নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

"৯০% মুসলিম নয় বরং ৯৫% নাস্তিক এর দেশ বাংলাদেশ"

২১ শে মে, ২০১৩ দুপুর ২:৩৫

(তথাকথিত সংখ্যা) ৯০% মুসলিম এর দেশে বাস করি আমরা। জামাত-শিবির ভোট পায় ৫%, এ থেকে সহজ সিদ্ধান্তে আসা যায়, মুসলিম/ইসলাম এর সাথে জামাতের কোনরুপ সম্পর্ক নেই।



তবে চাতুর্যে এরা বাকি ৯৫% কেই ছাড়িয়ে যাবার প্রচেষ্টায়। দারুন রোলপ্লে করছে এরা। বন্ধু বাড়াতে গোলাপি আঁচল এর সুশীতল ছায়াতলে আশ্রয় নিলো। ক্ষমতার লোভ দেখিয়ে দখল করে নিলো হেফাজতের সমর্থন। ইসলাম এর নামে "হাদিয়া/বাইতুল মা'ল" কালেক্ট করে দল চালানোর গপ্পো ছাড়া দলটির মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে কোচিং সেন্টার, অর্থনৈতিক প্রতিষ্ঠান এর ছড়াছড়ি! সৌদির তেল বেচা অলস অর্থ যেন বর্ষণ হতে শুরু করলো! সাপোর্টে ইতিহাসের সেরা চোর বাটপাররা। আর কি লাগে জামাতের। ভবিষ্যৎ প্রজন্মকে ব্রেইন ওয়াশড ছাগু এবং আমাদের দারুন হারমোনির সমাজকে সাম্প্রদায়িক বানানোর কু প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে একাত্তরের ঘাতকদের নেতৃত্বে চলা দলটি। অজানা কিছুই নয়।



শত্রুরুপে প্রবল পাহাড় হয়ে দাঁড়ালো শাহবাগ। মহাবুদ্ধিমান জামাত নিলো সহজ পথ। জনসমাবেশ, যেই চেতনার সাথে সমস্ত শিক্ষিত-সচেতন সমাজ সহমত জানালো সেখানে নিলো "হাঁড়ির ভাত" নীতি আর মিথ্যার আশ্রয়। দুই একজন জড়িত কর্মী দেখিয়ে সবাইকে নাস্তিক বানিয়ে দিলো! এভাবেই শত্রুদের সাম্প্রদায়িক আক্রমণ করে তেলাপোকারা নিজেদের টিকিয়ে রাখার পথ খুঁজে পেলো। অসুবিধা কি, "পাকশালি" গোলাপি চাদর তো আছেই!



সারমর্মঃ দেশের ৯৫% মানুষ নাস্তিক কারন মাত্র ৫% ভোটার তথা প্রাপ্রবয়স্ক মানুষ জামাতে ভোট দেয়। (জামাতি থিউরি প্রুভড)

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ দুপুর ২:৪৮

আলোর পাখি বলেছেন: তুই একটা দল বনা আমি যোগ দিমু... হালা তুইতো চুর.

২১ শে মে, ২০১৩ দুপুর ২:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি বিএনপি করি না রে ভাই, চুর বাটপার তারেইক্কা ওই দলে আছে। ;)

২| ২১ শে মে, ২০১৩ দুপুর ২:৫৬

প্রতিবাদী_কন্ঠ বলেছেন: ছাগুরা ম্যাতকার শুরু করে দিছেরে ভাই

২১ শে মে, ২০১৩ বিকাল ৩:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সে আর কবে অফ ছিল!?

৩| ২১ শে মে, ২০১৩ দুপুর ২:৫৯

প্রতিবাদী_কন্ঠ বলেছেন: ভাই, একটু Correction
2001 জামাত ভোট-- 4% +
2009 জামাত ভোট-- 2% +
Projected 2014 জামাত ভোট- - 0% ++

২১ শে মে, ২০১৩ বিকাল ৩:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাঁশের কেল্লার মেম্বার এক লাখ, পথে ঘাটে ল্যাদায় এক দুই লাখ, আর টাকা দিয়ে যে কয়টা কেনা যায় আর কি।

৪| ২১ শে মে, ২০১৩ বিকাল ৩:০০

কাফের বলেছেন: উপড়ে দেখেন "জামাতী মুসলমান" এরা গৌয়ার অসভ্য জংলীদের মত আচরন এদের বৈশিষ্ট্য।

২১ শে মে, ২০১৩ বিকাল ৩:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এহহে আন্নে খুব খ্রাপ, বাংলার খাটি(!) মুসলিম(!) জামাতিদের নিয়ে আজেবাজে কিছু কইবেন না পিলিজ!!

