নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামথিং ডিফারেন্ট.... অলওয়েজ

যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!

অন্যরকম

মতৈক্য ও মতানৈক্যের মাঝেই আমাদের বসবাস.....

অন্যরকম › বিস্তারিত পোস্টঃ

একটি তীক্ষ্ণ যুক্তিসমপন্ন অনুভূতিশূন্য গল্প!

১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৫০

তীব্র অনুভূতিশীলদের এইপোস্ট না পড়ার অনুরোধ রইল! পড়লে নিজ দ্বায়িত্বে পড়বেন!



রাম দা নিয়েই তেড়েফুড়ে বাড়ি থেকে বাহির হচ্ছিল করিম মিয়া, তাকে বাঁধা দিয়ে বুকে জড়িয়ে ধরল বড় ভাই রহিম।



- এইভাবে যাইছ নারে ভাই, মাথা ঠান্ডা কর। অনুভূতি মনের মইধ্যে চাইপা রাখ।

- আপ্নের নীতিবাক্য রাখেন দাদা।
(রাগে গজগজ করতে থাকে করিম!) যখন বাপ মা তুইল্ল্যা গালি দিছিল তখন তো চুপ কইরা ছিলেন!

- হ! গাইল দিলে দিছে। কি করমু!
হেরা শিকখিত মানুষ, যুক্তিবাদী। আম্রারে গাইল দিলেও সেইখানে যুক্তি থাকে।

- আপ্নার যুক্তি আপনে ুদান। শালাগোরে দাও দিয়া কোপাই আসমু আইজকা।

- মাথা ঠান্ডা কর ভাই, চল চেয়ারম্যানের কাছে চল। হেরে সব বুঝাই কই।

- ঐ ানকির পুতই তো সবগুলানরে লাগাই দিছে। ইলেকশনে ভোট দিলাম আম্রা, খাটা খাটনি সব করলাম, টেকাও খরচ কর্লাম, আর অহন গুন্ডা-পান্ডা লাগাই দিছে আম্রার এইখানে। নিজে সাধু সাইজা নীতি কথা কইতাছে, আর যুক্তি ফলাইতাছে। খলিলরে কি করছে শুনেন নাই???

- না, শুনি নাই।

- শুনবেন কেম্নে? শুনছেন তো খালি হেদের নীতিকথা.... এইসব নীতি কথার মায়েরে বাপ.... খলিল নতুন আবাদ করছিল, চারা লাগাইছে, ানকির পোলাগুলা রাইতের আন্ধারে গিয়া হাইগা আসছে, শালার বলদ হইলেও একটা কতা আছিল, গোবর কাজে লাগত.... শালাগুলারে অহনই গিয়া বলদ কইরা আমু X((!!!!.....!




(করিম আবারও তার ভাইয়ের হাত ছাড়ার চেষ্টা করে, কিন্তু পারে না।)



- হাত ছাড়েন না কেন? যখন মায়েরে তুইলা গালি দিছিল। তখন কই আছিলেন আপ্নে?

- মায় তো অনেক আগেই মইরা গেছে। গালি দিলে কি গায়ে লাগবো? তুইও তখন দিয়া দিতি পাল্টা গাইল। তখন দেছ নাই কেন?

- ভাদাইম্ম্যা জারজ গুলানরে গাইল দিলে কি হেদের গায়ে লাগবো? হেগো বাপ-মার কোন ঠিক-ঠিকানা আছে নাকি? গিয়া দেহেন, বাপের নাম জিগান, কইতারবোনা! আর বাপ মা থাকলেও কি হইত, হেরা কি আর বাপ মা মানে?

- সবই বুঝিরে ভাই, কিন্তু গাইলের বদলে কি আর গাইল দিবি? সমাজ আছে না, সমাজে বিশৃঙ্খলা তৈরী হইবো, শান্তি নষ্ট হইবো।

- ানকিরপোলাগুলা কিছু গাইল দিলে শান্তি নষ্ট হয় না, না? হেরা যখন গাইল দেয় তখন এই ুদির সমাজ কই থাকে। আর গাইলরে গাইল দিয়া মুকাবিলা করুম ক্যান। রামদাও কি এম্নে নিছি। সাহস থাকলে সামনে আসুক। রাইতের আন্ধারে হাগছ, সাহস থাকলে সামনে আইসা লুঙ্গি তুলুক, সোজা কাইটা দিমু.....
(করিম মিয়া গজগজ করতে থাকে..)





