![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাক্তিগতভাবে আমি সংখ্যালঘু বলে বাংলাদেশে কিছু মানিনা। এই দেশ আমাদের সবার। তবুও মুসলিম যে দেশে বেশী সে দেশে অন্য ধর্মের একটি মেয়ে নিজেকে নিরাপদ মনে করতে পারবে না?
প্রত্যেকে স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করবে এটা তার নাগরিক অধিকার। এই অধিকার তাঁকে দিয়েছে ইসলামও। যেই নরপিসাচ নিজের লালসা চরিতার্থ করতে মাত্র ১১ বছর বয়সী মেয়েটার ধর্ম পরিবর্তন এর খেলাটি খেলল তা দেখে একজন মুসলমান হিসেবে আমার লজ্জা হচ্ছে।
১১ বছরের মেয়ের সাথে যে ধরনেরই যৌনাচার হয়ে থাকুক সেটা ধর্ষণ কারন সে একটি শিশু বৈ কিছু নয়। কিন্তু ধর্ষক অপহরণ করে নিয়ে গিয়ে সেই শিশুটিকেই দিনের পর দিন যে দুর্বিষহতা "উপহার" দিয়েছে তা একজন মানুষ হিসেবে আমাকে প্রচন্ড লজ্জিত করেছে।
মনে পড়ে ১৯৭১ এর কথা? আমরা দেখিনি, কিন্তু আমাদের বাবা-ভাইয়েরা কি সব রাজাকার ছিল? গল্প বলেনি তারা কিভাবে "হিন্দুটা" বাঁচিয়েছে তাদের প্রান? "খ্রিষ্টানটা" কাঁধে কাঁধ মিলিয়ে একই কাঁদা মেখে যুদ্ধে নেমেছিল? মুসলমান-হিন্দু রক্ত কি করে ঘাসের ডগায় মিলে গিয়েছিল আমরা ভুলে গেলাম? বেঈমানি আর কতো করবো আমরা দেশের সাথে? ওরা কেন যুদ্ধ করেছিল? নিরাপদ বাংলাদেশ আর নিরাপর জীবন এর জন্যেই তো তাই না? অনেকে দেশ ছেড়ে চলে গিয়ে হয়েছিলেন সম্বলহীন আর যারা আমাদের এই দেশ দিতে এগিয়ে এসেছে তাদেরকে একঘরে সংখ্যালঘু ঘোষণা দিয়ে যা ইচ্ছে তাই করছি বাঙালি!? একজন বাংলাদেশী হিসেবে এ যে প্রচন্ড লজ্জার!
একটি কাপুরুষ এর নাম মানিক, দলবল নিয়ে একটি মেধাবী, অসহায় শিশুর উপরে চড়াও হয়ে সে তার "পৌরষ" দেখিয়ে ছেড়েছে। আমার আজ পুরুষ হবার জন্যেও লজ্জিত হতে হচ্ছে। মানিক কুত্তাটার সাথে একই জেন্ডার শেয়ার করতে হচ্ছে বলে।
তুমি আজ মালাউন এর মেয়ে বলে ধর্মান্তরিত করে যা ইচ্ছে তাই করলে ৫৫ টি দিন! কিন্তু আরেকটা গল্পও ছিল কিন্তু, "একজন হিন্দু মুসলিম একটা মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করে ঠিক এভাবেই যদি দিনের পরে দিন ধর্ষণ করতো?"
দেশে গৃহযুদ্ধ লেগে যেত না তো আবার? রামুর মতো সব হিন্দুবাড়ী-মন্দির পোড়ানো হতো না তো?
আলবৎ হতো! লিখে দিতে পারি!!
এই দেশ কি তাহলে ওদের নয়? ওই মেয়েটার এই সর্বনাশে তবে কেন তোমার মুসলমানিত্ব খাটের নীচে লুকিয়েছে? কেন প্রতিবাদ করতে পারছ না তুমি কাপুরুষ এর বাচ্চা কাপুরুষ!
