নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুই ও দুই চার হয় সেটাই বুঝিনা।

বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।

রাকা ও আমি

এখন আমি আর কিছু চাই না। কিছু পেলেও অবাক হইনা।

রাকা ও আমি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা সম্পর্কে আমার কিছু উক্তি ( ১০০% কাজে লাগবে)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪



১। সিগারেট ও মেয়েদের মধ্যে মিল কি যানেন, দুটাই ক্ষতিকর কিন্তু আমরা দুটাই চাই।

২। যে মেয়ে যত বেশী সুন্দরী, মনে রাখবেন আপনার সিরিয়াল তত পরে।

৩। মানুষ ছ্যাঁকা খেলে কষ্ট পায় না; কষ্ট পায় এই ভেবে যে, সে জীবনে আর কোন দিন ছ্যাঁকা খাবে না।

৪। ভালোবাসা হলো বেলুনের মত; আপনি যদি এটা ছেড়ে দিতে পারেন, তাহলে আপনি অনেক উপরে উঠতে পারবেন।

৫। মনে রাখবেন, জাহান্নামে গেলে সাবার আগে আপনার চোঁখকে শিখকাবাব বানাইবো।

৬। মেয়ে হলো এন্টিভাইরাসের মত, আপনি যদি ঠিক মত ইনিষ্টল করতে পারেন, আমি sure আপনার কোন ভাইরাস আপনাকে এটার্ক করতে পারবেনা।

৭। অন্যের বউকে দেখতে সব সময় ভালো লাগে কিন্তু অন্যকে দেখতে না।

৮। এটা ঠিক একটা মেয়ে চলে গেলে দশটা মেয়ে আপনার দরজা আসবে কিন্তু আপনার দরজা তখন সংকির্ন থাকে।

৯। ভালোবাসার ক্ষেত্রে নিজেকে MAN হিসাবেই ভাবা উচিত, কিন্তু আমরা বেশীর ভাগ মানুষ BOY এর মত কাজ করি।

১০। আপনের future আপনের কাছে রাখা উচিত, আপনার future যদি আপনার Girl friend কছে রাখেন, তাহলে আপনি মরছেন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: হুম ।

২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৩

মিত্রাক্ষর বলেছেন: পোস্টে প্লাস ++++ :P

৩| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

অনুগমন বলেছেন: Love is like a chewing-gum. First you taste sweet. The more you chew, the more you taste bitter. And once upon a time you wish to throw it and to buy a new one.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.