নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Onim

Onim › বিস্তারিত পোস্টঃ

লেডিস ফার্স্ট কথাটা কিভাবে এল ?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

[প্রথমেই

বলে রাখি ঘটনাটা কলেজে থাকতে আমাদের

একজন

ম্যাডাম শুনিয়েছিলেন আর সেই ম্যাডাম

আমাদের

কলেজে আসার আগে ভিকারুন্নিসা স্কুল এণ্ড

কলেজের

শিক্ষক ছিলেন ।

একদিন কোন

একটা সহশিক্ষা কার্যক্রমে আমরা ছেলেরা তেমন

উত্সাহী না থাকায় দায়িত্বটা মেয়েদের

কাঁধেচাপাতে বলছিলাম

লেডিস ফার্স্ট ,লেডিস ফার্স্ট ।

এতে মেয়েরা খুশি হয়েছিল

আর আনফরচুনেটলি ম্যাডাম সেখানে ছিলেন

।পরে ক্লাশে এই

ঘটনাটা আমাদেরকে বলেন]

"অনেক দিন আগে এক ছেলে আর

একমেয়ে গভীর

প্রেমে আবদ্ধ হয়েছিল ।

তারা একে অপরকে এমনই গভীর

ভালবাসে যে তারা একসাথে বাঁচতে পারে আবার

একসাথে মরতে পারে ।

এরমাঝে একদিন মেয়েটার

বাবা মা তাকে অন্য এক জায়গায়

বিয়ে ঠিক করে ফেলল । মেয়েটা যখন তার

বাবা মা কে জানালো যে সে অপর

একটা ছেলেকে ভালোবাসে এবং তাকেই

সে বিয়ে করবে ,তখন

বাবা মা তাকে বলল -তাহলে ঐ

ছেলেটাকে নিয়ে তুই

দেশান্তরিত হবি এবং আমাদের সামনে আর

কোনদিন

আসবি না ।আমরা তোর

নামে একটা স্মৃতিস্তম্ভ

তৈরি করে সবাইকে বলব

যে তুইমারা গেছিস ।আর

যদি এখানে থাকতে চাস তো আগেআমাদের

মেরে ফেলে তারপর

যা করার করবি ।

এহেন কথাবার্তায় মেয়েটা তখন পড়ল উভয়

সংকটে ।

একদিকে বাবা-মা আর একদিকে প্রেমিক ।

কি করবে সে ?

অবশেষে সে কথাগুলো ছেলেটিকে জানাল ।

ছেলেটি প্রস্তাব দিল -চল

আমরা একসাথে আত্মহত্যা করি ।

মেয়েটি প্রস্তাবে সম্মতি দিল ।তো কথামত

তারা একটা উঁচু

পাহাড়ে উঠলো ।

লাফিয়ে পড়ে তারা আত্মহত্যা করবে ।

ছেলেটা মেয়েটাকে বিদায় চুম্বন

দিয়ে বলল -"তুমি আমার

আগে মারা যাবে এটা হতে পারেনা"

বলেই সে লাফ দিল এবং পরে মারা গেল ।

মেয়েটা লাফ

দিবে তখন তার মাথায়

একটা কুবুদ্ধি খেলে গেল- ছেলেটাত

মারাই গেছে ।তাহলে ?

অতপর সে তার বাবা মার কাছে ফিরে গেল

এবং তাদের পছন্দ

করা ছেলেটাকে বিয়ে করল ।

এরপর থেকে ছেলেরা কোন

কাজে মেয়েদেরকে আগে পাঠাত

যাতে পরে সে সটকে পরতে না পারে আর

প্রতিষ্ঠিত হল লেডিস

ফার্স্ট কথাটা ।"

গল্প বলা শেষ করে ম্যাডাম

মেয়েদেরকে বললেন - এখন বুঝছ

লেডিস ফার্স্ট কথাটা মেয়েদের

বিশ্বাসঘাতকতা আর

অবিশ্বস্ততার প্রতীক ।এরপরও এই কথায়

তোমরা খুশি হবে ?

তখন তাদের মুখখানা দেখার মতছিল ;)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

আমিই আজাদ বলেছেন: অ...সাম লিখছেন মামা =p~

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

মো: ইলিয়াস বলেছেন: জটিল হইছে মামা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.