মোল্লারা এই নেকী "বান্দা" যে কিনা একটা মালাউন এর বাচ্চাকে ধর্ষণ করার আগে ক্ষেত্র প্রস্তুত করতে মুসলমান বানিয়েছে, তাঁকে সাধুবাদ জানাচ্ছে! এর কোন কঠিন শাস্তি হবে না, আমাদের রাষ্ট্র দয়ালু ভীষণ। আর শাস্তি হবেই বা কেন? মুসলমানদের দেশ বাংলাদেশ! বাকি সব কীট পতঙ্গ! থুতু দেই এমন রাষ্ট্রের মুখে যে আমার রক্ষা করে ধর্মের দিকে তাকিয়ে, যে আমার সাথে হওয়া অপরাধের বিচার করে সংখ্যালঘুত্বের বিচারে! থুতু সেই সব বাংলাদেশীদের মুখে যাদের কাছে শিশুটি বাংলাদেশী নয়, মালাউন।!
অনেকে ধর্মকে রিলেট করতে চাচ্ছেন না, মুসলমানিত্বে ব্যাথা লাগে বলে। তাদের কাছে আমার প্রশ্ন, ধর্ষণ তো এমনিতেও করতে পারতো, কালেমা পড়িয়ে, মিথ্যে বিয়ের নাটক সাজিয়ে কেন করতে গেলো? কারন মুসকিল এতেই আসান। সে সওয়াব হাসিল এর উদ্দেশ্যে...... সব মাফ করা যায়! কি বলেন?
বাংলাদেশী, মুসলমান, পুরুষ, মানুষ হবার এই লজ্জা হয়ত বাঁচাতে পারবে না ওই মেয়েটির জীবন। ওকে শুধু বলি, "বোন, এ দেশ তোর নয়, তুই এক সংখ্যালঘু মালাউন। তোর সব অধিকার মুসলমানিত্বের নীচে চাপা পড়েছে। এই বাংলাদেশ মুসলমানের।"
০৩ রা জুন, ২০১৩ রাত ১০:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি ধর্ম নিয়ে কথা বলতে আগ্রহী নই। চুতিয়াদের দখলে যখন ধর্মের ঝান্ডা, জাস্ট লেটিং ইট বি।
আর এখন পরিমল এর নাম আসবে এটা জানতাম, আফটারঅল সে একজন হিন্দু, সেই একইভাবে এটা নিয়ে কেউ কথা বলছে না বা বল্বেও না, কারন এখানে শিকার হয়েছে হিন্দু! কি হাস্যকর আপনি পরিমলকে টেনে এনে মানিককে আড়াল করছেন।
২| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:২১
মাইন রানা বলেছেন: অপরাধের সাজা না হলে অপরাধীরা উৎসাহ পায়
০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এবং আরও বাজে অপরাধের দিকে এগিয়ে চলে।
৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:২৫
শাহ আলম৬৭ বলেছেন: ভাল লেখা ভাল অনুভূতি কিন্তু মুসলিম নামধারী কে এক ধরষকের বিরুদ্ধে বলতে গিয়ে যে মুসলিম আর ইসলামের বিরুদ্ধেও বলে গেলেন?
ইসলাম কি ধর্ষণ সাপোর্ট করে নাকি নাকি ইসলামে ধর্ষকের জন্য ফাসির বিধান আছে--তা জানা উচিত আপনার?
আর ইসলামে জোর করে ধর্মান্তরিত করার বিধান ও সমর্থন নেই এমনকি নাবালকের ক্ষেত্রে ইসলাম খুব উদার!!
তাই পশুর বিরুদ্ধে বলতে গিয়ে পশুর ধর্ম বা জাতিকে কটাক্ষ করা অন্যায়।
আপনার অনুভূতি ভাল হলেও এভাবে বলা ঠিক হয়নি--ভাষা সঠিক হয়নি।
০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সেক্ষেত্রে আপনি ভুল বুঝেছে বলবো। ইসলাম আমার ধর্ম। এর প্রতি আমার সম্মান যতটা থাকার দরকার, রয়েছে। তেমনি আমি সকল ধর্মের সকল মানুষ এর প্রতি কোন আলাদা দৃষ্টিতে তাকাতে পছন্দ করি না।
তবে এখানে ধর্ম আসে। জোর করে মুসলিম বানানোর কারনেই আসবে, এটাও একটা অপরাধ।
৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:২৫
দি সুফি বলেছেন: লেখক বলেছেন: কি হাস্যকর আপনি পরিমলকে টেনে এনে মানিককে আড়াল করছেন।
কোথায় দেখলেন মানিককে আড়াল করেছি?????????????? আমি আমার মন্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেছি অপরাধীদের বিচার চাই ! আর আপনি বলছেন আমি আড়াল করেছি!
