![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অর্ধের চেয়ে বেশি, ভাঙ্গার চেয়ে ভালো। ছিন্নের তরে অন্ধের কালো।আমি শুন্য দিয়ে পূর্ণ হয়েছি, চূর্ণ হয়েও ধন্য রয়েছি।পন্য অতি নগন্য আমার তুল্য মূল্য স্বল্প।।
আপনি কি ম্যাসে এ থাকেন??
যদি থাকেন তাহলে আপনার পানি খাবার জন্য নিশ্চয়
একটা বোতল আছে??
আপনি বোতল টা নিশ্চয় অনেক দিন যাবত ব্যবহার করছেন??
আপনার বোতলটি অনেক দিন ব্যাবহারের ফলে সাদা বোতল আয়রন জমে জমে হলুদ থেকে ঘোরতর কালো
বর্ণ ধারণ করেছে।। এখন পানি রাখলে ভিতরে মবেল আছে না পানি আছে বুঝতে পারেন না তাহলে এই টিপস ব্যবহার করুন।।
__প্রথমে বোতলে পরিমান মত পানি ঢালুন তারপর একটা সার্ফ-পেস্কেল ঢালুন সাথে একটা পেপার কেটে ঢুকান এবং কিছু ইটের গুঁড়া, বালি, সহ সামনে জা পাবেন সব ঢুকাতে থাকবেন।। ঢুকানো হলে ঝাঁকাতে থাকুন অনেক সমায় ধরে ঝাঁকান খেতে বসে ব্লগ পড়তে পড়তে।।ঘুমানোর আগেও দুই এক ঝাকি দিয়ে নিবেন।। তারপর ঐভাবে রেখে দেন ৩-৪ দিন।। ৩-৪ পরে বোতল থেকে মাল-মশলা সব ফেলে দিন এবার দেখুন ___ যা পরিস্কার হবার হয়েছে ঐ বোতল এর বেশি আশা করবেন না।।
এবার খাবার পানি ঢালুন এবং পানি খেতে গিয়ে দেখবেন খুব গন্ধ করছে তারপর বোতলটি লাথি মেরে বাহিরে ফেলে দিন।।
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২
অনিকেত রহমান বলেছেন: মজা পেলাম।। ধন্যবাদ।
২| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৫
তামিম ইবনে আমান বলেছেন: লাস্টে এম্নে টুইস্ট দিলেন!!!
অস্থির পোস্ট ! রাইতের বেলা চিল্যায়া হাইসা উঠসি!
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪১
অনিকেত রহমান বলেছেন: এই সামান্য প্রচেষ্টা ।। ধন্যবাদ।।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১২
পথহারা সৈকত বলেছেন: লাস্টে এম্নে টুইস্ট দিলেন!!!
অস্থির পোস্ট ! রাইতের বেলা চিল্যায়া হাইসা উঠসি!
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩০
অনিকেত রহমান বলেছেন: ধন্যবাদ।।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
ভুল্কিস বলেছেন: ধুর্মিয়া, লাত্থিটা না দিলেও চলতো
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১১
অনিকেত রহমান বলেছেন: এত কষ্ট করলেন, শুধু শুধু ছেড়ে দিবেন?? ধন্যবাদ।।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
বেকার সব ০০৭ বলেছেন:
২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
অনিকেত রহমান বলেছেন: ধন্যবাদ :-<
৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫০
ড. জেকিল বলেছেন: ম্যাসে থাকার সময়ে আমার বোতল আর ব্ল্যাক হোলের মধ্যে তেমন কোন পার্থক্য ছিলোনা
তয় লেবুর রস এর পানি মিশায়ে কয়েকখান ঝাকানি-কাপানি দিলে ......... নিমেষেই পরিষ্কার। এক্কেবারে ফিলপস বাত্তির লাহান মতন ফকফকা ...... (লেবু একটু বেশি দিয়েন তাইলেই হপে)
২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
অনিকেত রহমান বলেছেন: কয় ছিলা উস্তাদ এতদিন।। এখন বোতলটাই নাই।।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
লিংকন১১৫ বলেছেন: অরে রে .।.।.।.।.।.।।।
২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
অনিকেত রহমান বলেছেন:
ধন্যবাদ
৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
জাহিদ ২০১০ বলেছেন: লাথ্থি কি পানি সহ দিমু, মাথা টার্গেট সই কইরা দিমু
২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
অনিকেত রহমান বলেছেন: কিভাবে লাথি দিবেন সেটা আপনার শক্তির উপর নির্ভর করবে।। পরলে বোতল টা দড়ি দিয়ে বেঁধে রেখে সকাল-সন্ধ্যা লাথি দিবেন।।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২০
সুমন কর বলেছেন: মজা পাইলাম।
২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫
অনিকেত রহমান বলেছেন: ধন্যবাদ।।
১০| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১
ইকরাম বাপ্পী বলেছেন: Mese na thekeo basay botol e vorosha..... Basay 5jn member er majhe 3joner alada alada botle ache..... Tobe tate emn iron nai....
২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭
অনিকেত রহমান বলেছেন: ৮-৯ মাস পরিষ্কার করবেন না দেখবেন এমন ময়লা হয়ে যাবে।।
১১| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
ড. জেকিল বলেছেন: বোতল নাই তো কি হইছে? ময়লা তো আছে নাকি ?
সময় মতো একটা বোতল ময়লা কইরা, এক্সপেরিমেন্ট কইরা ফেলবেন।
২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯
অনিকেত রহমান বলেছেন: হ্যাঁ হ্যাঁ দেখি কতদূর পারি ময়লা করতে।। আবারও ধন্যবাদ।।
১২| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬
অনিকেত রহমান বলেছেন: হুম।। নিউজ টা পড়ে আসলাম।।
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
নীল ভোমরা বলেছেন: হিতোপদেশ...নাকি সদুপদেশ?
২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩
অনিকেত রহমান বলেছেন: step by step প্রাক্টিকাল শুরু করেন বুঝে যাবেন ধন্যবাদ।।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
আদম_ বলেছেন: দুর মিয়া। ব্যাপক আশা নিয়া আইছিলাম........
হাস্তে হাস্তে শ্যাষ
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪১
অনিকেত রহমান বলেছেন: আবার আসবেন।। ধন্যবাদ।।
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১৫
অপ্রচলিত বলেছেন: দুই লাইন পড়েই বুঝছিলাম কাহিনী
০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১
অনিকেত রহমান বলেছেন: এ বিষয়ে অভিজ্ঞতা আছে তাই আগেই বুঝে ফেলেছেন।।
ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৮
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ২০০৯ সালের ঘটনা , চাকরীর সুবাদে মোহাম্মদপুরে একটি মেসে থাকতাম । একদিন দুপুরে খাওয়া দাওয়া করছি হঠাৎ বিষম খেলে পানির বোতলটা নিয়ে দিলাম চুমুক , এক ঢোক খেয়ে দেখি সয়াবিন তেল খেয়ে ফেলেছি । কারন আয়রনের কারনে বোতলের পানি ও সয়াবিন তেল মতন ছিল।