এ গল্পের শেষ আর জানা যাই নি। আশ পাশের ৮/১০ বাড়ি থেকে লোক জন এসে জমে গিয়েছিল। সবাই করিম কে ঠান্ডা করতেই ব্যস্ত, আর দীর্ঘদিনের গালাগালে ক্ষোভ জমতে থাকে.....! :|



{প্রথমত: এ গল্পের সব চরিত্র, ঘটনা, পরিপ্রেক্ষিত কাল্পনিক। কারও সাথে বা কোন গ্রুপের সাথে মিলে গেলে তা হবে কাকতাল মাত্র। এ জন্য লেখক দায়ী নয়! B-)



দ্বিতীয়ত: প্রথমেই বলা হয়েছিল তীব্র অনুভূতি সম্পন্ন কেউ এই পোস্ট না পড়তে, কেউ পড়ে তীব্র আঘাত পেয়ে থাকলে তাকে অনুরোধ করবো অনুভূতি নামক ঠুনকো জিনিস মাটিতে পুঁতে ফেলতে। অনুভূতি নিয়ে ব্লগানো নিষিদ্ধ। কারণ এইখানে তীব্র অনুভূতিশীলদের পু#কি মারা হয়! :P}

মন্তব্য ৫৭ টি রেটিং +১৮/-১

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৬

স্পাইডার বলেছেন: কারণ এইখানে তীব্র অনুভূতিশীলদের পু#কি মারা হয়!

বানান ভূল আছে

১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:০৭

অন্যরকম বলেছেন: কোনটা? :(
আমার কাছে বাংলা ডিকশনারী নাই! :(

২| ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:০৯

জনৈক আরাফাত বলেছেন: হা হা হা। এই পোস্ট হইতে শত হাত দূরে থাকুন! =p~ =p~ =p~ =p~

১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৬

অন্যরকম বলেছেন: খিকজ!!!!!!!!!!!!!!!!!! :D :P ;)

৩| ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৩

আব্দুল্লাহ আল মামুন রাসেল বলেছেন: হিক খিক খিক

১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৬

অন্যরকম বলেছেন: ফিক ফিক ফিক! ;)

৪| ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৫

অন্যরকম বলেছেন: কোন অনুভূতিশীলের গায়ে লাগছে, এক্টু আওয়াজ দিয়া জান ভাইডি! :|

৫| ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৭

রনি রাজশাহী বলেছেন: তুমার কি-বোর্ড থাইক্যা ইদানিং যা বাইর হইতেছে না মিয়া~~~~~~~~
চরম :) :) :)
প্লাসের সহিত সোকেচাইত।

১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৪

অন্যরকম বলেছেন: আমার কি বোর্ড থেকে কি বাহির হইবো! :|
আমার কি-বোর্ড থেকে কিছু বাইরাইলেও গন্ধ বাহির হয় না! ... খিকজ! ;)

৬| ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১২

রথে চেপে এলাম বলেছেন: অনুভূতি নাই কইলাম :|

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০১

অন্যরকম বলেছেন: /:)
তাইলে ওয়েলখাম!

৭| ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২৬

রনি রাজশাহী বলেছেন: আমার লিঙ্কসঃ নদী পথে বাংলাদেশ

=p~ =p~ =p~ =p~ =p~
কাহিনী কি? নদীর উপ্রেই থাকেন নাকি?

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২১

অন্যরকম বলেছেন: আরে নাহ! তবে জীবনের বড় একটা অংশ নদীর পাড়ে কাটছে। তাছাড়া মূলত সাগড় পারের বাসিন্দা।

২ বছর আগে বিবিসি বাংলার ঐ অনুষ্ঠানটা বেশ ভাল লেগেছিল। এইজন্যই লিংকে শেয়ার করলাম! :)

৮| ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৯

হাসান মাহবুব বলেছেন: খরগোশ দেহি চরম ফর্মে! পেলাচ!