জানতাম পরিমলের নাম শুনলে আপনাদেরও গা জ্বালাপোড়া করবে, তাই সাথে যশোরের সেই ছাত্রলীগ নেতার (নাম মনে নেই, পরিমলের নাম মনে থাকার কারন অনেক আন্দোলন হয়েছিল তখন) কথাও বলেছি, যে নাচের অনুষ্ঠানের কথা বলে নিয়ে এসে ধর্ষন করেছিল!
অপরাধীকে ধর্ম দিয়ে নয়, অপরাধ দিয়ে যাচাই করুতে শিখুন।
০৩ রা জুন, ২০১৩ রাত ১১:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অপরাধীকে ধর্ম দিয়ে আমি না বরং আপনি শুধু পরিমলএর নাম নিয়ে বিচার করলেন।
কিন্তু এখানে ধর্ম ফ্যাক্ট, সে জোরপূর্বক একটি সংখ্যালঘু মেয়েকে ধর্মান্তরিত করেছে, এর শাস্তি কি তাহলে সে পাবে না!?
শুধু ধর্ষণই এর অপরাধ নয়।
৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৩৩
সত্য কথা বলি বলেছেন: আপনিতো পুরো লেখায় শুধু ইসলামের বিরুদ্ধে বিষোদগারই করলেন। ঘটনাটি কোথায় ঘটেছে ? এই সংবাদের সূত্র কী ? জানান। তারপর বিস্তারিত মন্তব্য করব।
৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৪৫
চলতি নিয়ম বলেছেন: অনেকের আবার ভিডিও না দেখলে বিশ্বাস হবে না। দেখেন ভিডিও টা যোগার করতে পারেন নাকি তাগো জইন্যে।
সাম্প্রদায়িক কীট গুলার জন্য করুনা রেখে গেলাম।
এইখানে অপরাধ দুইটা। একটা ধর্মান্তরকরণ, অন্যটা ধর্ষণ। স্বাভাবিকভাবে দুইটা অপরাধের মাত্রায় ভিন্নতা আছে, কিন্তু দুইটাই অপরাধ - গুরুতর অপরাধ।
৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৫৩
বলশেভিক বলেছেন: আপনার ধুতি খুলে পড়ল দাদা।ধর্ষক পাষন্ডগুলার অন্ডকোষ কেটে মারা উচিত।কিন্ত আপনাদের মত শিবসেনারাদের জন্য এগুলো কেবলই ইস্যু ব্লগে
গরম পোস্ট মারার জন্য এবং ইসলাম বিরোধি বক্তব্য দেয়ার জন্য।
৮| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৫৯
শাহ আলম বাদশাহ বলেছেন: আপনি মুসলিম হতেই পারেন না--হলেও ধর্মবিরোধী হবেন। আপনার লেখায় ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন--যা সবাই বুঝে প্রতিবাদ করলেও আপনি বিচার মানি--তালগাছটা আমার জাতীয় কথাই বলে যাচ্ছেন!!
৯| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:১৭
সোহেল চট্টগ্রাম বলেছেন: .................. একটা বাচ্চা ছেলেও বুঝবে... আপনার লেখা ইসলাম কে গালি দিচ্ছে
১০| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:১৮
আমি মোঃ চয়ন বলেছেন: পুরো পোস্ট পড়ে মনেই হলনা যে আপনি 'ধর্ষনের ঘটনায় ক্ষুব্ধ'। বরং মনে হল আপনি ইসলাম ও মুসলমানদের উপর ক্ষুব্ধ। চান্স পাইয়া ক্ষোভ ঝারলেন।
বাংলাদেশে মুসলমান ও অন্য ধর্মালম্বীদের অনুপাত জানেন ??? এটা নিশ্চিৎ থাকতে পারেন, ১ জন হিন্দু ধর্ষিত হলে অন্তত ৯ জন মুসলমান ধর্ষিত হয়েছে। যারা ঐ মুসলমান মেয়েদের ধর্ষন করেছে তাদের কয়জনের শাস্তি হয়েছে ??
