![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. আজ আমার মন খারাপ, আমার কিছু ভাল লাগে না,
কিন্তু কেন?? (এই স্ট্যাটাস বছরে ১৫০দিনই থাকবে,
এতে বিচলিত হওয়ার কিছু নাই)।
২. আজ বান্ধবীরা মিলে চটপটি আর ফুচকা খাইসি !
অনেক মজা করলাম ! (হ্যা, আপনি যেই
চটপটি রাস্তায় বা দোকানে দেখেন
কিংবা বন্ধুদের সাথে খান তারাও সেইটাই
খেয়েছে, এতেও অবাক হওয়ার কিছু নাই। তাদের
চটপটি গানা থেকে আনানো হয়নি !! )
৩. ছেলেরা কেন বুঝতে চায় না প্রেম করাই
জীবনের সব কিছু না ( বুঝে নিন সে থার্ড টাইম
ছ্যাকা খাওয়া মাইয়া)
৪. উহহ মেসি ছেলেটা কত্ত সুইট! উম্মাহহ... (তার
কপালে যেই জিনিস জুটবে না সেইটা নিয়েই
মাতামাতি করতে পছন্দ করে)
৫. উহ কত ফ্রেন্ড রিকোয়েস্ট আসে রে, আর ভাল
লাগে না ! (বেকুব ছেলেরা রিকোয়েস্ট পাঠায় আর
মেয়েরা তাদের নিয়ে মজা নেয়)
৬. আম্মু খুব বকা দিসে এখন
আমি কান্না করতাসি,ভ্যা ভ্যা ভ্যা (সর্বোচ্চ
মাত্রায় ন্যাকা মেয়ের স্ট্যাটাস)
৭. না না না!! আমার বিড়ালের জ্বর
হইসে তোমারা সবাই দুয়া কর প্লিজ (তার নিজের
হইলেও একটা কথা ছিল, কিন্তু ফেসবুকে মিলাদ
দেওয়ার যে কি দরকার তারাই ভাল জানে)
৮.আমি কতো একা,যদি একটা মনের মতো বন্ধু
পেতাম! !! (ফ্রেন্ড লিস্টে ৫০০০টা ফ্রেন্ড ও ১০০০
ফলোয়ার থাকার পরও উনি একা ! ! !)
(বিঃ দ্রঃ প্রতিটি স্ট্যাটাসের পর ১০০টি আতেল
মার্কা পোলাগো কমেন্ট থাকা বাধ্যতামুলক। আর
বাস্তববাদী ও বুদ্ধিমতি মেয়েরা কিন্তু এসব
স্ট্যাটাস দেয় না।)
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮
নীল ভোমরা বলেছেন: ''আর বাস্তববাদী ও বুদ্ধিমতি মেয়েরা কিন্তু এসব
স্ট্যাটাস দেয় না।''....ঝানতামনা!
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১
মুদ্দাকির বলেছেন:
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২
চতুষ্কোণ বলেছেন: নীল ভোমরা বলেছেন: ''আর বাস্তববাদী ও বুদ্ধিমতি মেয়েরা কিন্তু এসব
স্ট্যাটাস দেয় না।''....ঝানতামনা!
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩
উদাস কিশোর বলেছেন: হা হা প গে
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫
নীল ভোমরা বলেছেন: বহুকাল পরে চতুস্কোণ-এর দেখা পেলাম!
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
পেন্সিল চোর বলেছেন:
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
ভাইটামিন বদি বলেছেন: কস্কি মমিন!!! অামিও ঝানথাম্নাহ্......
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
এম আর ইকবাল বলেছেন: মেয়েদের নিয়ে গবেষনা চিরকাল চলবে ।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯
স্বপ্নসমুদ্র বলেছেন: এইটা কি আপনার লেখা নাকি পেস্টিং করছেন? আগে জানি কই পড়ছি।
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১
দি সুফি বলেছেন: চতুষ্কোণ বলেছেন: নীল ভোমরা বলেছেন: ''আর বাস্তববাদী ও বুদ্ধিমতি মেয়েরা কিন্তু এসব
স্ট্যাটাস দেয় না।''....ঝানতামনা!
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৫
মাঘের নীল আকাশ বলেছেন: সেইরাম কইসেন গো দাদা...