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৯

অন্যরকম বলেছেন: খিকজ............ ;)

৯| ১৩ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:২৮

ডেলফ বলেছেন: হাহ হা হা হা হা :)
গালিবাজদের ... রামদা দিয়া কোপাইয়া কি লাভ ভাই
ওদের ওইটা নাই, তাই লাজ-শরমও নাই, কাটবেন কি :P

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৭

অন্যরকম বলেছেন: =p~ =p~ =p~

আমি তো কাটমু না। করিম কাটবে.... যা পায় তাই কাটবে! ;)

১০| ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৩

চানাচুর বলেছেন: প্লাস বুঝি নাই।


উপরের কমেন্ট দুটো মুছিবেন

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫

অন্যরকম বলেছেন: মুছা হইল!

১১| ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪

শয়তান বলেছেন: অনুবুটি শব্দটা খুউব পছন্দের :D

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৮

অন্যরকম বলেছেন: হ! এইটা না থাকনই ভালা। ;)

১২| ১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪০

লড়াকু বলেছেন: অনুবুটি শব্দটা খুউব পছন্দের :D

১৩ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭

অন্যরকম বলেছেন: ১১. :D

১৩| ১৩ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

ডেলফ বলেছেন: ও হ্যা, করিম কাটতে চায়, ভুল হয়ে গ্যাছে, করিমকে কি এইটা জানাইতে পারবেন যে, কোপায় কোন লাভ নাই :)

১৩ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

অন্যরকম বলেছেন: একবার কোপাইতে পারলে সব ঠিক হইয়া যাইবো..... সো করিমকে বলতে চাই.... ক্যারি অন! ;)

১৪| ১৩ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৬

ডেলফ বলেছেন: হেহ হে হে হে , চরমপন্থা কখনোই ভালো নাহ :)

১৩ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

অন্যরকম বলেছেন: আরে নাহ ভ্রাতা, চরম পন্থা না, দে'য়ালে পিঠ ঠেকে গেলে লোকজনের যা হয় আর কি....! ;)

১৫| ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৬

কঠিন চিজ বলেছেন: জটিল হইছে। :P :P :P

আমারো একই সমস্যা, গাইল দিবার পারি না।

তয় এখন ঠিক করছি আর গাইল দেয়ার টেরাই দিমুনা। নতুন টেকনিক বাইর করছি।

Turn the table Over. এবং পশ্চাতদেশ দিয়ে ............ । টের পাইব কত পয়সায় কত ডলার। :P :P :P

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৯

অন্যরকম বলেছেন: হ! মিরর ইমেজের মত! ;) সামনে আয়না রাখলে যা হয় আর কি! ;)

১৬| ১৪ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২২

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: নিজ দায়িত্বে পড়লাম না। /:)

১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৯

অন্যরকম বলেছেন: ধইন্যা! /:)

১৭| ১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৯

তামিম ইরফান বলেছেন: কি হইছিলো?

১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৬

অন্যরকম বলেছেন: ব্যাপক কাহিনী!
ঐ অনুভূতি সংক্রান্ত!!!!!! /:)

১৮| ১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৩

শয়তান বলেছেন: খরগোশদেখিকটিনছাগেরসাথেহাসে :-*

১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৭

অন্যরকম বলেছেন: :(
হাসাহাসিনিসিদ্দনাকি? :(

১৯| ১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৮

তামিম ইরফান বলেছেন: কুন জায়গার অনুভূতি?

১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:২০

অন্যরকম বলেছেন: ব্লগে তো অনুভূতি একটাই!!!!!! কারও একেবারেই নাই... আবার কারও অল্পতেই ভাইঙ্গা পরে! :|

২০| ১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:২৬

শয়তান বলেছেন: তাইবৈলাছাগলেরসাথে /:)

১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:২৮

অন্যরকম বলেছেন: কেপি টেস্ট পজিটিভ হইছে? :|

২১| ১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৩

শয়তান বলেছেন: বহুতআগেই

১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৬

অন্যরকম বলেছেন: হুমম.... আমি তো তার একটা পোস্টই দেখছিলাম.... মরার পর কিভাবে দাফন করবে সেইটা নিয়া..... ঐটাতে তো কেপি+ মনে হয় নাই! :||

২২| ১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫২

শয়তান বলেছেন: এইটা থার্ড জেনারেশন রানিং । আগেরগুলা গন । এটাও পৈরা যাইবো আগামি উইকেই ।

১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:০৩

অন্যরকম বলেছেন: হুমম..... ৩জি টেকনোলজি!!!!! এটাই কি হিন্দু সাইজা আসছে?
ব্লগ দেখি অনেক আগাইছে!