এদেশে ধর্ষনের বিচার হয়না । এটা এই দেশের সমস্যা । এদেশের বিচার ব্যাবস্থার সমস্যা । কোন ধর্মই ধর্ষন সমর্থন করে না। কোন ধর্মই এই সমস্যার জন্য দায়ী নয়।
"মানিক" নামটা শুনে "সেঞ্চুরিয়ান মানিকের" কথা মনে পরে গেল। ধর্ষনে সেঞ্চুরি করার পুরস্কার হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছিল। এই ধর্ষকের নামে মিল আছে। শুধু ছাত্রলীগে যোগদিলেই সরকারি চাকরি নিশ্চিৎ!
সকল ধর্ষকের বিচার চাই। নইলে অদূর ভবিষ্যতে ভারত নয় বাংলাদেশই ধর্ষনের রাজধানিতে পরিনত হবে।
ধর্ষন ধর্ষিতার জীবনের জন্য চরম অভিশাপ। কিন্তু আপনাদের মত মানুষের জন্য ব্লগ লেখার ইস্যু মাত্র।
১১| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:২২
ShusthoChinta বলেছেন: নিউজে দেখলাম মাদক ও মানুষ পাচারকারী একটি চক্র এই কুকীর্তি ঘটিয়েছে,তো এই ধরণের নোংরা কুজাত মানুষ নামের জানোয়ারের সাথে ইসলাম আর মুসলমান আসলো কৈ থেকে??? পরিমল আর তারকচন্দ্ররা ভদ্র মুখোশধারী শিক্ষক হওয়ার পরও এধরণের কান্ড ঘটিয়েছে অথচ তখন হিন্দুধর্ম নিয়ে কিছু ওঠেনি,অথচ মাদক ব্যবসায়ী আর পাচারকারীদের কুর্কীর্তিতে আপনাদের সাম্প্রদায়িকতা উথলে ওঠে??? ঐ মদারু পাচারকারীদের ফাঁসি দিলে আমাদের কিছু যাবে আসবে? ফাঁসি দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিক কোন সমস্যা নেই,বাট সাম্প্রদায়িকতার নোংরা প্যাচাল পারবেন না দয়া করে!
১২| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৪১
বিডি আমিনুর বলেছেন: ধর্ষকের অন্ডকোষ কেটে কুত্তারে খাওনো হোক।
আর আপনার তো মনে হয় ধর্ষণ নিয়ে মাথা বেথা না, আপনার মাথা বেথা ধর্ম নিয়ে। ধর্ষকের আবার ধর্ম।ইসলামের বিরুদ্ধে লিখলে খুব সহজে হিট কামান যায়, হিট কামানোর জন্য এই সব ট্রিক্স খাটাইয়ে না।
১৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৪২
দায়িত্ববান নাগরিক বলেছেন: ধর্ষকের কোনো ধর্ম নাই। তবে কিছু আছে যারা ধর্ম দিয়ে ধর্ষকের প্রতি সহানুভূতি দেখানোর চেষ্টা করবে। এরা আসলে ধর্ষকের জাত ভাই।
যাই হোক ধর্ষনের সর্বোচ্চ শাস্তি ফাসি চাই। আর কিছু দেখার নাই। বিচার চাই। নরপশুদের কোনো ধরনের সহানুভুতি দিয়ে কেউ নিজের পশুত্বের পরিচয় দেবে না এটাই আহ্বান থাকবে।
১৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৪৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: ধর্ষনের আয়োজন দেখে যেটা মনে হয়েছে এই জানোয়ারটা ধর্ষকের পাশাপাশি একটা ফ্যানাটিক সাইকো।
১৫| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:১১
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++
কিন্তু আরেকটা গল্পও ছিল কিন্তু, "একজন হিন্দু মুসলিম একটা মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করে ঠিক এভাবেই যদি দিনের পরে দিন ধর্ষণ করতো?"
