নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুই ও দুই চার হয় সেটাই বুঝিনা।

বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।

রাকা ও আমি

এখন আমি আর কিছু চাই না। কিছু পেলেও অবাক হইনা।

রাকা ও আমি › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুকে পাওয়া একটা মজার কবিতা

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৯

আমি ইট,তুমি খোয়া,

আমি খই,তুমি মোয়া !!

আমি ফুল,তুমি কাঁটা,

আমি গম,তুমি আটা !!

আমি নৌকা,তুমি ব্রীজ,

আমি মাছ,তুমি ফ্রিজ !!

আমি রাত,তুমি ভোর,

আমি ভালো,তুমি চোর !!

আমি বৃক্ষ,তুমি ফল,

আমি নদী,তুমি জল !!

আমি মেঘ,তুমি বৃষ্টি,

আমি চক্ষু,তুমি দৃষ্টি !!

আমি গুল্ম,তুমি তরু,

আমি চতুর,তুমি ভীরু !!

আমি বধির,তুমি বোবা,

আমি সাগর,তুমি ডোবা !!

আমি খাতা,তুমি কলম,

আমি ট্যাবলেট,তুমি মলম !!

আমি কান্না,তুমি হাসি,

আমি টাটকা,তুমি বাসি !!

আমি বিষন্ন,তুমি হতাশা,

আমি কদমা,তুমি বাতাসা !!

আমি হাত,তুমি পাও,

আমি নগদ,তুমি ফাও !!

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: B-) B-) B-)

২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

অচিন তারা বলেছেন: কবি কে আমার স্যলুট :) :) :)

৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

কাজী দিদার বলেছেন: ফাটা ফিটি ভাই , ভাল লাগলো ।

৪| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: হিংসুটেদের ছড়া মনে পরল ...


আমরা সবাই লক্ষ্মী ভাল তোমারা অতি বিশ্রী
তোমরা খাবে নিমের পাচন আমরা খাব মিশ্রী ।


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫০

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~

৬| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:২৭

নাছির84 বলেছেন: ওগো প্রিয়..প্রিয়তমা
তুমি দাঁড়ি আমি কমা
তুমি সাবান,আমি শ্যাম্পু
তুমি রিকশা,আমি টেম্পু.....


সে এক বিশাআআআআল কবিতা !

৭| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৪৬

নাছির84 বলেছেন: তুমি কাঁথা আমি বালিশ
তুমি ঠ্যাঁটা,আমি মালিশ
তুমি তন্দ্রা আমি স্বপ্ন
তুমি একা আমি পুর্ণ.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.