্পন্দনে। জয় বাংলা!

৮| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১৭

স্বপনবাজ বলেছেন: এই সংক্রান্ত ইতিহাস টা কেন জানি আমার কাছে অজানাই থেকে গেলো ! জাতীয়তাবাদী সমর্থকদের কাছ থেকে এক রকম শুনি , অন্যদের কাছ থেকে আরেক রকম !! সব মিলিয়ে যতটুকু শুনেছি কর্ণেল তাহের আকাশ সমান স্বপ্ন বুকে লালন করতেন ! বাংলাদেশের জন্য এটা অনেক টা ঐতিহ্য তুল্য ! ভালো মানুষ গুলা হারিয়ে যায় !

২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হারিয়ে যায় না, খারাপ মানুষরা প্রতিষ্ঠা পেতে হত্যার সহজ পথ বেছে নেই। অভিভাবকহীন বাংলাদেশ তাই আজও মুজিবকে মিস করে। :(

৯| ২১ শে মে, ২০১৩ বিকাল ৩:১৩

যোগী বলেছেন:
ছাগু তাড়ান্যা পোষ্ট। তাই মাইনাচ

১০| ২১ শে মে, ২০১৩ বিকাল ৩:২১

ম.র.নি বলেছেন: শুধু জিয়াকে ভালোবাসো বলে তার সব কিছু ভুল একেবারে ক্ষমা করে দিবা হত্যাকেও ভালো কাজ আখ্যা দিবা তাইলে তোমার মুখ আমার জুতা এই কথাগুলো যদি রিভার্স করি তা হলে কি হয়?

শুধু লীগকে ভালোবাসো বলে তাদের সব কিছু ভুল একেবারে ক্ষমা করে দিবা হত্যাকেও ভালো কাজ আখ্যা দিবা তাইলে তোমার মুখ আমার জুতা।বর্তমান প্রেক্ষাপটে এটা মনে হয় আরো বেশী যুৎসই হয়।আপনারা অন্ধ বা পেইড ব্লগাররা তা হয়ত অনুধাবন করতে পারবেন না।আপনাদের কেউ| কখনো কি বর্তমানের সরকারের কোন কার্যকলাপের সমালোচনা করে কিছু বলেছেন?বেকায়দায় পড়লে শুধু বলেন 'আমি লীগ করি না'।এসব কুৎসামূলক পোস্ট বাদ দিয়ে দেশের ভালো হবে কিভাবে তা নিয়ে পোস্ট দিন, সুন্দর গঠনমূলক আলোচনায় মন্দকে দূরে ঠেলে ভালো কিছু করি।আজাইরা কাউ কাউ করে লাভ নেই।উই অল নো এভ্রিবডি'স এ্যস স্মেলস।

১১| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৭

চলতি নিয়ম বলেছেন: আপনারা অন্ধ বা পেইড ব্লগাররা তা হয়ত অনুধাবন করতে পারবেন না।আপনাদের কেউ| =p~ ক্লু নম্বর টু। খিয়াল কৈরা, পেমেন্ট তাইলে আসলেই হয়। আইজকা শিউর হইলাম। =p~

১২| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:১৪

ম.র.নি বলেছেন: @চলতি নিয়ম: আমিও হান্ড্রেড পারসেন্ট কনফার্ম না পেমেন্টের ব্যাপারটা কিভাবে ঘটে,তয় পেয়মেন্টের একটা ঘটনা আছে অবশ্যই নইলে এমন ঘ্যান ঘ্যান কে করবে???পোস্টদাতা বা তার সহকর্মীরা কেও যদি বিস্তারিত বলতেন তাইলে খুবই ভালো হতো।

ম্যাইনে খেয়াল কিয়া তু হামেশাই ;) অর =p~ তারা বাত করতি হ্যায় ম্যারে সাথ, তু ম্যারে পিছে কিউ পড়ি হ্যায় ;)

১৩| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:১৯

যোগী বলেছেন:
ঐ তোরা কেও আজকে ঐ ছাগুটারে আচ্ছা মত পুন্দা
আজ আমার মুড নাই, আমি অফ।

১৪| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:২১

মুদ্রা সংগ্রাহক বলেছেন: বেশ মুগ্ধ হলাম আপনার ভাষা প্রয়োগ দেখে, যতদূর জানি পরিবারের গুরুজনদের কাছ থেকেই মানুষ ভাষার ব্যবহার শিখে থাকে.....আর কিছু বলার নেই.....