দেশে গৃহযুদ্ধ লেগে যেত না তো আবার? রামুর মতো সব হিন্দুবাড়ী-মন্দির পোড়ানো হতো না তো?
মালাউনরা ( যদিও শব্দটা শুনতে খারাপ এবং ভালো অর্থ বহন করে না , তবুও প্রয়োজনের খাতিরে ব্যাবহার করলাম ) , মালাউনরা ধর্মান্ধ মোল্লাদের চেয়ে হাজারগুনে ভালো ।
ভালো থাকবেন সবসময় ।
১৬| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
মাইন রানা বলেছেন: @ অপূর্ণ বাংলাদেশে হিন্দু পরিবারের ছেলেও মুসলিম পরিবারের মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করেছে। এমনকি মাথায় সিঁদুর পড়িয়ে হিন্দু মেয়ে সাজিয়ে পরিচয় করিয়েছে। কই
দেশে গৃহযুদ্ধ লাগে নাই তো।
লিংক
সাম্প্রদায়িক উস্কানি বন্ধ করুন, ধর্ষককে তাঁর অপরাধ দিয়ে বিচার করুন, তাঁর ধর্ম দিয়ে নয়। এতে প্রতিশোধ ও পাল্টা প্রতিশধ নিতে গিয়ে অপরাধ অনেক বেড়ে যাবে
১৭| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
মাইন রানা বলেছেন: Click This Link
১৮| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
মাইন রানা বলেছেন: লিংক কাজ করছেনা কেন জানি
http://goo.gl/MutLK
৮ মাস পর হিন্দু যুবকদের হাতে অপহৃত রেহনুমা পিয়াকে ফিরে পেল পরিবার
১৯| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
কাঙ্গাল মুরশিদ বলেছেন: অপরাধকে অপরাধ হিসেবে দেখুন, ধর্ম দিয়ে বিচার করতে আসবেন না। সকল ধর্মই অপরাধ করতে নিষেধ করে, কোন ধর্মই অপরাধকে সাপোর্ট করে না।
২০| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
bakta বলেছেন: সততার সংেগ যুক্তি দিয়ে লেখা হয়েছে । অকাট্য যুক্তি ।
প্রত্যেকে স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করবে এটা তার নাগরিক অধিকার। এই অধিকার তাঁকে দিয়েছে ইসলামও। যেই নরপিসাচ নিজের লালসা চরিতার্থ করতে মাত্র ১১ বছর বয়সী মেয়েটার ধর্ম পরিবর্তন এর খেলাটি খেলল তা দেখে একজন মুসলমান হিসেবে আমার লজ্জা হচ্ছে।
অপরাধ - অপরাধ ই - এজন্য অপরাধীর সাজা আবশ্যক । একজন ভাই তার বোনকে ধর্ষন করল - লজ্জা সবার - গোটা দেশের ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ রাত ১০:১৩
দি সুফি বলেছেন: আর শাস্তি হবেই বা কেন? মুসলমানদের দেশ বাংলাদেশ!
লোল!
বাংলাদেশে কয়টা ধর্ষনের বিচার হইছে (সকল ধর্ম মিলাইয়া)??? এত এত আন্দোলনের পরেও আজ পর্যন্ত পরিমলের কোন বিচার হয় নাই! যশোর ছাত্রলীগ(!!) নেতার কোন বিচার হয় নাই! আর আপনি বলছেন অপরাধী মুসলমান (আর ভিক্টিম হিন্দু) তাই এর বিচার হবে না!! কয়টা ধর্ষনের শিকার মুসলিম মেয়ে বিচার পেয়েছে????
অপরাধকে অপরাধ হিসেবে দেখুন, ধর্ম দিয়ে বিচার করতে আসবেন না। সকল ধর্মই অপরাধ করতে নিষেধ করে, কোন ধর্মই অপরাধকে সাপোর্ট করে না।
ধর্মের নামে একটা মেয়েকে ধর্ষন করা হয়েছে, আমরা এই অপরাধীদের বিচার চাই। আর আপনি ইসলামকে খুচিয়ে, সুবহানআল্লাহ্ বলেও পোষ্ট দিছেন!