নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

তেতুল্পাতা, তেতুল্পাতা, তেঁতুল বড় টক-ঝাল রে! (বাচ্চারা দূরে থাকো, ১৮+ অনলি ) :P:P:P

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৫

I) আগেঃ

আমার তেঁতুল খাইতে ইচ্ছে করছে। :/

প্রেডিক্টেড মিনিং: বাচ্চার আব্বু কই? খবর শুভ!



এখনঃ

আমার তেঁতুল খাইতে ইচ্ছে করছে। :/ :/ :/

অর্থঃ ব্যাটার দিলের মাঝে লালা ঝরতেছে, আজেবাজে জিনিষ খাইতে চায়! এই ব্যাটা ব্যাটা নাস্তিক, পিটাও এরে!! '



II) আগেঃ

তেঁতুল গাছটা বেশী বড় হয়ে গেছে।

অর্থঃ গাছটা কেটে ফেলা যেতে পারে।



এখনঃ পাশের বাড়ির তেঁতুল গাছটা তো বড় হয়ে গেছে!

অর্থঃ তেঁতুল গাছ ক্লাস ফাইভে উঠেছে, অথচ তেঁতুলটার বিয়ে হয়নাই!



III) আগেঃ

'তেঁতুল তো খুবই টক!'

'হ্যাঁ রে! জিভে জল এসে যায়!'



এখনঃ

'তেঁতুল তো খুবই টক-ঝাল রে!'

(এই লাইন লেখতে কইয়েন না, এতো দুষ্টামি করলে চলে!? আমরা সবাই শফির ভক্ত, বুঝে নিতে হয়!)



IV)

আগেঃ সবথেকে ভালো তেঁতুল কোথায় পাওয়া যায়?

অর্থঃ ভালো তেঁতুলের খোঁজে আছেন বক্তা।



এখনঃ সবথেকে ভালো তেঁতুল কোথায় পাওয়া যায়?

অর্থঃ বক্তা পাত্রী/প্রেমিকা খুঁজছেন।



V)

আগেঃ ভাই হাফ কেজি তেঁতুল দেন তো।

অর্থঃ তেঁতুল কিনতে এসেছেন উনি।



এখনঃ ভাই হাফ কেজি তেঁতুল দেন তো।

জবাবঃ এই সব খোলা বাজারে বিক্রির বিষয় না! ফুটেন মিয়াঁ!



VI)

আগেঃ গার্ল ইউ আর সো হট!

এখনঃ তেঁতুল ইউ আর সো টক!



VII)

আগেঃ তেঁতুল নারীদের প্রিয় খাদ্য।

এখনঃ "নারীরাই তেঁতুল" - ডুড শফি!



VIII)

আগেঃ প্রিয়তমা তোমায় না পেলে হৃদয়ে রক্ত ঝরবে!

এখনঃ তেঁতুল তোমায় না খেলেও হৃদয়ে লালা ঝরবে!





*হ তে হেলিকপ্টারটি আসছে তেড়ে, তেঁতুল তুমি দাঁড়াও সরে!

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৭

শহুরে কাউয়া বলেছেন: উফফ লেখাটা কি ট্ক

ও মা গড ;)

০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন:

শফি হুজুরের আদেশ, কান্ট হেল্প ইট!

সকল তেঁতুলকে পর্দার আড়ালে সাবধানে থাকতে নির্দেশ দিয়েছেন উনি।

২| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩

ইরাজ আহমেদ বলেছেন: হা হা হা হা হা :) B-) ;) B-)) :!> :P :> :-B B:-/

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তেঁতুলপাতা নাই তাই ধন্যপাতা নেন।

৩| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

অপূর্ণ রায়হান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই কেমন আছেন? ;)

৪| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০০

খাটাস বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এহ হুজুর নারাজ হইব কইলাম! ;)

৫| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩

কাজের কথা বলেছেন: জোস্ হইছে । ফেবুতে শেয়ার দিলাম । সাথে +++

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেজি কেজি তেঁতুলপাতা থুক্কু ধন্যপাতা আন্নেরে ;)

৬| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭

কাফের বলেছেন: শফিরা তেঁতুল চেনে ;)
আবুল চেনে কাঠাল

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই রমজানে তেঁতুল দিয়েই নাকি ইফতার করবে শুনলাম।

৭| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৮

ফ্রিঞ্জ বলেছেন: বস্তা ভরা তেঁতুল - বোরখা পড়া মেয়ে :D

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে হে এইটাও মনে ধরেছে।

৮| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~


চক্ষাম লেখছেন

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ নেবের ইরফান আহমেদ বর্ষণ ভাই।

৯| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:২৪

একজন আরমান বলেছেন:
তেঁতুল তো খুবই টক-ঝাল রে!'

আমি জানতাম অলি পুলাডা ভালো কিন্তু সে যে নাস্তিক তা জানতাম না, বিয়ার আগেই সব টেস্ট কইরা ফালাইছে। ছিঃ ছিঃ নাউযুবিল্লাহ !!!
তেঁতুল খাওয়া হারাম !! /:) /:) /:)

আগেঃ প্রিয়তমা তোমায় না পেলে হৃদয়ে রক্ত ঝরবে!
এখনঃ তেঁতুল তোমায় না খেলেও হৃদয়ে লালা ঝরবে!
=p~ =p~ =p~ ;) ;) ;)

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আরমান ভাই এত্তোগুলা পচা, আপনা মানুষ হইয়াও চিনলো না! আমি না কত্তোগুলা ভালু একটা পুলা? :!> :!> :!>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.