১৫| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৮

ম.র.নি বলেছেন: উনি স্বঘোষিত পি এইচ ডি দারী, মাল খায়া ব্লগে খিস্তি খেউর করে তার প্রমান দিয়ে বেড়ায়, মুরীদেরা আবার বস বস চু*ায়।

১৬| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৪

নষ্ট ছেলে বলেছেন:
টীকা লিখঃ
"সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারদের রক্ত চাই।"

প্রমাণ কর, সিরাজ সিকদার দেশদ্রোহী হলেও কর্ণেল তাহের দেশ প্রেমিক!

১৭| ২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

চলতি নিয়ম বলেছেন: *ায়। ক্লু নম্বর ওয়ান =p~

১৮| ২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

শিপু ভাই বলেছেন:
আমার কাছে সবচাইতে বেশি ইন্টারেস্টিং মনে হয় "বেঈমানী"টা!!! এক্কেরে টাটকা বেঈমান। খন্দকার মুশতাকের গু পাড়াইছিল মনে হয়!!!

১৯| ২২ শে মে, ২০১৩ রাত ১:০২

রেজা রহমান () বলেছেন: :P =p~ :P =p~ :P =p~ :P =p~ :P =p~ :P =p~ :P =p~ :P =p~ :P =p~

২০| ২২ শে মে, ২০১৩ ভোর ৫:০১

এই আমি সেই আমি বলেছেন: মনে একটা শান্তি পেয়েছিলাম একবার যখন আদালাত কতৃক জিয়ার শাসন আমল কে অবৈধ ঘোষণা করা হয়েছিল । আর আজকে শান্তি পেলাম আবার আদালত কতৃক এই সাফারি সুট আর কালো গগজের ফালতু হিরো ধরা খাওয়ায় ।

২১| ২২ শে মে, ২০১৩ ভোর ৫:১০

এই আমি সেই আমি বলেছেন: মনে একটা শান্তি পেয়েছিলাম একবার যখন আদালাত কতৃক জিয়ার শাসন আমল কে অবৈধ ঘোষণা করা হয়েছিল । আর আজকে শান্তি পেলাম আবার আদালত কতৃক এই সাফারি সুট আর কালো গগজের ফালতু হিরো ধরা খাওয়ায় ।

২২| ২২ শে মে, ২০১৩ ভোর ৬:৪৪

আল্লামা ইকবাল বলেছেন: জিয়া ভালো না - কারণ সে হত্যাকারী ছিলো । তাহের এর বীরত্ব সম্মন্ধে পড়েছি - অন্যতম সাহসী ও চৈাকষ অফিসার ছিলেন ।

তবে তুলনামূলক বিচারে - মুজিব, জিয়া ও এরশাদের তুলনায় বর্তমান লেডী হিটলার সবচেয়ে খারাপ । কারণ সে হলো বর্ণ চোরা । একবার সিধুর পরে - একবার হিজাব লাগায় । একবার দুর্গা - দুর্গা করে - একবার আল্লাহ আল্লাহ করে । সুতরাং এর কোন নীতি নাই । দেশটারে বিক্রি কইরা দিল ভারত আর আম্রিকার কাছে । যার কাছে নিজের জন্য দেশ ও ধর্মের কোন মূল্য নাই - তাকে অন্ধ ও পাগল ছাড়া কেউ সমর্থন করবেনা । অন্ততঃ তার আগের সবাই এসব থেকে মুক্ত ছিলো । তারা এত নীতি হীন ছিলো না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.