নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কম কথার মানুষ

চিনতিত

চড়কা

চলছি। নিজের চড়কায় তেল দিতে চাই।

চড়কা › বিস্তারিত পোস্টঃ

ব্যাংকে ভুল

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

আজ অফিস থেকে গেলাম ব্যাংকে পে চেক জমা দেবার জন্য। একটা স্লিপ নিয়ে পূরণ করার পরে দেখি নিচেরটায় কোনো দাগ পরে নাই। কলম দিয়েই তাই পূরণ করে ফেললাম। পরে কাউন্টারে জমা দিতে গেলে ব্যাটা বলল যে আমরা কলমে পূরণ করা স্লিপ নেই না। আমি বললাম, ভাই, স্লিপটা তো এমনই ছিল। তবে ব্যাটা আর কোনো কথা না বলে চেক জমা নিল।



তবে পরে আমার মনে হল, গাফলতিটা আমারই। নিচেরটা আবার পূরণ না করে নতুন একটা পূরণ করলেই পারতাম। মাঝে মাঝে কিছু ভুল করি হেয়ালি করে, তবে তার পিছনে অনভিজ্ঞ কিছু লজিক থাকে, যেমন আমার লজিক ছিল নিচের টা তো অটোমেটিক কার্বন কপিড হয় লেখকের কষ্ট কমাবার জন্য, আমি না হয় কষ্ট করে হাতেই লিখলাম।



কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছি। মনটা একটু বিষন্ন, কেন যে হেয়ালি গুলো করি। কয়টা মাত্র বেতন পাই, সেট যদি এখন আমার হেয়ালির জন্যে ফেসে যায়, কি হবে?



কেও কি জানেন ব্যাপারটা। কোন সমস্যা হবে না তো।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

মামুinসামু বলেছেন: কোন সমস্যা হওয়ার কথা না

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

বাধা মানিনা বলেছেন: জাষ্ট লোল...................

এটা কোন ভূলের পর্যায়্ই পরে না। আমি অহরহই কলম দিয়ে ২য় স্লিপটা লিখি।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০

গ্রাম্যবালিকা বলেছেন: এতো ছোটখাটো ব্যপার নিয়ে ওয়ারিড হলে চলবে?!!

কিচ্ছু হবেনা। একটু হাসেন এখন। হাসেন তো!! :) :)

আপনার লেখার ধরণ দেখে মনে হল, মন খারাপ আপনার। আত ভালো করতে চেষ্টা করলাম।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

চড়কা বলেছেন: ধন্যবাদ মামুinসামু এবং বাধা মানিনা এত তাড়াতাড়ি অামার মনের মেঘ দূর করার জন্য। যাক, তাহলে অামার লজিকই ঠিক, কাউন্টারের অফিসারই ব্যাপারটা নিয়ে অহেতুক বকেছে। অাসলে যত সহজে হেয়ালি করি, তত সহজেই বিচলিত হই, অার নিজের উপর কনফিডেন্স অনেক কমে গেছে, সেটা অন্য গল্প।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

চড়কা বলেছেন: ধন্যবাদ গ্রাম্যবালিকা অাপনাকেও

৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

শূন্য পথিক বলেছেন: কিচ্ছু হবে না। ভাইয়াজি ইসমাইল!! B-) B-) B-)

৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

আশীষ কুমার বলেছেন: আমি নিজে ব্যাংকার। কিচ্ছু হবে না, সময়মতো টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। ফু....হ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.