![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আমি আর কিছু চাই না। কিছু পেলেও অবাক হইনা।
আমার এক শাহবাগী বন্ধুর কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা এতলোকের আয়োজন, এত লোকের খাবারদাবার, এগুলো কে দিচ্ছে?...বন্ধুটি বলল, ঈশ্বর দিচ্ছেন (নামে মুসলমান হলেও শাহবাগের বন্ধুটি স্রষ্টা অর্থে আল্লাহ শব্দের পরিবর্তে ঈশ্বর বলা পছন্দ করে)। তাহলেতো ঈশ্বরকে দেখতে হবে। শাহবাগে এসে এক ঈশ্বরের দেখা পেয়েও গেলাম। পকেট থেকে থরে থরে টাকা বের করে দিচ্ছেন শাহবাগ আন্দোলনের নেপথ্যের এই ঈশ্বর। ক্যামেরা দেখে অবশ্য ভয় পেয়ে গেলেন। টাকা সামলে নিলেন। ভয় পেলেন ঈশ্বরের টাকা গ্রহণকারী ব্যাক্তিটিও। যাক অন্তত ঈশ্বর দর্শন হলো-------------------
১. ঈশ্বর টাকা দিচ্ছেন
২. ঈশ্বর টাকা গুনছেন
৩. ঈশ্বরের হাতে সব একহাজার টাকার নোট। কোন ভাংতি নাই
৪. ক্যামেরা দেখে টাকা লুকিয়ে ফেললেন ঈশ্বর। ভয় পেয়েছেন ঈশ্বরের সহকারীও..
৫. বক্তব্য দিচ্ছেন ঈশ্বর
৬. শাহবাগের রাতের মঞ্চও ঈশ্বরের দখলে
৭. মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ব্যানারের সামনে ক্যামেরায় ঈশ্বরের পোজ
অনেক চিন্তা করে ঈশ্বর শব্দের একটা ব্যাখ্যা পাইলাম (সম্পূর্ণ আমার মস্তিস্ক প্রসূত) :
ঈশ্বর----------------ইশ্ব-র------------- 'র'
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
রোদেলা দুপুর বলেছেন: এই বেপারে শাহাবাগী দের মন্তব্য জানতে চাই।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
জইল্লা পম গানা বলেছেন:
তোরে ছাগু বলা হবে....রাজাকার তো বটেই।
রোদেলা ছাগু.....কাঠাল পাতা কি হজম হইতেছে ঠিক মত নাকি পুন্দের গোড়ায় গিয়া আটকাইয়া যাইতেছে? চুদির পো?
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
রিতেশহেপি বলেছেন: এই বেপারে শাহাবাগী দের মন্তব্য জানতে চাই।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
নিয়েল ( হিমু ) বলেছেন: তো এখন এই বেপারে আপনার মন্তব্য আগে বলেন । দেখি আপনাকেও রাজাকার কৈতে পারি কিনা
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
ক্লান্ত দুচোখ বলেছেন: একটু মাথা খাটাও(যদি থাকে), কেউ ঘুষ দিলে ক্যামেরার সামনে পোজ দিয়ে টাকা গুনতে গুনতে দেয়?
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
সুফি ফারুক বলেছেন: ১. লোকটা ছেলেটার কোন অভিভাবক/আত্মীয় হতে পারে।
২. লোকটা ওই ছেলের পরিচিত বা শুভাকাঙ্ক্ষী হতে পারে। এরকম অনেকেই এসে দু এক হাজার টাকার সহযোগিতা দিয়ে যাচ্ছে।
৩. দুজনই ছাগু দলের লোক হতে পারে। যারা ওই ফটো সেশন করতেই ওখানে গিয়েছিলো।
এসব ফালতু কাজ বাদ দিয়ে আল্লাহ আল্লাহ কর।
আল্লার পবিত্র ধর্মকে বিকৃত করে, যত পাপ তোরা করেছিস, জানিনা সারা জীবন কাঁদলেও মাফ হবে কি না।
তওবা কর। এবং এসব কাজ থেকে বিরত থাক।
আল্লাহ হয়ত মাফ করে দিতে পারেন। কারন তিনি অসীম দয়ালু।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
onlyone বলেছেন: সত্য একদিন প্রকাশ হবেই
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
ক্লান্ত দুচোখ বলেছেন: বেজন্মা জামাত-শিবিরেরা পারেও বটে সত্যকে বিকৃত করে পরিবেশনা করতে, ঠিক যেমনটি করে ইসলাম কে!
Click This Link
আর আপনেও, যদি ছাগুদের পেজের সাবস্ক্রাইব না করে থাকেন তাইলে ওদের ছবি/খবর কেমনে পান? কই আমি তো পাই না! আমি তো ঠিকি "শাহবাগ মোড়" এর সাবস্ক্রাইবার বলে অরিজিনাল নিউজটা পাই।
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
ক্লান্ত দুচোখ বলেছেন: শাহবাগের নামে মিথ্যাচার করছে বাশেরকেল্লার আহবায়ক মাহমুদুর রহমান চোরা, এইভাবে কেউ কোন দিন প্রকাশ্যে ঘুষ দেয় বলে আপনি মনে করেন? আমি যদি এখন কাউকে টাকা দেই খুশী হয়ে ,সেই ছবি তুলে এই রকম ক্যাপশন দিলে তাকে কি করা উচিত? শাহবাগে যারা যাচ্ছেন আপনারা কি টাকার লোভে যাচ্ছেন? এই রকম মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
কালীদাস বলেছেন: মাহমুদুর গুষ্ঠির লোকজন পিস একেকটা।
আচ্ছা, হে যে শাহাবাগের লোকজনরে শুয়র ডাকল এই ব্যাপারে আপনের মতামত কি?
১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১০
রোদন রহমান বলেছেন: পুটু মারলে যে মাথা খারাপ হইয়া যায় এইটা তার পরমান
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
সাহাদাত উদরাজী বলেছেন: ফটোগ্রাফার বন্ধুরা তাদের কারিশমা দেখিয়েছেন! এত ধারাবাহিক ছবি তুলতে গিয়ে তাকে কি কি করতে হয়েছিল, তা জানার খুব ইচ্ছা হচ্ছে আমার।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
সান্টু বলেছেন: ওটা ওদের কাছে কোন ব্যাপার না।
আগে জামায়াতের গুষ্টি দেখে নিব তারপর অন্য কাজ।