২৩| ১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৫৫

শূন্য আরণ্যক বলেছেন: হমমম এমনই হয় । গাইলের জবাবে গাইল

+++++

=p~


কারণ এইখানে তীব্র অনুভূতিশীলদের পু#কি মারা হয়!

১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৫৮

অন্যরকম বলেছেন: ধরতার্ছেন দিকি! ;)

২৪| ১৬ ই নভেম্বর, ২০০৯ ভোর ৬:৪৯

শূন্য আরণ্যক বলেছেন: আবার জিংগায় ;)

পু%কিমারাখাওয়ালোকওএখানেঘোরাফেরাকরেকেন ?

১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৫

অন্যরকম বলেছেন: আরাম্পাইছে! B-)

২৫| ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৫

শয়তান বলেছেন: বুটিতে জাইলোকেন মাখাইয়া ইদানিং কেউ কেউ ঘুর ঘুর করে =p~

১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০০

অন্যরকম বলেছেন: এইটা কেডা? B:-)

২৬| ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৪

লিটল হামা বলেছেন: ভাইয়া, েটা কি কোন ইঙ্গিতপূর্ন লেখা? একটু মনে হয় বুঝেছি :)

১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৯

অন্যরকম বলেছেন: একটু বুঝলে তো হবে না ভাইয়া, পুরোটাই বুঝতে হবে। পোস্টের তারিখ ও সময় দেখেন এবং না বুঝলে বার বার পড়েন! ;)

ইঙ্গিতপূর্ণ তো অবশ্যই! :P :-P

২৭| ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১১

মনির হাসান বলেছেন: অনুভুতিয়ালারা মারা খাবে এটা নতুন কিছু না ... কারণ আদৌ সে জানেনা কোন অঙ্গ দিয়া সে অনুভুতি অনুভব করে ... আর ঠিক একই কারণে সে জানেনা ঠিক কোন অঙ্গ'টা কভার দিয়া চলতে হবে ...


আর তাই ... পুকুরে নামলে টাকি মাছও তাদের অনুভুতির ইয়ে মেরে দিতে পারে এই ভয়ে পেরেশান ... গাছের পাখি ডাকলে তারা আতঙ্কিত হয় হালার পাখি অনুভুতির মায়'রে কি গাইল'টাই না দিল ... মাছের বাজারে গায়ে গা লাগলে তিড়িং কইরা ফাল দিয়া ওঠে, অনুভুতির ইজ্জত চইলা গেল নাতো ...


যাই হোক ... ব্যাপক্স স্যাটায়ার লেখছেন ... সাধু সাধু ...

আরো মজার ব্যাপার ... যে যার নিজের মত কইরা বুইঝা খুশি ...

১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২৭

অন্যরকম বলেছেন: =p~ =p~ =p~


"আরো মজার ব্যাপার ... যে যার নিজের মত কইরা বুইঝা খুশি ..." -- খিকজ! ;)


"... কারণ আদৌ সে জানেনা কোন অঙ্গ দিয়া সে অনুভুতি অনুভব করে ... " -- হুমম, তার মানে অনুভূতি হ্যাজ!!!! যাই হোক, এই জিনিসটা জানার আগ্রহ ছিল, অনুভূতি নামক কোন জিনিস আদৌ আছে কিনা! আপনার বক্তব্যমতে "আছে"।

২ নং প‌্যারায় জাঝা! :)

২৮| ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪২

শয়তান বলেছেন: অটোমেটিক্যালি টের পাইবেন একটু পর :#)


১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:২৯

অন্যরকম বলেছেন: ????

২৯| ২০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৩

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: চমৎকার

২০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৭

অন্যরকম বলেছেন: নিঃশব্দে পইড়া গেলেন!!! ধইন্যা! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.