![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সাধারণের মাঝেই ,বেচে থাকা
ড্রপ বক্সের সাথে আমার পরিচয় ২০১৩ সালের জুনে । ফটো সিংক ছাড়া , আমি বিশেষ কোন ঊপকারে লাগাতে পারি নাই ।আমার অজ্ঞতার কারণে।
দিন ,মাস এবং বছর ঘুরে ২০১৭ এর জানুয়ারিতে এর অফিসিয়াল ব্যবহার দেখি জনাব এনামুল হকের কাছে । উনি আমাকে বোঝান , এই ড্রপবক্সের সাহায্যে , পুরো কোম্পানির যাবতীয় কাজ খুবই সুন্দর করে সমন্বয় করা যায় ।
চাইলে ,ফাইল লক করা যায় । চাইলে আন এডিট করা যায় । ফাইল, শেয়ার করা যায় । দ্রুত সিংক করা যায় এবং খুবই নিরাপদ ।
২০১৮ সালের শেষে এসে এটাই বুঝছি । হাই প্রাইভেসি , হাই অফিসিয়াল , হাই ইউজার ফ্রেডলি ড্রপবক্স ।
অগ্রীম ধন্যবাদ .........................।
২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৫
শামিম অমি বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
২| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
আর্কিওপটেরিক্স বলেছেন: Dropbox,Mega,Google Drive,Yandex disk
২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
শামিম অমি বলেছেন: ধন্যবাদ আপনাকে । মেগা, ইয়ানডেক্সের নাম আগে শুনি নাই ।গতকাল ইয়ানডেক্স চেক করলাম ১০ জিবি ফ্রি স্পেস,পলিসিও ভালোই লেগেছে । তবে , আমার ফেভারিট গুগল ড্রাইভ যদিও অনেক পারমিশান নেই ।
৩| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
সুমন কর বলেছেন: হুম, ড্রপবক্সে ভালোই। Yandex disk নাম আজই শুনলাম....
২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৯
শামিম অমি বলেছেন: সুমন দা, ধন্যবাদ আপনাকে । আমি ও প্রথম শুনলাম ।এই জন্যেই বলে , জ্ঞান বাড়ে প্রচারে ।
৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩
নজসু বলেছেন:
ধন্যবাদ। জানলাম।
২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩০
শামিম অমি বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
৫| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: হুম।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
শামিম অমি বলেছেন: রাজিব ভাই , আপনাকে চিনি ২০১১ থেকে । আপনার লিখা ! ইসসস ! তখন আমার ২৫ জনের সেরা ব্লগার লিস্ট ছিলো। সবার লিখা পড়ে কতো থ্রিলার হতাম !! তখন সামু মানেই জ্ঞানের সাগর ,প্রেমের নদী , বন্ধুত্বের সেতু । এখন তাই । যদিও আর , আগের মতো সময়ই হয় না। বড় ছিলাম , এখন বুড়ো হচ্ছি।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
লিংকন১১৫ বলেছেন: আমার অফিসে প্রায় হাজার দুয়েক মানুষ http://box.com/ ব্যাবহার করি ,
জদিও বক্স এ অনেক আগে থেকে অ্যাকাউন্ট ছিল , অফিসে আসার পর বুঝতে পেরেছি এর গুরুত্ব ।
২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৬
শামিম অমি বলেছেন: দারুণ তথ্য পেলাম ! ধন্যবাদ আপনাকে। বক্স এর ব্যাপারে বিশেষ কিছু জানা নেই । নিশ্চয়ই ভালো কিছু আছে , তা না হলে ২০০০ মানুষের কাজ কি করে ।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮
লিংকন১১৫ বলেছেন: বক্স এর ফ্রী ভার্সন দিয়েও আপনি অনেক কাজ করতে পারবেন , ফাইল কলাবরেট থেকে সুরু করে অনলাইন এডিট ।
আর যদি পেইড ভার্সন তাহলে তো কথাই নেই, এডমিন প্যানেল থেকে আপনি ইউজার দের কে অ্যাক্সেস দিতে পারবেন কে কোন ফাইল বা ফোল্ডার এডিট করতে পারবে বা কোন ইউজার খালি দেখতে পারবে ।
আর হিস্টরি তো থাকবেই কে কোন ফাইল এডিট করলো বা ডিলিট করলো , কেউ উল্টা পাল্টা করে পার পাবে না সব হিস্ট্রি থেকে যায় ।
যাইহোক একটু ঘাঁটলে আরও অনেক সুবিধা দেখতে পারবেন ।
২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
শামিম অমি বলেছেন: ধন্যবাদ বারবার !
৯| ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০
নতুন বলেছেন: ভালো জিনিস....
কেমন আছো? কি খবর এখন?
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।