নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুই ও দুই চার হয় সেটাই বুঝিনা।

বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।

রাকা ও আমি

এখন আমি আর কিছু চাই না। কিছু পেলেও অবাক হইনা।

রাকা ও আমি › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু মারাত্মক সমস্যা ( কমন পড়লে দোষ নাই)

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৫

১। ভালো লাগে সব মেয়েকে কিন্তু ভালবাসি এখন পর্যন্ত একজনকেই।

২। সব সময় অতিরিক্ত confidence থাকে, তাই frustration হতে হয় বার বার।

৩। ক্লাসে সব কিছু নেই কিন্তু কলম নিতে সব সময় ভুলে যাই।

৪। সিগারেট এবং ভালোবাসা হাজার চেষ্টা করেও ছাড়তে পারছি না।

৫। ভবিষ্যত নিয়ে সব সময় ভাবি কিন্তু অতীতের গেড়াকল থেকে বের হতে পারি না।

৬। সবাইকে খুব বিশ্বাস করি কিন্তু কাওকে সাহায্য করি না।

৭। ভাগ্য বিশ্বাস করিনা কিন্তু তকদির বিশ্বাস করি।

৮। জীবনের লক্ষ্য বার বার পরিবর্তন হয়, স্থির রাখতে পারি না।

৯। খুব কথা বলি আবার চাপাবাজীও মারি।

১০। দৃষ্টিভঙ্গী বদলালে ভবিষ্যত বদলাবে কিন্তু এটা করতে পারি না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:১৩

সম্রাট০ বলেছেন: সহমত

২| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩

বাধন০০ বলেছেন: কমন পরে নাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.