নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর অপেক্ষায় ...

মাথায় ভয়ানক রকমের গন্ডগোল আছে ...

অন্ধকারে একজন

মাথায় ভয়ানক রকমের গন্ডগোল আছে ...

অন্ধকারে একজন › বিস্তারিত পোস্টঃ

X(( X(( X(( হায় হায় khairun আপা জেনে ফেলেছে আমি কার মাল্টি :( :( :(

১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১২



এক বৃষ্টি ভেজা ছাগু সকাল ৭ ঘটিকায় দুঃস্বপ্ন দেখে বের করেছে আমি কার মাল্টি এবং প্রতি মুহুর্তে শুধু জপ করছে "অন্ধকারে একজন"। আসুন দেখি স্বপ্নে পাওয়া নিকগুলো যাদের মাল্টি আমিঃ







বড় করে দেখতে



উপরের সুত্র অনুযায়ীঃ

১। ভুল উচ্ছ্বাস

২। ধীবর (যেখানে যথাবিহিত ভাবে ধীবর লিখতে গিয়ে বর লিখেছে)



২৪ ঘন্টা পরে সম্ভবত রাতে মনে হয়ে পাগলা ঘোড়া লাত্থি খেয়ে মাথা বিগড়ে গেছে তখন আমার মাল্টি হয়ে গেলো









বড় করে দেখতে



স্ক্রিন শর্টে দেয়া কমেন্টের নিজের অংশ আন্ডার লাইন করে দিলাম। একটা মানুষ কতখানি সিক হলে এই ধরনের কথা বলতে পারে। তার পোষ্ট কেন স্টিকি হলো না সেই মানুসিকতা একমাত্র তার এই পোষ্ট তার কমেন্টগুলো পড়ার জন্য সকলের অনুরোধ রইল। তাতেই তার গোমড় ফাস হয়ে যাবে।



যেহেতু আমার পোস্টটি একসাথে দুইটা সংকলন পোস্ট স্টিকি করা নিয়ে সেহেতু অন্ধকারে একজন এখন পর্যন্ত যাদের সংকলন পোস্ট স্টিকি হয়েছে তাদের মাল্টি হওয়াই স্বাভাবিক । এটা যেকোন বুদ্ধিমান লোক বোঝে যাবে আপনি কেন বোঝলেন না বোঝলাম না ।



তাহলে কাদের পোষ্ট স্টিকি হয়েছে যা সংকলন পোষ্ট ছিলো



১। ফিউশন ফাইভ

২। তন্ময় ফেরদৌস

৩। আরজুপনি

৪। আমি তুমি আমরা

৫। মামুন রশিদ

৬। স্বপ্নবাজ অভি



তার কমেন্টে সে সরাসরি যে দুজনের কথা বুঝিয়েছে



১। অস্পিসাস প্রেইস

২। কান্ডারী অথর্ব।





দুঃস্বপ্ন যদি বৃষ্টি ভেজা সকাল নাই হবে তাহলে এই এই কমেন্টের অর্থও বুঝতো না এবং রেগে কমেন্টের এত দ্রুত উত্তরও দিত না। তার হিটের নেশা আছে তাই কমেন্টের উত্তর দিতে দেরী করে সেটা তার পোষ্টে গেলেই বুঝবে যে কেউ এবং সরাসরি এটাকও করত না।





বড় করে দেখতে



এটা কোন ব্যাক্তি আক্রমনমুলক পোষ্ট নয় বরঞ্চ প্রমান ছাড়া দুঃস্বপ্ন০০৭ সংকলনকারীদের মাল্টি আখ্য দিয়েছে আমার নিককে। কারো পক্ষে আমি বলিনি আমি শুধু যুক্তযুক্ত কমেন্ট করেছি পর সে আমাকে আক্রমন করেছে। সকলের মঙ্গল কামনা করে পোষ্ট শেষ করছি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

সুমন কর বলেছেন: হুম ! পড়লাম ...

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩০

অন্ধকারে একজন বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
আরো কিছু দিয়ে গেলাম পড়েন।
Click This Link
Click This Link

২| ৩১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৩

আরমান ভাই বিরাট টেনশনে বলেছেন: এক ছাগল লাগছে আরেক ছাগলের পিছে।বড়ই মজা পাইলাম।আগে শুনতাম বাঘে মহিষে লাড়াই হয় এখন দেখি ছাগলে ছাগলে লড়াই করে।

আচ্ছা তোমাদের দুই ছাগলের ফাইটে যে মারা যাবে তোমাদের জামাতি মতামত অনুযায়ি কি তোমদেরকে শহীদ ছাগু নিক উপাধি দেওয়া হবে? :D

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৭

অন্ধকারে একজন বলেছেন: বেঈমান তোর ছাগলের লগে সখ্যতা আছে তার দুঃস্বপ্নের ফেবুতে গেলেই বুঝা যায়। আমি ঐগুলার স্কিন শর্ট রাখিনি। এখনই মুছে ফেল। ছাগুর সাথে সহবাস ছেড়ে ভালো হয়ে যা।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:১৯

আরমান ভাই বিরাট টেনশনে বলেছেন: ছাগল কারে কি কইতাছোস?তুইতো দেখহি পিউর ছাগু।আমারে চিনবি না ভালো কথা বেঈমান ভাইরে আমার সাথে মিলাইয়া গন্ডগোল করে ফালাইছোস।হুম হেরে আমি লাইক করি ।তোগো ছাগুদের ুটুতে নিয়মিত বাঁশ দেয় সে।আমার মতো ব্লগে হাজার মানুষ আছে তারে লাইক করে ।তোরে কেউ ুটু মারতেও আসবে না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৮

অন্ধকারে একজন বলেছেন: বেঈমানের মত বেক্কল আর আবাল্টাকে যে এত ভালো পায় তার ভালোর সংজ্ঞা তার কাছেই থাক। আমি ওমন ভালো হয়ে ব্লগের হাজার মানুষের লাইক চাই না। তোরে সময় সময় ওইটা দদেয় বুঝি বেঈমান তাই তুই এত লাইক করিস আমি বুঝতে পারি। আমার ওইটা লাগবে ও না ওরে আমার পছন্দের ও দরকার নাই।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৫

বেঈমান আমি. বলেছেন: কিরে ছাগল তুই কেটা?আমারে টানিস কেন কমেন্টে?তোরে কোন নিকে মারছিলাম?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২২

অন্ধকারে একজন বলেছেন: kire ramchagol. ami bongsho poricoyhin kono murkher sathe mukh lagai na. tui ar khaleda zia som sikkhito tai toder niye amar matha betha nai.

chagu tui hote paris kenona chaguder sathe tor khatir thake amar sathe na. ami tor ar bristi veja sokaler moddhe kono parthok dekhi na.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.