৫| ২১ শে মে, ২০১৩ বিকাল ৩:০১

bidyutbiswas বলেছেন: আদ্যোপান্ত পাঠ করিলাম। জনস্বার্থে বিষয়টি গুরুত্বসহকারে তুলিয়া ধরিয়া একটি ধন্যবাদযোগ্য কাজ করিয়াছেন। রচনার ছত্রে ছত্রে আপনার মেধা, উন্নত রুচি ও মননশীলতার দ্যুতি বিচ্ছুরিত হইতেছে। কালোত্তীর্ণ রচনা হিসাবে ইহা নিশ্চিতই বিদগ্ধজনের হৃদয়ে স্থায়ী হইবে। সন্দেহ নাই এইরূপ রচনাই হইবে অনাগত প্রজন্মের নিকট সকল অনুপ্রেরণার উৎস।
আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করিতেছি।

২১ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খাইছে!

৬| ২১ শে মে, ২০১৩ বিকাল ৩:০৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: প্রতিবাদী_কন্ঠ বলেছেন: ভাই, একটু Correction
2001 জামাত ভোট-- 4% +
2009 জামাত ভোট-- 2% +
Projected 2014 জামাত ভোট- - 0% ++

;)

এটা এখন পাকশালীদের টোটাল রেট হবে।

*পাকশালী কথাটা মনে ধরেছে।

২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পাকশালি একটি বাস্তব শব্দ।

ইহার উদাহরণ না বিচরাইতেই সর্বত্র পাওয়া যায়!

৭| ২১ শে মে, ২০১৩ বিকাল ৩:১২

যোগী বলেছেন:
শাহাবাগে দেশের অধিকাংশ জনতা সংঘতি জানিয়েছিল।
শাহবাগের আন্দলোনকারীরা নাস্তিক----- বেগম জিয়া

সো কনক্লুশান ইজ দ্যাট, মুসলিম হোল্ড মাইনোরিটি পজিশান ইন বাংলাদেশ
(বেজি কনসেপ্ট)

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খেক খেঁক খেঁক, ব্রো কিচ্চু কওয়ার নাই, খালি দেখি আবলামি!!

৮| ২১ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৩

প্রিন্স হেক্টর বলেছেন: লিও ভাই, ছাগলের বিরিয়ানী খাইতে মনে চায়। পোষ্টে আইলে ধইরা রাইখেন, কুরবানী দিয়া রান্না চড়ায়া দিবো।

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রিন্স ভাই কেমন আছেন? দেরীতে উত্তর দিলাম কিছু মনে নিয়েন না :)

৯| ২১ শে মে, ২০১৩ বিকাল ৪:১৮

সেফানুয়েল বলেছেন: হেহেহেহেহেহেহেহেহেহে.....মজা পাইসি.......হেহেহেহে =p~

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফানপুস্ট আছিল না তো!

১০| ২২ শে মে, ২০১৩ রাত ১২:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: প্রতিবাদী_কন্ঠ বলেছেন: ভাই, একটু Correction
2001 জামাত ভোট-- 4% +
2009 জামাত ভোট-- 2% +
Projected 2014 জামাত ভোট- - 0% ++



এটা এখন পাকশালীদের টোটাল রেট হবে।

*পাকশালী কথাটা মনে ধরেছে।

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে হে

১১| ২২ শে মে, ২০১৩ ভোর ৪:৩২

এই আমি সেই আমি বলেছেন: অসুবিধা কি, "পাকশালি" গোলাপি চাদর তো আছেই!

বাহ !

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যপাতা :)

১২| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:২৮

মাগুর বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: প্রতিবাদী_কন্ঠ বলেছেন: ভাই, একটু Correction
2001 জামাত ভোট-- 4% +
2009 জামাত ভোট-- 2% +
Projected 2014 জামাত ভোট- - 0% ++



এটা এখন পাকশালীদের টোটাল রেট হবে।

*পাকশালী কথাটা আসলেই মনে ধরেছে ;)

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খিকজ! :) :) ;)

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খিকজ! :) :) ;)

১৩| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৯

তারেক বলেছেন: ুিাুি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.